বিকাল বেলা একটু ঘোরাঘুরি || কাঠের ব্রিজ

in আমার বাংলা ব্লগ3 years ago

20221226_010506.jpg

হ্যালো বন্ধুরা.. সবাইকে স্বাগতম,
আমার বাংলা ব্লগে
আজ বুধবার ১৯ অক্টোবর ২০২২ ইং
বাংলা ০১ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ



প্রিয় বন্ধুরা আমার , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো খারাপ মিলিয়েই আছেন ! আমারও ওই একই অবস্থা ৷ ভালো খারাপ মিলিয়েই ভালো আছি৷ তো যাই হোক আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছে আমি নিরব বাংলাদেশ থেকে ৷ আজও আপনাদের মাঝে নতুন কিছু শেয়ার করার চেষ্টা করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷

তো গত কয়েকদিন আগের ছোট্ট একটি গল্প নিয়েই মূলত আজকের এই ব্লগটি লিখবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷ আসলে মাঝে মাঝে একটু ঘোরাঘুরি করতে আমার অনেক বেশিই ভালো লাগে ৷ যদি খুব দূরে কিংবা ভাল কোনো আকর্ষনীয় স্থানে যেতে না পারি তাহলে আশেপাশে কথাও একটু ঘুরে আশি ৷ আসলে এ বিষয়টা মনে হয় কাউকে বোঝাতে হবে না , কারণ ঘোরাঘুরি করতে কম বেশি সবাই অনেক পছন্দ করি ৷ আমিও তেমনি ঘোরাঘুরি করতে অনেক বেশিই পছন্দ করি ৷ ঘোরাঘুরির মাঝে এক অন্যরকম প্রশান্তি আছে , ভালো লাগা আছে ৷ একটু ঘোরাঘুরি করলে মন অনেক হালকা হয়ে যায় ৷ হাজার বিরক্তি থাকলেও কেটে যায় ৷ তো যাই হোক , এতো কিছু না বলি , যে আসলে ঘোরাঘুরি করতে পছন্দ করে সে ঠিকই বুঝে ৷ তো মূল গল্পে আসি , কিছু দিন আগে একটু ঘুরতে গিয়েছিলাম করতোয়া নদী ৷

IMG20221218152048_00.jpg

IMG20221218153919_00.jpg

আসলে শেষ বিকেলে একটু ঘোরাঘুরি করতে আমার অনেক বেশিই ভালো লাগে ৷ প্রায় সময় আমি বিকেল বেলা আশেপাশে একটু ঘোরাঘুরি করি ৷ প্রচুর ভালো লাগে শেষ বিকেলে ঘুরতে ৷ সেদিনও শেষ বিকেল একটু ঘুরতে বের হয়েছি ৷ যদিও যাওয়ার মতো তেমন ভালো জায়গায় নেই ৷ করতোয়া নদীর পাড়ে গিয়েছিলাম ৷ আসলে নদীর পাড়ে সময় কাটাতে আমার সব থেকে বেশি ভালো লাগে ৷ প্রায় সময়ে আমি এই নদীর তীরে এসে সময় কাটাই ৷ সেদিনও গিয়েছিল করতোয়া নদীর এমন একটি জায়গায় ৷

IMG20221218152244_00.jpg

IMG20221218152108_00.jpg

এই জায়গাটা আমার খুব অপরিচিত নয় ৷ প্রায় সময় আমি এখানে আসি এবং সময় কাটাই ৷ ভালো লাগে জায়গাটা ৷ আসলে নদী প্রিয় মানুষ আমি ৷ বিশেষ করে করতোয়া নদীর পাড় আমার বেশ পছন্দের ৷ কারণ বেশি ভাগ সময় এই নদীর সাথেই আমার অবসর সময় গুলো কেটেছে ৷ করতোয়া নদীর তীরে এসে প্রায় বসতাম আর সময় গুলো উপভোগ করতাম ৷

IMG20221218152708_00.jpg

IMG20221218154033_00.jpg

বর্তমান সময়ে করতোয়া নদীতে তেমনটা পানি নেই ৷ নদী টা শুকিয়ে গেছে ৷ দুপাশে চর জমে গেছে ৷ নদীর মাঝখানে ছোট একটা নদী হয়েছে ৷ সেই নদীতে ছোট একটা কাটের ব্রিজ দিয়েছে ,আশেপাশের মানুষজন ৷ মূলত চলাচল করার জন্য ৷ যখন জলে নদী ভরা থাকে তখন নৌকা দিয়ে মানুষেরা নদী পাড়াপাড় হতো ৷ আপাতত পানি কম থাকায় নৌকা বাদে কাঠের ছোট একটা ব্রিজ দিয়েছে ৷ নদীর এ পাড়ে ছোট একটা বাজার আছে , স্কুল আছে , নদীর ওপারের মানুষজনের এদিকে নানান কারণে আসতে হয় ৷ এদিকে মানুষও ওদিকে যায় নানান কারণে ৷ আর এদের মিলবন্ধন হয়ে আছে বর্তমান এই কাঠের ব্রিজ ৷

IMG20221218154719_00.jpg

IMG20221218154510_00.jpg

প্রায় সময় এই জায়গায় আসতাম ৷ নদীর পাড় থেকে এই কাঠের ব্রিজ দেখতাম , তবে কখনো এই কাঠের ব্রিজে উঠিনি আমি এবং কাছ থেকে এসে দেখিনিও ৷ সেদিন প্রথম এই কাঠের ব্রিজের কাছে আসলাম , এবং উঠেও দেখলাম ৷ আমার কাছে এই কাঠের ব্রিজটা ততটা সুবিধার মনে হয়নি ৷ কাঠ ভেঙ্গে আছে , অনেকটা পর পর কাঠ ৷ বাঁশ আর কাঠ দিয়ে তৈরি ব্রিজ টি বেশ ঝুঁকিপূর্ণ ৷ তবুও মানুষ প্রতিনিয়ত এই ব্রিজ দিয়েই চলছে ৷ কারণ চলতে হবে যে ৷ নদীতে পানির স্রোত বেশ ভালোই ৷ ব্রিজে উঠতেই ভয় লাগছে ৷ মনে হচ্ছে পানির স্রোতে ব্রিজটা কাপতেছে ৷ হাঁটতে প্রচুর ভয় লাগছে ব্রিজ দিয়ে ৷ তবুও নদীর দুপাশের মানুষ ঠিকওই চলছে ৷ ছাত্ররা স্কুলে যাচ্ছে , বৃদ্ধরা বাজার যাচ্ছে , যদিও ঝুঁকিপূর্ণ তবুও ৷ কারণ আর যে কোনো উপায় নেই ৷

IMG20221218154542_00.jpg

IMG20221218154047_00.jpg


ছবিঃ 𝙽𝚒𝚛𝚘𝚋
ক্যামেরাঃ realme C11
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered


তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ আশা করি আমার পোস্ট টি আপনাদের সবার ভালো লাগবে ৷ তো আজ এখানেই , পরবর্তীতে আপনাদের মাঝে আবারও ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করবো ৷ সবাইকে অনেক অনেক ধন্যবাদ , সময় নিয়ে আমার পোস্ট দেখার জন্য ৷ ভালো থাকবেন সবাই ৷

ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ৷

অনেক অনেক ধন্যবাদ আপনাকে, পোস্টটি সময় নিয়ে দেখার জন্য ৷

E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiF4nkVKP1PC25WhWdSqY9SQf2TJzmqgxFMWjuNkHw5XsLARCErjQCJttWSghQwHW7kfJkYrX4c4pCtiTfa...HWK2gGpEFGB8xQqyomTH1nvn7CPz2SMnooXwX61WyzcpU63uoNSxy8gfgvGdwRzK9nB2bEQrLPQvvnQVp6n6xDEV7NQgpdcANjWF3XJwB2tbgXcKKDcWfvHLG6.png

কমিউনিটিabb
বিষয়photography
ক্যামেরাrealme C11
ফটোগ্রাফার𝙽𝚒𝚛𝚘𝚋
তারিখ31 - 12 - 2022
লোকেশনBangladesh 🇧🇩

R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oDzhHVcrAhWug4yWjtiY4H...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png

ধন্যবাদ সবাইকে


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

qPJmwNUkWBAaDEoDjHMPfsMwgtrUZt8qa7V155BbYgaJXAz4pZwywE4FaJ933CY3zyeD41FdsmYEbsfztVMfmL4i2uZXsVY7VoFbuEedar8udNUXCcQCG9XRuhV8Gj...3iwASFwMBbi7BA5S2V89LofjuFTKah5sZ2wf2r3wr83WLEWbFVdg9txP1gCQL4GtJhgetWKoxndqvzgDgD3AiXTSnufFdmQ8mUuxX4nNpkE2UYgchsMeksBUDK.gif

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

বিকেলবেলা ঘোরাঘুরি করতে আসলে কমবেশি সবাই পছন্দ করে এরকম নদীর তীরে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। আপনি করতোয়া নদীর তীরে ঘুরতে গিয়ে খুব আনন্দের সময় কাটিয়েছেন। আর কাঠের ব্রিজ দেখতে আমার কাছে খুবই ভালো লাগছে। দেখেই বুঝা যাচ্ছে এগুলা পার হওয়া অনেকটা ভয়ের। । এই ধরনের কাঠের ব্রিজগুলোতে আমি কখনো উঠিনি। যাই হোক যেহেতু আর কোন উপায় নেই। তাই মানুষ চলাচল করাই লাগবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে বিকেলের ঘুরার আনন্দ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago (edited)

জ্বী ভাইয়া ঠিক বলেছেন ঘোরাঘুরি করতে আমরা সবাই কম বেশি খুবই ভালোবাসি। আপনার তোলা ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর ছিল এবং বিশেষ করে কাঠের ব্রিজটা খুব সুন্দর ছিল দেখতে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মুহূর্ত আমাদের সাথে তুলে ধরার জন্য।

 3 years ago 

আসলে আপনি ঠিক বলেছেন বিকেলবেলা ঘোরাঘুরি করতে কমবেশি সবাই খুব পছন্দ করে। আপনি খুব সুন্দর একটি জায়গায় ঘুরতে গিয়েছেন। করোতোয়া নদীর পানি শুকিয়ে যাওয়াতে ছোট্ট একটা নদী হয়েছে এখন। সেই নদীর উপর পারাপার হওয়ার জন্য কাঠের খুব সুন্দর একটি ব্রিজ তৈরি হয়েছে। এবং চারপাশে বালুচর দেখতে খুবই সুন্দর লাগছে। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। এরকম সুন্দর জায়গায় ঘুরতে কার না ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 3 years ago 

বিকেলে এরকম মনোরম পরিবেশে ঘুরতে কার না ভালো লাগে বলুন। নদী আর চমৎকার কাঠের ব্রিজকে ঘিরে দারুন পোস্ট সাজিয়েছেন। তবে ব্রিজটি বেশ ঝুঁকিপূর্ণ মনে হয়েছে আমার কাছে। ওটার উপর সাবধানে চলাচল করতে হবে।
ধন্যবাদ ভাই চমৎকার পোস্টটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 3 years ago 

আসলে ঘুরাঘুরি করতে কে না পছন্দ করে। আপনি ঠিকই বলেছেন ঘুরাঘুরির মাঝে অন্যরকম প্রশান্তি আছে এবং ভালোলাগা আছে। অন্যরকম একটা মুহূর্ত অতিবাহিত করা যায়।জায়গাটি তো দেখছি খুবই সুন্দর। কাঠের ব্রিজটি আমার ভীষণ ভালো লেগেছে। আপনি তো দেখছি খুবই ভালো একটি সময় অতিবাহিত করেছেন। আমি এরকম বিভিন্ন জায়গায় গিয়েছিলাম যেখানে কাঠের ব্রিজ রয়েছে। দেখতেও ভীষণ ভালো লাগে কাঠের ব্রিজগুলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 

সত্যি কথা বলতে বিকেলবেলায় ঘুরাঘুরি করতে আমি একটু বেশি পছন্দ করি। বিকেল বেলার এই সময়টা আমার খুবই পছন্দের। যদি সেই সময়টাতে ই নিজের পছন্দের একটি জায়গায় যেতে পারি তাহলে তো কোন কথাই নেই। জায়গাটি তো দেখছি খুবই দারুণ ঘুরতেও বেশ ভালোই সময় কাটানো যাবে। আমি এরকম বিভিন্ন জায়গায় গিয়েছি যেগুলো আমার খুবই পছন্দের।আপনার কাটানো এত সুন্দর মুহূর্ত এবং ফটোগ্রাফি দেখে একটু বেশি ভালো লেগেছে। ধন্যবাদ।

 3 years ago 

আপনার অভিজ্ঞতা পড়ে খুব ভালো লাগছে। কাঠের ব্রিজ টা সত্যি মনোরম। প্রি ওয়েডিং এর ফটোশুট এত সুন্দর আসবে এইসব জায়গাতে, ফটোগ্রাফারদের আলাদা করে এডিট করার প্রয়োজন হবে না। কাঠের ব্রিজটা দেখে গজেন্দ্র বর্মার ওই গানটার কথা মনে পড়ে যাচ্ছে, "ইস মে তেরা ঘাটা!মেরা কুছ নেহি যাতা।"খুব সুন্দর অভিজ্ঞতা শেয়ার করলেন।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.35
JST 0.035
BTC 115726.61
ETH 4467.89
SBD 0.86