"তোমাকে পেয়ে গেলে'' - নাটকের রিভিউ

in আমার বাংলা ব্লগ9 months ago (edited)

Screenshot_2023-11-11-12-02-48-81.jpg

ছবি স্ক্রিনশর্ট: ইউটিউব


হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালোই আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , একটি নাটকের রিভিউ নিয়ে ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷

আজ আমি শেয়ার করবো তোমাকে পেয়ে গেলে নাটকের রিভিউ ৷ ইয়াস রোহানের দারুণ একটি নাটক এটি ৷ এর আগেও আমি ইয়াস রোহানের একটি নাটক দেখেছি , বেশ ভালো লেগেছে আমার ৷ যার জন্য পরবর্তীতে আমি এই নাটকটি দেখি ৷ এটাও বেশ ভালো ছিলো ৷ তাই আজ আমি এই নাটকটি রিভিউ শেয়ার করতে চলে আসলাম ৷ আশা করি আপনাদের ও সবার ভালো লাগবে ৷ তো চলুন শুরু করি ...


নাটকের গুরুত্বপূর্ণ তথ্য


নাটকের নামতোমাকে পেয়ে গেলে
পরিচালকরুবেল আনুশ
অভিনয়েইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী ৷
দেশবাংলাদেশে
ভাষাবাংলা
ডুরেশন৫২ মিনিট


কাহিনী সংক্ষেপে

Screenshot_2023-11-11-14-35-36-11.jpg

Screenshot_2023-11-11-14-36-57-22.jpg

গল্পের শুরুতে দেখা যায় জাফর সহ আরো কয়েকজন মিলে এলাকার দোকানে দোকানে চাঁদা তুলছে ৷ মূলত তারা মাস্তান সেই এলাকার ৷ জাফর হলো সেই গ্রুপের লিডার আর এই গল্পের নায়ক ৷ তো সেদিন তারা ক্লাব আর এলাকার উন্নয়নের কথা বলে দোকানে দোকানে চাঁদা তুলছে ৷ চাঁদা তোলার মাঝে জাফর এক জনকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে ৷ প্রথম দেখায় প্রেমে পড়ে যায় জাফর , একটি মেয়ের ৷ আর কোনো দিকে খেয়াল নেই তার , সে শুধু মেয়েটির দিকে তাকিয়ে আছে ৷ সেই মেয়েটি হলো শিউলি ৷ জাফরের দিকে সেও তাকিয়ে আছে , তবে সে রাগি চোখে জাফরের দিকে বার বার তাকাচ্ছে ৷ শিউলি হলো এ গল্পের নাইকা ৷ তার বাবা একটা দোকানের মালিক ৷ জাফর তার বাবার সাথে চাঁদা নিয়ে তর্কাতর্কি করছে দেখে শিউলি রেগে আছে ৷

Screenshot_2023-11-11-14-37-11-44.jpg

Screenshot_2023-11-11-14-37-22-88.jpg

এভাবেই তাদের এই গল্পটা শুরু ৷ জাফর প্রথম দেখায় শিউলির প্রেমে পড়ে যায় ৷ আর তার পিছু লেগে যায় ৷ শিউলি এসব বুঝতে পারে আর রেগে যায় ৷ যখনি জাফর শিউলির কাছে কথা বলতে যায় , তখনি শিউলি রেগে যায় ৷ আর জাফরকে ভালো হতে বলে ৷ জাফরও শিউলি কে পাবার আশায় আস্তে আস্তে ভালো হওয়ার চেষ্টা করে ৷ দোকানে দোকানে সে আর চাঁদাবাজি করে না ৷ পাড়ার মোড়েও আর দেখা যায় না জাফরকে ৷ তার বাকি সঙ্গীদেকও জাফর ভালো হতে বলে ৷ এবং চাঁদা বাজি ছেড়ে দিয়ে চাকরি বা ভালো কাজ করতে বলে ৷

অনেকটাই বদলে গেছে এখন জাফর ৷ সব খারাপ কাজ বাদ দিয়ে এখন সে ভালোর পথে চলার চেষ্টা করে ৷ এরপর সে আবারও শিউলির কাছে যায় ৷ নিজের পরিবর্তনের কথা বলে এবং তাকে প্রেমের প্রস্তাব দেয় ৷ শিউলি এবারও তাকে ফিরিয়ে দেয় ৷ কারণ সে বেকার , চাকরি কিংবা অন্য কোনো কাজ কিছুই করে না ৷

Screenshot_2023-11-11-14-37-44-81.jpg

Screenshot_2023-11-11-14-37-53-30.jpg

এবার জাফর চেষ্টা করছে চাকরি অথবা একটা কাজ খোজার ৷ অনেকের কাছে ছুটে বেড়াচ্ছে একটা চাকরির জন্য ৷ কিন্তু সে পাচ্ছে নাহ ৷ অনেকটা বদলে গেছে জাফর ৷ এখন সে আর আগের মতো নেই ৷ চাঁদাবাজি রংবাজি ছেড়ে দিয়ে কাজের খোজে পাগল হয়ে আছে ৷ আর শিউলির বাবার কাছেও সে ভালো ব্যবহার করার চেষ্টা করে ৷ যদিও শিউলির বাবা তাকে একদমি পছন্দ করে না ৷ এরপরও সে চেষ্টা করে তাদের মনের মতো হতে ৷ তবে শিউলির জাফরকে ভালো লাগতে শুরু করে তার পরিবর্তন দেখে ৷ শিউলি প্রায় সময় জাফকে নিয়ে ভাবে ৷ এরপর অনেক খোজাখুজির পর জাফর একটা কাজ পায় ৷ তবে পাশের শহরে যেতে হবে তাকে কাজের জন্য ৷ জাফর এক কথায় রাজি হয়ে যায় ৷

Screenshot_2023-11-11-14-38-07-90.jpg

Screenshot_2023-11-11-14-38-32-67.jpg

আবারও জাফর শিউলির কাছে যায় তার কথা বলে ৷ কিন্তু শিউলি এবারও না বলে দেয় ৷ কারণ তার বাবা তাদের একসাথে দেখেছে এবং তাকে ভুল বুঝে তার বিয়ে ঠিক করেছে ৷ সে কখনোই পারবে না তার মা বাবাকে কষ্ট দিতে ৷ জাফর মানতে পারে না এসব , কান্না করে বারবার বোঝানোর চেষ্টা করে তাকে তার জন্যই তার এতো পরিবর্তন ৷ সে জীবনে তার কোনো কিছুই পায়নি , তাকে খুব করে চায় ৷ অন্যদিকে শিউলিও কিছু বলতে পারছেনা বাবা মায়ের কথা চিন্তা করে ৷ জাফর বুঝে যায় আর হবে না , তবে সে চেষ্টা চালিয়ে যাবে ঠিক করে ৷

Screenshot_2023-11-11-14-38-53-31.jpg

Screenshot_2023-11-11-14-39-02-02.jpg

এরপর জাফর শিউলির বাবার কাছে যায় ৷ রাস্তার মাঝে শিউলির বাবাকে থামিয়ে তার পা ধরে কান্নার শুরে শিউলিকে চায় ৷ কিন্তু তার বাবাও তাকে না করে দেয় , তার মান সম্মানের কথা জাফরকে ভাবতে বলে ৷ এরপর জাফর কি করবে বুঝতে পারে না ৷ শেষ একটা চিঠি লিখে শিউলির নামে চলে যায় তার গন্তব্যে পৌঁছতে ৷

সেই চিঠি শিউলি পেয়ে কান্নায় ভেঙে পরে ৷ কারণ সেও জাফরকে ভালোবেসে ফেলেছে , সেও তাকে চায় ৷ কিন্তু বাবাকে সে অসম্ভব ভালো বাসে তার বাবাকে সে কষ্ট দিতে চায় না ৷ এদিকে মেয়ের কান্না দেখতে পায় তার বাবা আর নিজের কাছে খারাপ লাগা অনুভব করে ভীষণ , তাই মেয়েকে আর কষ্ট দিতে চায় না তার বাবা ৷ শিউলি ছুটে যায় জাফরের কাছে ৷ জাফর ট্রেনে বসে আছে , ট্রেন ছেড়ে দেওয়ার অপেক্ষায় ৷ সেই মুহূর্তে এসে পৌচ্ছায় জাফরের কাছে শিউলি ৷ আর এখানেই তাদের মিল হয়ে যায় , সাথে গল্পটাও শেষ হয়ে যায় ৷

Screenshot_2023-11-11-14-40-15-28.jpg

Screenshot_2023-11-11-14-40-20-20.jpg



রেটিং:-০৯


আমার মতামত

তোমাকে পেয়ে গেলে নাটকটি আমার কাছে ভালো লেগেছে , তবে ততটাও না ৷ নাটকের গল্প অভিয়ন সব কিছু ই মোটামুটি ভালো ছিলো ৷ আসলে ইয়াশ রোহানের নাটক আমি তেমন দেখিনা ৷ তবে তার নাটক গুলো বেশ ভালোই হয় ৷ এর আগেও কয়েকটা দেখেছি , আর আজ এটা ৷বেশ ভালোই ছিলো , তবে আমার কাছে খুব একটা ভালো লাগেনি ৷ আজকের এই নাটকটি ভালোবাসার মিষ্টি একটা গল্পে ৷ গল্পটা এমন ছিলো যে , নায়ক মাস্তান ছিলো ৷ কিন্তু নাইকা'কে প্রথম দেখার পর , তার প্রেমে পরে যায় ৷ আর তাকে পাওয়ার আশায় নিজেকে সবটাই বদলে ফেলে ৷ এরপরও পায় না কিন্তু শেষ মুহূর্তে এসে পেয়ে যায় ৷ যাই হোক , গল্পটা ভালো ছিলো ৷ চাইলে দেখে আসতে পারেন এই নাটকটি ৷ নিচে লিংক শেয়ার করা আছে ৷ তো আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন ৷ ধন্যবাদ সবাইকে ...





ধন্যবাদ সবাইকে


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 9 months ago 

অনেক সুন্দর একটি নাটক আজকে আপনি রিভিউ করে আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইজান। খুবই ভালো লেগেছে আপনার এই অসাধারণ নাটকটা রিভিউ করতে দেখে। আসলে এ জাতীয় নাটকগুলো আমার খুবই প্রিয়। অবশ্য নাটকটা এখনো দেখা হয়নি। চেষ্টা করব যে কোন মুহূর্তে দেখার জন্য।

 9 months ago 

হ্যাঁ ভাইয়া সময় পেলে নাটকটি দেখার চেষ্টা করবেন , ভালো লাগবে ৷ ধন্যবাদ আপনাকে

 9 months ago 

তোমাকে পেয়ে গেলে নাটকটার রিভিউ পোস্ট পড়তে আমার কাছে খুব ভালো লেগেছে। এই নাটকটার সম্পূর্ণ রিভিউ আপনি অনেক সুন্দর ভাবে করেছেন। এই নাটকটা আমার দেখা হয়েছিল, যার কারণে রিভিউটা পড়তেও ভালো লেগেছে। এই নাটকে নায়ক এবং নায়িকা দুজনে খুব সুন্দর অভিনয় করেছে।

 9 months ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

 9 months ago 

খুব সুন্দর নাটক রিভিউ করেছেন আপনি। আপনার নাটক রিভিউ খুব দুর্দান্ত হয়েছে। তোমাকে পেয়ে গেলে নাটক টি আমি দেখেছি নাটকের চরিত্র সংলাপ এবং দৃশ্যপট খুবই অসাধারণ‌। নাটকের মাঝে ভালোবাসার কাহিনী তুলে ধরা হয়েছে। এত চমৎকার নাটক আমাদের মাঝে সুন্দর করে রিভিউ করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 9 months ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া , আপনার এমন সুন্দর মন্তব্যের জন্য ৷ ভালোবাসা রইল

 9 months ago 

নাটক দেখার মতো নাটকের রিভিউ পোস্ট পড়তেও আমার কাছে খুব ভালো লাগে। নায়ক মাস্তান থাকার সত্ত্বেও নায়িকাকে যখন প্রথম দেখেছিল, তখন অনেক বেশি ভালোবেসে ফেলেছিল। তাই তো নিজেকে একেবারে বদলিয়ে ফেলেছিল নায়িকাকে পাওয়ার জন্য। শেষ মুহূর্তে নায়িকাকে পেয়ে গিয়েছিল এটা সত্যি অনেক বেশি ভালো লেগেছিল।

 9 months ago 

ধন্যবাদ ভাইয়া ৷ আসলে শেষ টা সুন্দর হলে আমারও ভালো লাগে ৷

 9 months ago 

আপনারা শেয়ার করা এই নাটক আমি অনেক আগেই দেখে নিয়েছি। আর আজকে আপনার কাছ থেকে এই নাটক এর রিভিউ দেখতে পেরে খুবই ভালো লাগলো। খুব সুন্দরভাবে আপনি এই নাটকের রিভিউ তুলে ধরেছেন।

তবে প্রথম থেকে একটা বিষয় খেয়াল করে দেখবেন আপনি যে নাটকের তথ্যগুলো দিয়েছেন সেখানে নাটকের লিংকে কিছুটা ভুল রয়েছে সেটা একটু ঠিক করে নিবেন।

 9 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে , বিশেষ করে আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য ৷ আমি ঠিক করে নিচ্ছি এখনি ৷

 9 months ago 

নাটকের গল্প পড়ে তো বেশ ভালো লাগলো। এই নাটকটি আমি দেখি নাই। জাফার হয়তোবা প্রথমে চাঁদাবাজি এবং মানুষের সাথে খারাপ ব্যবহার করত। তবে অনেক মানুষ পরিবর্তন হয় প্রেমের কারণে। আর যখন একটি মানুষ ভালো হয় তখন চারপাশ থেকে সবাই তাকে সাপোর্ট করে না। প্রেম মানুষকে অনেক পরিবর্তন করে দেয়। সময় পেলে নাটকটি দেখার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে তোমাকে পেয়ে গেলে নাটকটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 9 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য

 9 months ago 

এই নাটকটি আমি দেখছি খুবই সুন্দর একটা নাটক।তবে মাঝ পথে নাটকটি একটু কষ্ট লাগে।এই নাটকটির শেষে তাদের দুইজনের মিল হয়ে এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। যাইহোক আপনি সুন্দর ভাবে নাটকটির রিভিউ উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 9 months ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ ভাইয়া , আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.033
BTC 64258.81
ETH 2772.25
USDT 1.00
SBD 2.65