"কঞ্জুস'' নাটকের রিভিউ
প্রিয় বন্ধুরা আমার, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন ৷ আমিও বেশ ভালোই আছি ৷ তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি নাটক রিভিউ পোষ্ট নিয়ে আমি নিরব বাংলাদেশ থেকে ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷ আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আর ফারহানের নতুন একটি নাটক ৷ নাটকটি নাম কঞ্জুস , চলুন তাহলে শুরু করি নাটকের মূল গল্প ৷
নাটকের গুরুত্বপূর্ণ তথ্য
নাটকের নাম | কঞ্জুস |
---|---|
পরিচালক | মহিদুল মহিম |
অভিনয়ে | মুসফিক আর ফারহান , তানজিন তিশা ৷ |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
ডুরেশন | ৪৯ মিনিট |
নাটকের শুরুতে দেখানো হয় , তেপাঙ্গর ভাই বসে বসে সিগারেট খাচ্ছে এবং খবর শুনছে ৷ হঠাৎ খবরে জানানো হয় বিড়ি সিগারেট সহ অন্যান্য দ্রব্যের দ্রব্যমূল্য বেড়েছে ৷ এটা শুনে তেপাঙ্গর তার মুখে থাকা সিগারেট নিভিয়ে রাখে ৷ যাতে সেই অর্ধ সিগারেট আরো একবার খাওয়া যায় ৷ এরপরেই তার বড় মেয়ে এসে তাকে ছেড়া জামা দেখায় ৷ তেপাঙ্গর সেই ছেড়া জামা দেখে বেধে দেয় ৷ এবং খেলতে পাঠিয়ে দেয় ৷ কিছুক্ষণের মধ্যেই আবার তার স্ত্রী নিলু স্নান শেষ করে সেখানে উপস্থিত হয় ৷ তার স্ত্রী চুলে সাবান বেশি ব্যবহার করা নিয়েও তেপাঙ্গের আপত্তি ৷ এগুলো বেশি ব্যবহার করা মানেই অপচয় করা , তেপাঙ্গের মতে ৷ তেপাঙ্গের এমন আচরণে খুবই বিরক্ত তার স্ত্রী নিলু ৷ নিলু মাত্র একটি গামছা-ই ব্যবহার করে আসছে বিয়ের পর থেকে , যেটির অবস্থা জালের চাইতেও বেশি খারাপ ছিড়ে ৷ বিয়ের পর একটি গামছাও কিনে দেয়নি , তেপাঙ্গর ভাই আমাদের এতোটাই কিপ্টা ৷
যাই হোক , এরপরে দেখানো হয় তেপাঙ্গর বসে বসে কান পরিষ্কার করছে ৷ এমন সময় তার স্ত্রী সেখানে আসেন এবং কান পরিস্কারের জন্য একটি কটম বাট নিতে যায় ৷ সেখানেও তেপাঙ্গর বাধা দেয় এবং নিজের ব্যবহার করা অর্ধেক কটম বাট কেটে দেয় ৷ এটা দেখে নিলুর অবস্থা খারাপ হয়ে যায় ৷ নিজের স্বামীর কিপ্টামি দেখে নিলু অবাক ৷
যাই হোক , এরপর নিলু তার বাবাকে ফোন দেওয়ার জন্য বলে ৷ নিলুর বাবার আসার কথা ৷ এটা শুনে তেপাঙ্গের অবস্থা খারাপ ৷ সে তার শ্বশুরকে ফোন দিয়ে জানতে চায় তিনি এখন কথায় আছেন ৷ শ্বশুর যখন বলেন এসে গেছি এবং অনেক কিছুই নিয়ে আসেছি তখন তেপাঙ্গের একটু স্বস্তি পায় ৷ এবং শ্বশুরকে আনতে এগিয়ে যায় ৷ শ্বশুরকে আনতে গিয়ে শ্বশুরের প্রতি খেয়াল না থাকলেও শ্বশুরের আনা জিনিস-পত্রের দিকে ভালোই খেয়াল আছে তেপাঙ্গের ৷বহুদিন পর নিলুর বাবা আসাতে নিলু তার স্বামী তেপাঙ্গকে বাজারে পাঠায় বড় একটি বাজার লিস্ট দিয়ে ৷ কিন্তু তেপাঙ্গর এতেও কিপ্টামি , সে বাজারে গিয়ে মাছ মাংসের দাম শুনে মাত্র একটি ডিম নিয়ে বাড়ি ফিরে আসে ৷ যাই হোক খাওয়া দাওয়ার পর শ্বশুরকে বিদায় দেয় এভাবেই ৷
এরপর বাড়িওয়ালা আসে বাড়ি ভারা নিতে ৷ নিলু একটা চেয়ার দেয় বসতে ৷ সেই চেয়ারে বসে বাড়িওয়াল অবস্থা খারাপ ৷ কারণ চেয়ারটি ছিলো ভাঙ্গা ৷ সে ভাবেই নিজেকে সামলে বসে পড়ে বাড়িওয়ালা ভাঙ্গা চেয়ারে৷ এরপর সরবত খেতে চাইলেও সেই সরবত এসে খেয়ে ফেলে তেপাঙ্গর সাহিবে ৷ যাই হোক টাকা নিয়ে কোনো মতে বেরিয়ে পরে বাড়িওয়ালা বাড়ি থেকে ৷ এরপর তেপাঙ্গর চায়ের দোকানে যায় ৷ সেখানে তার স্ত্রী চায়ে চিনি বেশি দেওয়াতেও ঝামেলা ৷ নিলু রাগ করে দোকান থেকে চলে আসে ৷ মুলত তাদের চায়ের দোকান দিয়েই চলে ৷ এরপর নিলু বাড়ি এসে পেটের ব্যাথায় চিৎকার করতে থাকে ৷ তেপাঙ্গের বাড়ি এসে নিলুর এমন অবস্থা দেখে তাকে নিয়ে হাসপাতালে যায় ৷
হাসপাতালে ডাক্তার বলেন নিলুর জরায়ু ক্যান্সার হয়েছে ৷ আরো আগেই আসা দরকার ছিলো ডাক্তারের কাছে ৷ এখন নিলুকে অপারেশন করতে হবে ৷ এতে অনেক টাকার প্রয়োজন হবে ৷ তেপাঙ্গর ডাক্তারকে নিলুর অপারেশন করতে বলেন , এতে যতো টাকা লাগুক সে এনে দেবে ৷ কিন্তু তেপাঙ্গের কথা থেকেও কোনো টাকা জোগার করতে পারে না ৷ অনেকেই কাছে যায় সে , কিন্তু সবাই মুখ ফিরিরে নেয় ৷ কারণ একটা সময় সেও এমন ছিলো ৷ কাউকে সাহায্য করতো নাহ এবং প্রচুর কিপ্টা ছিলো ৷ যার কারনে এখন সেও কারো সাহায্য পাচ্ছে নাহ ৷ অবশেষে কোনো উপায় না পেয়ে নিজের চায়ের দোকান বিক্রি করে দেয় ৷ চায়ের দোকানের টাকা দিয়ে নিজের স্ত্রীর চিকিৎসা করায় ৷ নিলু সুস্থ হয় এবং তেপাঙ্গর তার ভুল বুঝতে পারে ৷ জীবন টাকা দিয়ে সুখ কেনা যায় না ৷ পরবর্তীতে সে বড় লোক এবং সুখে থাকার জন্য শুধু কিপ্টামি করে গেলো ৷ এখন সে বুঝতে পারলো আসলে সুখ টাকাতেই নেই ৷ সুখ এমনিতেই অনেক যা অনুভব করতে হয় ৷ যাই হোক এরপরই গল্পটি শেষ হয় ৷
আমার মতামত
রেটিং
পরিচালনা | ১০ |
---|---|
কাহিনী | ০৯ |
অভিনয় | ১০ |
ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ৷ শুভ বিকাল 🥰🥀
হাহাহা! মজার একটা নাকট শেয়ার করলেন ভাই! তেপাঙ্গর ভাই এতো কিপটা! যার ফলটা ভালো হয়নি। তবে শেষে সে বুঝতে পারে! আসলে টাকার জন্য চিকিংসা করায়নি তার বউকে!
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
এর আগেও আরিফ ভাই এই নাটকের রিভিউ দিয়েছিলেন।নাটক টা বেশ মজার। আমি দেখেছি তানজিন তিশা আর ফারহানের অভিনয় বেশ দারুন হয়েছে।আসলে খরচ কমানো ভালো তবে এর কৃপনতা ভালো না।সব মিলিয়ে ভালো লেগেছে নাটকটা থেকে অনেক কিছু শেখার আছে।ধন্যবাদ
এই নাটকটি বেশ মজার। যে কেউ এই নাটক দেখলে হাসবেই। মজার বিষয় হলো এই নাটক থেকে আমি এই শিক্ষা পেয়েছি যে কৃপনতা করে কোন লাভ নেই, এটা ঠিক না। তবে খরচ কমিয়ে দেয়া ভালো। এটা ভালো মানুষের পরিচয়।
সব মিলিয়ে আপনার নাটক রিভিউ টা অনেক সুন্দর ছিলো। নিজের ভাষা কে কেন্দ্র করে আপনি সুন্দর ভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে
কঞ্জুস নাটকের রিভিউ পড়ে খুবই ভালো লেগেছে, কারণ এই নাটক আমি দেখেছি।আর এই নাটকের মাধ্যমে আসলে প্রিয় মানুষটির জন্য সকল কিছু করা যায়, এটাই প্রকাশ পেয়েছে। ভালো লাগলো আপনার রিভিউ পড়ে।
তানজিন তিশার নাটক দেখতে খুব ভালো লাগে। তার পাশাপাশি ফারহানের নাটক গুলো বেশ দারুন হয়। কারণ তার অভিনয় সবাইকে মুগ্ধ করে দেয়। যদিও এই নাটকটি দেখা হয়নি। কারণ নাটক দেখার সময় হয়ে উঠে না। তবে আপনার রিভিউ পড়ে বেশ ভালো লাগলো। আমার কাছে মনে হচ্ছে কিপ্টামির কারণে তেপাঙ্গের আচরণে বেশ মজাই হবে। যাই হোক সময় করে দেখব।
"কঞ্জুস"এই নাটকটির রিভিউ আপনি খুবই সুন্দরভাবে শেয়ার করেছেন। দেখে ভীষণ ভালো লেগেছে এই নাটক টির রিভিউ। আমার কাছে ফারহান এবং তানজিন তিশার নাটক এবং কি তাদের অভিনয়ও ভীষণ ভালো লাগে। আপনি পুরো পোস্টটা এত সুন্দর ভাবে লিখেছেন যার কারণে বুঝতে অনেক সুবিধা হয়েছে। নাটক রিভিউ পোস্ট পড়তে ভীষণ ভালো লাগে আমার কাছে। আজকের নাটক রিভিউটা ও বেশ ভালো ছিল।
"কঞ্জুস" নাটকটি যদিও এখনো আমার দেখা হয়নি কিন্তু আপনার রিভিউ পোষ্টের মাধ্যমে দেখে ভীষণ ভালো লেগেছে। আসলে নাটক দেখার মত সময় হয় না তাই দেখতে পারিনা। আমার কাছেও কিন্তু এই নাটকটি ভীষণ ভালো লেগেছে। ফারহান কিন্তু খুবই ভালো অভিনয় করে। তার অভিনয় আমার কাছে ভীষণ ভালো লাগে। পোস্টের মাধ্যমে দেখে একটু বেশি ভালো লেগেছে আর কি।
কঞ্জুস নাটকটি ইতোমধ্যে সবার কাছে জনপ্রিয়তা অর্জন করেছে। এর মাঝে বেশ কয়েকবার দেখা হয়েছে নাটকটি। তানজিন তিশার অভিনয় আমার সব সময় ভালো লাগে। সত্যিই অনেক ভালো লেগেছে। বেশ মজা ছিল। আপনি অনেক সুন্দর ভাবে এই নাটকের রিভিউ শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।