চাঁদের গল্প কথা
হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , আজকে আমি আপনাদের গল্প শোনাবো ৷ আজ হঠাৎ চাঁদ দেখে ছোট বেলার কিছু কথা মনে পড়ে গেলো ৷ আমার ছোট বেলায় এমন কিছু ভুল ভবনা চিন্তা ছিলো , যেগুলো এখন মনে পড়লে ভীষণ হাঁসি পায় ৷ ছোট বেলায় কত কিছুই না ভাবতাম ৷ সমস্ত ভবনা চিন্তা ছিলো নিজের ইচ্ছে মতোই ৷ যেটা যেভাবে ভাবতে ইচ্ছে করতো সেভাবেই ভেবে নিতাম ৷ যাই হোক , গল্পে আসি ৷
আজ বিকেল বেলা একটু নদীর পাড়ে ঘুরতে গেছিলাম ৷ ঘোরাঘুরি আমার অনেক পছন্দের একটি কাজ ৷ সময় পেলেই আমি ঘোরাঘুরি করার চেষ্টা করি ৷ আমার মন খারাপের ঔষুধ হয়ে কাজ করে একটুখানি ঘোরাঘুরি ৷ যতই খারাপ লাগা থাকুক একটুখানি ঘোরাঘুরি করলে নিমিষেই মন মাইন্ড সব ফ্রেশ হয়ে যায় ৷ এইজন্য আমি সব সময় ঘোরাঘুরি করার চেষ্টা করি ৷ বেশি দূরে যেতে না পাড়লেও বাড়ির পাশে একটু দূরে করতোয়া নদীর পাড়ে চলে যাই ৷ এরপর সেখানে গিয়ে ইচ্ছে মতো সময় কাটিয়ে চলে আসি ৷ মন খারাপ সব দূর হয়ে যায় ৷
আজও করতোয়া নদীর পাড়ে ঘুরতে গেছিলাম , সাথে ছিলো প্রিয় বন্ধু ৷ দু'জন ই নদীর পাড়ে গিয়ে অনেকটা সময় কাটালাম ৷ বেশ ভালোই চলছে আড্ডা আমাদের ৷ কিন্তু সন্ধ্যা নামার পর চারদিকে যখন ঠান্ডা পড়তে শুরু করলো তখন একটু একটু মাথা ব্যাথা শুরু হলো আমার ৷ আগে থেকেই এই মাথা ব্যথার প্যারাটা ছিলো ৷ সন্ধ্যা নামার পর সেটা একটু একটু করে বেড়েই চলছে ৷ তাই আর বেশিক্ষণ নদীর পাড়ে থাকলাম না ৷ চারদিকে তখন মোটামুটি অন্ধকার নেমেছে ৷ আমরা নদীর পাড় থেকে উঠে কিছু দূরে বাজারে আসলাম ৷ বাজারে এসে চায়ের সাথে হলকা কিছু নাস্তা করলাম ৷ এরপর আরো কিছু সময় বাজারে কাটালাম তাতেই রাত হয়ে গেলো ৷
এবার বাড়ি ফেরার পালা ৷ বন্ধু তার বাইক চালাচ্ছে , আমি পিছনে বসে আকাশের দিকে তাকিয়ে নিজের কপালে নিজেই হাত বুলিয়ে দিচ্ছি ৷ কারণ তখনও আমার মাথাটা একটু একটু ব্যাথা করছে ৷ আকাশের দিকে তাকিয়ে যখন নিজের কপালে নিজেই হাত বুলিয়ে দিচ্ছি , তখন হঠাৎ করেই চাঁদের দিকে চোখ পড়লো আমার ৷ আমি চাঁদের দিকে তাঁকিয়ে চাঁদ দেখতে দেখতে যাচ্ছে , আর তখনই ছোট বেলার কিছু কথা মনে পড়ে গেলো ৷
যখন আমি খুব ছোট ছিলাম তখন আমার চাঁদের দিকে খুব নজর ছিলো ৷ রাতে কথাও গেলে চাঁদের দিকে তাকিয়ে চাঁদ দেখতে দেখতে যেতাম ৷ আর ভাবতাম চাঁদও হাঁটে মানুষের সাথে সাথে ৷ এমনটা ভাবনার কারণও আছে..খুব ছোট বেলায় একদিন আমি খেয়াল করে দেখলাম , রাতের বেলা আমি যেখানে দারিয়ে আছি , সেখানে চাঁদটাও আমার মাথার উপর জ্বলে আছে ৷ এরপর যখন আমি সেই জায়গাটা ত্যাগ করে অন্য কথাও চলে গেলাম , তখনও খেয়াল করে দেখলাম চাঁদটা আমার সাথেই আছে মাথার উপরে একই জায়গায় ৷ সেদিন বেশ অবাক হয়েছে , আর একটু বুদ্ধি খাটিয়ে চাঁদের দিকে তাকিয়ে হেঁটেছি ৷ তখন খেয়াল করে দেখলাম আমি হেঁটে গেলে চাঁদও আমার সাথে হেঁটে যাচ্ছে ৷ আমি থেমে গেলে চাঁদ ও থেমে যাচ্ছে ৷ সেদিন থেকেই আমি ছোট বেলায় বিশ্বাস করে নিয়েছি , চাঁদও মানুষের সাথে হাঁটে ৷ আর এই বিষয়টা প্রথম বুঝতে পেরে কি যে খুশি হয়েছি সেদিন বলার মতো নাহ ৷ আমার এই হাস্যকর ভবনাচিন্তা বাবা মা সহ সবাই বোঝাতে সেদিন ভীষণ লাফালাফি করেছি ৷ কেউ হেঁসে মেনে নিয়েছে , কেউ বোঝানোর চেষ্টা করেছে ৷ কিন্তু আমি আমার ভুল ভবনাতেই অটুর ছিলাম ৷ পরবর্তীতে যখন বড় হলাম তখন তো বুঝলাম ৷ এখন ছোটবেলার এসব কথা মনে পড়লে ভীষণ হাসি পায়। এখনো হাঁসি আমি ছোটবেলার কিছু কথা মনে করে..যদিও হারিয়ে গেছে সেসব রঙিন দিন ৷
তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবে ৷ ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য ৷
ক্যামেরাঃ realme C11
গল্প/ক্যাপচারঃ 𝙽𝚒𝚛𝚘𝚋70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 22 Oct 2024
🙏 ধন্যবাদ সবাইকে 🙏
আমার নাম নিরব ৷ জাতীয়তা বাংলাদেশী ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ পেশাগত দিক দিয়ে আমি একজন ছাত্র , পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে ৷ পাশাপাশি স্টিমিটে ব্লগিং করছি ২০২১ সালের ডিসেম্বর থেকে ৷ আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও আর্ট , ফটোগ্রাফি এবং লেখালেখি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ সব সময় শেখার চেষ্টা করি , নতুন কিছু শিখতে এবং জানতে আমার খুবই ভালো লাগে ৷ আমি বন্ধুদের সাথে সময় কাটতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও পরিবারের সাথে থাকতে এবং সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে ৷ আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ৷ আমি আমার ধর্মকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি ৷ আমি স্টিমিটে জয়েন করি ২০২০ সালের আগস্টের শুরুর দিকে ৷ ধ ন্য বা দ ...
https://x.com/Nirob7000/status/1848784584135319896?s=19