বিকেল বেলা নদীর পারে কাটানো মুহূর্ত
হ্যালো বন্ধুরা আমার..
কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালোই আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , একটি শেষ বিকেলের কিছু মুহূর্ত শেয়ার করতে ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷
নদী বরাবরই আমার পছন্দের জায়গায় গুলো মধ্যে অন্যতম ৷ সময় পেলেই ঘুরতে যাই এই নদীর পাড়ে ৷ নদীর পাড়ে বসে সময় কাটাতে আমার প্রচন্ড ভালো লাগে ৷ মন মাইন্ড ফ্রেস হয়ে যায় , এই নদীর পাড়ে এসে বসলে ৷ বাড়ির আশেপাশে তেমন কোনো জায়গায় নেই ৷ একটু সুন্দর ভাবে সময় কাটানোর মতো ৷ তাই একটু নিরিবিলি থাকার ইচ্ছে হলেই ছুটে আসি এই নদীর পাড়ে ৷ মাঝে মাঝে ডিপ্রেশনে চলে যাই নানান কারণে , তখন ই ছুই আসি এই নদীর পারে একটু একাকীত্ব ভাবে সময় কাটাতে ৷ নদীর স্রোতের সাথে আমার মন খারাপ গুলো নিমিষেই ভেসে চলে যায় ৷ ভালো লাগে প্রচুর , এই নদীর পারে এসে বসলে ৷ ব্যস্ততার ভিরে একটু সময় পেলেই এখানে আসা হয় ৷ বরাবরের মতোই আজও বিকেল বেলা একটু সময় হলো , মনে হলো একটু ঘুরে আসি নদীর পারে ৷ তাই আর কিছু নাহ ভাবে চলে গেলাম এই নদীর পারে ৷
![]() | ![]() |
|---|
এই নদী টা আমার বাড়ি থেকে কাছেই ৷ করতোয়া নদী নামে পরিচিতি ৷ প্রায় সময় আমি এখানে ঘুরতে যাই ৷ ভালো লাগে এই নদীর পারে সময় কাটাতে ৷ বাড়ির আশেপাশে তেমন জায়গায় নেই ৷ তাই এখানে আসা হয় প্রায় সময় ৷ নদীর পারে সময় কাটাতে বেশ ভালোই লাগে ৷
আজও বিকেলে একটু ঘুরতে বের হয়েছিলাম ৷ গ্রামের আঁকাবাকা রাস্তা ধরে বেশ খানিকটা ঘোরাঘুরি করলাম ৷ এরপর শেষ বিকেলের দিকে এই নদীর পাড়ে এসে বসলাম ৷
নদীতে খুব একটা পানি নেই ৷ বড় নদীটা ছোট নদী হয়ে গেছে পানির অভাবে ৷ নদীর দুই দিকে চর পড়ে গেছে ৷ মাঝেখানে ছোট নদী হয়ে ছুটে গেছে অদূরে ৷ বর্ষাকালে এই নদী দেখলেই ভয় লাগে ৷ অথচ এখন মানুষ হেটেই পার হচ্ছে এই নদী ৷
অনেকটা বালুর চর পেরিয়ে নদীর কাছে গেলাম ৷ এরপর সেখানে বাধা নৌকায় বসে কিছুটা সময় অতিবাহিত করলাম ৷ বেশ ভালোই লাগলো ৷ চার পাশের কয়েকটা ফটোগ্রাফি করলাম ৷ সময়টা ছিলো তখন শেষ বিকেল , একটু পরেই অন্ধকার নামবে ৷ যার জন্য ছবি গুলোও তেমন ভালো আসতেছে না ৷ এভাবেই কয়েকটা ছবি ক্যামেরা বন্দি করলাম ৷
নদীতে পাশাপাশি কয়েকটা ঘাট আছে , এদিকের মানুষ ওইদিকে যায় নানান কারণে , আর ওদিকের মানুষ নদী পার হয়ে এদিকে আসে নানান কারণে ৷ তাদের মিল বন্ধের জন্য এই নৌকা আর কাঠের ব্রিজ ৷ নদীর পার হয়ে যায় যায় গন্তব্য চলে যাচ্ছে সবাই ছোট কাঠের ব্রিজ দিয়ে ৷ আবার অন্য ঘাটে নৌকা দিয়ে যেতে হয় তাদের ৷
আমি নদীর পাড়ে বসে কেবল প্রকৃতি আর মানুষের খেলা দেখছি ৷ প্রকৃতির সৌন্দর্য মুগ্ধ করছে আমায় , আর মানুষের এই ছুটে চলা বড্ড ভাবাচ্ছে ৷ বেশ খানিকটা সময় নদীর পারে কাটালাম ৷ নদীর পারের চারপাশের দৃশ্যে গুলো ছিলো সুন্দর এবং মনোরম ৷ যে কারো ভালো লাগবে এমন মনোরম পরিবেশ ৷
নদীর পারে সময় কাটিয়ে চলে আসলাম নদীর পারের ছোট বাজারে , সেখানে বেশ কিছুটা সময় কাটালাম ৷ এরপর হালকা নাস্তা করে বাড়ির পথে হাটা শুরু করলাম ৷ বেশ ভালোই ছিলো সময়টা ৷ অনেক সুন্দর ছিলো সেখানে কাটানো মুহূর্তটা ৷ যাই হোক , আজ এতোটুকুই ছিলো ৷ ধন্যবাদ সবাইকে , ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
ক্যামেরাঃ realme C11
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ | 𝙽𝚒𝚛𝚘𝚋 | 26 Apr 2023
VOTE @bangla.witness as witness

OR












নদী এমন একটি জায়গা যেখানে গেলে যত মন খারাপই লাগুক না কেন সব ঠিক হয়ে যায়। আকাঁ বাকাঁ পথ ধরে নদী পাড়ে ঘুরতে যেয়ে বেশ সুন্দর সুন্দর অনেক ফটোগ্রাফি করে আমাদের সাথে শেয়ার করলেন। যা দেখে কিছুটা সময় স্তব্দ হয়ে গেলাম। তবে সমস্ত দেশেই বালি ভরাট করে করে নদী ভরাট করে পরিবেশ কে দূষিত করা হচ্ছে।
ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷
এত সুন্দর একটি জায়গায় সময় কাটাতে পারলে অনেক ভালো লাগতো। আসলে আমাদের আশেপাশেই হয়তো এমন অনেক জায়গা থাকে যেখানে গেলে অনেক শান্তি পাওয়া যায় এবং প্রশান্তি আসে। নদীর পাড়ে ঘোরাঘুরি করেছেন এবং দারুন সব ফটোগ্রাফি করছেন দেখে ভালো লাগলো ভাইয়া।
অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু , আপনার গঠনমূলক মন্তব্য করার জন্য ৷
বাড়ির পাশে যদি এমন সুন্দর নদী থাকে তাহলে বারবার যেতে ইচ্ছে করবে। আমিও কক্সবাজার সমুদ্র সৈকতে বার বার ফিরে যায় আমার বাড়ির পাশে থাকার কারণে। নদীর পাশে নিরিবিলি পরিবেশে সময় কাটাতে অনেক ভালো লাগে। আপনি বেশ সুন্দর সময় কাটিয়েছেন এবং আমাদের সাথে শেয়ার করেছেন বেশ ভালো লেগলো।
ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷
সত্যি ভাইয়া, মন ভালো রাখতে হলে এবং মন ফ্রেশ রাখতে হলে নদীর পাড়ে ভ্রমন করাটা খুবই উপযুক্ত একটি জায়গা। করতোয়া নদীর পরিবেশ টি দেখতে খুবই সুন্দর লাগছে। করতোয়া নদীর অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে বেশ মুগ্ধ হয়ে গেলাম। বিকেল বেলায় করতোয়া নদীর পাড়ে কাটানো খুবই সুন্দর মুহূর্তটুকু আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অসংখ ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷
বিকেল বেলা নদীর পাড়ে সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছেন। ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর হয়েছে। গ্রামে থাকতে আমিও বন্ধুদের সঙ্গে অনেক সময় নদীর পাড়ে কাটিয়েছি। বিকেল বেলা নদীর পাড়ে বসে থাকতে অনেকটা ভালো লাগে। ধন্যবাদ আপনাকে আপনার কিছু সুন্দর মুহূর্ত আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷
আসলে নদীর পাড়ে ঘুরলে মনটা একেবারে ফ্রেশ হয়ে যায়। নদীর পাড়ে ঘোরাঘুরি করতে সবাই পছন্দ করে। আমার কাছে ভীষণ ভালো লাগে এভাবে নদীর পাড়ে ঘোরাঘুরি করতে। মন খারাপ হলে নদীর পাড়ে ঘুরতে গেলে মনটা একেবারে ভালো হয়ে যায়। আপনার ফটোগ্রাফি গুলো কিন্তু এমনিতে এত বেশি খারাপও আসেনি। খুবই ভালো এসেছে ফটোগ্রাফি গুলো। আপনার ঘুরাঘুরি করার সম্পূর্ণ পোস্টটা পড়ে ভালো লাগলো।
ধন্যবাদ আপনাকে আপু , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷
আমি তো সকালবেলায় বাইক নিয়ে বের হয়েছিলাম ভেবেছিলাম নদীর পাড়ে কোথাও একটা ঘুরতে যাব কিন্তু বিকেল বেলায় যাবো বলে চলে এসেছিলাম। এখন ভাবছি বিকেল বেলায় নদীর পাড়ে ঘুরতে যাবো। নদীর পাড়ে ঘুরতে গেলে মনটা একেবারে ফ্রেশ মনে হয় খুবই ভালো লাগে মনটাও ভালো হয়ে যায় একেবারে। আপনার নদীর পাড়ে ঘোরাঘুরি করার মুহূর্তটা দেখে বুঝতে পারছি খুবই ভালো কেটেছে।
ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷
নদী এবং নদীর পাড় এই দুটোই আমার ভীষণ প্রিয়। সুযোগ পেলে আমি সব সময় নদীর পাড়ে ছুটে যাই। আপনার গলায় সুর মিলিয়ে বলবো নদীর স্রোত গুলো যেন সত্যি সত্যি আমাদের ভেতরের দুঃখ কষ্ট গুলো ভাসিয়ে নিয়ে যায় তাদের সাথে। ফটোগ্রাফি গুলো এক কথায় দুর্দান্ত লেগেছে। আমাদের বাড়ির পাশেও করতোয়া নদী আছে কিন্তু সেটা শুকিয়ে একদম শুকনো মাঠ বলা চলে এখন।
অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য
এমন সুন্দর একটা মুহূর্ত আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আপনার আজকের পোস্ট করতে যে মনে পড়ে গেল সেই পুরনো যুগের সিনেমাগুলোর কথা, যেখানে নদীর দৃশ্য বেশি রয়েছে। হয়তো আমাদের এখানে তেমনই তারপরে আপনাদের মাধ্যমে দেখে যেন মন ভরে যায়। অসংখ্য ধন্যবাদ খুব ভালো লেগেছে আমার আপনার এই পোস্ট।
ধন্যবাদ ভাইয়া গঠনমূলক মন্তব্য করার জন্য ৷