মেঘদল

in আমার বাংলা ব্লগ2 days ago

Screenshot_2024-09-29-21-19-48-27.jpg

ছবি স্ক্রিনশর্ট: ইউটিউব


হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , আজকে আমি আপনাদের মাঝে একটি নাটকের রিভিউ শেয়ার করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷

আসলে নাটক দেখতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে ৷ আমি সময় পেলেই নাটক দেখার চেষ্টা করি ৷ গতকাল আমি একটি নাটক দেখলাম , নাটকটির নাম মেঘদল ৷ নাটকটি বেশ কিছু দিন আগে প্রকাশ পেয়েছে ৷ তবে আমি দেখলাম গতকাল ৷ আমার কাছে এই নাটকের গল্পটা বেশ ভালোই লাগলো ৷ তাই আজ ভাবলাম এই নাটকের গল্পটা আপনাদের সাথে শেয়ার করি ৷ আপনাদেরও সবার ভালো লাগবে , এজন্য চলে আসলাম আজ আমি আপনাদের মাঝে ''মেঘদল" এই নাটকের রিভিউ শেয়ার করতে ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷ তো চলুন এবার শুরু করা যাক..


নাটকের গুরুত্বপূর্ণ তথ্য..

নাটকমেঘদল
পরিচালকহাসান রেজাউল
শিল্পীখাইরুল বাসার , তানজিম সাইয়ারা তটিনী , সমাপ্তি মাসুক , নাফিজ আহম্মেদ এবং আরো অনেকেই
প্রযোজকখোরশেদ আলম
কাহিনী , চিত্রনাট্য ও সংলাপরশিদুর রহমান
চিত্রগ্রহণএইচ এম জামান , সুমন হোসেন
ভাষাবাংলা
দৈর্ঘ্য৪৯ মিনিট
প্রকাশইউটিউব , ১২ আগষ্ট ২০২৪ ইং


কাহিনী সংক্ষেপে


Screenshot_2024-09-29-21-20-33-32.jpg

Screenshot_2024-09-29-21-25-05-69.jpg


এই নাটকের গল্পটা শুরু হয় এই গল্পের নায়িকা তটিনীর মাধ্যমে ৷ সে তার হ্যাসবেন্ডের সাথে রেস্টুরেন্টে খেতে এসেছে ৷ রেস্টুরেন্টে খেতে এসে হঠাৎ করেই তার এখন ভার্সিটির বন্ধুর সাথে দেখা হয়ে যায় ৷ পুরনো বন্ধুকে দেখে তার পুরনো কিছু স্মৃতি মনে পড়ে যায় ৷

একটা সময় তারা পাঁচ-জন মিলে দারুণ কিছু সময় কাটিছে ৷ এই গল্পের নায়ক খাইরুল বাসার এবং তার তিন বন্ধু তারা চার জনই ছিলো বেস্ট ফ্রেন্ড ৷ আর তটিনী ছিলো খাইরুল বাসারের গার্লফ্রেন্ড ৷ বাসার সব সময় বন্ধুদের সাথে সময় কাটাতো , গানের আড্ডা দিতো ৷ সেই সুবাদে তটিনীও ছিলো তাদের সাথে সব সময় ৷ তাছাড়াও তারা একই ভার্সিটির সেদিক দিয়েও তারা ছিলো ভালো বন্ধু ৷ তটিনী আর খাইরুল বাসারের প্রেমের সম্পর্কটা ছিলো খুবই গভীর ৷ তারা দুজন দুজনকে ভীষণ ভালোবাসে ৷


Screenshot_2024-09-29-21-25-56-81.jpg

Screenshot_2024-09-29-21-26-12-85.jpg


খাইরুল বাসার এবং তার তিন বন্ধু , সাথে তটিনী ৷ তারা পাঁচ জন মিলেই বেশিরভাগ সময় কাটাতো ৷ ভার্সিটি এবং চায়ের দোকানে সব সময় তারা একই সাথে থাকে ৷ খাইরুল বাসার এবং তার তিন বন্ধু'র ইচ্ছে ছিলো তারা একটা গানের ব্যান্ড তৈরি করবে ৷ এবং বিভিন্ন জায়গায় গিয়ে গান করবে ৷ এই গানের ব্যান্ড নিয়ে তাদের ছিলো বড় স্বপ্ন এবং ইচ্ছে ৷ তবে এই ইচ্ছে পুরনের জন্য তাদের কিছু টাকার প্রয়োজন ছিলো ৷ টাকার অভাবে গানের ব্যান্ড তৈরি করতে পারছে না ৷ সে সময় খাইরুল বাসারের গার্লফ্রেন্ড তটিনী তাদের পাশে এসে দারায় ৷ তটিনীর সাপোর্ট এবং খাইরুল বাসার আর তার তিন বন্ধু ইচ্ছেতে মেঘদল নামে একটি গানের ব্যান্ড তৈরি করে ৷


Screenshot_2024-09-29-21-26-50-46.jpg

Screenshot_2024-09-29-21-27-04-06.jpg


মেঘদল গানের ব্যান্ড ধীরে ধীরে ভালো করতে থাকে এবং জনপ্রিয় হয় ৷ তারা ভালো জায়গায় যাওয়ার সুযোগ পায় ৷ গান রেকর্ডের সুযোগও আসে ৷ সফলতার কাছাকাছি মেঘদল গানের ব্যান্ড ৷ এমন সময় খাইরুল বাসার বদলে যায় ৷ তার বাকি তিন বন্ধুর সাথে খারাপ আচরন করে ৷ তটিনীর সাথেও বাজে ভাবে কথা বলে ৷ তার এমন আচরণে অবাক হয় সবাই ৷ তারা ভাবে সে একটু ভালো জায়গায় গেছে সেজন্যই হয়তো এমন করছে ৷ তাদের ভালো একটা লাইফ প্রোগ্রামে অংশগ্রহণ করার কথা , সব কিছু ঠিক থাকলেও বাসার সেই প্রোগ্রামে অংশগ্রহণ করে না ৷ তাকে ছাড়া মেঘদল ব্যান্ড চলবেও না , কারণ সে ই ছিলো মেইন ৷ খোঁজ খবর নিয়ে জানতে পারে বাসার অন্য একটা মেয়েকে নিয়ে সময় কাটাচ্ছে এবং নেশা করছে ৷ এসব যখন তার বাকি তিন বন্ধু এবং তটিনী নিজেক চোখে দেখে , তারা বিষয়টা মেনে নিতে পারে না ৷ খাইরুল বাসার এতো নিচে নামবে তারা মানতে পারে না ৷ সেই থেকে তাদের সম্পর্ক নষ্ট হয় ৷


Screenshot_2024-09-29-21-27-47-22.jpg

Screenshot_2024-09-29-21-28-14-81.jpg


এরপর সবাই আলাদা হয়ে যায় যে যার মতো ৷ তটিনী আর খাইরুল বাসার এর মাঝেও যোগাযোগ থাকে না ৷ তাদের ভালোবাসা সম্পর্কটা সেদিনই বিচ্ছেদ হয় ৷ এখন সবাই সবার মতো আছে , নিজের জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে ৷ তটিনারও বিয়ে করে ফেলেছে , কিন্তু খাইরুল বাসারের আর কোনো খোঁজ নেই ৷

তটিনী তার সেই পুরনো বন্ধুর সাথে বেশ কিছুক্ষণ আড্ডা দেয় ৷ এরপর তার হ্যাসবেন্ডের সাথে বাড়ি ফিরে আসে ৷


Screenshot_2024-09-29-21-28-50-86.jpg

Screenshot_2024-09-29-21-29-13-86.jpg


এরপর তার বাকি তিন বন্ধু মিলে ভাবে একটা পার্টির আয়োজন করবে ৷ কিছু দিন বাদে মেঘদল গানের ব্যান্ড পাঁচ বছর পূর্তি উপলক্ষে সবাই এক হবে এবং গানের আড্ডায় সময় কাটাবে ৷ এজন্য তটিনীর কাছে যায় এক বন্ধু তাকে এই বিষয়টা জানানোর জন্য ৷ বাকি দুই বন্ধু খাইরুল বাসার কে জানাতে যায় ৷ কিন্তু তার বাবার মায়ের কাছে গিয়ে জানতে পারে খাইরুল বাসার তাদের কাছে থাকে না , তাদের ঠিক মতো খোঁজ ও নেয় না ৷ এটা জানার পর তার তিন বন্ধুর ভীষণ খারাপ লাগে ৷ এবং খাইরুল বাসারকে আরো খারাপ ভাবতে থাকে ৷


Screenshot_2024-09-29-21-29-53-31.jpg

Screenshot_2024-09-29-21-31-01-06.jpg


শেষমেশ সেই দিনটা আসে ৷ মেঘদল গানের ব্যান্ডের আজ পাঁচ বছর পূর্তি উপলক্ষে সবাই সেই আগের পরিচিত জায়গাটায় আসে ৷ যেখানে আগে তারা বেশিরভাগ সময় আড্ডা দিতো ৷ কিন্তু খাইরুল বাসার আসে না ৷ তার অপেক্ষা না করেই কেক কাটা হয় ৷ সময়টা উপভোগ করার চেষ্টা করে সবাই ৷ কিন্তু তটিনী মনে মনে খাইরুল বাসার কে খুঁজেই যাচ্ছে ৷ তার ভীষণ মন খারাপ হয় খাইরুল বাসারকে দেখতে না পেয়ে ৷

খাইরুল বাসার অনেক আগেই হারিয়ে গেছে ৷ কিন্তু কেউ জানেনা তার এই হারিয়ে যাওয়ার খবর ৷ কারণ সে নিজেকে লুকিয়ে নিজেকে আড়াল করেছে ৷ এ সব কিছুই জানে তটিনার হ্যাসবেন্ড ৷ কিন্ত তটিনী এবং তার বন্ধু কাউকে জানতে দেয় না ৷ খাইরুল বাসার ক্যান্সার রোগে আক্রান্ত হতে মারা যায় ৷ তার এই অবেলায় চলে যাওয়া মেনে নিতে পারবেনা তার প্রিয় বন্ধুরা এবং ভাসোবাসার মানুষটি ৷ তাই নিজেকে আড়াল করেই হারিয়ে যায় ৷ বুঝতে দেয় না বন্ধুদের , ভালোবাসার মানুষটিকে ৷ অজানাই থেকে যায় সে সবার আড়ালে ৷ এই গল্পটা এখানেই শেষ হয় ৷


Screenshot_2024-09-29-21-31-12-23.jpg

Screenshot_2024-09-29-21-31-30-41.jpg


রেটিং:-০৮


আমার মতামত:-

মেঘদল এই নাটকের গল্পটা একটু অন্যরকম ৷ শুরুটা হয়তো ভালোই ছিলো ৷ তবে শেষটা দেখে আমার ভীষণ খারাপ লাগে ৷ কিছু মানুষ হারিয়ে যায় আড়ালে , কেউ জানতে পারেনা ৷ কিছু স্মৃতি থাকে যেগুলো আসলে কখনো ভুলা যায় না ৷ সময়ের সাথে সাথে হয়তো সব কিছুই বদলে যায় , তবে কিছু পরিবর্তন পরিস্থিতির কারণেও হয়ে থাকে ৷ যাই হোক , এই নাটকের গল্পটা আমার কাছে বেশ ভালোই লেগেছে ৷ নাটকে সবার অভিনয়ও ছিলো অসাধারণ ৷ সময় থাকলে এই নাটকটি দেখে আসতে পারেন ৷ খাইরুল বাসার এবং তটিনার দারুণ একটি নাটক , আশা করি সবার ভালো লাগবে ৷ নিচে নাটকের লিংক দেওয়া আছে ৷ ধন্যবাদ..



নাটকের লিংক



ধন্যবাদ সবাইকে


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 22 hours ago 

খুবই সুন্দর একটি নাটক রিভিউ করেছেন।নাটকটি আমি গতকালই দেখেছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার রিভিউ পড়ে আরো ভালো লাগলো।

 19 hours ago 

ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 19 hours ago 

তটিনী আমার খুবই পছন্দের একজন অভিনয় শিল্পী। এই নাটকটি আমি দেখিনি ভাইয়া। নাটকটি দেখার প্রতি খুবই আগ্রহ হচ্ছে। অনেক সুন্দর করে রিভিউ শেয়ার করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে।

 15 hours ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু ৷

 8 hours ago 

কিছু মানুষ এভাবেই আড়ালে চলে যায়। হয়তো কোন ভাবেই তাদেরকে খুঁজে পাওয়া সম্ভব হয় না। ভাই আপনার শেয়ার করা নাটক রিভিউ চমৎকার হয়েছে। অনেক ভালো লেগেছে আমার। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.029
BTC 63491.17
ETH 2618.75
USDT 1.00
SBD 2.79