নারকেল পাতা দিয়ে মাছ তৈরি

in আমার বাংলা ব্লগ9 months ago

নারকেল পাতার মাছ

20231123_135815_0000.png


ছবিটি canva দিয়ে তৈরি ৷



হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , প্রতিদিনের মতোই নতুন কিছু শেয়ার করার চেষ্টা করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷


আজ আমি আপনাদের মাঝে দারুণ একটি জিনিস শেয়ার করবো ৷ হয়তো সবার কাছে এটি ভালো না লাগতেও পারে , কারণ এটি খুব সিম্পল একটা জিনিস ৷ তবে যারা শৈশবে এমন কাজের সাথে যুক্ত ছিলেন , তাদের এই বিষয়টা ভালো লাগবে বলে আমি মনে করি ৷ কারণ জীবনের সবচেয়ে সুন্দর সময়টা হলো শৈশবকাল ৷ আর যারা শৈশবে এই ছোট বিষয় গুলোর সাথে ছিলেন , তারাই বুঝবেন এই ছোট জিনিসটা কতটা অনুভূতির এবং ভালো লাগার ৷ আমাদের প্রত্যেকের সুন্দর ও রঙিন একটা শৈশব ছিলো ৷ তবে যাদের শৈশব গ্রামের মাঝে কেটেছে ,তাদের শৈশবকাল একটু ভিন্ন রকম ৷ তারা প্রত্যেকে এমন ছোট ছোট অনেক জিনিসের সাথে পরিচিত ৷ তাদের এই ছোট জিনিস গুলোই ছিলো অনেক আবেগের এবং ভালো লাগার ৷ যাই হোক , আমার কাছেও এটি আবেগের ৷ ছোট বেলায় যখন এসব তৈরি করতে পারতাম না , তখন অন্যের পিছুপিছু ছুটে বেড়াতাম ৷ কত গল্প আছে এই ছোট জিনিস গুলি নিয়ে , মনে পড়ে যাচ্ছে সব আজ এক এক করে ৷ যাই হোক , আজকের টপিক এটা নাহ ..

আজ আমি একটি মাছ তৈরি করেছি ৷ যেটা ছিলো নারকেল পাতার তৈরি ৷ যখন ছোট ছিলাম তখন প্রায় এ ধরনের কাজ গুলো করতাম ৷ নারকেল পাতা দিয়ে নানান রকম জিনিস তৈরি করে খেলতাম ৷ আজ আবারও বহুদিন পর সেই ছোট বেলার ছোটখাটো কাজ গুলো করলাম ৷ অনেক ভালো লাগলো আর অনেক স্মৃতি মনে পড়ে গেলো ৷ আশা করি আপনাদের ও সবার ভালো লাগবে ৷ তো চলুন দেখে আসি , নারকেল পাতা দিয়ে আমি কিভাবে মাছ তৈরি করেছি


নারকেল পাতা দিয়ে মাছ তৈরি


প্রয়োজনীয় উপকরণঃ

  • নারকেল পাতা ,
  • কাঁচি এবং
  • মার্কার পেন ৷


প্রস্তুত করণঃ


IMG20231122145934_00.jpgIMG20231122150214_00.jpg

শুরুতে দু'টি নারকেলের পাতা নিয়েছে ৷ এবং পাতা দু'টি মাঝ বরাবর ভাগ করে চারটি করে নিয়েছি ৷



IMG20231122150329_00.jpgIMG20231122150359_00.jpg

এরপর প্রত্যেকটি পাতার মাঝখানে ভাঁজ করে নিয়ে ৷



IMG20231122150701_00.jpgIMG20231122150722_00.jpg

পাতা গুলো ভাঁজ করে নেওয়ার পর একটির সাথে আরেকটি একসাথে করে নিয়েছি ৷ উপরের ছবিতে দেখতে পাচ্ছেন কিভাবে এক করেছি ৷



IMG20231122150759_00.jpgIMG20231122150820_00.jpg

চারটি পাতা এক করার পর তা দেখতে এমন হবে ৷

IMG20231122150820_00.jpg



IMG20231122151056_00.jpg

এরপর আরো কিছু ভাঁজ ...

IMG20231122151112_00.jpgIMG20231122151134_00.jpg

ছবি গুলো দেখলে আশা করি ভাঁজ গুলো বুঝতে পারবেন সবাই ৷ এগুলো বলে বোঝানো সম্ভব নয় ...

IMG20231122151205_00.jpgIMG20231122151823_00.jpg

পাতা গুলো ভাঁজ করার পর দু'টো সাইডের পাতা অল্প রেখে কেটে নিয়েছি ৷



IMG20231122152004_00.jpgIMG20231122152634_00.jpg

এপরপর তা ভাঁজ করে নিয়েছি ৷ এবং সেই সাথে বিপরীত পাশের পাতা গুলো ও ছোট করে কেটে নিয়েছি ৷



IMG20231122153211_00.jpgIMG20231122153305_00.jpg

পিছনের পাতা গুলো মাছের লেছের মতো কেটে নিয়েছি ৷ পাতা গুলো কাটার পর তা দেখতে অনেকটা মাছের মতো হয়েছে ৷



IMG20231122153344_00.jpg

এরপর মার্কার পেন দিয়ে একটি চোখ এঁকে নিয়েছি ৷ তারপর তা দেখতে পুরো মাঝে মতো লাগছে ৷

IMG20231122153854_00.jpgIMG20231122154319_00.jpg

IMG20231122154337_00.jpg

তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন ৷ আশা করি আমার এই পোস্টটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে ৷ অসংখ্য ধন্যবাদ সবাইকে, সময় নিয়ে পোস্টটি দেখার জন্য ৷


ছবিঃ নারকেল পাতার তৈরি মাছ
ক্যামেরাঃ realme C11
ক্যাপচারঃ 𝙽 𝚒 𝚛 𝚘 𝚋 7 0
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 25 Nov , 2023


ধন্যবাদ সবাইকে



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 9 months ago 

নারিকেল পাতা দিয়ে অনেক সুন্দর করে মাছ তৈরি করেছেন। এটা তৈরি করতে মনে হয় বেশি একটা সময় লাগেনি। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 9 months ago 

আমিও ভাই ছোট বেলায় এমন ধরনের কাজগুলো করতাম। অনেক ভালো লাগতো তখন এইগুলো নিয়ে খেলা করে বেড়াতে। আপনার আজকের শেয়ার করা নারকেল পাতা দিয়ে তৈরি করা মাছটি সত্যিই অনেক সুন্দর হয়েছে । এটি দেখতে ছোট রূপচাঁদা মাছের মত লাগছে । আমি এটি খুব মন দিয়ে দেখে শিখে নিয়েছি ভাই । সুযোগ পেলে আমিও বাড়িতে এটি তৈরি করবো।

 9 months ago 

ভাইয়া আপনার আজকের পোস্টটি দেখে ছেলেবেলার কথা মনে পরে গেলো। এই নারিকেল পাতা দিয়ে কতো কি ই যে বানিয়েছি সেই সময় তার ঠিক নেই।আর খুব ভালো ও লাগতো এই ছোট ছোট জিনিসগুলো দেখতে।আপনি আজ এই নারিকেল পাতা দিয়ে চমৎকার মাছ করে শেয়ার করলেন। মাছটি দেখতে কিন্তু দারুন হয়েছে।আপনি মাছ বানানোর ধাপগুলো খুব চমৎকার ভাবে শেয়ার করলেন। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর এই ডাই পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 9 months ago 

নারকেল পাতা দিয়েও যে মাছ তৈরি করা যায় এটি আমার কখনো জানা ছিল না। আপনার কাছ থেকে এই প্রথমে এই বিষয়টি সম্পর্কে জানতে পারলাম৷ খুবই ভালোভাবে আপনি নারিকেল পাতা দিয়ে মাছ তৈরি করে ফেলেছেন৷ আর এটি তৈরি করতে আপনি অনেক কষ্ট করেছেন তা দেখে বোঝা যাচ্ছে।

 9 months ago 

নারকেল পাতা দিয়ে মাছ তৈরি দেখতে অসাধারন লাগতেছে ভাইয়া। আমি তো দেখে অবাক হয়ে গেলাম। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন। নারিকেল পাতা দিয়ে আমিও ছোট বেলায় বিভিন্ন ধরণের জিনিস তৈরি করতাম। আপনার হাতের কাজ দেখে ছোট বেলায় স্মৃতি মনে পড়ে গেলো। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 9 months ago 

ছোটবেলায় নারকেল পাতা দিয়ে আমরাও বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতাম। বিশেষ করে ঘড়ি চশমা গুলো তৈরি করা হত। তবে এভাবে মাছ কখনো তৈরি করিনি। নারকেল পাতা দিয়ে খুব সুন্দর মাছ তৈরি করেছেন । দেখতে বেশ কিউট লাগছে। তৈরি করার ধাপ গুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ডাই আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 9 months ago 

নারিকেল পাতা দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়। আপনি খুব চমৎকারভাবে নারিকেল পাতা দিয়ে মাছ তৈরি করেছেন। দেখতে সত্যিই অনেক সুন্দর লাগছে।নারিকেল পাতা দিয়ে কিভাবে মাছ তৈরি করলেন সেটা আমাদের পর্যায়ক্রমে দেখানোর জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 9 months ago 

নারিকেলের পাতা দিয়ে মাছ তৈরি দেখে ভাই শৈশবের কথা মনে পড়ে গেল। ছোটবেলায় আমরা নারিকেলের পাতা দিয়ে ঘড়ি তৈরি করেছি কত খেলা করেছি। সত্যি বলতে আমাদের শৈশবটা ছিল খুবই মধুময়। নারিকেলের পাতা দিয়ে মাছ তৈরি প্রত্যেকটা ধাপে খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 9 months ago 

নারকেল পাতা দিয়ে সুন্দর মাছ বানিয়ে ফেলেছেন দেখছি।ছোটবেলায় এরকম প্রায় সবাই বানাতো মাছ,ফুক ঘরি।আপনার নারকেল পাতা দিয়ে মাছ বানানোর পদ্ধতি ও মাছটি খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ সুন্দর মাছটি বানিয়ে ধাপে ধাপে ফটোগ্রাফি করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 9 months ago 

ছোটবেলায় কত কিছুই নিয়ে তৈরি করেছি এই নারকেলের পাতা এবং খেজুরের পাতা দিয়ে। ‌ যদিও বড় হবার সঙ্গে সঙ্গে সেগুলো ভুলে গিয়েছে কিরকম ভাবে তৈরি করতাম তবে আপনি তো দেখছি এটা এখন পর্যন্ত মনে রেখেছেন। নারিকেলের পাতা দিয়ে খুবই চমৎকার একটি মাছ তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন মাছটির আকৃতি অনেকটা রুই মাছের মত হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মাছ তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 54336.36
ETH 2283.81
USDT 1.00
SBD 2.34