আমার বাংলা ব্লগ
পেন্সিল দিয়ে সুন্দর একটি দৃশ্য অঙ্কন
বাংলাদেশ
হ্যালো বন্ধুরা.. সবাইকে স্বাগতম,
আমার বাংলা ব্লগে
আজ শনিবার ০৯ এপ্রিল ২০২২ ইং
বাংলা ২৫ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ
কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন ৷ আমিও ভালো আছি এবং সুস্থ আছি ৷ আজ আমি আপনাদের মাঝে আবারও নতুন একটি দৃশ্য আর্ট নিয়ে আসলাম ৷ আশা করি সবার কাছে ভালো লাগবে আমার তৈরি আর্ট দৃশ্যটি ৷ আমি কেনো কিছু আর্ট করতে অনেক ভালো বাসি ৷ যদিও ততটা ভালো কিছু আর্ট আপনাদের মাঝে এখনো শেয়ার করতে পারিনি ৷ কিন্তু আমি সব সময় ভালো কিছু তৈরি করতে চেষ্টা করি ৷ আমি সর্বদা নতুন থেকে নতুন কিছু তৈরির চেষ্টা করি ৷আজ আমি আপনাদের কাছে খুব সহজ একটি আর্ট শেয়ার করবো ৷ আজকের দৃশ্যে আর্টটির মাঝে রয়েছে কিছু গাছ , পাহাড় ও সূর্য ৷ আমি অঙ্কনের বিষয় গুলো ধাপে ধাপে দেওয়ার চেষ্টা করলাম ৷ চলুন দৃশ্য অঙ্কন শুরু করা যাকঃ
প্রয়োজনীয় উপকরণঃ
- সাদা কাগজ ,
- পেন্সিল ও
- কালো রঙ্গিন কলম ৷
ধাপঃ ১
শুরুতে সাদা কাগজের উপর কালো রঙ্গিন কলম দিয়ে v অঙ্কন করেছি ৷ |
ধাপঃ ২
এরপর পেন্সিলের সাহায্যে তিনটি পাহাড়ের দৃশ্য অঙ্কন করেছি ৷ |
ধাপঃ ৩
পাহাড়ের দৃশ্যটি পেন্সিল দিয়ে অঙ্কন করার পর কালো রঙ্গিন কলম দিয়ে উজ্জ্বল করে নিয়েছি ৷ |
ধাপঃ ৪
এই ধাপে পাহাড় গুলো পেন্সিল দিয়ে কিছুটা রং করে নিয়েছি ৷ |
ধাপঃ ৫
এই ধাপে কিছু গাছ তৈরির জন্য চিত্রের নিচে কয়েকটি দাগ টেনে নিয়েছি কালো রঙ্গিন কলম দিয়ে ৷ |
ধাপঃ ৬
গাছ তৈরির জন্য কালো রঙ্গিন কলম ব্যবহার করি ৷ |
ধাপঃ ৭
এই ধাপে আমার গাছ অঙ্কন করা সম্পূর্ণ হয় ৷ গাছ গুলো আমি কালো রঙ্গিন কলম ব্যবহার করে অঙ্কন করেছি ৷ |
ধাপঃ ৮
পেন্সিল দিয়ে অঙ্কন করা সুন্দর একটি দৃশ্যে গাছ ও পাহাড় অঙ্কন করা শেষ হলে আমি পাহাড়ের একটি সূর্য অঙ্কন করি ৷ |
ধাপঃ ৯
সম্পূর্ণ ছবি অঙ্কন করা শেষ হলে আমি পেন্সিল দিয়ে ছবিটি পুনরায় ভালো করে একটু রং করে নেই ৷এতেই আমার অঙ্কন শেষ হয় ৷ |
ছবি অঙ্কন শেষে একটি ফটোগ্রাফি
ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি সময় নিয়ে দেখার জন্য ৷ আজকের চিত্রটি ছিলো খুব সহজ ৷ আপনি চাইলে এটি অঙ্কন করতে পারেন ৷ খুব সহজে সুন্দর একটি দৃশ্য অঙ্কন ৷ আশা করি সবার ভালো লেগেছে আমার অঙ্কন ৷ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ এবং মন্তব্য করে জানাবেন কেমন লেগেছে আপনার এই দৃশ্যটি ৷ আবারও ধন্যবাদ সবাইকে , আবারও কথা হবে পরবর্তী ব্লগে ৷ভালো থাকবেন ৷
পোস্ট বিবরণ
বিষয় | পেন্সিল দিয়ে সুন্দর একটি দৃশ্য অঙ্কন |
ক্যামেরা | realme C11 |
আর্ট & ফটোগ্রাফি | @nirob70 |
লোকেশন | বাংলাদেশ 🇧🇩🇧🇩🇧🇩 |
তারিখঃ | ০৯ এপ্রিল ২০২২ ইং |
ধন্যবাদ সবাইকে
পেন্সিল ব্যবহার করে দারুন একটি দৃশ্য অংকন করেছেন আপনি । আপনার করা অংকন টি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি অংকন করায় আসলেই অনেক পারদর্শি সেটা আপনার অংকন দেখেই বোঝা যাচ্ছে। এভাবেই এগিয়ে চলুন ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামত মন্তব্য করে জানানো জন্য ৷
আপনি যে অঙ্কন গুলো করেন সেগুলো দেখতে আসলে খুবই সুন্দর এবং ইউনিক হয়। আজকে আপনি পেন্সিল দিয়ে খুব সুন্দর একটি দৃশ্য অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করলেন ভাই অসাধারন ছিল আপনার অঙ্কনটি।
এটা ঠিক আছে।
যদিও এটা অনেক ছোট একটি চিত্রাংকন করা হয়েছে তবে এর ভেতরে লুকিয়ে আছে অনেক বড় মাপের চিত্রাংকনের হাত। ছোট্ট একটি প্রেমের ভেতরে গাছপালা পাহাড় সূর্য এই তিনটি রূপ দেওয়া হয়েছে। গর্জিয়াস মানে
ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷
আপনি বেশ চমৎকার করে কয়েকটি পাহাড়ের ছবি তৈরি করেছেন অসাধারণ সুন্দর ছিল আপনার আজকের এই প্রতিভাবান ড্রয়িং, এভাবে সামনে দিকে এগিয়ে যান আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য ৷
শুধুমাত্র পেন্সিল দিয়ে খুবই সুন্দর একটি দৃশ্য অংকন করেছেন ভাইয়া। কিছু গাছ, পাহাড় ও সূর্য,অত্যন্ত চমৎকারভাবে অঙ্কন করেছেন। আপনার নিখুঁত হাতের কাজের প্রশংসা কিভাবে করব বুঝতে পারছি না। খুবই সুন্দর একটি দৃশ্য অঙ্কন করে আমাদের মাঝে ধাপে ধাপে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর ভাবে সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷
ভাই আপনাদের ভালোই ছবি অংকন করেন। চিত্রটি অনেক সুন্দর ছিল। পাহাড়, গাছ এবং আকাশের দৃশ্য সবকিছুই অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন।চিত্রটি আঁকার পদ্ধতি গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ।ধন্যবাদ আপনাকে।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ৷ সুন্দর মতামত সুন্দর ভাবে মন্তব্য করার জন্য ৷
পেন্সিল দিয়ে খুব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য আর্ট করেছেন ভাইয়া। আপনার আর্ট আমার কাছে খুবই ভালো লেগেছে। তাছাড়া আর্ট করার প্রতিটি ধাপ আপনি শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। যা দেখে খুবই ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ৷ আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷
পেন্সিল দিয়ে তৈরি আপনার দৃশ্যটি বেশ চমৎকার হয়েছে ।আমার কাছে বেশ ভালো লেগেছে। অত্যন্ত নিখুঁতভাবে আপনি দৃশ্যটি অঙ্কন করেছেন ।প্রতিটি ধাপের উপস্থাপন ছিল চমৎকার ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ৷
আপনি খুব সুন্দর করে পেন্সিল দিয়ে সুন্দর একটি দৃশ্য অঙ্কন করেছেন। আপনার চিত্রাঙ্কন টি খুব নিখুঁত হয়েছে দেখে অনেক ভালো লাগলো। এত অসাধারন আট পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ জানাই ৷ আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷
পেন্সিল দিয়ে অসাধারণ একটি দৃশ্য অঙ্কন করেছেন ভাই। পাহাড়ের চূড়ার উপরে সূর্যিমামাকে দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে। আপনি খুব সুন্দর করেই চিত্রের প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে শেয়ার করেছেন। এরকম সুন্দর একটি চিত্রাংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ৷ আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷