সুন্দর একটি বিকেল

in আমার বাংলা ব্লগlast year

IMG20230207173934_00.jpg

হ্যালো বন্ধুরা.. সবাইকে স্বাগতম,
আমার বাংলা ব্লগে
আজ বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ইং
বাংলা ০৩ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ


প্রিয় বন্ধুরা আমার..

কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালোই আছি ৷ আসলে ভালো খারাপ মিলিয়ে বেশ ভালোই যাচ্ছে আর কি ৷ মুখে তো সবাই বলি ভালো আছি ৷ তবে সবার মাঝেই কিন্তু কিছু কষ্ট আছে ঠিক ই ভিতরে ভিতরে ৷ যেগুলো আসলে সারা জীবনেই থাকবে ৷ আমাদের চাওয়া পাওয়ার গল্প যেমন শেষ হয় নাহ ৷ তেমনি কিছু ক্ষোভ অভিমান অভিযোগও জীবনকে নিয়ে আমাদের শেষ হবে না ৷ যাই হোক জীবন যত দিন আছে সমস্যা থাকবেই ৷ সব কিছু মানিয়ে নিয়েই চলতে হবে , ভালো থাকার চেষ্টা করতে হবে ৷

তো যাই হোক , আজ বিকেল বেলা একটু বের হয়েছি নদীর পাড়ের উদ্দেশ্যে নিয়ে ৷ আসলে ঘোরাঘুরি করতে পছন্দ করে না এমন লোক খুব কমই খুঁজে পাওয়া যাবে। আমিও খুবই ঘোরাঘুরি করতে পছন্দ করি। বিশেষ করে বন্ধুদের সাথে ঘোরাঘুরি করতে অনেক বেশি ভালো লাগে আমার ৷ যদিও ঘোরাঘুরি করতে অনেক পছন্দ করি , তবে একা একা কখনোই নাহ ৷ আসলে একা একা ঘোরাঘুরি আমার কখনেই জমে উঠে নাহ ৷ তাই ঘোরাঘুরি জন্য অন্তত এক জন মানুষ হলেও লাগবে ৷ আর বন্ধুরা পাশে থাকলে তো কথাই নেই ৷ যদিও বন্ধুর সংখ্যা অনেক কমে গেছে সময়ের সাথে সাথে ৷ সবাই সবার মতো ব্যবস্থা সবার জায়গায় ৷ আগের মতো তেমন কারো সাথেই দেখা হয় না কথা হয় না ৷ তবে মাঝে মাঝে বেশ ভালোই আড্ডা হয় সবার সাথে ৷

IMG20230207173825_00.jpgIMG20230207173848_00.jpg

যাই হোক, তবে একটা বন্ধু আছে যার সাথে বেশভাগ সময় কাটানো হয় ৷ অন্যান্য বন্ধুদের সাথে তেমন দেখা না হলেও এই বন্ধুর সাথে প্রায় প্রতি দিনই কথা হয় , দেখা হয় , আড্ডা ও ঘোরাঘুরি হয় ৷ তো আজ দিনটা কোনো রকম ভাবে কেটে গেলেও বিকেল বেলা বেশ ভালোই কেটেছে ৷ অনেক দিন হলো এমন খোলামেলা জায়গায় ঘোরাঘুরি হয় না ৷ তাই ভাবলাম আজ একটু ঘুরি আসি কথাও ৷ বন্ধুর সাথে কথা হতেও সে এসে হাজির ৷ এরপর বেরিয়ে পড়লাম দুজন এই নদীর উদ্দেশ্যে ৷

IMG20230207174014_00.jpgIMG20230207174005_00.jpg

সময়টা তখন শেষ বিকেল ৷ সূর্য তখন পশ্চিম দিকের আকাশে ডুবে যাচ্ছে ৷ সূর্যের অল্প অল্প আভা দেখা যাচ্ছে মাত্র ৷ নদীর অনেকটা বালুর চর পেরিয়ে নদীর কাছে আসলাম আমরা ৷ নদীটির পানি শুকিয়ে অনেকটা ছোট নদীতে পরিনত হয়েছে ৷ বলতে গেলে নদীর মাঝখানে ছোট অনেকটা নদী হয়েছে ৷ আসলে আমরা এখানে অনেক বছর ধরেই আসতেছি ৷ জায়গায়টা বেশ পরিচিত ৷ মাঝে মাঝেই কিছুটা সময় অতিবাহিত করার জন্য এখানে আসা হয় শেষ বিকেল কিংবা পরন্ত বিকেলে ৷ আর প্রতিবছর নদীর একেক রূপ দেখে অবাক হোই আমরা ৷

IMG20230207173934_00.jpgIMG20230207173930_00.jpg

অনেকটা বালুর চর হেটে এসে নদীর ধারে বাধা নৌকাটায় বসলাম ৷ এরপর চারপাশের মনোরম দৃশ্য গুলো উপভোগ করতেই অনেক ভালো লাগা শুরু করলো ৷ এসব খোলামেলা জায়গায় আসলেই মন অনেকটা ভালো হয়ে যায় ৷ চারপাশ শান্ত , নদীর পানি নিরবে ছুটে যাচ্ছে কেবল ৷ বিরক্তিকর যত অনুভুতি ছিলো কেটে যাচ্ছে সব ধীরে ধীরে ৷এরপর বাধা নৌকা বসে বেশ কিছুটা সময় অতিবাহিত করলাম আমরা ৷ প্রকৃতির সৌন্দর্য বারবারই মনোমুগ্ধকর ৷ দেখলেই মন ফ্রেশ হয়ে যায় ৷

IMG20230207173835_00.jpgIMG20230207173831_00.jpg

এই নদীটির নাম করতোয়া নদী ৷ বেশ বড় সোড়ো আছে ৷ আমার বাসা থেকে বেশি কয়েক কিলোমিটার দূরে এই নদীটির অবস্থা ৷ তবে সময় অসময়েই এখানে আসা হয় সময় কাটানোর জন্য ৷ নদীর চরে আবার ধান চাষ করা হয়েছে ৷ নদীর ধারের মানুষ গুলো এখানে পিয়াজ ও চাষ করে থাকে ৷ আমরা সেখানে গিয়ে বেশ ভালোই কিছু সময় অতিবাহিত করলাম ৷ এরপর চারপাশের কিছু ফটোগ্রাফি করে শেষ বিকেলে আমার নদীর পার থেকে চলে আসলাম ৷ নদীর ধারেই পাশেই ছোট একটি গ্রামিণ বাজার আছে ৷ সেখানে চা সহ হালকা পাতলা নাস্তা শেরে আমরা সন্ধ্যায় নিজ নিজ বাসায় চলে আসলাম ৷ যাই হোক নদী হচ্ছে আমার অনেক পছন্দের জায়গায় গুলোর মধ্যে অন্যতম ৷ নদীর পাড়ে কিংবা নৌকা ভ্রমণ করতে আমার অনেক বেশিই ভালো লাগে ৷ এখানে কাটানো আজকের বিকালটা আমার আসলেই অনেক সুন্দর এবং আনন্দময় ছিলো ৷

IMG20230207173816_00.jpgIMG20230207172312_00.jpg

যাই হোক , বেশ ভালোই কিছু মুহূর্ত অতিবাহিত করলাম আজকে বিকেলে ৷ তো আজ এখানেই , এইটুকুই ছিলো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ সবার জন্যই অনেক অনেক শুভ কামনা রইলো ৷ এবং পোস্টটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে ৷


ছবিঃ বিকেল বেলায় নদীর পাড়ের কাটানো মুহূর্ত
ক্যামেরাঃ realme C11
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ | 𝙽𝚒𝚛𝚘𝚋 | ১৬/০২/২০২৩


ধন্যবাদ সবাইকে


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

পড়ন্ত বিকেলে খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন জেনে খুব ভালো লাগলো। আসলে বিকেলবেলা এমন অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে সময় কাটাতে পারলে খুব ভালো লাগে‌ ।আপনার ফটোগ্রাফি গুলো বেশ দুর্দান্ত হয়েছে। নৌকাতে উঠার অনুভূতি সত্যি খুব অন্যরকম হয়ে থাকে। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

আপনি ঠিক বলছেন আসলে আমরা মুখে বলি সবাই ভাল আছি কিন্তু ভালো খারাপ মিলে তো মানুষের জীবন।কিছু কিছু জায়গা আছে একা ঘুরতে গেলে ভালো লাগেনা বন্ধুদের সাথে গেলে অনেক ভালো লাগে।করতোয়া নদীর ফটোগ্রাফি শেয়ার করেছেন নদী দেখতে অনেক সুন্দর।তাছাড়া ধানের বিল তো অনেক বড় দেখতে অনেক সুন্দর ধন্যবাদ।

 last year 

নদীর পাড় ঘুরতে গেলে এমনেতেই মন ভালো হয়ে যায়। আমার কাছে নদীর পাড় ঘুরাঘুরি করতে অনেক ভালো লাগে। তবে একা ঘুরাঘুরির থেকে সবাইকে একসাথে নিয়ে ঘুরাঘুরি করার মজাই আলাদা। করতোয়া নদীর খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। এমন নদীর পাড়ের সুন্দর দৃশ্য দেখলে মন ভরে যায়। আপনার ফটোগ্রাফি দেখেই বুঝতে পেরেছি আপনি বন্ধুদের নিয়ে বিকেল বেলা খুব ভালো সময় কাটিয়েছেন।

 last year 

আমারো আপনার মত একই অবস্থা । একা একা ঘুরতে মোটেই ভালো লাগেনা। একজন হলেও সঙ্গী দরকার। মাঝে মাঝে বিকেলে এমন প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পারলে একধরনের আত্ম প্রশান্তি লাভ করা যায়। এই করতোয়া নদী এলাকাটা আসলেই অনেক সুন্দর। ধন্যবাদ।

 last year 

আপনি ঠিকই বলেছেন ঘোরাঘুরি করতে পছন্দ করে না এরকম মানুষ খুবই কম পাওয়া যাবে। আমার কাছে কিন্তু ঘুরাঘুরি করতে ভীষণ ভালো লাগে এটা কিন্তু সত্যি একা একা ঘুরে ঘুরে করতে কেউ পছন্দ করেনা। আপনি করতোয়া নদীতে দেখছি বেশ ভালই ঘুরাঘুরি করেছেন এবং খুবই ভালো মুহূর্ত অতিবাহিত করেছেন।

 last year 

এরকম একটি সুন্দর বিকেলে নদীর পাড়ে ঘোরাঘুরি করার অনুভূতিটা সত্যি অন্যরকম হয়ে থাকে। আপনি করতোয়া নদীর পারে ঘোরাঘুরি করার জন্য গিয়েছিলেন। আসলে একা একা ঘুরাঘুরি করতে ভালো লাগে না সাথে যদি কেউ একজন থাকে তখন তার সাথে ঘুরাঘুরি করতে ভীষণ ভালো লাগে। আপনার ফটোগ্রাফি গুলো দেখে বুঝতে পারছি সময়টা কিন্তু বেশ ভালোই কেটেছে। এরকম একটি মুহূর্ত সবার মাঝে খুবই সুন্দর ভাবে তুলে ধরলেন দেখে মনটা ভালো হয়ে গেল।

 last year 

দেখেই বোঝা যাচ্ছে করতোয়া নদীতে গিয়ে খুবই সুন্দর একটি বিকেল অতিবাহিত করেছেন। আসলে নদীর পাড়ে সময় কাটাতে সকলেই অনেক বেশি পছন্দ করে। যখন বাসায় থাকতাম তখন প্রায় প্রতিদিন বিকেল বেলা বাইক নিয়ে বন্ধুদের সঙ্গে চলে যেতাম ছোট্ট একটি নদীর ধারে যেখানে ছোট ছোট দোকান রয়েছে সেখানে গিয়ে বসে থাকতে নিজের কাছে খুবই ভালো লাগতো। আপনার সুন্দর এই মুহূর্তটা দেখে সেই সুন্দর অনুভূতি মনের মধ্যে জাগ্রত হল। ধন্যবাদ আপনার এই সুন্দর মুহূর্তটা আমাদের মধ্যে শেয়ার করার জন্য।

 last year 

বিকেল টাইমে নির্জন কোন স্থানে আমারও ঘুরাঘুরি করতে ভালো লাগে। আপনি করতোয়া নদীতে নৌকায় বসে সুন্দর বিকেল টাইম পার করেছেন যার বাস্তব অনুভূতি আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে আমার খুবই ভালো লাগলো। মন ছুয়ে গেল যেন এক বাংলার অপরূপ প্রকৃতির ভালোলাগা অনুভূতি।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 59238.58
ETH 3176.28
USDT 1.00
SBD 2.45