DIY - এসো নিজে করি || রঙিন পেপার দিয়ে মগ তৈরি

in আমার বাংলা ব্লগ2 months ago

IMG20240401205637_00.jpg

রঙিন পেপার দিয়ে মগ তৈরি


শুভ রাত্রি..

হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজও আপনাদের মাঝে চলে আসলাম , প্রতিদিনের মতোই নতুন কিছু শেয়ার করার চেষ্টা করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷

আসলে প্রত্যেক দিন আমি ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার চেষ্টা করি ৷ তারওই ধারাবাহিতা আজও একটু ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ৷ এতো দিন দেখে আসসি অনেকেই রঙিন পেপার দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করতেছে ৷ আসলে রঙিন কাগজের এই জিনিস গুলো দেখতে ভীষণ ভালো লাগছে আমার কাছে ৷ আমিও অনেক দিন ধরে ভাবতেছি রঙিন পেপার দিয়ে কিছু একটা বানাবো ৷ কিন্তু সময়ের অভাবে করতে পারছি না ৷ আজ ভাবলাম কিছু একটা বানাই ৷ তাই বসে পড়লাম , আগে থেকেই সব প্রযোজনীয় জিনিস রেডি ছিলো ৷ তাই খুব একটা ঝামেলা পোহাতে হয়নি ৷ তবে কি বানাবো সেই সিদ্ধান্ত নিতে অনেকক্ষণ সময় লেগেছে ৷ যাই হোক , শেষে ভেবে সিম্পল একটি মগ তৈরির সিদ্ধান্ত নেই ৷ প্রথম বার এই কাজ গুলো করা তাই খানিকটা সময় লেগেছে পাশাপাশি মগটি সেভাবে ফুটিয়ে তুলতে পারনি ৷ তবুও আপনাদের মাঝে এই ডাই পোষ্টটি শেয়ার করে নিলাম এটি আমার প্রথম ক্ষুদ্র চেষ্টা তাই ৷ যাই হোক , ফিনিশিং দিতে পারিনি সুন্দর ভাবে , তবুও আশা করি রঙিন পেপার দিয়ে তৈরি এই মগটি আপনাদের কাছে ভালো লাগবে ৷

তো চুলন এবার প্রস্তুতিকরণ দেখে আসা যাক...


রঙিন পেপার দিয়ে মগ তৈরি



প্রয়োজনীয় উপকরণঃ

  • রঙিন পেপার ,
  • কেঁচি ,
  • আঠা এবং
  • সাইন পেন ৷


ধাপসমূহঃ


IMG20240401195750_00.jpgIMG20240401200101_00.jpg

IMG20240401200254_00.jpg

শুরুতে একটি রঙিন পেপার নিয়েছি ৷ এবং সেটি মাঝ বরাবর ভাগ করে নিয়েছি ৷


IMG20240401200339_00.jpgIMG20240401200630_00.jpg

IMG20240401200827_00.jpg

এরপর একটি অংশ ১২সে:মি নিয়ে নিচের অংশটা সামান্য ছোট ছোট করে কেটে নিয়ে ৷


IMG20240401200954_00.jpgIMG20240401201116_00.jpg

IMG20240401201219_00.jpg

এরপর আগে অংশ থেকে দুটো বৃত্ত কেটে নিয়েছি ৷ এবং কেটে নেওয়া অংশটাতে আঠা লাগিয়ে নিয়েছি ৷

IMG20240401201412_00.jpgIMG20240401201545_00.jpg

IMG20240401201903_00.jpg

এরপর সেটি মগের আকৃতিতে গোল করে নিয়েছি এবং বৃত্তের অংশ গুলো মগের ভিতরে একটি লাগিয়ে দিয়েছি ৷


IMG20240401202002_00.jpgIMG20240401202046_00.jpg

IMG20240401202248_00.jpg

বাইরে আরো একটি অংশ আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি ৷ এরপর মগের ডাটা লাগানোর জন্য একটু পেপার কেটে নিয়েছি ৷


IMG20240401202322_00.jpgIMG20240401203259_00.jpg

IMG20240401205422_00.jpg

এবং আঠা দিয়ে মগের ডাটা লাগিয়ে নেই ৷


IMG20240401205452_00.jpg

শেষমেষ আমার তৈরি রঙিন পেপার দিয়ে মগ তৈরি হয় এরপর কিছু ফটোগ্রাফি করে নেই ৷

IMG20240401205552_00.jpg

IMG20240401205629_00.jpg


তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবে ৷ আশা করি আমার এই আর্টটি আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য ৷ ধন্যবাদ সবাইকে ৷



পোষ্ট বিবরণঃ-

ছবিঃ রঙিন পেপার দিয়ে তৈরি মগ
ক্যামেরাঃ realme C11
আর্ট/ক্যাপচারঃ 𝙽𝚒𝚛𝚘𝚋70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 01/04/2024



🙏 ধন্যবাদ সবাইকে 🙏




20240114_001456_0001.png


আমার নাম নিরব ৷ জাতীয়তা বাংলাদেশী ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ পেশাগত দিক দিয়ে আমি একজন ছাত্র , পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে ৷ পাশাপাশি স্টিমিটে ব্লগিং করছি ২০২১ সালের ডিসেম্বর থেকে ৷ আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও আর্ট , ফটোগ্রাফি এবং লেখালেখি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ সব সময় শেখার চেষ্টা করি , নতুন কিছু শিখতে এবং জানতে আমার খুবই ভালো লাগে ৷ আমি বন্ধুদের সাথে সময় কাটতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও পরিবারের সাথে থাকতে এবং সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে ৷ আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ৷ আমি আমার ধর্মকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি ৷ আমি স্টিমিটে জয়েন করি ২০২০ সালের আগস্টের শুরুর দিকে ৷ ধ ন্য বা দ ...


1691561447609.png

20230619_2027351.gif



Sort:  
 2 months ago 

কাগজ দিয়ে আপনি খুব সুন্দর একটি মুখ তৈরি করেছেন। মুখটি দেখতে খুবই চমৎকার লাগছে। দেখে একদম সত্যিকারের মগের মত মনে হচ্ছে। খুব সুন্দর নিখুঁতভাবে পুরোটা কাজ সম্পূর্ণ করেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 months ago 

আপনার এমন সুন্দর এবং গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ৷

 2 months ago 

রঙিন পেপার দিয়ে আপনি অনেক সুন্দর ভাবে মগ তৈরি করেছেন ।আমি এর আগে একটা মগ তৈরি করেছিলাম কিন্তু আমার মগটা একটু আলাদা ছিল শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 2 months ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর সুন্দর ডাই পোস্ট দেখতে পেয়েছি। তবে আজকে আপনি খুবই সুন্দর একটি মগ তৈরি করেছেন। এই মগটি দেখে খুবই ভালো লাগলো।

 2 months ago 

আপনার এমন সুন্দর এবং গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ৷

 2 months ago 

অনেকদিন ধরে ভাবছিলেন কিছু একটা বানাবেন কিন্তু সময় পারছিলেন না। তবে আজকের সময় সময় করে একটি কিছু বানানো সিদ্ধান্ত নিলেন কিন্তু কি বানাবেন সেটা ভেবে না পেয়ে শেষে সিম্পল মগ বানানোর সিদ্ধান্ত নিলেন সেটা আপনার লেখার মাধ্যমে জানতে পারলাম। কাপটি সিম্পল হলেও আপনি খুব সুন্দর ভাবে এটিকে তৈরি করেছেন এবং প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবেই আমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছেন। যাইহোক ধন্যবাদ ভাই আপনাকে এই সিম্পল কাপ বানানোর প্রসেসটা ধাপে ধাপে শেয়ার করার জন্য।

 2 months ago 

আপানাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 2 months ago 

রঙিন কাগজ দিয়ে মগ তৈরি করেছেন দেখতে অসম্ভব সুন্দর লাগছে। দেখে বোঝা যাচ্ছে না যে এটি কাগজের তৈরি। বিশেষ করে এই কালারটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে আপনার তৈরি পদ্ধতি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

 2 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

 2 months ago 

রঙিন কাগজের জিনিসগুলো আমার কাছে বানাতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে । আপনার মগটি হঠাৎ করে দেখে তো আমি বুঝতেই পারেনি এটি আপনি রঙিন কাগজ দিয়ে বানিয়েছেন। খুবই সুন্দর ফিনিশিং দিয়েছেন দেখে খুবই ভালো লাগলো ।

 2 months ago 

অসংখ্য ধন্যবাদ আপু , আপনার এমন সুন্দর মন্তব্যের জন্য ৷

 2 months ago 

রঙিন পেপার দিয়ে তৈরি করা জিনিস গুলো দেখতে বেশ সুন্দর লাগে। আপনি আজ রঙিন কাগজ দিয়ে মগ তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। যা দেখতে চমৎকার লাগছে। মগ তৈরির ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 months ago 

আমার তৈরি ডাই পোস্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভীষণ খুশি হলাম ৷ ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

 2 months ago 

আপনি আজকে রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর ভাবে একটি মগ তৈরি করেছেন। রঙিন কাগজের তৈরি জিনিস গুলো দেখতে সবসময় অনেক সুন্দর লাগে। তৈরির প্রতিটি ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

আমার তৈরি ডাই পোস্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভীষণ ভালো লাগলো ৷ অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

 2 months ago 

রঙিন পেপার দিয়ে মগ তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে ভাই। ঝটপট কিভাবে রঙিন কাগজ দিয়ে এমন সুন্দর মগ তৈরি করা যায় সেটা ধাপে ধাপে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 2 months ago 

আপানাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 2 months ago 

রঙিন কাগজ দিয়ে মগ তৈরি করার খুবই সুন্দর পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। রঙিন কাগজের তৈরি জিনিস গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আমিও প্রতিনিয়ত চেষ্টা করে রঙিন কাগজের জিনিস তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করতে।

 2 months ago 

আপনার এমন সুন্দর এবং গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ৷

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66836.85
ETH 3510.92
USDT 1.00
SBD 3.19