ডিজিটাল আর্ট || ফুলের টব || ১০% লাঁজুক খ্যাঁকের জন্য এবং ৫% এবিবি স্কুলের জন্য..

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

Picsart_22-04-22_22-28-33-800.jpg

হ্যালো বন্ধুরা.. সবাইকে স্বাগতম,
আমার বাংলা ব্লগে
আজ শুক্রবার ২২ এপ্রিল ২০২২ ইং
বাংলা ০৮ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ


"আমার বাংলা ব্লগ'' কমিউনিটির সকল প্রিয় বন্ধুরা আমার , সবাই কেমন আছেন ? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন ৷ আমিও ভালো আছি ৷ তো আপনাদের মাঝে আবারও চলে আসলাম আরো একটু নতুন আমার বাংলা ব্লগ নিয়ে ৷ আজ আমি আপাদের সাথে আমার তৈরি একটি নতুন ডিজিটাল আর্ট শেয়ার করবো ৷ আশা করি আপনাদের ভালো লাগবে ৷ আমি আর্ট করতে অনেক ভালোবাসি ৷ যদি়ও ভালো কিছু তৈরি করতে পারি না ৷ তবে আমি চেষ্টা করি ভালো কিছু আপনাদের সাথে শেয়ার করার ৷ ডিজিটাল আর্ট , আমি আগে কখনো করিনি ৷ আমার বাংলা ব্লগে কাজ শুরু করার পর থেকে আমি দেখে আসতেছি অনেক ভাইয়া অনেক সুন্দর সুন্দর ডিজিটাল আর্ট তৈরি করতেছে ৷ তাদের দেখে আমারও এই আর্ট গুলো তৈরি করতে ইচ্ছে করে ৷ আগেই বলেছি আমি আর্ট করতে অনেক ভালোবাসি ৷ তাই ভিন্ন ধরনের এই আর্ট গুলো তৈরি শিখতে আমার অনেক ইচ্ছে হয় ৷ এবং আমি চেষ্টা শুরু করি ৷ যদিও এই আর্ট গুলো তৈরি করতে আমার অনেক সময় লাগে তবুও আমি সময় নিয়ে ভালো কিছু তৈরির চেষ্টা করি ৷ আজ আমি একটি ফুলের টপ ডিজিটাল আর্ট তৈরি করেছি এখন আপনাদের সাথে এই অঙ্কনের ধাপ গুলো ধাপে ধাপে শেয়ার করবো ৷


প্রয়োজনীয় উপকরণঃ


  • সাঁদা কাগজ ,
  • কালো কলম ,
  • পেন্সিল ও রাবাট
  • এবং design অ্যাপ


অঙ্কনের প্রক্রিয়া



ধাপ-০১

IMG20220422205836_00.jpgIMG20220422211010_00.jpg

শুরুতে চিত্র টি পেন্সিল ও কলম ব্যবহার করে সাঁদা কাগজে অঙ্কন করে নিয়েছি ৷ এরপর এই চিত্রটি design অ্যাপ থেকে ভেক্টর আর্ট করবো ৷ এজন্য


ধাপ-০২

Screenshot_2022-04-17-22-29-51-41_c372e573ea43c9a2257e3758638f8292.jpgScreenshot_2022-04-17-22-30-17-10_c372e573ea43c9a2257e3758638f8292.jpg

আমি মোবাইল অ্যাপ ইনফিনিট এ ডুকলাম ৷ এবং আমার পেন্সিলে আঁকা প্রজাপতির ছবিটি ইমপোর্ট করলাম ৷ তারপর ব্রশ থেকে বলপয়েন্ট এবং টুলস থেকে পেন সিলেক্ট করে আমার কাঙ্খিত ছবিটি অঙ্কন করতে শুরু করি ৷


ধাপ-০৩

Screenshot_2022-04-22-21-23-56-30_c372e573ea43c9a2257e3758638f8292.jpgScreenshot_2022-04-22-21-27-09-20_c372e573ea43c9a2257e3758638f8292.jpg

চিত্রটি ভেক্টর আর্ট করতে শুরুতে আমি তিনটি ফুল অঙ্কন করে নিয়েছি ৷ এজন্য অ্যাপ থেকে ব্রশ বলপয়েন্ট ও টুলস থেকে পেন সিলেক্ট করে অঙ্কন করেছি ৷


ধাপ-০৪

Screenshot_2022-04-22-21-28-34-77_c372e573ea43c9a2257e3758638f8292.jpgScreenshot_2022-04-22-21-30-51-46_c372e573ea43c9a2257e3758638f8292.jpg

এই ধাপে আমি তিনটি ফুল অঙ্কনের পর একটি ফুলের টপ অঙ্কনের কাজ শুরু করে দেই ৷


ধাপ-০৫

Screenshot_2022-04-22-21-35-33-83_c372e573ea43c9a2257e3758638f8292.jpgScreenshot_2022-04-22-21-37-32-42_c372e573ea43c9a2257e3758638f8292.jpg

এই ধাপে আমি ফুলের টপ টি বিভিন্ন ডিজাইন করে সুন্দর করার চেষ্টা করি ৷এবং ফুলের টপ টির ডিজাইন সম্পূর্ণ করি ৷


ধাপ-০৬

Screenshot_2022-04-22-21-45-36-66_c372e573ea43c9a2257e3758638f8292.jpgScreenshot_2022-04-22-21-49-40-61_c372e573ea43c9a2257e3758638f8292.jpg

এখানে আমি ফুলের পাতা তৈরিতে কাজ করি ৷ তিনটি ফুলের চারপাশে কিছু পাতা অঙ্কন করে নেই ৷


ধাপ-০৭

Screenshot_2022-04-22-21-53-46-16_c372e573ea43c9a2257e3758638f8292.jpgScreenshot_2022-04-22-21-58-02-64_c372e573ea43c9a2257e3758638f8292.jpg

এই ধাপে ফুলের পাতা গুলো হালকা ডিজাইন করে নিয়েছি ৷ এজন্য আমি অ্যাপ থেকে ব্রশ বলপয়েন্ট ও টুলস পেন ব্যবহার করেছি ৷


ধাপ-০৮

Screenshot_2022-04-22-21-59-54-53_c372e573ea43c9a2257e3758638f8292.jpgScreenshot_2022-04-22-22-01-40-14_c372e573ea43c9a2257e3758638f8292.jpg

এখানে ফুলগুলো একটু ডিজাইন করার চেষ্টা করেছি ৷ ফুলের পাপড়ি গুলো দুইটি করে দাগ দিয়েছি ৷এবং এখানেই আমার অঙ্কনের কাজ সমাপ্ত হয় ৷


ধাপ-০৯

Screenshot_2022-04-22-22-02-00-60_c372e573ea43c9a2257e3758638f8292.jpgScreenshot_2022-04-22-22-02-23-22_c372e573ea43c9a2257e3758638f8292.jpg

ছবিটি অঙ্কনের কাজ শেষ হলে আমি রং করার জন্য কালার থেকে রং সিলেক্ট করে ছবিটি রং করতে শুরু করি ৷


ধাপ-১০

Screenshot_2022-04-22-22-04-32-49_c372e573ea43c9a2257e3758638f8292.jpgScreenshot_2022-04-22-22-06-18-69_c372e573ea43c9a2257e3758638f8292.jpg

ফুলের টপ রং করার জন্য শুরুতে আমি পাতা গুলো রং করি ৷ এজন্য আমি সবুজ রং সহ অন্য কিছু রং ব্যবহার করেছি ৷


ধাপ-১১

Screenshot_2022-04-22-22-10-24-38_c372e573ea43c9a2257e3758638f8292.jpgScreenshot_2022-04-22-22-12-55-89_c372e573ea43c9a2257e3758638f8292.jpg

ফুলের টপটির পাতা রং করা শেষ হলে আমি ফুলগুলো রং করতে শুরু করি ৷ কালার থেকে রং সিলেক্ট করে আমি ফুল গুলো রং করে নেই ৷


ধাপ-১২
Screenshot_2022-04-22-22-18-11-47_c372e573ea43c9a2257e3758638f8292.jpgScreenshot_2022-04-22-22-18-41-55_c372e573ea43c9a2257e3758638f8292.jpg

সব শেষে ফুলের টপটি রং করার বাকি থাকে ৷ এই ধাপে আমি ফুলের টপ টি রং করে নেই ৷ এবং এখানেই ছবিটি সম্পূর্ণ রং করা শেষ হয় ৷


ফাইনাল আউটপুট

Picsart_22-04-22_22-21-46-386.jpg

হ্যালো বন্ধুরা আজ এটিই ছিলো আমার তৈরি ডিজিটাল আর্ট ফুলের টপ ৷ আশা করি আপনাদের ভালো লেগেছে ৷ আমি চেষ্টা করেছি সুন্দর ভাবে তৈরি করার জন্য ৷ আমি সাধারণত আর্ট করতে অনেক ভালোবাসি ৷ যদিও ভালো কিছু অঙ্কন করতে পারিনা তবুও আমি সবসময় আপনাদের মাঝে ভালো কিছু তুলে ধরার চেষ্টা করি ৷ ডিজিটাল আর্ট তৈরি করতে বেশ কিছু সময় লাগলেও আমার ডিজিটাল আর্ট সময় নিয়ে তৈরি করতে অনেক ভালো লাগে ৷তাই আজ আপনাদের মাঝে আমি এই ডিজিটাল আর্ট নিয়ে উপস্থিত হয়েছি ৷ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ সবার জন্য অনেক অনেক ভালো বাসা রইলো ৷ আশা করি সবাই সবার মন্তব্য করে জানাবেন ৷ ধন্যবাদ সবাইকে , ভালো থাকবেন ৷

পোস্ট বিবরণঃ

E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiF4nkVKP1PC25WhWdSqY9SQf2TJzmqgxFMWjuNkHw5XsLARCErjQCJttWSghQwHW7kfJkYrX4c4pCtiTfa...HWK2gGpEFGB8xQqyomTH1nvn7CPz2SMnooXwX61WyzcpU63uoNSxy8gfgvGdwRzK9nB2bEQrLPQvvnQVp6n6xDEV7NQgpdcANjWF3XJwB2tbgXcKKDcWfvHLG6.png

বিষয়ডিজিটাল আর্ট
ক্যামেরারিয়েলমি সি এগারো
আর্ট & ফটোগ্রাফি@nirob70
তারিখ২২ এপ্রিল ২০২২ ইং
লোকেশনবাংলাদেশ
অ্যাপdesign

ধন্যবাদ সবাইকে


qPJmwNUkWBAaDEoDjHMPfsMwgtrUZt8qa7V155BbYgaJXAz4pZwywE4FaJ933CY3zyeD41FdsmYEbsfztVMfmL4i2uZXsVY7VoFbuEedar8udNUXCcQCG9XRuhV8Gj...3iwASFwMBbi7BA5S2V89LofjuFTKah5sZ2wf2r3wr83WLEWbFVdg9txP1gCQL4GtJhgetWKoxndqvzgDgD3AiXTSnufFdmQ8mUuxX4nNpkE2UYgchsMeksBUDK.gif

Sort:  
 2 years ago 

খুব জানতে ইচ্ছে করে ডিজিটাল আর্ট গুলো করা কি সহজ? এই আর্টগুলো সবাই কত সুন্দর ইজি ভাবে করে ফেলে মনে হয় না যে এগুলো করতে কঠিন লাগে। আর আপনি পারেন না তারপরও কত সুন্দর একটি আর্ট করেছেন ।দেখে তো একেবারে মুগ্ধ হয়ে গিয়েছি ।আসলে অনেক ভালো হয়েছে আপনার আর্টটি ফুলগুলো একেবারে নিখুঁত করে এঁকেছেন।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু ৷ ডিজিটাল আর্ট তৈরি করা খুব কঠিন নয় তবে আমার কাছে একটু সময় লাগে ৷ আপনি চাইলে একবার চেষ্টা করতে পারেন ৷ সম্ভব ৷

 2 years ago 

ভাই আপনি তো ভালোই ডিজিটাল আর্ট করতে পারেন। যাই হোক আমাদের কমিউনিটির মেম্বারদের দেখে অনুপ্রাণিত হয়ে ডিজিটাল শুরু করেছেন দেখে খুব ভালো লাগলো। আপনার ডিজিটাল আর্ট করা ফুলের চিত্রটি অনেক সুন্দর ছিল। লেগে থাকলে আরো অনেক বেশি ভালো করতে পারবেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হুমম ভাই চেষ্টা চালিয়ে যাচ্ছি ভালো কিছু করার জন্য ৷ ধন্যবাদ আপনাকে

 2 years ago 

কে বলেছে ভাইয়া আপনি ভাল আর্ট করতে পারেন না। আপনার ফুলসহ টবের আর্টটি খুবই চমৎকার হয়েছে। ডিজিটাল আর্টগুলো আমার কাছে খুবই ভালো লাগে। কিন্তু আমি এগুলো একদমই করতে পারি না। আপনাদের আর্টগুলো দেখে একবার চেষ্টা করতে হবে। ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর একটি ফুলের টব এর ডিজিটাল আর্ট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 2 years ago 

হুমমম আপু ধন্যবাদ ৷ আপনিও একবার চেষ্টা করতে পারেন , খুব কঠিন নয় ৷ সম্ভব ৷

 2 years ago 

ফুলসহ ফুলের টপ টি দেখতে অসাধারণ লাগছে। দেখতে একদমই অরজিনাল লাগছে। ধাপগুলো আপনি খুবই সুন্দর ভাবে বর্ণনা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

চেষ্টা করেছি ভাই ৷ আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ৷ ধন্যবাদ আপনাকে..

 2 years ago 

আপনি দেখছি ডিজিটাল আর্টে বেশ পারদর্শী। ফুলের টপ এটা আমার কাছে বেশ ভাল লাগল। আসলে আপনার কাজগুলো দেখে অনেকজন উৎসাহিত পায় ভালো কাজ করার।আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর কাজ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

হুমম ভাইয়া একটু চেষ্টা করি শুধু ৷ কতটা কার্যকরী হয় জানি না ৷তবে আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগে, অনেক উৎসাহ পাই ৷ ধন্যবাদ

 2 years ago 

আপনার ডিজিটাল অংকনটি সত্যি অসাধারণ। খুবই সুন্দরভাবে ধাপে ধাপে ফুলের চিত্র আমাদের মাঝে তুলে ধরেছেন। দেখে খুবই ভালো লাগছে। শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া ৷ একটু চেষ্টা করেছি কেবল ৷ আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ৷

 2 years ago 

ভাইয়া ঠিকই বলছেন আমার বাংলা ব্লগে অনেক ভাইয়া খুব সুন্দর সুন্দর ডিজিটাল আর্ট করেন আমার কাছেও সেগুলো দেখতে অনেক ভালো লাগে। আপনার প্রতিভা আছে বলতে হয় সেখান থেকে দেখে খুব সুন্দর করে শিখে নিয়েছেন। আপনার ফুলের টব দেখতে খুবই সুন্দর হয়েছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। এভাবেই সামনে এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

হুমম আপু সত্যিই অনেক ভাইয়া আছে যারা অনেক সুন্দর সুন্দর আর্ট আমাদের মাঝে শেয়ার করে ৷ তাদের দেখে আমার এই ক্ষুদ্র চেষ্টা ৷কতটা পেরেছি জানি না ৷ কিন্তু আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো ৷ ধন্যবাদ

 2 years ago 

আপনি মোবাইল ফোন ব্যবহার করে অনেক সুন্দর একটি ফুলের টপ তৈরি করেছেন। সুন্দরভাবে তৈরি করা পাশাপাশি ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ৷ আমি কেবল একটু চেষ্টা করেছি ৷

 2 years ago 

মোবাইল দিয়েও যে এতো সুন্দর ডিজিটাল আর্ট করা যায় তা আগে জানতাম না ।আপনার ডিজিটাল আর্টের মাধ্যমে ফুলের চিত্রটি খুব ভালো লেগেছে ।উপস্থাপনা এককথায় অনবদ্য ।সামনে অনেক দূর এগিয়ে যেতে পারবেন

 2 years ago 

হুমম ভাইয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে বহুদূর যেতে হবে ৷ অনেক অনেক ধন্যবাদ আপনাকে ৷

 2 years ago 

আজকের টবের আর্টটি আমার কাছে ভালো লেগেছে।
ছোট একটি কারেকশন হলো,
শব্দটি টব হবে,টপ নয়।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু সঠিক শব্দটি জানিয়ে দেওয়ার জন্য ৷ আমি ভেবেছিলাম কি লিখবো বুঝতে না পরে টপ লেখে দিয়েছি ৷ আসলে টপ , টব দুইটাই একি রকম লাগে 😁৷ ঠিক করে নিয়েছি আপু ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 57027.00
ETH 2353.59
USDT 1.00
SBD 2.38