রোদলা দুপুরের মেঘলা নীল আকাশ

in আমার বাংলা ব্লগ2 months ago

IMG-20240821-WA0025 (1).jpg

রোদলা দুপুরের কাশফুল


হ্যালো বন্ধুরা..কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালোই আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম ৷ আজ একটু অন্যরকম কিছু শেয়ার করার চেষ্টা করবো ৷ আমার একটা রঙিন দিনের কিছু কথা আর কিছু ফটোগ্রাফি নিয়েই আজকের এই ব্লগটি ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷


বেশ কিছুদিন ধরেই দিন গুলো কেমন জানি যাচ্ছে ৷ কোনো কিছু ভালো লাগেনা ৷ কাজে মন বসে না ৷ সব কিছু একঘেমি লাগে ৷ মনে হয় একটা ঘোরের মাঝে আটক হয়ে আছি ৷ শান্তি বলতে কিছু নেই নিজের মাঝে ৷ খারাপ লাগার কারণ গুলোও অজানা ৷ এভাবেই দিন গুলো যাচ্ছে , অথচ আমি নিজেকে খুঁজে পাইনা ৷ এমন বিষন্নতা আর খারাপ লাগার মাঝে প্রকৃতিও তার মুখ ফিরিয়ে নিয়েছে ৷ প্রচন্ড রোদ আর গরমে নাজেহাল করে তুলেছে চারপাশ ৷ তার মাঝে আবার ঘনঘন লোডশেডিং ৷ এই সব মিলিয়ে আমার ভালো না থাকার মাত্র শীর্ষে তুলেছে ৷ আমি সুখ শান্তি খুঁজে পাই না কথাও ৷ সেদিনও অস্থির মন নিয়ে সকাল বেলা ঘুম থেকে উঠি ৷ ঘুমটা ভেঙ্গেছে গরমের জন্যই ৷ বাইরে বের হয়ে দেখি সূর্য মামা চকচক করে জ্বলে উঠেছে ৷ এই দেখে অস্থির মন আমার আরো অস্তির উঠে , খারাপ লাগা-টা নিজের মাঝে বেড়ে যায় ৷ এরপর আর স্বস্তির জায়গায় মেলে না আমার ৷ প্রচন্ড রোদ আর গরমে অতিষ্ঠ চারপাশ ৷


IMG-20240821-WA0021.jpg

IMG-20240821-WA0017.jpg


এই রোদ আর গরমে ভালো লাগেনা কিছুই ৷ দুপুরে খানিকটা সময় এদিক ওদিক করে কাটানোর পর ভবলাম স্নান করা যাক , তাহলে নিশ্চয়ই ভালো লাগবে ৷ স্নান করার কথা উঠতেই নদীতে স্নান করার কথা বলে উঠলো ছোট ভাই ৷ আরো দু'জন ছিলো সাথে তারাও সম্মতি দিলো ৷ তাই ভবলাম আজ একটু নদীতে স্নান করা যাক , সবাই মিলে চলে আসলাম আমাদের গ্রামের ই ছোট নদীতে ৷ যেটা খুব কাছেই এবং ছোট একটা নদী ৷ এই নদীতে এখন স্নান করার মতো পানি থাকার কথা না , তবে কিছু কিছু জায়গায় অনেকটাই পানি আছে ৷


IMG-20240821-WA0020.jpg

IMG-20240821-WA0019.jpg

IMG-20240821-WA0018.jpg


এরপর চলে আসলাম নদীতে ৷ গ্রামের নদী গুলো যেরকম হয় , সেরকমই আমাদের এই ছোট নদীটা ৷ নদীর দুপাশে সবুজ ধান ক্ষেত , তার মাঝদিয়ে এঁকে বেঁকে নদীটা চলে গেছে দূরে কথাও ৷ আমরা এই ছোট নদীতে স্নানের জন্য এসে অনেকটা পানির খোঁজ করি ৷ তাই নদীতে একটু হাটাহাটি হয়ে যায় ৷ চকচকে রোদের মাঝে নদীর এই পানিতে হাটতে আমার বেশ ভালোই লাগে ৷ রোদলা দুপুরে নীল আকাশটা দেখতেও অসম্ভব সুন্দর লাগছে তখন ৷ আমার হাতে ছিলো মুঠোফোনটা , তাই এসব রঙিন মুহূর্তের কিছু দৃশ্য মুঠোফোনে ক্যামেরা বন্দি করে ফেলি ৷


IMG-20240821-WA0016.jpg

IMG-20240821-WA0014 (1).jpg


এরপর নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে আমরা বেশ কিছুক্ষণ নদীতে স্নান করি ৷ যদিও নদীর পানি একটু গরম ছিলো , তবে বেশ ভালোই লেগেছে নদীতে স্নান করতে ৷ সেদিন এই মুহূর্ত গুলো উপভোগ করার পাশাপাশি আমি বেশ কিছু সুন্দর দৃশ্যে ক্যামেরা বন্দি করি , যেটা ছিলো আমার কাছে আরো বেশি ভালোলাগার ৷ সব মিলিয়ে সেদিন এই সময়টা আমার দুর্দান্ত কেটেছে ৷ প্রকৃতি আসলেই অসম্ভব সুন্দর ৷ প্রকৃতিকে কাছে থেকে উপভোগ করতে হয় ৷ তাহলেই প্রকৃতির সৌন্দর্যতায় সিগ্ধ হওয়া যায় ৷


IMG-20240821-WA0023.jpg

IMG-20240821-WA0024 (1).jpg

IMG-20240821-WA0025 (1).jpg


তো যাই হোক বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবে ৷ আশা করি আমার তোলা ফটোগ্রাফি অনুভূতি আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে আমার এই পোস্টটি দেখার জন্য ৷ আবার কথা হবে , দেখা হবে অন্য কোনো ব্লগে ৷ ধন্যবাদ সবাইকে এতোক্ষন পাশে থাকার জন্য ৷



পোষ্ট বিবরণঃ-

ছবিঃ প্রকৃতির ছবি
ক্যামেরাঃ realme C11
আর্ট/ক্যাপচারঃ 𝙽𝚒𝚛𝚘𝚋70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 20 Sep 2024



🙏 ধন্যবাদ সবাইকে 🙏




20240114_001456_0001.png


আমার নাম নিরব ৷ জাতীয়তা বাংলাদেশী ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ পেশাগত দিক দিয়ে আমি একজন ছাত্র , পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে ৷ পাশাপাশি স্টিমিটে ব্লগিং করছি ২০২১ সালের ডিসেম্বর থেকে ৷ আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও আর্ট , ফটোগ্রাফি এবং লেখালেখি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ সব সময় শেখার চেষ্টা করি , নতুন কিছু শিখতে এবং জানতে আমার খুবই ভালো লাগে ৷ আমি বন্ধুদের সাথে সময় কাটতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও পরিবারের সাথে থাকতে এবং সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে ৷ আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ৷ আমি আমার ধর্মকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি ৷ আমি স্টিমিটে জয়েন করি ২০২০ সালের আগস্টের শুরুর দিকে ৷ ধ ন্য বা দ ...


1691561447609.png



Sort:  
 2 months ago 

এটা বেশ খারাপ একটা ব‍্যাপার। মাঝে মাঝে আমারও এমন হয়ে থাকে। সেই সময় আমাদের উচিত একঘেয়েমি দূর করা রুটিনের বাইরে গিয়ে কিছু করা। চমৎকার লাগল আপনার পোস্ট টা। চমৎকার আকাশ চমৎকার প্রকৃতি সুন্দর জলরাশি। দারুণ কাটিয়েছেন সময় টা। ফটোগ্রাফি গুলো বেশ ভালো ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 2 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 2 months ago 

আজ তো দেখছি আজ আপনি আমাদের মাঝে একদম পুরো আকাশের নীল রংটা নিয়ে এসেছেন। এত সুন্দর সুন্দর কাশ বাগানের মধ্য দিয়ে তোলা ছবিগুলো আমার এক কথায় অসাধারণ লেগেছে। এছাড়াও গ্রামের পাশে নদীতে গিয়ে স্নান করার মজাটাই মনে হয় আলাদা। ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর কতগুলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

অসংখ্য ধন্যবাদ দাদা আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 2 months ago 

জাস্ট মনোমুগ্ধকর ছিল আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি। নীল আকাশের সাদা মেঘ, সবুজ প্রকৃতি সবকিছুই অসাধারণ লাগছে দেখতে। আপনি বেশ দক্ষতার সাথে প্রত্যেকটা ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। শরতের নীল আকাশের সাদা মেঘ একটি অসাধারণ। অনেক ধন্যবাদ ভাইয়া এত চমৎকার কয়েকটা ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 months ago 

মন ভালো না থাকলে আমরা অনেক কিছুই করি। তবে মন ভালো করার জন্য আপনি কিন্তু খুবই ভালো একটি পদক্ষেপ নিয়েছেন। দারুন একটি জায়গায় গিয়েছেন। আর চমৎকার ফটোগ্রাফি করেছেন। অসাধারণ সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 months ago 

আসলে ভাইয়া মাঝে মধ্যে সবার কাছে এরকম লাগে কিছুই ভালো লাগেনা। আর বর্তমান সময়ে গরমের কারণে এমনিতে সবকিছু অতিষ্ঠ। তবে আপনি বেশ চমৎকার কিছু মেঘনা নীল আকাশের ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো সত্যি অসাধারণ হয়েছে। এ ধরনের ফটোগ্রাফি দেখলে মন জুড়িয়ে যায়। চমৎকার কিছু রোদলা দুপুরের আকাশের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 months ago 

মন খারাপ থাকলে কিছুই ভালো লাগেনা৷ আর আজকে আপনি এখানে খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগছে৷ এত সুন্দর কিছু ফটোগ্রাফি আপনার কাছ থেকে দেখে একেবারেই মুগ্ধ হয়ে গেলাম৷ ধন্যবাদ এরকম সুন্দর আকাশের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.22
JST 0.037
BTC 98245.75
ETH 3430.51
USDT 1.00
SBD 3.35