নেটওয়ার্ক প্রবলেম

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

laptop-5906264_640.webp
Pictures

নেটওয়ার্ক প্রবলেম



কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছে ৷ আমিও বেশ ভালোই আছি ৷ তো আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি নিরব বাংলাদেশ থেকে ৷ আজ অল্প কিছু কথা শেয়ার করবো আপনাদের মাঝে , আশা করি ভালো লাগবে সবার ৷

গতকাল বৃহস্পতিবার , আমার বাংলা ব্লগ কমিউনিটির একটি বিশেষ হ্যাংআউট ছিলো ৷ আসলে আমার কাছে এই কমিউনিটির প্রতিটি হ্যাংআউট বিশেষ , কারণ এই কমিউনিটির সাপ্তাহিক হ্যাংআউট গুলোয় অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয় , সাথে অনেক গান-বাজনা , মজা-মাস্তি , আড্ডা আর বিনোদনে ভরপুর থাকে , যার জন্য প্রতিটি হ্যাংআউট আমার কাছে মনে হয় বিশেষ ৷ গতকাল বৃহস্পতিবার সেই বিশেষ হ্যাংআউটে উপস্থিত হয়েছে , বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আর বিনোদন উপভোগ করতে ৷ কিন্তু সেভাবে আর সাপ্তাহিক হ্যাংআউটি উপভোগ করতে পারিনি নেটওয়ার্ক প্রবলেম এর জন্য ৷

বর্তমান যুগ হচ্ছে তথ্যপ্রযুক্তি যুগ ৷ এ যুগে মানুষ তথ্যপ্রযুক্তির উপর অনেক বেশি নির্ভরশীল ৷ তথ্যপ্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে মানুষের তার জীবন অনেক সহজ ও উপভোগ্য করে তুলেছে ৷ দেশের সব খবরাখবর এ যুগে নিমিষেই পাওয়া সম্ভব কেবল তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কের মাধ্যমে ৷ বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্ক ছাড়া কোনোকিছু ভাবা যায় না ৷ এখন মানুষ ঘরে বসেই সব করতে পারছে কেবল তথ্যপ্রযুক্তির ব্যবস্থা আছে বলে ৷ কিছুক্ষণের জন্যও এই তথ্যপ্রযুক্তি কিংবা নেটওয়ার্ক বন্ধ থাকলে মনে হয় পৃথিবীর সব থমকে যায় ৷ তথ্যপ্রযুক্তি বা অনলাইন জগৎ টা অনেক বড় একটি জগৎ ৷ যা বাস্তব জগতে মতোই বেশ বড় ৷ বর্তমান সময়ে আমরা এই অনলাইন জগতেই বেশি সময় কাটাই ৷ অনলাইন জগৎ টা আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ ৷ এজন্য নেটওয়ার্কের গুরুত্ব ও রয়েছে প্রচুর ৷ নেটওয়ার্ক ভালো না থাকলে অনলাইন জগৎ টাও উপভোগ্য নয় ৷

গত কয়েক দিন যাবত থেকে এই নেটওয়ার্ক প্রবলেম ভালোই অনুভব করছি ৷ আসলে নেটওয়ার্ক মাঝে মাঝে ভালো তো মাঝে মাঝে খারাপ ৷ বলতে গেলে , এই ভালো এই খারাপ ৷ বেশ কিছুদিন আগেও ভালোই চলছে সব ৷ গত কয়েক দিন ধরে প্রচুর নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে ৷ আসলে অনলাইনের মাঝে যে মজাটা থাকে তা নেটওয়ার্ক প্রবলেমর জন্য পাচ্ছি না ৷ অনলাইনে কোনো কিছু করতে গেলে তা ঠিক ভাবে সম্পূর্ণ করতে পারিনা নেটওয়ার্ক প্রবলেম এর জন্য ৷

Screenshot_2022-10-20-22-30-03-31_572064f74bd5f9fa804b05334aa4f912.jpg

IMG_20221021_193755.jpg

এই নেটওয়ার্ক প্রবলেম এর জন্য ঠিকঠাক অনলাইনে কাজও করতে পারছি না ৷ ব্লগ পোস্ট , কমেন্ট কিছুই শান্তি মতো করতে পারছিনা ৷ অনেকটা বিরক্ত লাগছে নেটওয়ার্ক এর এমন বেহাল অবস্থা দেখে ৷ জানি না কবে এই সমস্যা সমাধান হবে , তবে আশা করি খুব শীঘ্রই এই নেটওয়ার্ক সমস্যা সমাধান হবে এবং আমি ভালো মনে কাজ করতে পারবো ৷

গতকাল হ্যাংআউটের শুরুতে নেটওয়ার্ক বেশ ভালোই ছিলো ৷ এর একটু পর শুরু হয়ে গেলো নেটওয়ার্ক প্রবলেম ৷ হ্যাংআউটের কথা গুলো কেটে কেটে আসতে শুরু করলো ৷ তবুও চেষ্টা করেছি হ্যাংআউটের বিনোদন গুলো উপভোগ করার ৷ তবে শেষে আর তা পারলাম না , নেটওয়ার্ক এর অবস্থা বেহাল ৷ কোনো কিছু বুঝতে পারছি না ৷ একসময় অনেকটা বিরক্ত হয়ে বের হয়ে গেলাম হ্যাংআউট থেকে ৷ নেটওয়ার্ক প্রবলেম ৷

ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ৷

অনেক অনেক ধন্যবাদ আপনাকে, পোস্টটি সময় নিয়ে দেখার জন্য ৷

ধন্যবাদ সবাইকে


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

qPJmwNUkWBAaDEoDjHMPfsMwgtrUZt8qa7V155BbYgaJXAz4pZwywE4FaJ933CY3zyeD41FdsmYEbsfztVMfmL4i2uZXsVY7VoFbuEedar8udNUXCcQCG9XRuhV8Gj...3iwASFwMBbi7BA5S2V89LofjuFTKah5sZ2wf2r3wr83WLEWbFVdg9txP1gCQL4GtJhgetWKoxndqvzgDgD3AiXTSnufFdmQ8mUuxX4nNpkE2UYgchsMeksBUDK.gif

Sort:  
 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া এই অবস্থাটা সত্যিই অনেক বিরক্তিকর। তথ্য প্রযুক্তির এই যুগে যখন ইন্টারনেট থাকে না তখন যেন মনে হয় পুরো পৃথিবীটা থমকে গিয়েছে। আমি লক্ষ্য করে দেখেছি যখন লোডশেডিং থাকে তখন মোবাইলের ইন্টারনেটে ও খুব বেশি সমস্যা করে। বিশেষ করে বৃহস্পতিবারে হ্যাংআউটের সময় বেশি নেটওয়ার্কের সমস্যা লক্ষ্য করি।

 2 years ago 

হ্যা ভাইয়া নেটওয়ার্ক প্রবলেম তখনি বেশি দেখা দেয় যখন কারেন্ট থাকে না ৷ ধন্যবাদ আপনাকে

 2 years ago 

ঠিকই বলেছেন এই বৃহস্পতিবারটা আমাদের জন্য আসলেই স্পেশাল। এই হ্যাংআউট এ অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও অনেক মজা মস্তি আমরা করতে পারি।এটা ঠিক বলেছেন বলতে গেলে আমাদের সারাটা সময়ই ওই ফোনের মধ্যে থাকতে হয় এ সময় যদি নেটওয়ার্কে প্রবলেম হয় আসলেই অনেক খারাপ লাগে। বিশেষ করে হ্যাংআউট এর দিন যদি নেটের প্রবলেম করে তাহলে তো দুঃখের সীমা থাকে না। আমারও এরকম মাঝে মাঝে হয় ইদানিং মনে হয় সবারই নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে কম বেশি। জানি না এ সমস্যার সমাধান হবে কবে। তারপরও যতটুকু পারি হ্যাং আউট এ উপস্থিত থাকার চেষ্টা করি।

 2 years ago 

হ্যা আপু কিছুদিন যাবত একটু বেশিই নেটওয়ার্ক প্রবলেম দেখা দিচ্ছে ৷ তবে বৃহস্পতিবার হ্যাংআউটের সময় এমন নেটওয়ার্ক প্রবলেম দেখা দিলে একটু বেশিই খারাপ লাগে ৷

 2 years ago 

ঠিক বলেছেন যে হ্যাংআউট মানেই নতুন কিছু যেখানে আমরা সমস্ত ইনফরমেশন গুলো শুনতে পারি ৷যেটা সাধারন ইউজারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ৷
যা হোক নেটওয়ার্ক প্রবলেম থাকার কারনে গতকাল হ্যাংআউটে ভালো করে শুনতে পারেন নি ৷ তবে চাইলে হাফিজ ভাইয়ের হ্যাংআউটের রিপট পোষ্টটি কিছু হলেও বুঝতে পারবে ৷
ধন্যবাদ!!!!

 2 years ago 

হ্যাঁ হাফিজ ভাইয়ের রিপোর্ট থেকে সব তথ্য পাওয়া যাবে ৷

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 63977.42
ETH 2760.27
USDT 1.00
SBD 2.65