DIY- এসো নিজে করি || সুন্দর একটি ফুলের ডিজিটাল আর্ট || ১০% লাঁজুক খ্যাকের জন্য..

in আমার বাংলা ব্লগ2 years ago

Picsart_22-09-01_01-54-29-915.jpg

হ্যালো বন্ধুরা.. সবাইকে স্বাগতম,
আমার বাংলা ব্লগে
আজ বৃহস্পতিবার ১ সেপ্টেম্বর২০২২ ইং
বাংলা ১৫ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ


প্রিয় বন্ধুরা আমার, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন ৷ আমিও ঈশ্বরের কৃপায় অনেক ভালো এবং সুস্থ আছি ৷ তো আপনাদের মাঝে আবারও হাজির হয়েছে নতুন একটি আর্ট পোস্ট নিয়ে ৷ আশা করি সবার অনেক ভালো লাগবে ৷ আজ আমি আপনাদের সাথে একটি সুন্দর ফুলের তরার আর্ট শেয়ার করবো ৷আজকে ফুলের সুন্দর এই আর্টটি সম্পূর্ণ ডিজিটাল ভাবে একেছি ৷ আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে ফুলের তরাটি৷ আর্ট করতে আমার ভালোই লাগে যার জন্য এর আগেও আমি অনেক ফুলের আর্ট করে আপনাদের মাঝে শেয়ার করেছি ৷ আজকেও আমি চেষ্টা করলাম ভালো কিছু তৈরির ৷ চলুন তাহলে শুরু করি আর্ট ৷

প্রয়োজনীয় উপকরণঃ
  • মোবাইল
  • infinite design app


অঙ্কনের প্রক্রিয়াঃ


Picsart_22-09-01_01-55-04-206.jpgPicsart_22-09-01_01-55-25-278.jpg

বন্ধুরা প্রথমে আমি infinite design app এ গিয়ে টুলস পেন্ট এবং ব্রশ বলপয়েন্ট সিলেক্ট করে নিয়েছি ৷ এরপর অঙ্কনের কাজ শুরু করেছি ৷ শুরুতে একটি পাত্র অঙ্কন করেছি এবং তা রং করে নিয়েছি ৷


Picsart_22-09-01_01-55-56-193.jpgPicsart_22-09-01_01-56-23-585.jpg

এরপর আমি পাত্রটির উপর কিছু পাতা অঙ্কন করে নিয়েছি ৷ এবং পাতা সবুজ রং করে নিয়েছি ৷


Picsart_22-09-01_01-56-23-585.jpgPicsart_22-09-01_01-56-39-762.jpg

এরপর সেই সবুজ পাতার উপ কয়েকটি ছোট ছোট ফুল অঙ্কন করে নিয়েছি ৷ এবং ছোট ছোট ফুল গুলো বিভিন্ন রং করে নিয়েছি ৷


Picsart_22-09-01_01-56-58-887.jpgPicsart_22-09-01_01-57-16-157.jpg

এরপর একেই ভাবে আরো কিছু বড় বড় ফুল ছোট ফুলগুলির উপর একেছিলাম ৷ তার সাথে বড় বড় ফুলগুলি বিভিন্ন রঙ্গে সাজিয়ে নিযেছিলাম ৷


Picsart_22-09-01_01-57-34-047.jpgPicsart_22-09-01_01-57-50-834.jpg

এরপর বড় বড় কয়েকটি ফুলের উপ আরো দুইটি ছোট ছোট ফুল একে নিয়েছি এবং পরে তা রং করে নিয়েছি ৷


Picsart_22-09-01_02-00-45-689.jpg


সম্পূর্ণ অঙ্কন শেষ করে একটি ছবি ৷ আশা করি আপনাদের সবার ভালো লেগেছে আজেক আর্টটি ৷ ৷


ফাইনাল আউটপুট


Picsart_22-09-01_01-59-21-473.jpg


তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ আশা করি আপনাদের কাছে আমার তৈরির ফুলের তরার আর্ট টি ভালো লাগবে ৷ পরবর্তীতে আপনাদের মাঝে আবারও ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করবো ৷ সবাইকে অনেক অনেক ধন্যবাদ সময় নিয়ে আমার পোস্ট দেখার জন্য ৷সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন ৷ আজকে এখানেই বিদায়..

ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ৷

আপনার মন্তব্য করতে ভুলবেন না

E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiF4nkVKP1PC25WhWdSqY9SQf2TJzmqgxFMWjuNkHw5XsLARCErjQCJttWSghQwHW7kfJkYrX4c4pCtiTfa...HWK2gGpEFGB8xQqyomTH1nvn7CPz2SMnooXwX61WyzcpU63uoNSxy8gfgvGdwRzK9nB2bEQrLPQvvnQVp6n6xDEV7NQgpdcANjWF3XJwB2tbgXcKKDcWfvHLG6.png

বিষয়ফুলের আর্ট
ক্যামেরারিয়েলমি
আর্ট & ফটোগ্রাফি@nirob70
তারিখ০১ সেপ্টেম্বর ২০২২ ইং
লোকেশনবাংলাদেশ 🇧🇩

R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oDzhHVcrAhWug4yWjtiY4H...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png

ধন্যবাদ সবাইকে

মানুষ মানুষের জন্য


qPJmwNUkWBAaDEoDjHMPfsMwgtrUZt8qa7V155BbYgaJXAz4pZwywE4FaJ933CY3zyeD41FdsmYEbsfztVMfmL4i2uZXsVY7VoFbuEedar8udNUXCcQCG9XRuhV8Gj...3iwASFwMBbi7BA5S2V89LofjuFTKah5sZ2wf2r3wr83WLEWbFVdg9txP1gCQL4GtJhgetWKoxndqvzgDgD3AiXTSnufFdmQ8mUuxX4nNpkE2UYgchsMeksBUDK.gif

Sort:  
 2 years ago 

ভাইয়া আপনার ফুলদানি টির ডিজিটাল আর্ট আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনি ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা করেছেন। কালার কম্বিনেশনটা বেশ চমৎকার ছিল। ধন্যবাদ শেয়ার করার জন্য অনেক সুন্দর একটি ডিজিটাল আর্ট।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য

 2 years ago 

সুন্দর একটি ফুলের ডিজিটাল আর্ট করেছেন। নীল হলুদ গোলাপি ফুল বাহ্ চমৎকার আইডিয়া ছিলো। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

অনের অনেক ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আমার কাছে জাস্ট অসাধারণ লেগেছে আপনার এই ফুলের ডিজিটাল আর্ট। আপনার ডিজিটাল আর্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। সত্যি খুবই মনমুগ্ধ করছিল এটি। আপনার দক্ষতার প্রশংসা করতে হয়। কালার কম্বিনেশনটাও আমার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য

 2 years ago 

পাত্র ডিজাইনটি অনেক ভালো হয়েছে। ফুলগুলো অনেক সুন্দর ভাবে মনের মাধুরী মিশিয়ে আর্টটি সম্পন্ন করেছেন যা দেখে বোঝা যাচ্ছে। ফুলের কালার গুলো বেশ ইউনিক ছিল। ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর একটি ডিজিটাল আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য

 2 years ago 

সুন্দর একটি ফুলের ডিজিটাল আর্ট। দেখে তো আমি মুগ্ধ হয়ে গেছি সত্যিই অনেক সুন্দর ছিল প্রতিটি ধাপ এবং অনেক দক্ষতার মাঝে ফুলের ডিজিটাল আর্ট তৈরি করেছেন ধন্যবাদ। সবথেকে ভালো ছিল কালার কম্বিনেশন টা।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য

 2 years ago 

আপনার টাইটেলে ফুলের কথা বলা হলেও এখানে ফুলদানি টাই বেশি ফোকাস করা হয়েছে। বেশ চমৎকার করেছেন ফুলদানি এবং ফুলের ডিজিটাল আর্ট। বেশ চমৎকার হয়েছে। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য

 2 years ago 

ভাইয়া ফুলের পাত্র দেখতে খুব সুন্দর লাগছে আর এমনেতেও আপনি খুব সুন্দর সুন্দর ডিজিটাল আর্ট করেন।আমার কাছে আপনার এই আর্টগুলো খুব ভালো লাগে। ফুল ও পাতা দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। কালার খুব সুন্দর ভাবে মিলিয়েছেন। ফুলগুলো দেখতে একদম অরজিনাল মনে হয়। ধাপগুলো খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য

 2 years ago 

ডিজিটাল আর্ট পরিহার করে পেন্সিল আর্ট করুন । ডিজিটাল আর্ট ফোকাস করলে ট্রন ফ্যান ক্লাবে করতে পারেন । ধন্যবাদ ।

 2 years ago 

আচ্ছা দাদা ধন্যবাদ আপনাকে ৷

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59446.26
ETH 2613.63
USDT 1.00
SBD 2.41