মেলায় ঘোরাঘুরি || তৃতীয় পর্ব
হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , মেলায় ঘোরাঘুরি'র তৃতীয় পর্ব নিয়ে ৷ বেশ কিছু দিন আগে আমি আমাদের এদিকে বেশ বড় একটা ঘুরতে গিয়ে ছিলাম ৷ সেখানে ঘোরাঘুরি'র পাশাপাশি টুকটাক ফটোগ্রাফিও করেছি ৷ সব মিলিয়ে বেশ ভালোই লেগেছে মেলায় ঘোরাঘুরি এবং ফটোগ্রাফি করতে পেরে ৷ সেই সুন্দর অনুভূতি গুলো আপনাদের সাথে ভাগ করে নেওয়ার চেষ্টা করছি ৷ গত দুই পর্বে আমি আপনাদের মাঝে মেলার অবস্থান এবং যাওয়ার অনুভূতি সহ টুকটাক কিছু ফটোগ্রাফি শেয়ার করেছি ৷ এই পর্বে আমি আরো কিছু ফটোগ্রাফি এবং মেলায় ঘোরাঘুরি'র অনুভূতি আপনাদের মাঝে তুলে ধরবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগলে ৷ তো চলুন শুরু করা যাক আজকের এই ব্লগ..
এই মেলাটি ছিলো বেশ বড় ৷ তাই এখানে প্রায় সব ধরনের দোকানপাট এসেছে ৷ খাবার দোকান থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব ধরনের দোকানপাট সারি সারি করে বসেছে মেলায় ৷ তবে প্রত্যেকটা দোকানপাট আলাদা আলাদা ভাবে বলেছিলো ৷ যেদিকে খাবার দোকান , সেদিকে শুধু খাবরই দোকান ৷ আর যেদিকে কসমেটিক্সের দোকান , সেদিকে শুধু কসমেটিক্সেরই দোকান ৷ এভাবেই সাজানো ছিলো মেলার দোকানপাট গুলো ৷
পাশাপাশি মেলায় অসংখ্য ক্ষুদ্র দোকান বসেছে ৷ যেগুলো অস্থায়ী ভাবে বিক্রয় করছে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন শৌখিন জিনিসপত্র ৷ এই ছবিতেই দেখতে পাচ্ছেন , ছোট করে একটি ফুলের দোকান ৷ বিভিন্ন প্রকার আর্টিফিশিয়াল ফুল বিক্রি করছে ৷ এই ফুল গুলো দেখতে অনেক সুন্দর এবং আকর্ষনীয় ৷
মেলার প্রত্যেকটা জায়গায় মানুষের ভীর অসম্ভব ৷ প্রত্যেকটা দোকানে মানুষের ভীর লেগে আছে , আর তাদের প্রয়োজনীয় জিনিসপত্র গুলো কেনাকাটা করছে ৷ মানুষের এই ভীরের মাঝে দু-চারটা ফটোগ্রাফি করা আমার কাছে মুশকিল ব্যাপার ৷ সূর্য আর দোরানের সৌন্দর্য দেখে একটা ফটোগ্রাফি করতে গেছি সেটাও পারিনি ঠিক ভাবে ৷
মেলার মাঝে এই ছোট খাবার দোকান গুলো ছিলো অসংখ্য ৷ বিভিন্ন জায়গায় এভাবে ছাতা দিয়ে দোকান বসিয়ে দিয়েছে তারা ৷ তাদের এই দোকান গুলো দেখতে কিন্তু বেশ ভালোই দেখাচ্ছে ৷ তবে এই দোকান গুলোর খাবার মোটেও তেমন একটা ভালো না ৷ দু-বার খেতে গিয়ে ভালো কিছু পায়নি ৷ খাবার গুলো বাজে মনে হয়েছে ৷
মেলার পাশেই বেশ বড় একটা মাঠ আছে ৷ এখানে সাধারণত বিভিন্ন অনু্ষ্টান হয় ৷ গতবার যখন আসি , তখন এই মাঠে যাত্রাপালা সহ এমন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে ৷ তবে আবার বিভিন্ন কারণে এসব অনুষ্ঠান করতে দেওয়া হয়নি ৷
মেলার পাশের মাঠে কিছু মানুষ ঘোড়া নিয়ে এসেছে ৷ এসব ঘোড়ায় করে মাঠে এক পাক দিয়েই দশ টাকা দিতে হয় ৷ সবাই এসব ঘোড়ায় উঠতে পারবে , তবে উঠে একটু ঘোরাঘুরি করলেই দিতে হবে টাকা ৷ বেশ কিছু ঘোড়া নিয়ে এসেছে ৷ অনেকেই এসব ঘোড়ায় উঠে ঘোরাঘুরি করছে ৷
মেলায় বিনোদনের জন্য অনেক কিছু আসে ৷ তবে এবার তেমন কিছু আসেনি ৷ এখানে মোটরবাইকের খেলা দেখানো হচ্ছে ৷ অনেকেই খেলা দেখতেছে , টিকিট ক্রয় করে এসব খেলা দেখতে হয় ৷ আমি অবশ্য এবার এসব জায়গায় সময় কাটাইনি ৷
এখানে দেখতে পাচ্ছেন একটি নৌকা ৷ যেটা দোলনার মতোই দোল দেয় ৷ টিকিট ক্রয় করে এসব জায়গায় উঠতে হয় ৷ বেশ ভালো লাগে এসব দোলনায় দোল খেতে ৷ মেলায় একটু বিনোদনের জন্য এমন অনেক কিছুই নিয়ে আসা হয়েছে ৷ আমি সামান্য ফটোগ্রাফি করে নিয়েছি এসব দোলনার ৷
আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবে ৷ আশা করি আমার অনুভূতি এবং ফটোগ্রাফি গুলো আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য ৷ আবার কথা হবে , দেখা হবে অন্য কোনো ব্লগে ৷ ধন্যবাদ সবাইকে এতোক্ষন পাশে থাকার জন্য ৷
ক্যামেরাঃ realme C11
ক্যাপচারঃ 𝙽𝚒𝚛𝚘𝚋70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 14/05/2024
🙏 ধন্যবাদ সবাইকে 🙏
আমার নাম নিরব ৷ জাতীয়তা বাংলাদেশী ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ পেশাগত দিক দিয়ে আমি একজন ছাত্র , পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে ৷ পাশাপাশি স্টিমিটে ব্লগিং করছি ২০২১ সালের ডিসেম্বর থেকে ৷ আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও আর্ট , ফটোগ্রাফি এবং লেখালেখি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ সব সময় শেখার চেষ্টা করি , নতুন কিছু শিখতে এবং জানতে আমার খুবই ভালো লাগে ৷ আমি বন্ধুদের সাথে সময় কাটতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও পরিবারের সাথে থাকতে এবং সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে ৷ আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ৷ আমি আমার ধর্মকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি ৷ আমি স্টিমিটে জয়েন করি ২০২০ সালের আগস্টের শুরুর দিকে ৷ ধ ন্য বা দ ...
https://twitter.com/Nirob7000/status/1790450381962571976?s=19
মেলায় ঘুরাঘুরি করতে আমি অনেক বেশি পছন্দ করি। মেলা নামক জায়গাটা কিন্তু সবাই পছন্দ করে। মেলায় ঘুরাঘুরি করতে গেলে খুবই ভালো সময় অতিবাহিত করা যায়। আপনি তো দেখছি খুব ভালো সময় কাটিয়েছেন মেলায় গিয়ে। আপনার মেলায় ঘুরাঘুরি করার তৃতীয় পর্বটা পড়ে অনেক ভালো লাগলো। এই মেলায় তো দেখছি প্রায় সব কিছুরই আয়োজন করা হয়েছে। সব রকমের দোকানপাট বসেছিল শুনে অনেক ভালো লাগলো। আপনার কাটানো মুহূর্ত ভালোভাবেই উপভোগ করার চেষ্টা করলাম পুরোটা পড়ে।
যেকোনো জায়গায় ঘুরতে গেলে অনেক ভালো লাগে। আর যদি হয় মেলায়, তাহলে তো কোন কথাই নেই একেবারে। ঘোরাঘুরি করলে মন মাইন্ড অনেক বেশি ফ্রেশ থাকে। আর মেলায় গিয়ে ঘোরাঘুরি করলে তো দারুন সময় কাটানো যায়। আর মেলায় ঘুরাঘুরি করার পাশাপাশি খাওয়া-দাওয়া করতে আরো অনেক বেশি ভালো লাগে। আপনি অনেক ভালো সময় কাটিয়েছিলেন। আর আপনার কাটানো মুহূর্তটা আপনি পর্বের মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করতেছেন দেখে ভালো লাগলো।
মেলায় ঘোরাঘুরি করার মজাই আলাদা৷ আজকে আপনি মেলায় ঘুরাঘুরি করার খুবই সুন্দর একটি মুহূর্ত শেয়ার করেছেন এবং ফটোগ্রাফির মাধ্যমে সবগুলো বিষয়ে আমাদের মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন৷ অসংখ্য ধন্যবাদ৷