জীবনের প্রতি অভিযোগ

in আমার বাংলা ব্লগ5 months ago

20240316_174553_0000.png

ছবিটি canva দিয়ে তৈরি ৷


হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম ৷ আজকে আমি আপনাদের আমার কিছু অনুভূতি শেয়ার করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷


আসলে দিন দিন সব কিছুই কেমন জানি বদলে যাচ্ছে ৷ চারপাশের পরিবেশ পরিস্থিতি বাস্তবতা সব কিছুই কঠিন হয়ে যাচ্ছে ৷ আর এসবের মাঝে মানুষের ভালো থাকাটাই দিন দিন হারিয়ে যাচ্ছে ৷ আজকাল কেউ কথাও ভালো নেই ৷ হয়তো বলার জন্যই মানুষ মুখে বলে ভালো আছি ৷ তবে একটু খোঁজ নিলে দেখা যায় কেউ তার অবস্থানে ভালো নেই ৷ কারো ভাতের অভাব , কারো অর্থের অভাব আবার কারো শান্তির ৷ দিন শেষে সবাই অভাবী ৷ নিজের অবস্থানে কেউ খুশি নয় , যেটুকু আছে তা নিয়ে ৷ জীবনের প্রতি সবার অভিযোগ থেকে যায় কোনো না কোনো দিক দিয়ে ৷ আর মানসিক ভাবে ভালো না থাকার এটাই একটা বড় কারণ ৷ জীবনে সুখি হতে চাইলে নিজের চাহিদা কমাতে হবে ৷ যার জীবনে চাওয়া পাওয়া যত কম সে তত বেশি সুখি ৷

মানুষ সব সময় সেই মানুষ গুলোর প্রতি খেয়াল রাখে , যার অবস্থান নিজের অবস্থানের থেকেও আরো অনেক বেশি উপরে ৷ আর আফসোস করতে থাকে এই ভেবে যে , সেই অবস্থানে থাকলে জীবনটা বোধহয় আরো অনেক সুন্দর হতো ৷ জীবনে এটা নেই , সেটা নেই ৷ অনেক কিছুর প্রয়োজন , জীবনের প্রতি এই অভিযোগ গুলোই মানুষকে শেষ করে দেয় ৷ মানুষ সেই মানুষ গুলোর দিকে তাকায় নাহ ৷ যাদের অবস্থান তার থেকেও অনেক নিচে ৷ হয়তো এই মানুষ গুলো দিকে তাকালে জীবনের প্রতি আর কোনো অভিযোগ থাকবে না ৷ কিছুটা হলেও সুখি মনে হবে নিজেকে ৷ জীবনের উপর আর কখনো অসন্তুষ্টি আসবে না ৷

কিছু মানুষ আছে সারা বছর কাটিয়ে দেয় খোলা আকাশের নিচে ৷ যাদের মাথার উপর সামান্য ছাউনি টুকু নেই ৷ ফুটপাতে খোলা আকাশের নিচে যাদের প্রত্যেকটা রাত কাটে ৷ এই মানুষ গুলোকে একবার দেখে আসুন ৷ এদের কথা একবার ভেবে দেখুন , নিজের জীবনের প্রতি আর কোনো অভিযোগ থাকবে না ৷ এতো কিছুর পরও শত অভিযোগ শেষ হবে , যদি একবার হাসপাতালে ঝটপট করা মানুষ গুলোকে দেখে আসেন ৷ যাদের ইচ্ছে কেবল সুস্থ ভাবে বেঁচে থাকার ৷ এমন অনেক দৃশ্যে সমাজের মাঝেই আছে , যে গুলো মানুষকে বুঝতে শেখায় ৷ কিন্তু মানুষ এসবের দিকে খেয়াল রাখে না ৷ মানুষের ভাবনা চিন্তা দৃষ্টিভঙ্গি সব উপরের দিকে ৷ মানুষের জীবনটা খুবই ছোট , তবুও ছোট এই জীবনে অভিযোগের শেষ নেই ৷

কিছু দিন আগে ঢাকার বেইলি রোডের অগ্নিকাণ্ডে কত মানুষের মৃত্যু হলো ৷ যেখানে জীবনের কেনো নিশ্চয়তা নেই , মুহূর্তে মৃত্যু হতে পারে ৷ সেখানে জীবনের প্রতি এতো অভিযোগ রেখে লাভ কি ৷ যা আছে তাতেই সুখি হতে হবে ৷ পাওয়া না পাওয়ার এতো আপসোস করে জীবনের সুখ গুলো হারিয়ে ফেলা বোকামি ছাড়া আর কিছু নয় ৷ ছোট জীবনের ছোট ছোট আনন্দ গুলো উপভোগ করা প্রয়োজন ৷ জীবন সুন্দর ৷ যদি অল্পতেই খুশি থাকা যায় ৷ জীবনের প্রতি এতো অভিযোগ না করে যা আছে তাতেই সন্তুষ্ট থাকা যায় ৷


তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবে ৷ আশা করি আমার লেখা গুলো আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য ৷ ধন্যবাদ সবাইকে এতোক্ষন পাশে থাকার জন্য ৷



পোষ্ট বিবরণঃ-

জীবনের প্রতি অভিযোগ
মুঠোফোনঃ realme C11
লেখাঃ 𝙽𝚒𝚛𝚘𝚋70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || ১৬/০৩/২০২৪



🙏 ধন্যবাদ সবাইকে 🙏




20240114_001456_0001.png


আমার নাম নিরব ৷ জাতীয়তা বাংলাদেশী ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ পেশাগত দিক দিয়ে আমি একজন ছাত্র , পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে ৷ পাশাপাশি স্টিমিটে ব্লগিং করছি ২০২১ সালের ডিসেম্বর থেকে ৷ আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও আর্ট , ফটোগ্রাফি এবং লেখালেখি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ সব সময় শেখার চেষ্টা করি , নতুন কিছু শিখতে এবং জানতে আমার খুবই ভালো লাগে ৷ আমি বন্ধুদের সাথে সময় কাটতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও পরিবারের সাথে থাকতে এবং সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে ৷ আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ৷ আমি আমার ধর্মকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি ৷ আমি স্টিমিটে জয়েন করি ২০২০ সালের আগস্টের শুরুর দিকে ৷ ধ ন্য বা দ ...


1691561447609.png

20230619_2027351.gif



Sort:  
 5 months ago 

আপনার লেখাগুলোর সাথে একমত পোষণ করছি। আমরা আমাদের ছোট্ট জীবনের প্রতি অনেক অভিযোগ করে থাকি। আমাদের সীমাহীন অভাব সবসময়ই আমাদের মনকে বিষিয়ে তোলে এবং জীবনের প্রতি নানা রকম অভিযোগ সৃষ্টি করে।
তবে আমরা কখনো সত্যিকার অর্থেই যারা কষ্টে আছে তাদের দিকগুলো দেখতে চাই না। দেখা যায় অনেকেই হাসপাতালে ভর্তি রয়েছে এবং কষ্ট করছে। এরচেয়ে আমরা ভালো আছি। যাইহোক জীবনের প্রতি আমাদের অভিযোগ বন্ধ করতে হবে। সবসময়ই শুকরিয়া আদায় করতে হবে সৃষ্টিকর্তার। ধন্যবাদ ভাই বেশ গভীর বিষয় নিয়ে আলোচনা করার জন্য।

Posted using SteemPro Mobile

 5 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

Posted using SteemPro Mobile

 5 months ago 

আপনার আজকের ব্লগের বিষয়টিতে আমি সহমত পোষণ করছি।জীবনের প্রতি আমাদের চাহিদা কম করে চলতে হবে।এতে জীবনের প্রতি কোন অভিযোগ থাকবে না।যেকোনো সময় আমাদের জীবন শেষ হয়ে যেতে পারে।তাই এই ছোট জীবনে এতো অভিযোগের পাহাড় না তুলে অল্পতেই তুষ্ট থেকে জীবনকে উপভোগ করতে হবে।খুব ভালো লিখেছেন।

Posted using SteemPro Mobile

 5 months ago 

অসংখ্য ধন্যবাদ আপু আপনার গঠনমূলক মন্তব্যের জন্য ৷

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59467.52
ETH 2609.98
USDT 1.00
SBD 2.38