সিম্পল ম্যান্ডেলা আর্ট 🦊

in আমার বাংলা ব্লগ2 days ago

Picsart_24-12-22_20-52-02-736.jpg

সিম্পল ম্যান্ডেলা আর্ট


হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালোই আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , আজকে আমি আপনাদের মাঝে আমার সিম্পল একটি আর্ট পোস্ট শেয়ার করবো ৷ আসলে আর্ট করতে আমার বেশ ভালোই লাগে ৷ তাই মাঝে মধ্যেই টুকটাক আর্ট করার চেষ্টা করি ৷ যদিও তেমন ভালো কিছু করতে পারি নাহ , তবে সিম্পল আর্ট গুলো সিম্পল ভাবে করতে আমার বেশ ভালোই লাগে ৷ আজকে আমি খুব সহজ এবং সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছি ৷ ম্যান্ডেলা আর্টের মাঝে "লাজুক খ্যাঁকের'' ( শিয়াল মামার ) সাদা কালো ছবি এঁকে আর্টটি আরো একটু ফুটিয়ে তোলার চেষ্টা করেছি ৷ আসলে ম্যান্ডেলা আর্ট গুলো করতে একটু বেশি সময় এবং ধৈর্য লাগে ৷ আমি যেহেতু তেমন আর্ট পারি না , তাই আমার কাছে এই সিম্পল আর্ট গুলোও একটু কষ্টসাধ্য ৷ বেশখানিকটা সময় নিয়ে আমি এই সিম্পল ম্যান্ডেলা আর্টটি সম্পূর্ণ করেছি ৷ আশা করি আমার এই ক্ষুদ্র চেষ্টা আপনাদের সবার ভালো লাগবে ৷ তো চলুন এবার , আজকের এই সিম্পল আর্টের ধাপ গুলো দেখে নেওয়া যাক ৷ আশা করি ভালো লাগবে...


লাজুক খ্যাঁকের ম্যান্ডেলা আর্ট


প্রয়োজনীয় উপকরণঃ

  • আর্ট খাতা ,
  • পেন্সিল ,
  • রুল কম্পাস এবং
  • সাইন পেন ৷


আর্টের ধাপঃ


IMG20241222193129_00.jpg

IMG20241222193946_00.jpg


আর্টটি করার জন্য শুরুতে আমি সব উপকরণ কাছে নিয়েছি ৷ এরপর আর্ট খাতায় একটি বৃত্তের মাঝে রুল কম্পাস দিয়ে কিছু অর্ধবৃত্ত এঁকে নিয়েছি ৷


IMG20241222194432_00.jpg

IMG20241222194838_00.jpg


এরপর সে ফাকা ঘর গুলোর মাঝে ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করেছি ৷


IMG20241222195216_00.jpg

IMG20241222200645_00.jpg


বিভিন্ন ম্যান্ডেলা ডিজাইনের মাধ্যমে আর্টটি ফুটিয়ে তোলার চেষ্টা করি ৷


IMG20241222200739_00.jpg

IMG20241222201117_00.jpg


এরপর ম্যান্ডেলা আর্টের উপর একটি শিয়ালের ছবি এঁকে নিয়েছি ৷


IMG20241222201245_00.jpg

IMG20241222201257_00.jpg


এরপর শিয়ালটি কালার করার মাধ্যমে আর্টটি সম্পূর্ণ হয় ৷


IMG20241222201318_00.jpg

IMG20241222201326_00.jpg


আর্ট সম্পূর্ণ করার পর কয়েকটা ফটোগ্রাফি করে নিয়েছি ৷ আশা করি আমার এই সিম্পল আর্টটি আপনাদের সবার ভালো লেগেছে ৷


IMG20241222201416_00.jpg

IMG20241222201421_00.jpg


বৃত্তের মাঝে লাজুক খ্যাঁকের ম্যান্ডেলা আর্ট


Picsart_24-12-22_20-49-52-063.jpg

Picsart_24-12-22_20-52-02-736.jpg


তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবে ৷ আশা করি আমার এই সিম্পল আর্টটি আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে আমার এই পোস্টটি দেখার জন্য ৷ আবার কথা হবে দেখা হবে অন্য কোনো ব্লগে ৷ ধন্যবাদ সবাইকে এতোক্ষন পাশে থাকার জন্য ৷



পোষ্ট বিবরণঃ-

ছবিঃ সিম্পল আর্ট পোস্ট
ক্যামেরাঃ realme C11
আর্ট/ক্যাপচারঃ 𝙽𝚒𝚛𝚘𝚋70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 07 Jan 2025



🙏 ধন্যবাদ সবাইকে 🙏




20240114_001456_0001.png


আমার নাম নিরব ৷ জাতীয়তা বাংলাদেশী ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ পেশাগত দিক দিয়ে আমি একজন ছাত্র , পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে ৷ পাশাপাশি স্টিমিটে ব্লগিং করছি ২০২১ সালের ডিসেম্বর থেকে ৷ আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও আর্ট , ফটোগ্রাফি এবং লেখালেখি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ সব সময় শেখার চেষ্টা করি , নতুন কিছু শিখতে এবং জানতে আমার খুবই ভালো লাগে ৷ আমি বন্ধুদের সাথে সময় কাটতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও পরিবারের সাথে থাকতে এবং সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে ৷ আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ৷ আমি আমার ধর্মকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি ৷ আমি স্টিমিটে জয়েন করি ২০২০ সালের আগস্টের শুরুর দিকে ৷ ধ ন্য বা দ ...


1691561447609.png



Sort:  
 2 days ago 

অসাধারণ একটি ম্যান্ডেলা আর্ট করেছেন দেখছি ভাইয়া। একেবারে মুগ্ধ হয়ে গেলাম। ম্যান্ডেলাটির উপরে শিয়ালের চিত্র অঙ্কন করার কারণে দেখতে আরো বেশি চমৎকার লাগছে। একেবারে চোখে লাগার মতো একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করে প্রতিটি ধাপ বিস্তারিত বর্ণনা সহকারে আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 days ago 

আপনি চমৎকার একটি অর্ধমান্ডালা আর্ট এঁকেছেন। এবং মাথার উপর কুকুরের ছায়ায় কে আর্টওয়ার্কটিকে অন্যরকম করে তুলেছেন৷ যা দেখতে তো ভালো লাগছেই সাথে সামান্য হলেও ব্যতিক্রমী লুক দিয়েছে।

 yesterday 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

 2 days ago 

সিম্পল না রে ভাই। অসাধারণ একটি ম্যান্ডেলা আর্ট। এমন সুন্দর ম্যান্ডেলা আর্টগুলো কিন্তু দেখতে দারুন লাগে। আপনি বেশ নিখুঁত করে ম্যান্ডেলা আর্টের ধাপগুলো আমাদের মাঝে তুলে ধরেছেন। অসাধারন আপনার হাত বটে। ধন্যবাদ সুন্দর এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 yesterday 

অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 2 days ago 

বাহ ভাইয়া আপনি দেখছি আজকে লাজুক খ্যাক দিয়ে একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার হাতে আর্ট করা ম্যান্ডেলা আর্ট টি অনেক বেশি সুন্দর লাগছে। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আর্ট টি সম্পন্ন করেছেন। আসলে ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে একটু বেশি ভালো লাগে।

 yesterday 

ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 2 days ago 

সিম্পল হলেও এক কথায় অসাধারণ আর্ট করেছেন। এটা দেখতে এত সুন্দর লাগছে যে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। আর উপরে শিয়াল মামা দেয়ার কারণ তা আরও বেশি ভালো লাগছে। দারুন একটা মেন্ডেলা আর্ট শেয়ার করেছেন এজন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 yesterday 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 2 days ago 

চমৎকার সুন্দর বানিয়েছেন ম্যান্ডেলাটি।দারুণ লাগছে আপনার বানানো ম্যাডেলাটি।বেশি আকর্ষণীয় লাগছে সাইফক্সের আর্ট টির জন্য। ধাপে ধাপে ম্যান্ডেলা তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য ধন্যবাদ আপনাকে।

 yesterday 

আমার আর্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে ভীষণ ভালো লাগলো ৷ ধন্যবাদ দিদি

 2 days ago 

সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার তৈরি করা এই মেন্ডেলা আর্টস দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। বিভিন্ন ধরনের ডিজাইন থাকার কারণে এই ধরনের চিত্রগুলো দেখতে অনেক সুন্দর লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 yesterday 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 2 days ago 

ভাইয়া আপনি তো বৃত্তের মধ্যে দারুন আর্ট করেছেন। সিম্পল আর্ট গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। এমনকি আমি নিজেও চেষ্টা করি সব সময় সিম্পল আর্ট গুলো করতে। সিম্পল আর্ট গুলোর মধ্যে কেমন জানি অসম্ভব ভালো লাগা কাজ করে। আপনার আর্ট অনেক সুন্দর হয়েছে ওপরে শেয়াল আকার কারণে দেখতে আরো বেশি ভালো লাগছে। ধন্যবাদ ভাইয়া।

 2 days ago 

আজকে আপনি অনেক সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন। আমার কাছে আপনার করা এই ম্যান্ডেলা আর্ট দেখতে অনেক সুন্দর লেগেছে। সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্ট গুলো অনেক বেশি নিখুঁতভাবে আর সময় নিয়ে অঙ্কন করা লাগে। আপনি পুরোটা দারুণভাবে এঁকেছেন। নিশ্চয়ই অনেক সময় লেগেছিল। ভালো লাগলো দেখে।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.24
JST 0.040
BTC 92112.64
ETH 3217.90
USDT 1.00
SBD 7.75