নতুন বছরের সূচনা হোক স্বপ্ন পূরণের লক্ষ্য নিয়ে

in আমার বাংলা ব্লগ2 years ago

heart-3905176_640.jpg
ছবি

আজ ০২ জানুয়ারি ২০২৩


হ্যালো বন্ধুরা আমার , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও ভালো আছি ৷ তো শুরুতেই জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ৷ আশা করি নতুন এ বছরটি সবার-ই অনেক ভালো কাটবে ৷ নতুন স্বপ্ন , নতুন লক্ষ্য নিয়ে সূচনা হবে নতুন এ বছরটি ৷ আসলে সময় কারো জন্য অপেক্ষা করে না ৷ দেখতে দেখতেই চলে গেলো একটি বছর , শুরু হলো নতুন আরেকটি বছর ৷

নতুন এ বছরের সূচনা হোক স্বপ্ন পূরণের লক্ষ্য নিয়ে ৷ আমাদের সবার-ই জীবনে কিছু স্বপ্ন থাকে , সেই স্বপ্ন গুলো পূরণের জন্য সঠিক লক্ষ্য নিয়েই এগিয়ে যাওয়া উচিত ৷ সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না ৷ তাই আমাদের স্বপ্ন ও লক্ষ্য পূরণের জন্য এবং জীবনে সফলতা জন্য চাই একটি দৃঢ়সংকল্প। আর এই স্বপ্ন পূরণ কিংবা লক্ষ্য পূরণের জন্য প্রয়োজন সাধনার, প্রয়োজন পরিশ্রমের, প্রয়োজন একটি নির্দিষ্ট ও সুপরিকল্পিত পথরেখার। তাই শুরুতে আমাদের লক্ষ্য বা স্বপ্ন স্থির করতে হবে ৷ এবং সেই লক্ষ্য ঠিক রেখেই আমাদের এগিয়ে যেতে হবে ৷

নতুন এ বছরের শুরুতেই আমাদের সেই লক্ষ্য স্থির করার প্রয়োজন ৷ এবং সেই লক্ষ্য ঠিক রেখে-ই আমাদের এগিয়ে যাওয়া উচিত ৷ যেকোনো কাজ শুরুর আগে সেটা নিয়ে আমাদের ভাবতে হবে, পরিকল্পনা করতে হবে । এবং সেই পরিকল্পনা অনুযায়ী এগোতে হবে ৷ আর স্বপ্ন পূরণের এ লক্ষ্যে বাধা বিপত্তি থাকবেই ৷ সব মানিয়ে নিয়েই এগিয়ে যেতে হবে ৷ হাল ছেড়ে দেওয়া কিংবা হতাশ হওয়া যাবে না ৷ স্বপ্ন পূরণের লক্ষ্যে সব ধরনের বাধা বিপত্তিকে ধূলিসাৎ করে এগিয়ে যেতে হবে।

মানুষ মাত্রই ভুল । সকল কাজে আমরা প্রতিনিয়ত ভুল করে থাকি। ভুল করাটা স্বাভাবিক কিন্তু ভুল থেকে শিক্ষা গ্রহণ না করাটা অস্বাভাবিক। এজন্য আমাদেরকে ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। এবং সেই ভুলগুলো সংশোধন করে নিজেকে স্বপ্ন পূরণের পথে ধাবিত করতে হবে। গত হ্যাংআউটে দাদা একটি কথা বলেছিল , ২২ সালের ভুল গুলো থেকে যদি আমরা শিক্ষা না নেই এবং এ বছরে সেই ভুল গুলো শোধরানোর চেষ্টা না করি , তাহলে সামনের বছর গুলোও ভুল শোধরাতে শোধরাতে চলে যাবে ৷ জীবনে সফলতা পাওয়ার কোনো উপায় থাকবে না ৷

যাই হোক ২০ সাল আমাদের অনেক কিছুই দিয়েছে। পুরো বিশ্ববাসীকে থমকে দিয়েছে, নিস্তব্ধ করে দিয়েছে। অতীতের গ্লানি ভুলে গিয়ে নতুন বছরের দ্বারপ্রান্তে আমরা। এই নতুন বছরকে ঘিরে সবার মাঝে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা বা স্বপ্ন থাকে। আর এই নতুন বছরের সূচনা হোক স্বপ্ন পূরণের লক্ষ্যে নিয়ে । পৃথিবী আবার ফিরে আসুক আগের রূপে। সুখ, শান্তি আর সমৃদ্ধিতে বয়ে আসুক পুরো বিশ্বে । আর এটাই হোক নতুন বছরের প্রত্যাশা।

ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ৷

অনেক অনেক ধন্যবাদ আপনাকে, পোস্টটি সময় নিয়ে দেখার জন্য ৷

ধন্যবাদ সবাইকে


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

qPJmwNUkWBAaDEoDjHMPfsMwgtrUZt8qa7V155BbYgaJXAz4pZwywE4FaJ933CY3zyeD41FdsmYEbsfztVMfmL4i2uZXsVY7VoFbuEedar8udNUXCcQCG9XRuhV8Gj...3iwASFwMBbi7BA5S2V89LofjuFTKah5sZ2wf2r3wr83WLEWbFVdg9txP1gCQL4GtJhgetWKoxndqvzgDgD3AiXTSnufFdmQ8mUuxX4nNpkE2UYgchsMeksBUDK.gif

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

প্রত্যেকটি মানুষের নিজস্ব কিছু স্বপ্ন থাকে। হয়তো নতুন বছরে সেই নতুন স্বপ্নে এগিয়ে যেতে হবে। 2020 সাল থেকেই সবাই অনেক আতঙ্কের মধ্যে ছিল। তবে এখন ধীরে ধীরে সব আতঙ্ক কেটে গিয়েছে। তাই তো সবাই আবার নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে হচ্ছে। ভালো লাগলো ভাইয়া আপনার লেখাগুলো পড়ে। দারুন লিখেছেন আপনি।

 2 years ago 

মানুষের জীবনে চলার পথে নির্দিষ্ট একটি লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হয় । চলার পথে অনেক বাধা থাকে । এই বাধা অতিক্রম করে এগিয়ে যেতে হয় । পূর্বের বছরগুলো থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিয়েছি । বিশেষ করে ২০২০ সাল । নতুন বছরে যেন আমরা স্বপ্নপূরণের লক্ষ্যে এগিয়ে যেতে পারি । এবং আপনাকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন ।

 2 years ago 

নতুন বছরের প্রতিটি মুহূর্ত খুব সুন্দর এবং আনন্দময় কাটুক সৃষ্টিকর্তাকে আশাবাদ ব্যক্ত করি। নতুন বছর উপলক্ষে খুব সুন্দর অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন পড়ে খুব ভালো লাগলো। পুরাতন বছরের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন বছরের দিন গুলোতে সামনের দিকে অগ্রসর হওয়ার আমাদের জন্য উত্তম হবে। নতুন বছরের আমাদের স্বপ্নগুলো যেন সত্যি হয়। এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে।

 2 years ago 

আমি মনে করি জীবনে চলার পথে ভুল হওয়াটা স্বাভাবিক এবং সেই ভুল থেকে শিক্ষা নিয়ে চলাই হচ্ছে একজন বুদ্ধিমানের কাজ।আমরা যদি নতুন বছরের শুরুতে পরিকল্পনা করে উদ্দেশ্য ঠিক রেখে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে চলতে পারি তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি এই পোস্টে যে কথাগুলো লিখেছেন প্রত্যেকটি কথাই ঠিক। আমাদের সেই লক্ষ্যগুলোকে স্থির করে এখন এগিয়ে যাওয়া উচিত। আপনি ঠিকই বলেছেন প্রত্যেকটি মানুষেরই নিজের যে কোন একটা স্বপ্ন থাকে। আমরা যদি ২০২৩ সালের শুরুর দিক থেকে নিজেদের স্বপ্নের দিকে যেতে পারি তাহলে অবশ্যই আমাদের স্বপ্ন পূরণ হবে। এটা কিন্তু ঠিকই বলেছেন ২০২০ সাল আমাদের কে অনেক কিছু দিয়েছে পুরো পৃথিবী থমকে দিয়েছে। যাই হোক ধন্যবাদ।

 2 years ago 

নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ভাইয়া আপনাকে।বছরটি অনেক সুন্দর কাটবে এমনটাই আশাকরি। আপনার লেখা সব কথাগুলো ঠিক।এই নতুন বছরে আমরা আমাদের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাব।২০২০ সাল আমাদের অনেক কিছুই হারিয়েছি আর আতংকের মধ্যে দিয়ে পার করেছি। সব কিছুকে কাটিয়ে উঠে নতুনভাবে নতুন উদ্যমে আমরা সবাই এগিয়ে যাব এটাই চাওয়া। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে শেয়ার করার জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62720.27
ETH 2447.07
USDT 1.00
SBD 2.64