ফটোগ্রাফি || সাতটি রেনডম ছবির একটি অ্যালবাম

in আমার বাংলা ব্লগ2 years ago

Picsart_22-11-21_21-16-41-156.jpg

হ্যালো বন্ধুরা.. সবাইকে স্বাগতম,
আমার বাংলা ব্লগে
আজ সোমবার ২১ নভেম্বর ২০২২ ইং
বাংলা ০৩ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ


প্রিয় বন্ধুরা আমার , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছে ! আমিও বেশ ভালোই আছি ৷ তো আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছে আমি নিরব বাংলাদেশ থেকে ৷ আজও আপনাদের মাঝে নতুন কিছু শেয়ার করার চেষ্টা করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷

ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে ৷ আগেও বলেছি এ কথা অনেক বার ৷ আজও বললাম , কারণ ফটোগ্রাফি করা এক প্রকার নেশা হয়ে গেছে আমার ৷ কোনো কিছুর ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে আমার ৷ সময়ে অসময়ে যখন যেটা দেখি তখন সেটা ফটোগ্রাফি করি ৷ আজও কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করবো , আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷

বিভিন্ন সময় বিভিন্ন দৃশ্যে চোখের সামনে আসে , যে গুলো দেখলে সত্যিই মুগ্ধ হয়ে যাই ৷ প্রকৃতির অপরূপ সৌন্দর্য বরাবরই মুগ্ধ করে আমাকে ৷ আজ আমি সাতটি রেনডম ছবি আপনাদের মাঝে শেয়ার করবো , যেগুলো বিভিন্ন সময়ে আমি তুলে ছিলাম ৷ আশা করি ছবি গুলো আপনাদের সবার ভালো লাগবে ৷ চলুন তাহলে দেখে আসি কিছু রেনডম ছবি ৷



ফটোগ্রাফি-০১


IMG20221118080550_00.jpg


ছবিঃ 𝙽𝚒𝚛𝚘𝚋
ক্যামেরাঃ realme C11
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered


গতকাল সকাল বেলার একটি আলোকচিত্র এটি ৷ আসলে আমি প্রতিদিন অনেক বেলা করে ঘুম থেকে উঠি ৷ যখন সূর্য মাথার উপরে চলে আসে তখন আমি ঘুম থেকে উঠি ৷ তো গতকাল সকালে ঘুম থেকে উঠে দেখি সূর্য মামা মাথার উপরে প্রায় চলে এসেছে ৷ সুপারি গাছের ফাকা দিয়ে সূর্য মামাকে দারুণ দেখাচ্ছে ৷ তাই ভবলাম একটি ছবি তুলে রাখি ৷ সুপারি গাছের মাঝে সূর্য মামার একটি আলোকচিত্র ৷



ফটোগ্রাফি-০২


IMG20221120154518_00.jpg


ছবিঃ 𝙽𝚒𝚛𝚘𝚋
ক্যামেরাঃ realme C11
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered


গাদা ফুলের একটি আলোকচিত্র এটি ৷ আসলে শীতের এসময়ে ফুল গুলো ফোটে দারুণ ভাবে ৷ আমাদের বাড়িতে এই গাদা ফুলের গাছটি লাগানো আছে ৷ বেশ কিছু দিন আগে এই ফুলের গাছে ফুল ফোটো ,, তখন ফুল গুলো বেশ ছোট ছোট ছিলো ৷ আমি ভেবেছিলাম এই ফুল গুলো আর বড় হবে না ৷ ছোটো ই থাকবে , কিন্তু দিনে দিনে দেখছি সেই ছোট ফুল গুলো বেশ বড় আকার ধারন করছে এবং আরো বেশি সুন্দর হচ্ছে ৷



ফটোগ্রাফি-০৩


IMG20221117163825_00.jpg


ছবিঃ 𝙽𝚒𝚛𝚘𝚋
ক্যামেরাঃ realme C11
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered


শেষ বিকাল বেলার সূর্যাস্ত হওয়ার একটি আলোকচিত্র এটি ৷ বিকাল বেল অবসর সময়ে গ্রামের মেঠ পথে হাটার সময় তুলেছিলাম এই ছবিটি ৷ কৃষকের ধান পেকে গেছে ৷ পাকা ধানের উপরে লালচে সূর্য ৷ এমন দৃশ্যে আমার কাছে বেশ ভালো লেগেছিলো , তাই একটি ছবি তুলে ছিলাম ৷ আশা করি এই ছবিটি আপনাদের সবার ভালো লাগবে ৷



ফটোগ্রাফি-০৪


IMG20221120154148_00.jpg


ছবিঃ 𝙽𝚒𝚛𝚘𝚋
ক্যামেরাঃ realme C11
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered


আকাশের সৌন্দর্যের একটি আলোকচিত্র এটি ৷ বর্তমান সময়ের আকাশ শুধু নীল রঙ্গের ৷ সাদা মেঘের ভেলা এখন আর দেখা যায় না ৷ চার দিকে শুধু নীল আর নীলে ভরে আছে ৷ গ্রামের ছোট একটি জায়গায় থেকে তোলা এই ছবিটি ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷



ফটোগ্রাফি-০৫


IMG20220521185003_00.jpg


ছবিঃ 𝙽𝚒𝚛𝚘𝚋
ক্যামেরাঃ realme C11
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered


নদীর মাঝে নৌকা ও মাঝির একটি আলোকচিত্র এটি ৷ দুদিন আগে করতোয়া নদীর পড়ে গিয়েছিমাল একটু ঘুরতে , তখনি এই ছবিটি তুলেছিলাম ৷ নৌকায় করে পার হচ্ছে একজন মানুষ , মাঝি নৌকা বয়ে নিয়ে আসতেছে নদীর এ পারে ৷আশা করি ছবিটি আপনাদের সবার ভালো লাগবে৷



ফটোগ্রাফি-০৬


IMG20221119172258_00 (1).jpg


ছবিঃ 𝙽𝚒𝚛𝚘𝚋
ক্যামেরাঃ realme C11
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered


ইটের ভাটার একটি আলোকচিত্র এটি ৷ দুদিন আগে একটু ঘোরাঘুরি করতে বের হয়েছিলাম ৷ তখন এই ইটের ভাটার মাঝে একটু দারাই ৷ নতুন ইট তৈরি করা শুরু হয়েছে ৷ ইটের ভাটা থেকে সাদা ধোয়া বের হচ্ছে ৷ আকাশ টাও বেশ উজ্জ্বল ৷ অনেক সুন্দর একটি দৃশ্যে ছিলো ৷



ফটোগ্রাফি-০৭


IMG20221110155610_00.jpg


ছবিঃ 𝙽𝚒𝚛𝚘𝚋
ক্যামেরাঃ realme C11
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered


নিজেদের ধান ক্ষেতের একটি আলোকচিত্র এটি ৷ ধান ক্ষেত দেখতে গিয়ে তুলে ছিলাম আজ ৷ ধান পেকে গেছে এখন কাটতে হবে৷ আশেপাশে অনেকেই ধান কাটা শুরু করে দিয়েছে ৷ নতুন ধান বাড়ি নিয়ে যেতে ব্যস্ত বর্তমান কৃষকেরা ৷



তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ আশা করি আমার তোলা রেনডম ছবি গুলো আপনাদের সবার ভালো লাগবে ৷ তো আজ এখানেই , পরবর্তীতে আপনাদের মাঝে আবারও ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করবো ৷ সবাইকে অনেক অনেক ধন্যবাদ , সময় নিয়ে আমার পোস্ট দেখার জন্য ৷ ভালো থাকবেন সবাই ৷ শুভ রাত্রি ৷

ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ৷

অনেক অনেক ধন্যবাদ আপনাকে, পোস্টটি সময় নিয়ে দেখার জন্য ৷

E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiF4nkVKP1PC25WhWdSqY9SQf2TJzmqgxFMWjuNkHw5XsLARCErjQCJttWSghQwHW7kfJkYrX4c4pCtiTfa...HWK2gGpEFGB8xQqyomTH1nvn7CPz2SMnooXwX61WyzcpU63uoNSxy8gfgvGdwRzK9nB2bEQrLPQvvnQVp6n6xDEV7NQgpdcANjWF3XJwB2tbgXcKKDcWfvHLG6.png

বিষয়photography
কমিউনিটিabb
ক্যামেরাrealme C11
ফটোগ্রাফি𝙽𝚒𝚛𝚘𝚋
তারিখ21 Nov 2022
লোকেশনbangladesh 🇧🇩

R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oDzhHVcrAhWug4yWjtiY4H...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png

ধন্যবাদ সবাইকে


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

qPJmwNUkWBAaDEoDjHMPfsMwgtrUZt8qa7V155BbYgaJXAz4pZwywE4FaJ933CY3zyeD41FdsmYEbsfztVMfmL4i2uZXsVY7VoFbuEedar8udNUXCcQCG9XRuhV8Gj...3iwASFwMBbi7BA5S2V89LofjuFTKah5sZ2wf2r3wr83WLEWbFVdg9txP1gCQL4GtJhgetWKoxndqvzgDgD3AiXTSnufFdmQ8mUuxX4nNpkE2UYgchsMeksBUDK.gif

@nirob70blog

Sort:  
 2 years ago 

আপনার তোলা সব ফটোগ্রাফি গুলোই দারুন ছিল। আর হ্যাঁ আপনার মত আমারও ফটোগ্রাফি করতে দিন দিন অনেক ভালো লাগছে। ধন্যবাদ ভাই আপনাকে আমাদের মাঝেই সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করার মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য ৷

 2 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো দেখে সত্যি খুব ভালো লাগলো। আসলে কোনটার প্রশংসা করবো ভেবে পাচ্ছি না। তবে আমার কাছে সূর্যোদয় এবং সূর্য অস্তের ফটোগ্রাফি বেশ দুর্দান্ত মনে হচ্ছে । আপনার ফটোগ্রাফি করার দক্ষতা অনেক বেশি দেখে বুঝা যাচ্ছে। এত চমৎকার ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে ৷ আসলেই অনেক ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে ৷ ধন্যবাদ

 2 years ago 

কিছু প্রফেশনাল ক্লিক দেখতে পেলাম ভাই। সত্যি দারুণ ছবি তুলেন আপনি। আপনার সব ছবি আমার কাছে ভালো লাগে। সুপারি গাছ গুলোর ছবি ও ইট ভাটার ছবি দারুণ হয়েছে। বাকি সব ছবিও যথেষ্ট সুন্দর ছিলো। শুভেচ্ছা নিয়েন ভাই।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷

 2 years ago 

অনেক ভাল লাগলো আপনার ফটোগ্রাফি গুলো। সুপারি গাছের আড়ালে সূর্যি মামাকে অসাধারণ লাগছে। আর আকাশ, ধান ক্ষেতের কথা আর কি বলব।অনেক ভাল হয়েছে।সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 2 years ago 

ফটোগ্রাফি করা আসলেই আমাদের সকলের নেশা হয়ে গিয়েছে।সুন্দর প্রকৃতি দেখলে তখন ফটো না তুলে পাড়াও যায় না। আপনার ফটোগ্রাফি গুলো কিন্তু খুবই চমৎকার হয়েছে সাথে বর্ণনাগুলোও কিন্তু খুব সুন্দর ভাবে দিয়েছেন। গাঁদা ফুল গুলো দেখতে কি সতেজ লাগছে। সকালবেলার সূর্য মাথার উপর উঠলে আপনি ঘুম থেকে উঠেন তাহলে তো অনেক সকালে ওঠেন। ইটের ভাটার মাঝে দাড়িয়েও চমৎকার একটি ছবি তুলেছেন বাহ। ছবিগুলো খুবই ভালো লাগলো আমার কাছে।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷

 2 years ago 

প্রত্যেকটা ফটোগ্রাফি সত্যি খুব সুন্দর হয়েছে ভাইয়া। তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে শেষ বিকেলের সূর্যাস্তের ফটোগ্রাফি। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 63875.92
ETH 2747.99
USDT 1.00
SBD 2.65