হাঙ্গর - নাটক রিভিউ

in আমার বাংলা ব্লগ2 years ago

Screenshot_2023-01-06-21-25-47-21.jpg

ছবি স্ক্রিনশর্ট: ইউটিউব



প্রিয় বন্ধুরা আমার, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন ৷ আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি ৷ তো চলে আসলাম আপনাদের মাঝে আবারও নতুন একটি নাটক রিভিউ পোষ্ট নিয়ে আমি নিরব বাংলাদেশ থেকে ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷ আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো মুশফিক আর ফারহানের নতুন একটি নাটক ৷ নাটকটি নাম হাঙ্গর , চলুন তাহলে শুরু করি ৷



নাটকের গুরুত্বপূর্ণ তথ্য


নাটকের নামহাঙ্গর
পরিচালকমাহাবুদ মাহিন
অভিনয়েমুসফিক আর ফারহান , সামিরা খান মাহি ৷
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
ডুরেশন৫৩ মিনিট

নাটকের লিংক ইউটিউব



কাহিনী সংক্ষেপে


Screenshot_2023-01-06-22-14-56-37.jpg

Screenshot_2023-01-06-22-15-03-22.jpg

Screenshot_2023-01-06-22-15-34-88.jpg

গল্পের শুরুতে দেখানো হয় বড় একটি সাগর থেকে নৌকায় মাছ ধরে তীরে ফিরেন মুশফিক আর ফারহান ৷ সেই মাছ বিক্রি করে বালুর চরের সর্দারের কাছে ৷ মাছের সঠিক মূল্য না দিয়েই মাছ কিনেন সর্দার মাঝিদের কাজ থেকে ৷ যাই হোক গল্পে মুশফিক আর ফারহান একজন মাঝি ৷ তার এক মেয়ে সন্তান আছে ৷ এবং স্ত্রী মারা গেছে অনেক আগেই ৷ মূলত তার সন্তান আর তিনিই তার পরিবার ৷ মুশফিক আর ফারহান সাগরে মাছ ধরতে গেলে , তার স্ত্রীর বোন এসে তার সন্তানকে দেখা শুনা করে ৷ যাই হোক সে মাছ বিক্রি করে ঘরে ফিরেন , ঘরে এসে দেখেন তার মেয়ে বই পড়তেছে এবং তার খালা তাকে বই পরাচ্ছে ৷ মুশফিক আর ফারহান মুরগির মাংস নিয়ে বাড়ি আসেন ৷ এবং তার মেয়েকে রেধে খাওয়াবেন জানায় ৷ কিন্তু তার খালা না করেন ৷ তার রান্না ভালো হবে না জানায় , এবং তার খালা নিজেই রেধে দেয় ৷ যাই হোক সব শেষে মুশফিক আর ফারহান তার শালিকে বাড়ি পৌঁছে দিতে একটু এগিয়ে আসনে ৷ এবং তাদের মাঝে একটু কথা হয় , আশেপাশের মানুষজন খারাপ বলতেছে ৷ একজন অবিবাহিত মেয়ে তার বাড়িতে আসা যাওয়া করতেছে বলে ৷ তাই মুশফিক আর ফারহান তার শালিকে আসতে না করেন ৷

Screenshot_2023-01-06-22-15-57-05.jpg

Screenshot_2023-01-06-22-16-05-05.jpg

Screenshot_2023-01-06-22-16-11-52.jpg

এরপরের দৃশ্যে দেখানো হয় , মুশফিক আর ফারহান তার মেয়েকে স্কুলে পাঠানোর জন্য বের হয়েছে ৷ সে সময় তার শালি এসে পড়ে ৷ এবং তার শালিই তার মেয়েকে স্কুলে নিয়ে যায় ৷ যাওয়ার পথে বালুর চরের সর্দারের ছেলে তাকে বাজে কথা বলে ৷ পরে তা মুশফিক আর ফারহান জানতে পারলে সেই ছেলেটাকে বাজারের পাশে পেটায় ৷ এতে সর্দার কিছুটা রেগে যায় মুশফিক আর ফারহানের উপর ৷ যাই হোক , এভাবেই চলতেছে ভালোই ৷ এরপর শোনা যায় কেউ একজন মাঝি নিখোঁজ ৷ তাকে হাঙ্গর খেয়েছে জানায় সর্দার ৷ এতে বেশ চিন্তিত মুশফিক আর ফারহান সহ এলাকার সবাই ৷

Screenshot_2023-01-06-22-16-17-25.jpg

Screenshot_2023-01-06-22-16-23-76.jpg

Screenshot_2023-01-06-22-16-34-60.jpg

এরপর দেখানো হয় , মুশফিক আর ফারহান ও তার মেয়ে এবং শালিকে ৷ তাদের আনন্দময় কিছু সময় ৷ একটা সময় তার শালি তাকে জানায় বিয়ে করার জন্য বলেন কিছুটা ইঙ্গিতে ৷ মুশফিক আর ফারহান বিষয়টা ভাবে জানায় ৷ এরই মাঝে আবার খবর আসলে কাউকে হাঙ্গরে খেয়েছে ৷ এবার মুশফিক আর ফারহান কিছুটা ভেঙ্গে পড়েন , এবং সোজা সর্দারের কাছে গিয়ে সেই মানুষটা কথা জিগ্গাসা করেন ৷ কিন্তু সর্দার তাকে ভয় দেখায় এবং চুপ থাকতে বলে ৷ মুশফিক আর ফারহান সব বুঝতে পেরেও কিছু করতে পারে না , তার ছোট মেয়েটার জন্য ৷

Screenshot_2023-01-06-22-16-43-43.jpg

Screenshot_2023-01-06-22-16-52-68.jpg

এরপর মুশফিক আর ফারহানের কাছে চলে আসেন সেই নিখোঁজ মাঝির স্ত্রী ও সন্তান ৷ এবং কেদে কেদে বলেন তার স্বামীকে খুঁজে এনে দিতে ৷ এতে মুশফিক আর ফারহান আর চুপ থাকতে পারেনা ৷ তার মেয়ে সন্তানকে তার খালার কাছে রেখে সদরে চলে যায় সর্দারের নামে মামলা করতে ৷ এবং মামলাও করে আসেন , আসার পথে সর্দার তাকে আট করেন এবং দমক মারার জন্য দেয় ৷ তবে মুশফিক আর ফারহান সব ঠিকঠাক করেই আসেন ৷ তার এবং তার মেয়ের কিছু হলে সর্দার দায়ি থাকবে এমন লিখিত করে নিয়ে আসেন ৷ এতে সর্দার তার কিছু করতে পারেন না ৷

Screenshot_2023-01-06-22-16-59-40.jpg

Screenshot_2023-01-06-22-17-54-41.jpg

যাই হোক , এভাবেই সব চলতেছে ৷ দিনে দিনে সর্দার সব হারিয়ে ফেরছে ৷ মুশফিক আর ফারহান এখন নিজেই মাছ বিক্রি করেন সদরে গিয়ে ৷ সাথে সকল মাঝির মাছও নিয়ে যায় ৷ এতে সর্দারের বেশ ক্ষতি হয় ৷ তবে মুশফিক আর ফারহান ভালোই আছে ৷ এভাবে চলতে থাকে কিছু দিন ৷ এরপর কিছু দিন পর আবারও মুশফিক আর ফারহান মাঝ ধরতে সাগরের মাঝে যায় ৷ এতেই তার সর্বনাশ হয় ৷ মাঝ সাগরে তাকে তার কাছের মানুষ গুলোই আঘাত করে ৷ সর্দার আসে এবং তাকে জানায় তার বাড়াবাড়ি বেশি হয়ে গেছে ৷ এরপর তাকে সাগরে ফেলে দেয় ৷ মুশফিক আর ফারহান সাগরে মাঝে ৷এদিকে তাকে হাঙ্গরে খেয়ে ফেলেছে সবাইকে জানায় ৷ এতেই গল্পের শেষ হয় ৷ হয়তো আরো কিছু বাকি রয়ে গেছে নতুন কোনো পর্বে আসবে তা ৷

Screenshot_2023-01-06-22-18-03-46.jpg

Screenshot_2023-01-06-22-14-24-87.jpg



আমার মতামত


মুশফিক আর ফারহানের হাঙ্গর নাটকটি আমার কাছে ব্যক্তিগত ভাবে অনেক ভালো লেগেছে ৷ বেশ মজার একটি নাটক ৷ অভিনয়ও ছিলো চমৎকার ৷ গল্পে বেশ কিছু দৃশ্যে দেখানো হয়েছে যে গুলো দেখে আমার বেশ ভালো লেগেছে ৷ আমার মনে হয় যে কেউ এই নাটকটি দেখলে পছন্দ করবে ৷ কারণ নাটকটি বেশ মজার , এবং করুন কাহিনির ৷ সব মিলিয়ে চমৎকার একটি নাটক ৷ আশা করি আপনাদের ও সবার ভালো লাগবে হাঙ্গর নাটকটি ৷


রেটিং


পরিচালনা০৮
কাহিনী০৮
অভিনয়০৮



ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ৷

বন্ধুরা সম্পূর্ণ নাটকটি নিজের ভাষায় লিখেছি ৷ আশা করি নাটকটি আপনাদের ভালোই লাগবে ৷ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ আবার কথা হবে পরবর্তী ব্লগে ৷ আজ এখানেই বিদায় ৷ সবাইকে অনেক অনেক ধন্যবাদ ..

শুভ রাত্রি 🥰🥀
E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiF4nkVKP1PC25WhWdSqY9SQf2TJzmqgxFMWjuNkHw5XsLARCErjQCJttWSghQwHW7kfJkYrX4c4pCtiTfa...HWK2gGpEFGB8xQqyomTH1nvn7CPz2SMnooXwX61WyzcpU63uoNSxy8gfgvGdwRzK9nB2bEQrLPQvvnQVp6n6xDEV7NQgpdcANjWF3XJwB2tbgXcKKDcWfvHLG6.png

ধন্যবাদ সবাইকে


qPJmwNUkWBAaDEoDjHMPfsMwgtrUZt8qa7V155BbYgaJXAz4pZwywE4FaJ933CY3zyeD41FdsmYEbsfztVMfmL4i2uZXsVY7VoFbuEedar8udNUXCcQCG9XRuhV8Gj...3iwASFwMBbi7BA5S2V89LofjuFTKah5sZ2wf2r3wr83WLEWbFVdg9txP1gCQL4GtJhgetWKoxndqvzgDgD3AiXTSnufFdmQ8mUuxX4nNpkE2UYgchsMeksBUDK.gif

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

ফারহানের নাটক আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই নাটকটি আমি অনেকদিন আগে দেখেছিলাম। নাটকটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে বিশেষ করে মনে হয়েছে ফারহান একদম তার ক্যারেক্টারের মধ্যে পুরাপুরি ঢুকে গিয়েছে। আপনি খুবই চমৎকারভাবে নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন, ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷

 2 years ago 

খুবই সুন্দর একটি নাটক রিভিউ করেছেন যা দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমার কাছে ফারহানের নাটক এবং সেই সাথে তার অভিনয় ভীষণ ভালো লাগে। যদিও এখনো নাটকটি আমার দেখা হয়নি কিন্তু সময় পেলে দেখে নেওয়ার চেষ্টা করব। আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম খুবই মজার একটি নাটক এটি। প্রত্যেকটি কথা আপনি খুবই সুন্দর ভাবে লিখেছেন যার জন্য বুঝতে খুবই সুবিধা হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে সবার মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷

 2 years ago 

আমার কাছে এরকম নাটকের রিভিউ পোস্ট ভীষণ ভালো লাগে। আমি এই নাটকটি কয়েকদিন আগে দেখেছিলাম ভীষণ ভালো লেগেছিল আমার কাছে। আমার কাছে ফারহানের নাটকগুলো ভীষণ ভালো লাগে। তাইতো সময় পেলে বেশিরভাগ সময় নাটক দেখে থাকি। পুরো পোস্টটা আপনি খুবই সুন্দরভাবে তুলে ধরেছেন সকলের মাঝে। আপনার রিভিউ পোস্ট এর মাধ্যমে নাটকটি আরো একবার দেখে ভীষণ ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58067.54
ETH 2469.39
USDT 1.00
SBD 2.40