DIY- এসো নিজে করি || কাঁঠ কেঁটে গিটার তৈরি || ১০% লাজুক খ্যাকের জন্য..

in আমার বাংলা ব্লগ3 years ago

আমার বাংলা ব্লগ

গাছের কাঁঠ দিয়ে গিটার তৈরি

বাংলাদেশ

IMG_20220316_190124.jpg

গাছের কাঠ , কাগজ ও রং দিয়ে তৈরি গিটার৷ সম্পূর্ণ তৈরির পর গাছের নিচে একটি ফটোগ্রাফি..

হ্যালো বন্ধুরা ,
সবাইকে স্বাগতম আমার বাংলা ব্লগে..

কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও ভালো আছি ৷ আপনাদের মাঝে আবারও নতুন একটি ব্লগ নিয়ে আসলাম আমি @nirob70 ৷ আজ আমি আপনাদের সাথে আমার তৈরি করা একটি গিটার রিভিউ করবো ৷ আশা করি আপনাদের ভালো লাগবে ৷

আজ বিকাল বেলা বসে আছি, এমন সময় হাতে ছোট একটি গাছের কাঠ পেলাম ৷ সেই কাঠ হাতে নিয়ে বেশ কিছুক্ষন বসে থাকার পর হঠাৎ মাথায় গিটার তৈরির বুদ্ধি চলে আসলো ৷ কিছুক্ষণ ভাবার পর এই গিটার তৈরি শুরু করি ৷ কাঁঠটি নরম হওয়ার জন্য আমি সেই কাঠ দিয়ে একটি কাঠের গিটার তৈরি করতে পারি ৷এখন আমি আপনাদের সাথে গিটার তৈরির বিষয়টাই শেয়ার করবো ৷ আমি যে ভাবে গিটার টি তৈরি করেছি সেই বিষয়টি নিচে ধাপে ধাপে দেওয়ার চেষ্টা করলাম ৷

প্রয়োজনীয় উপকরণঃ

গাছের কাঁঠ,
সাদা কাগজ,
কালো কলম ,
আঁঠা ও
রঙ্গিন কলম ৷

প্রয়োজনীয় উপকরণ নিয়ে গিটার তৈরি শুরু করা যাকঃ

ধাপ-০১
IMG20220316143658_00.jpgIMG20220316144036_00.jpg

শুরুতেই ছোট একটি গাছের টুকরা নিতে হবে ৷ এরপর ছোট গাছের টুকরার মধ্যে আমি কালো কলম দিয়ে একটি গিটার অঙ্কন করি ৷ছোট গাছের টুকরাটির মধ্যে ছোট একটি গিটার অঙ্কন করতে হবে৷

ধাপ-০২
IMG20220316144455_00.jpgIMG20220316144843_00.jpg

এরপর আমি গাছের টুকরা টি কেটে কেটে কালো কলম দিয়ে অঙ্কন করা ছোট গিটার টির মতো আকার দিতে থাকি ৷ গাছের টুকরা কাঠটি ধীরে ধীরে কাটতে কাটতে গিটার তৈরির চেষ্টা করি ৷

ধাপ-০৩
IMG20220316150411_00.jpgIMG20220316153436_00.jpg

গাছের ছোট টুকরা কাঠটি কেটে কেটে একসময় গিটার এর মতো তৈরি করি ৷ এরপর কাটের টুকরার সমপরিমাণে আমি একটি সাদা কাগজ কেটে নেই গিটার এর মতো৷

ধাপ-০৪
IMG20220316153804_00.jpgIMG20220316154258_00.jpg

সাদা কাগজের গিটার তৈরি হলে আমি , কাঠের টুকরা কেটে তৈরি করা গিটার টির উপর আঠা দিয়ে লাগিয়ে দেই ৷ এবং গিটার টির রং দিয়ে একে নেই ৷

ধাপ-০৫
IMG20220316154658_00.jpgIMG20220316155223_00.jpg

এখানে আমি সম্পূর্ণ গিটারটি রং করি ৷ প্রথমে লাল রং চারদিকে লাগাই ৷ এরপর কালো কলম দিয়ে গিটারের শুতা একে দেই ৷ এভাবে একের পর এক আমি সম্পূর্ণ গিটারটি রং করি ৷

ধাপ-০৬

IMG20220316163032_00.jpg

গাছের কাঠ , কাগজ , কলম ও বিভিন্ন রং দিয়ে আমি ছোট একটি গিটার তৈরি করি ৷ সম্পূর্ণ তৈরি করার পর আমি গিটার টির মধ্যে আমার স্টিম ইউজার নেম লেখে দেই ৷ এবং এখানেই গিটার তৈরি সমাপ্তি করি ৷

গিটার তৈরি করা শেষে কয়েকটি ফটোগ্রাফি
IMG20220316160420_00.jpgIMG20220316160313_00.jpg
IMG20220316160232_00.jpgIMG20220316160154_00.jpg

ধন্যবাদ সবাইকে ৷ এভাবেই আজ আমি গিটারটি তৈরি করি ৷ এবং তৈরি করা গিটার টির কয়েকটি ফটোগ্রাফি করি পরন্ত বিকাল বেলা ৷কাঁঠ, কাগজ , কালো কলম ও রং দিয়ে তৈরি করা গিটার ৷ আপনাদের কেমন লেগেছে আজকের তৈরি করা আমার গিটারটি আশা করি মন্তব্য করে জানাবেন ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন ৷ সবার জন্য ভালোবাসা রইলো অবিরাম ৷ আজকে এই পর্যন্তই ৷ বিদায়...

বিষয়গিটার তৈরি
ফটোগ্রাফিrealme C11
ছবি লোকেশনW3W
তারিখ১৬ মার্চ ২০২২
গিটার তৈরি@nirob70
পোষ্ট তৈরি@nirob70

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

ভাইয়া আপনি আজকে চমৎকার ভাবে কাঁঠ কেঁটে গিটার তৈরি করেছেন। দেখতে অসাধারণ হয়েছে ইউনিক আইডিয়া ছিলো। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভ কামনা রইলো।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করা জন্য..

 3 years ago 

বাহ ভাইয়া কাঠ কেটে দারুন একটি গিটার তৈরি করেছেন। গিটার টি দেখতে খুবই সুন্দর লাগছে। খুবই সৃজনশীল চিন্তাভাবনা আপনার তাই এত সুন্দর একটি গিটার তৈরি করতে পেরেছেন। গিটার তৈরি ধাপগুলো আপনি খুবই সুন্দর এবং গোছালোভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন যা আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷

 3 years ago 

দারুন হয়েছে ভাইয়া ।আপনার ক্রিয়েটিভিটির প্রশংসা করতেই হয় আপনি কাঠ কেটে অসাধারণ একটি গিটার তৈরি করেছেন যা দেখতে বেশ দারুন লাগছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য..

 3 years ago 

আজকে একদম ইউনিক একটি জিনিস দেখলাম আপনার কাছে। এ পর্যন্ত কারো কাছেই দেখিনি কাঠ দিয়ে এভাবে কোন কিছু তৈরি করতে। আপনি খুব সুন্দর করে এটি তৈরি করেছেন ।আসলে আপনার দক্ষতা দেখে খুবই ভালো লাগলো । কাঠ কেটে আবার কাগজ বসিয়ে রং করে খুব সুন্দর হয়েছে এটি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এটি আমাদের মাঝে শেয়ার করার জন্য। অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য..

 3 years ago 

আপনি কাঠ কেটে অসাধারণ একটি প্রক্রিয়ায় আমাদের মাঝে একটি গিটার তৈরি করে দেখিয়েছেন । এই কাজটি করতে সত্যি অনেক ধৈর্য এবং পরিশ্রমের প্রয়োজন যেগুলো সবটাই আপনার মধ্যে রয়েছে । আমার কাছে এই পোস্টটা সত্যিই অসাধারণ লেগেছে ছোটবেলায় এমন জিনিস আমি অনেক তৈরি করতাম । যাই হোক আপনি সব মিলিয়ে অনেক সুন্দর ভাবে পোস্টি আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আমার তৈরি গিটার আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম৷ ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷

 3 years ago 

কাঠ কেটে খুবই সুন্দর একটি গিটার তৈরি করেছেন ভাইয়া। আপনার গিটার তৈরি করার এই পদ্ধতিটি ব্যক্তিগতভাবে আমার কাছে অনেক ভালো। গিটার তৈরীর প্রতিটি ধাপ আপনি আমাদের মাঝে খুবই সুন্দরভাবে বর্ণনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর একটা জিনিস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার তৈরি কাঠের গিটার আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম..ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷

কাঠ দিয়ে চমৎকার একটি গিটার তৈরি করেছেন। দেখতে ভালোই লাগছে। এভাবেই চমৎকার সব জিনিস তৈরি করে কমিউনিটিতে উপহার দিতে থাকুন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ ভাইযা আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷ সব সময় ভালো কিছু করার চেষ্টা করি ৷ আশা আছে আরো ভালো কিছু করার..

 3 years ago 

আপনি দেখছি একটি ইউনিক শিল্প নিয়ে হাজির হয়েছেন। আসলে মাঝে মাঝে কিছু মানুষের কিছু প্রতিভা দেখলে অদ্ভুত লাগে। সাধারনত আমরা এই ধরনের গিটার গুলো বিভিন্ন কাগজ দিয়ে বানাই। কিন্তু আপনি সরাসরি কাঠ দিয়ে তৈরি করা শিখিয়েছেন। আসলেই আপনার গিটারটি অসাধারণ হয়েছে। কালার টাও হয়েছে বেশ দারুন। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷ আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো..

 3 years ago 

বেশ ভালো একটা চেষ্টা ছিল দাদা। গানের মানুষ আমি। তাই বেশ ভালো লেগেছে আমার। অন্যরকম একটা শ্রদ্ধা কাজ করে এমন পোস্ট দেখলে। সবাই শুধু কাগজ দিয়ে গিটার বানালেও, আপনি কাঠের ব্যবহার টাও দেখিয়েছেন। খুব ভালো লেগেছে । আর রং করার পর একদম ইলেকট্রিক গিটার এর শেপ টা ভালোভাবে ফুটে উঠেছে।

 3 years ago 

ধন্যবাদ দিদি আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷ আমার তৈরি আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগতেছে ৷

 3 years ago 

অনেক ধৈর্য্য ও পরিশ্রম করে কাঠ কেটে আপনি গিটার তৈরি করেছেন যেটা অনেক প্রশংসার দাবি রাখে। আপনা বানানে গিটারটি সত্যি অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে আপনি লাল রং ব্যবহার করাতে লাল ও সাদা কম্বিনেশনটা খুব সুন্দর ফুটে উঠেছে। তাছাড়া আপনি গিটার বানানোর প্রক্রিয়া সুন্দভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 90362.36
ETH 3112.51
USDT 1.00
SBD 2.96