DIY- এসো নিজে করি || কাঁঠ কেঁটে গিটার তৈরি || ১০% লাজুক খ্যাকের জন্য..
আমার বাংলা ব্লগ
গাছের কাঠ , কাগজ ও রং দিয়ে তৈরি গিটার৷ সম্পূর্ণ তৈরির পর গাছের নিচে একটি ফটোগ্রাফি..
সবাইকে স্বাগতম আমার বাংলা ব্লগে..
প্রয়োজনীয় উপকরণঃ
সাদা কাগজ,
কালো কলম ,
আঁঠা ও
রঙ্গিন কলম ৷
প্রয়োজনীয় উপকরণ নিয়ে গিটার তৈরি শুরু করা যাকঃ
শুরুতেই ছোট একটি গাছের টুকরা নিতে হবে ৷ এরপর ছোট গাছের টুকরার মধ্যে আমি কালো কলম দিয়ে একটি গিটার অঙ্কন করি ৷ছোট গাছের টুকরাটির মধ্যে ছোট একটি গিটার অঙ্কন করতে হবে৷
এরপর আমি গাছের টুকরা টি কেটে কেটে কালো কলম দিয়ে অঙ্কন করা ছোট গিটার টির মতো আকার দিতে থাকি ৷ গাছের টুকরা কাঠটি ধীরে ধীরে কাটতে কাটতে গিটার তৈরির চেষ্টা করি ৷
গাছের ছোট টুকরা কাঠটি কেটে কেটে একসময় গিটার এর মতো তৈরি করি ৷ এরপর কাটের টুকরার সমপরিমাণে আমি একটি সাদা কাগজ কেটে নেই গিটার এর মতো৷
সাদা কাগজের গিটার তৈরি হলে আমি , কাঠের টুকরা কেটে তৈরি করা গিটার টির উপর আঠা দিয়ে লাগিয়ে দেই ৷ এবং গিটার টির রং দিয়ে একে নেই ৷
এখানে আমি সম্পূর্ণ গিটারটি রং করি ৷ প্রথমে লাল রং চারদিকে লাগাই ৷ এরপর কালো কলম দিয়ে গিটারের শুতা একে দেই ৷ এভাবে একের পর এক আমি সম্পূর্ণ গিটারটি রং করি ৷
গাছের কাঠ , কাগজ , কলম ও বিভিন্ন রং দিয়ে আমি ছোট একটি গিটার তৈরি করি ৷ সম্পূর্ণ তৈরি করার পর আমি গিটার টির মধ্যে আমার স্টিম ইউজার নেম লেখে দেই ৷ এবং এখানেই গিটার তৈরি সমাপ্তি করি ৷
ধন্যবাদ সবাইকে ৷ এভাবেই আজ আমি গিটারটি তৈরি করি ৷ এবং তৈরি করা গিটার টির কয়েকটি ফটোগ্রাফি করি পরন্ত বিকাল বেলা ৷কাঁঠ, কাগজ , কালো কলম ও রং দিয়ে তৈরি করা গিটার ৷ আপনাদের কেমন লেগেছে আজকের তৈরি করা আমার গিটারটি আশা করি মন্তব্য করে জানাবেন ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন ৷ সবার জন্য ভালোবাসা রইলো অবিরাম ৷ আজকে এই পর্যন্তই ৷ বিদায়...
বিষয় | গিটার তৈরি |
---|---|
ফটোগ্রাফি | realme C11 |
ছবি লোকেশন | W3W |
তারিখ | ১৬ মার্চ ২০২২ |
গিটার তৈরি | @nirob70 |
পোষ্ট তৈরি | @nirob70 |
ভাইয়া আপনি আজকে চমৎকার ভাবে কাঁঠ কেঁটে গিটার তৈরি করেছেন। দেখতে অসাধারণ হয়েছে ইউনিক আইডিয়া ছিলো। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভ কামনা রইলো।
অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করা জন্য..
বাহ ভাইয়া কাঠ কেটে দারুন একটি গিটার তৈরি করেছেন। গিটার টি দেখতে খুবই সুন্দর লাগছে। খুবই সৃজনশীল চিন্তাভাবনা আপনার তাই এত সুন্দর একটি গিটার তৈরি করতে পেরেছেন। গিটার তৈরি ধাপগুলো আপনি খুবই সুন্দর এবং গোছালোভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন যা আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল।
অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷
দারুন হয়েছে ভাইয়া ।আপনার ক্রিয়েটিভিটির প্রশংসা করতেই হয় আপনি কাঠ কেটে অসাধারণ একটি গিটার তৈরি করেছেন যা দেখতে বেশ দারুন লাগছে। শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য..
আজকে একদম ইউনিক একটি জিনিস দেখলাম আপনার কাছে। এ পর্যন্ত কারো কাছেই দেখিনি কাঠ দিয়ে এভাবে কোন কিছু তৈরি করতে। আপনি খুব সুন্দর করে এটি তৈরি করেছেন ।আসলে আপনার দক্ষতা দেখে খুবই ভালো লাগলো । কাঠ কেটে আবার কাগজ বসিয়ে রং করে খুব সুন্দর হয়েছে এটি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এটি আমাদের মাঝে শেয়ার করার জন্য। অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।
ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য..
আপনি কাঠ কেটে অসাধারণ একটি প্রক্রিয়ায় আমাদের মাঝে একটি গিটার তৈরি করে দেখিয়েছেন । এই কাজটি করতে সত্যি অনেক ধৈর্য এবং পরিশ্রমের প্রয়োজন যেগুলো সবটাই আপনার মধ্যে রয়েছে । আমার কাছে এই পোস্টটা সত্যিই অসাধারণ লেগেছে ছোটবেলায় এমন জিনিস আমি অনেক তৈরি করতাম । যাই হোক আপনি সব মিলিয়ে অনেক সুন্দর ভাবে পোস্টি আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার তৈরি গিটার আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম৷ ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷
কাঠ কেটে খুবই সুন্দর একটি গিটার তৈরি করেছেন ভাইয়া। আপনার গিটার তৈরি করার এই পদ্ধতিটি ব্যক্তিগতভাবে আমার কাছে অনেক ভালো। গিটার তৈরীর প্রতিটি ধাপ আপনি আমাদের মাঝে খুবই সুন্দরভাবে বর্ণনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর একটা জিনিস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার তৈরি কাঠের গিটার আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম..ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷
কাঠ দিয়ে চমৎকার একটি গিটার তৈরি করেছেন। দেখতে ভালোই লাগছে। এভাবেই চমৎকার সব জিনিস তৈরি করে কমিউনিটিতে উপহার দিতে থাকুন। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ ভাইযা আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷ সব সময় ভালো কিছু করার চেষ্টা করি ৷ আশা আছে আরো ভালো কিছু করার..
আপনি দেখছি একটি ইউনিক শিল্প নিয়ে হাজির হয়েছেন। আসলে মাঝে মাঝে কিছু মানুষের কিছু প্রতিভা দেখলে অদ্ভুত লাগে। সাধারনত আমরা এই ধরনের গিটার গুলো বিভিন্ন কাগজ দিয়ে বানাই। কিন্তু আপনি সরাসরি কাঠ দিয়ে তৈরি করা শিখিয়েছেন। আসলেই আপনার গিটারটি অসাধারণ হয়েছে। কালার টাও হয়েছে বেশ দারুন। আপনার জন্য অনেক শুভকামনা রইল।
ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷ আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো..
বেশ ভালো একটা চেষ্টা ছিল দাদা। গানের মানুষ আমি। তাই বেশ ভালো লেগেছে আমার। অন্যরকম একটা শ্রদ্ধা কাজ করে এমন পোস্ট দেখলে। সবাই শুধু কাগজ দিয়ে গিটার বানালেও, আপনি কাঠের ব্যবহার টাও দেখিয়েছেন। খুব ভালো লেগেছে । আর রং করার পর একদম ইলেকট্রিক গিটার এর শেপ টা ভালোভাবে ফুটে উঠেছে।
ধন্যবাদ দিদি আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷ আমার তৈরি আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগতেছে ৷
অনেক ধৈর্য্য ও পরিশ্রম করে কাঠ কেটে আপনি গিটার তৈরি করেছেন যেটা অনেক প্রশংসার দাবি রাখে। আপনা বানানে গিটারটি সত্যি অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে আপনি লাল রং ব্যবহার করাতে লাল ও সাদা কম্বিনেশনটা খুব সুন্দর ফুটে উঠেছে। তাছাড়া আপনি গিটার বানানোর প্রক্রিয়া সুন্দভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷