রথযাত্রার দিনে || ১০% লাঁজুক খ্যাঁকের জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20220724_155006.jpg



হ্যালো বন্ধুরা.. সবাইকে স্বাগতম,
আমার বাংলা ব্লগে
আজ রবিবার ২৪ জুলাই ২০২২ ইং
বাংলা ০৭ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ

প্রিয় বন্ধুরা আমার, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো , সুস্থ এবং সুন্দর আছেন ৷ তো চলে আসলাম আপনাদের মাঝে আবারও নতুন একটি কন্টেন্ট নিয়ে আমি নিরব বাংলাদেশ থেকে ৷ আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো গত হওয়া রথযাত্রার কিছু আলোকচিত্র ও রথযাত্রার দিনে কিছু কথা আমার ৷ ব্যক্তিগত নানান সমস্যার কারণে বেশ কিছু দিন ব্যস্ততার মাঝে সময় কেটেছে আমার ৷আমার বাংলা ব্লগ প্রিয় কমিউনিটিকে যথেষ্ট সময় দিতে পারিনি ৷ তো বেশ কিছুদিন আগে রথযাত্রা উৎসব চলে গেলো ৷ উৎসব মানেই আনন্দ , ব্যস্ততার মাঝেও আমি একটু আনন্দ পেতে সেদিন আমার প্রিয় শহর দেবিগঞ্জে রথযাত্রার গিয়েছিলাম ৷ তো আজ আমি সেদিনের কিছু কথা ও কিছু আলোকচিত্র আজ আপনাদের সবার সাথে শেয়ার করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে আমার গত হওয়া রথযাত্রার দিনটি ৷তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের বাংলা ব্লগ আমার ৷


IMG_20220724_155208.jpg

IMG_20220724_155354.jpg



সেদিন ১৬ আষাঢ় শুক্রবার ছিলো রথযাত্রা ৷ বিভিন্ন ব্যক্তিগত সমস্যার কারণে একটু ব্যস্তই ছিলাম ৷ বেশ কিছু দিন নানান সমস্যা লেগেই ছিলো আমার পিছনে ৷ তবুও সেদিন প্রিয় শহর দেবিগঞ্জে সকাল সকাল চলে গিয়েছি রথযাত্রা উৎসব পালনের জন্য ৷ আমার নিজের বাড়ি থেকে দেবিগঞ্জ খুব দূরে নয় ৷ আবার খুব কাছেও নয় ৷ যাই হোক পাশেই বলা যায় ৷ তো প্রতিবছর দেবিগঞ্জ কারতোয়া ব্রিজের নিচের মন্দির টায় রথযাত্রা উৎসব পালন করা হয় ৷ এর আগে প্রতিবছর রথযাত্রা পালন করা হলেও আমি রথযাত্রার আসতে পারিনি ৷


IMG_20220724_155819.jpg

IMG_20220724_155704.jpg



তো সেদিন প্রিয় শহর দেবিগঞ্জে রথযাত্রা পালনের জন্য এসেছি ৷ অনেক অনেক মানুষ চারদিক দিয়ে এসেছে রথযাত্রা পালনের জন্য ৷ রাস্তা ভর্তি মানুষ আর মানুষ ৷ ঠিকঠাক ভাবে রাস্তার চলাচল করা যাচ্ছে না ৷ মানুষের ভীর আর সর্ড়কের গাড়ি ৷ সব মিলে দারুণ একটি পরিবেশ তৈরি হয়েছে ৷ আমি গিয়ে ব্রিজে দারিয়ে সব কিছু দেখতছি ৷ যদিও একবার মন্দিরে প্রবেশ করার চেষ্টা করেছি মানুষের ভীরে আর প্রবেশ করতে পারিনি ৷


IMG_20220724_155942.jpg

IMG_20220724_160117.jpg



করতোয়া নদী ৷ করতোয়া নদীর পাড়েই দেবিগঞ্জের এই মন্দির টি অবস্থিত ৷ প্রতিবছর এখানে অনেক অনেক মানুষ আসে রথযাত্রা উৎসব পালনের জন্য ৷ব্রিজের উপর দারিয়ে মন্দিরে মানুষের ভীর দেখা যাচ্ছে ভালোই ৷ আকাশটাও সেদিন মেঘলা ছিলো ৷ প্রতিবছর বনার কারণে করতোয়া নদীর পাড় ভেঙ্গে গেছে অনেক টা ৷ নদীর পাড়ে গিয়ে বেশ কিছুক্ষণ সব কাটালাম সেদিন ততক্ষণে রথ তৈরি করে রাস্তায় তুলেছে ৷


IMG_20220724_160633.jpg

IMG_20220724_160445.jpg



সকাল সকাল একটু মানুষের ভীর কম-ই ছিলো ৷ একটু বেলা হতেই মানুষের ভীর বাড়তে থাকে ৷ সঠিক সময়ে এতো মানুষ হয়ে যায় যে রথের লম্বা রশি ধরার জায়গায় নেই ৷ রথ টানার জন্য অনেক বড় দুইটি মোটা রশি দিয়েছিলো ৷ একটা পুরুষের জন্য অন্যটা মহিলাদের জন্য ৷ ঠিক রথ টানার সময় রথের দড়ি ধরার জয়গা নেই মানুষের ভীরের জন্য ৷


IMG_20220724_160928.jpg

IMG_20220724_161051.jpg



রথ টানার সময় মানুষ রথের দড়ি ধরে সামনে এগোতে থাকে ৷ এতো মানুষের ভীরে কে শোনে কার কথা ৷ রথ অনেক পিছনে মানুষ দড়ি ধরে অনেক সামনে চলে যায় ৷ উপরে কারেন্টের তার থামতে বললেও চলতে থাকে রথের গাড়ি ৷ এভাবেই রথ টানতে টানতে দেবিগঞ্জ মধ্য বাজারে নিঋে যাওয়া হয় ৷ তারপর আবার মোড়ে রথ ঘুড়িরে মন্দিরের উদ্দেশে আনা হয় ৷


IMG_20220724_161332.jpg

IMG_20220724_161504.jpg



সেদিন ছিলো মেঘলা আকাশ ৷ আকাশে মেঘ থাকায় সূর্যের আলো ছিলো না ৷ তখনকার দিনগুলো ছিলো রোদ্দুর ৷ এতো মানুষের ভীরে রোদ থাকলে অবস্থা খারাপ হয়ে যেতো ৷ যাই হোক দিনটি অনেক উৎসবমুখর ছিলো দারুণ ভাবে কাটিয়েছি রথযাত্রার সেই দিনটি ৷


IMG_20220724_161646.jpg

IMG_20220724_161843.jpg



এরপরেই রথ আবার মন্দিরের সামনে নিয়ে আসা হয় ৷ এবং আগে থেকেই মন্দিরে প্রশাদ তৈরি করে রাখা হয় ৷ রথ মন্দিরে এনে সবাইকে প্রসাদ দেওয়া হয় ৷ মানুষ প্রাসাদ নিয়ে ফিরে যায় বাড়িতে ৷ এতো কিছুর মাঝে অনেক সময় চলে যায় ৷ সকালে আসলেও বাড়ি ফিরি বিকাল চার টায় ৷দিনটি দারুণ ভাবে উপভোগ করি আমি সেদিন ৷ অনেক সুন্দর এবং ভালো দিন ছিলো আমার ৷ ব্যস্ততা কারণে সেদিনের রথযাত্রার কথা এবং আলোকচিত্র গুলো আমার, আজ আপনাদের সবার সাথে শেয়ার করলাম ৷


IMG_20220724_162017.jpg



তো বন্ধুরা আজ এতটুকুই ছিলো আপনাদের সাথে শেয়ার করার ৷ আশা করি সবার ভালো লাগবে আমার তোলা রথযাত্রার কিছু আলোকচিত্র ৷ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ৷ আমার বাংলা ব্লগ প্রিয় কমিউনিটি এবং কমিউনিটির সবার জন্য ভালোবাসা অবিরাম ৷

ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ৷

আপনার মন্তব্য করতে ভুলবেন না



পোষ্ট বিবরণঃ

E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiF4nkVKP1PC25WhWdSqY9SQf2TJzmqgxFMWjuNkHw5XsLARCErjQCJttWSghQwHW7kfJkYrX4c4pCtiTfa...HWK2gGpEFGB8xQqyomTH1nvn7CPz2SMnooXwX61WyzcpU63uoNSxy8gfgvGdwRzK9nB2bEQrLPQvvnQVp6n6xDEV7NQgpdcANjWF3XJwB2tbgXcKKDcWfvHLG6.png

পোষ্টরথযাত্রার দিন
ক্যামেরারিয়েলমি সি এগারো
ফটোগ্রাফিনিরব
তারিখ২৪ জুলাই ২০২২ ইং
লোকেশনW3W

ধন্যবাদ সবাইকে


qPJmwNUkWBAaDEoDjHMPfsMwgtrUZt8qa7V155BbYgaJXAz4pZwywE4FaJ933CY3zyeD41FdsmYEbsfztVMfmL4i2uZXsVY7VoFbuEedar8udNUXCcQCG9XRuhV8Gj...3iwASFwMBbi7BA5S2V89LofjuFTKah5sZ2wf2r3wr83WLEWbFVdg9txP1gCQL4GtJhgetWKoxndqvzgDgD3AiXTSnufFdmQ8mUuxX4nNpkE2UYgchsMeksBUDK.gif

Sort:  
 2 years ago 

আমার বাংলা ব্লগ

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57979.07
ETH 3124.67
USDT 1.00
SBD 2.36