পেপার কাটিং

in আমার বাংলা ব্লগ2 months ago

IMG20240712205703_00.jpg

কাগজের তৈরি নকশা ডিজাইন ৷


শুভ রাত্রি..

হ্যালো বন্ধুরা...কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজও আপনাদের মাঝে চলে আসলাম , আজকে আমি আপনাদের মাঝে আমার তৈরি নতুন একটি পেপার কাটিং ডিজাইন শেয়ার করবো ৷ আশা করি আমার এই পেপার কাটিং ডিজাইনটি আপনাদের সবার ভালো লাগবে ৷

আসলে আজ সকাল থেকেই টুপটাপ বৃষ্টি হচ্ছে ৷ এই বৃষ্টির মাঝে ঘরে বসে থাকতে তেমন ভালো লাগছে না ৷ যদিও দুপর এবং বিকালের দিকে তেমন একটা বৃষ্টি ছিলো না ৷ তবে সন্ধ্যার পর সেই একই অবস্থা ৷ আজ দিনের সারাটা বেলা প্রায় ঘুমিয়ে বসে কাটিয়ে দিলাম ৷ বিকেলের দিকে যদিও একটু বাইরে ঘুরতে যাওয়ার ইচ্ছে ছিলো , তবে টুপটাপ বৃষ্টির জন্য বাইরে যাওয়া হয়নি ৷ তাই আবার ঘরে বসেই সময়টা কাটিয়ে দেওয়ার চেষ্টা করলাম , ছোট এই কাজটি মাধ্যমে ৷ অনেকদিনই হলো পেপার কাটিং করি না ৷ আজ ভাবলাম কিছু একটা করা যাক ৷ তাই পেপার আর কাঁচি নিয়ে বসে পড়লাম ৷ এবং ইচ্ছে মতো একটি ডিজাইন এঁকে নিয়ে পেপার কাটিং ডিজাইন তৈরি করলাম ৷ আশা করি এটি আপনাদের সবার ভালো লাগবে ৷


কাগজের তৈরি নকশা


প্রয়োজনীয় উপকরণঃ

  • রঙিন পেপার ,
  • পেন্সিল ,
  • রাবার এবং
  • কাঁচি ৷


কাটিং প্রক্রিয়াঃ


IMG20240712202607_00.jpg

IMG20240712202914_00.jpg


শুরুতে আমি একটি পেপার কেটে নিয়েছি ৷


IMG20240712202933_00.jpg

IMG20240712203017_00.jpg


এরপর সেটি ভাজ করার পালা ৷ কয়েকটি ভাজে পেপারটি সমান ভাবে ভাঁজ করে নিতে হবে ৷


IMG20240712203037_00.jpg

IMG20240712203110_00.jpg


আমি পেপার টি সমান ভাবে ভাঁজ করে নিয়েছি ৷ ছবি গুলো দেখলে পেপারের ভাঁজ গুলো বুঝতে পারবেন আশা করি ৷


IMG20240712203203_00.jpg

IMG20240712204854_00.jpg


এরপর উপরের বাড়তি অংশ কেটে ফেলে মন মতো ডিজাইন একে নিয়েছি পেন্সিল দিয়ে ৷


IMG20240712205434_00.jpg

IMG20240712205505_00.jpg


এবার কাটিং করার পালা ৷ ডিজাইন অনুযায়ী ধীরে ধীরে কাচি দিয়ে কাটিং করে নিতে হবে ৷


IMG20240712205523_00.jpg

IMG20240712205540_00.jpg


কাটিং শেষ হলে পেপারের ভাঁজ গুলো আস্তে আস্তে খুলে নিতে হবে ৷


IMG20240712205634_00.jpg

IMG20240712205658_00.jpg


পেপারের ভাঁজ গুলো খুলতেই এই ডিজাইনটি সামনে আসবে ৷


IMG20240712205651_00.jpg

IMG20240712205613_00.jpg


তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন ৷ আশা করি আমার তৈরি কাগজের নকশা ডিজাইন টি আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে পোস্টটি দেখার জন্য ৷



পেপার কাটিং
ক্যামেরাঃ realme C11
কাটিং/ক্যাপচারঃ nirob70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 12 jul 2024


ধন্যবাদ সবাইকে



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


20230619_2027351.gif


Sort:  
 2 months ago 

আসলে বৃষ্টির দিনে বাইরে বেরোতে একটু ঝামেলাই হয়। তবে বৃষ্টি পড়লে ঘুমটা বেশ দারুন হয়। কিন্তু যাদের দিনগুলো ব্যস্ততার মধ্যে কাটে তাদের বিষয়টা আবার আলাদা। যাইহোক পেপার কাটিং করে আপনার তৈরি করার ডিজাইনটি বেশ ভালোই হয়েছে। দেখতেও বেশ ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে পেপার কাটিং করে এই সুন্দর একটি ডিজাইন তৈরি করার প্রসেস টা আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য।

 2 months ago 

আমার তৈরি পেপার কাটিং ডিজাইন আপনার কাছে ভালো লেগেছে জেনে ভীষণ ভালো লাগলো ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে

 2 months ago 

পেপার কাটিং ডিজাইনটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর একটি ডিজাইন আমাদের মাঝে শেয়ার করলেন দেখে ভালো লাগলো।

 2 months ago 

ধন্যবাদ আপনাকে , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 2 months ago 

আমাদের এদিকেও কয়দিন টানা বৃষ্টি হয়েছে। আজকে অবশ্য বৃষ্টি একটু কম ছিল। হালকা রোদের দেখা পেয়েছিলাম। ভাইয়া আপনার শেয়ার করা পেপার কাটিং খুবই সুন্দর হয়েছে। সাদা রংয়ের পেপার কাটিংটি দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগছে ভাইয়া।

 2 months ago 

ধন্যবাদ আপু ,আপনার সুন্দর মন্তব্য পড়ে ভীষণ ভালো লাগলো ৷

 2 months ago 

আপনি খুব সুন্দর করে কাগজ কেটে ফুল তৈরি করেছেন। আপনার কাগজ কেটে ফুল তৈরি করার প্রক্রিয়া বেশ দুর্দান্ত হয়েছে। কাগজ কেটে ফুল তৈরি করলে দেখতে খুব সুন্দর লাগে। আপনি চমৎকার একটা পেপার কাটিং ডিজাইন আমাদের মাঝে শেয়ার করেছে। ডিজাইনটি বেশ সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে ‌।

 2 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

 2 months ago 

আপনি চমৎকার একটা পেপার কাটিং ডিজাইন আমাদের মাঝে শেয়ার করেছে। ডিজাইনটি আমার কাছে চমৎকার লেগেছে। ধন্যবাদ ভাই আপনাকে অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 2 months ago 

আজকের ওয়েদারটা ঘুমানোর জন্য একটা পারফেক্ট ওয়েদার ছিল । এরকম টিপটিপ বৃষ্টি পড়লে তখন বাইরে যাওয়ার থেকে ঘুমোতে ভালো লাগে । ঘুমিয়ে কাটিয়েছেন ভালোই করেছেন । তারপরও সময় করে সুন্দর একটি পেপার কাটিং নকশা তৈরি করেছেন । সাদা কালার কারণে নকশাটি দেখতে অনেক বেশী সুন্দর লাগছে । এ ধরনের নকশাগুলো কিন্তু ভালোই লাগে দেখতে ।

 2 months ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 2 months ago 

পেপারের ভাজে দারুন পেপার কাটিং ডিজাইন তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে। ছোট ছোট অংশে পেপার কেটেছেন বলে দেখতে আরো বেশি ভালো লাগছে যাই হোক আপনার কাজের দক্ষতা শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

 2 months ago 

গতকাল সকালে আমাদের এখানেও প্রচুর বৃষ্টি হয়েছে। বিশেষ করে ঢাকা শহর প্রায় পানির নিচে ডুবে যাওয়ার মত অবস্থা। যাইহোক ভাইয়া আপনার আজকের কাগজ কেটে নকশাটি তৈরি করা কিন্তু খুব সুন্দর হয়েছে। এই নকশাগুলো খুব সহজেই তৈরি করা যায়। কিন্তু দেখতে খুব ভালো লাগে। ডিজাইনটি খুব চমৎকার কেটেছেন।

 2 months ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 2 months ago 

অনেক দিন পর আপনার পেপার কাটিং পোস্ট দেখতে পেয়ে ভালো লাগলো। আপনি ভাজে ভাজে তুলে ধরেছেন। এরপর এঁকে নিয়ে খুব সুন্দরভাবে কেটে নিলেন।সত্যি কাগজের ভাজ খুলে নেয়ার পর খুব সুন্দর নকশা বেরিয়ে এলো। দারুন লেগেছে আমার কাছে।ধন্যবাদ ভাইয়া সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 months ago 

অসংখ্য ধন্যবাদ আপু আপনার এমন সুন্দর মন্তব্যের জন্য ৷

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 59035.93
ETH 2519.79
USDT 1.00
SBD 2.47