ছোট-বেলা ৷ ১০% লাজুক খ্যাকের জন্য..

in আমার বাংলা ব্লগ2 years ago
সবাইকে স্বাগতম আমার বাংলা ব্লগে
আমি @nirob70 বাংলাদেশে থেকে ৷ আজ শুক্রবার আপনাদের মাঝে আবারও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম ৷ আজকের ব্লগটির শিরোনাম ছোট বেলা৷

pexels-pixabay-356147.jpg

লিংক এখানে

ছোট বেলায় অনেক ভাবতাম কবে বড় হবো ৷ খুব তারাতারি বড় হওয়ার ইচ্ছে করতো ৷ বড় হওয়া নিয়ে অনেক অভিযোগ ছিলো নিজের মধ্যে ৷ কেনো আমি তারাতারি বড় হই না ? বড় হলে আমি স্বাধীন হবো , নিজের ইচ্ছে ঘুরবো , যেখানে ইচ্ছে যেতে পারবো ৷ কেনো বাধা থাকবে না ৷ বড় হলে কত রঙ্গীন দিন কাটাতে পারবো ৷যা খুশি করতে পারবো ৷ ওহ হ কবে যে বড় হবো কে জানে ৷ বড় হলে আর প্রতিদিন স্কুল যাওয়ার চিন্তা থাকবে না ৷কথাও যেতে ইচ্ছে হলে বাড়ির বড় কাউকে নিতে হবে না , একাই যেতে পারবো ৷বড় হলে নিজের অনেক টাকা থাকবে ৷বাবার কাছে বার বার চকলেট খাওয়ার টাকা চাইতে হবে না ৷ আরো অনেক ভাবনা ছিলো, ছোট বেলায় বড় হওয়া নিয়ে ৷
45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZtm3HURy4wug6Rz8y8y6urHgoeNpqLzWBZX71ZQU3cWrxUjsnCvK7pardjuDoZhfdbhtdYnzxR7KQVCCb...jJcNoSTyF6ap16wMcpHWG1B7ct3gbAnyQRBJFS4kGaYLCJma48KYAjZvNjxcLmsnWXmy6YCuW6UqhhWmjy69pk85FxCYBrtaPdBBesYQ15B984GVA7qTBu19FU.png
আজ একটু বড় হয়ে আর বড় হতে ইচ্ছে করে না ৷ বড় হওয়ার ইচ্ছে টা চলে গেছে ৷ এখন শুধু ভাবি ছোট বেলার ফেলে আসা দিনগুলির কথা ৷ যেদিন থেকে একটু বুঝতে শিখেছি , বাস্তবতা কি জানতে পেরেছি , সেদিন থেকে আর বড় হওয়ার ইচ্ছে করে না ৷ ছোট বেলায় ফিরে যেতে মন চায় ৷ যত দিন যায় ততো যেনো বড় হওয়ার কষ্ট গুলো অনুভব করতে পারি ৷ বড় হয়ে এখন ভাবি ছোট বেলার ফেলে আসা রঙ্গীন দিনগুলির কথা ৷ কত মধুর ছিলো ছোট বেলার দিনগুলো ৷ কেনো চিন্তা ছিলো না , ভাত খেতাম , খেলতাম আর ঘুরতাম ৷ জীবনের প্রথম ধাপটিই এখন সুখের ও মধুর মনে হয় ৷দিনে দিনে যদি বড় না হয়ে ছোট হতাম তাহলে কত যে ভালো হতো ৷ এতো চিন্তা ভাবনা আর কষ্ট থাকতো না ৷ বড় হয়ে এখন ছোটবেলায় ফিরে জেতে মন চায় ৷

IMG_20220218_221803.jpg

লিংক এখানে

একটু বড় হওয়ার পর থেকেই বাস্তবতা বুঝতে পারি ৷ যে বয়সে শুধু খেলাধুলা নিয়ে চিন্তা করার কথা,সে বয়সে টাকা আর পরিবারের চিন্তা করতে হয় ৷মানুষ বলেঃ এ বয়সে তোর কিসের চিন্তা ? খাবি দাবি আর ঘুরবি ৷ তুই তো ছেলে মানুষ ৷ আর অন্য দিকে বাস্তবতা বলেঃ আর কত দিন পরিবারের দিয়ে চলবি ?নিজে কিছু একটা কর ৷ বড় তো কম হসনি ৷বাস্তবতা বার বার বলে দেয় জীবেন মানে ৷ মধ্যবিত্ত পরিবারের সন্তানদের এতো আবেগ প্রেমি হওয়া যায় না ৷ মধ্যবিত্তদের জীবনে বিলাশিলতার থেকে বাস্তবতা থাকাটা বেশি দরকারি ৷জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবতাকে মানিয়ে চলতে হয় ৷তাই তো আর বড় হওয়া ইচ্ছে করে না ৷ এটুকু বয়সে অনেক কিছুই বুঝতে পেরেছি ৷ বুঝতে পেরেছি জীবনের মানে ৷
45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZtm3HURy4wug6Rz8y8y6urHgoeNpqLzWBZX71ZQU3cWrxUjsnCvK7pardjuDoZhfdbhtdYnzxR7KQVCCb...jJcNoSTyF6ap16wMcpHWG1B7ct3gbAnyQRBJFS4kGaYLCJma48KYAjZvNjxcLmsnWXmy6YCuW6UqhhWmjy69pk85FxCYBrtaPdBBesYQ15B984GVA7qTBu19FU.png
বাস্তবতা অনেক কঠিন ৷ ছোট বেলার কাল্পনিক ভাবনা গুলির মতো জীবন এতো সহজ নয় ৷ জীবন বড়ই কঠিন ৷ বাস্তবতাকে মানিয়ে নিয়ে চলতে হয় ৷ যদিও কখনো কখনো বাস্তবতাকে মেনে নেওয়া যায় না , তবুও মেনে নিতে হয় ৷ ছোট বেলার সাজানো ভাবনা গুলি বাস্তবতা কাছে বড়ই কঠিন ৷ জীবনের আশা আর স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম আর অধ্যবাস করতে হয়,যেগুলি ছোট বেলায় খুব সহজে ভাবা যেতো ৷ জীবনের সুখ টুকু ছোট বেলার অবুঝ সময়েই ছিলো ৷যা আর ফিরে আসার নয় ৷ ছোটবেলা

ধন্যবাদ সবাইকে

image.png

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZtm3HURy4wug6Rz8y8y6urHgoeNpqLzWBZX71ZQU3cWrxUjsnCvK7pardjuDoZhfdbhtdYnzxR7KQVCCb...jJcNoSTyF6ap16wMcpHWG1B7ct3gbAnyQRBJFS4kGaYLCJma48KYAjZvNjxcLmsnWXmy6YCuW6UqhhWmjy69pk85FxCYBrtaPdBBesYQ15B984GVA7qTBu19FU.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

qPJmwNUkWBAaDEoDjHMPfsMwgtrUZt8qa7V155BbYgaJXAz4pZwywE4FaJ933CY3zyeD41FdsmYEbsfztVMfmL4i2uZXsVY7VoFbuEedar8udNUXCcQCG9XRuhV8Gj...3iwASFwMBbi7BA5S2V89LofjuFTKah5sZ2wf2r3wr83WLEWbFVdg9txP1gCQL4GtJhgetWKoxndqvzgDgD3AiXTSnufFdmQ8mUuxX4nNpkE2UYgchsMeksBUDK.gif

আমার বাংলা ব্লগ

ডিসকোর্ড লিংক

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

image.png

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58679.35
ETH 3155.04
USDT 1.00
SBD 2.44