নাটক রিভিউ || টাকার খেলা

in আমার বাংলা ব্লগ2 years ago

Screenshot_2022-08-12-20-23-26-79.jpg

ছবি স্ক্রিনশর্ট: ইউটিউব



হ্যালো বন্ধুরা.. সবাইকে স্বাগতম,
আমার বাংলা ব্লগে
আজ শুক্রবার ১২ আগস্ট ২০২২ ইং
বাংলা ২৬ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ



প্রিয় বন্ধুরা আমার, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন ৷ আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি ৷ আজ শুক্রবার ২৬ শ্রাবণ ৷ তো চলে আসলাম আপনাদের মাঝে আবারও নতুন একটি নাটক রিভিউ পোষ্ট নিয়ে আমি নিরব বাংলাদেশ থেকে ৷ আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার প্রিয় অভিনেতা মোশারফ করিমের একটি নতুন নাটক ৷মোশারফ করিম ভাইয়ের কম বেশি সব নাটক-ই আমি দেখি ৷ কারণ মোশারফ করিম ভাইয়ের নাটক গুলো আমার অনেক ভালো লাগে , আমার প্রিয় একজন অভিনেতা তিনি ৷ তার-ই একটি নাটক নিয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করবো ৷ আশা করি সম্পূর্ণ পোস্টটি পড়বেন এবং আপনাদের ভালো লাগবে ৷ যদিও সময়ের ব্যবধানে নাটক কিংবা মুভি দেখা আগের তুলনায় অনেকটাই কমে গেছে ৷ তবুও ব্যস্ততা শেষে একটু এতটু নাটক দেখা আজও চলছে ৷ চলুন আজ আপনাদের সাথে শেয়ার করি আমার দেখা মোশারফ করিমের টাকার খেলা নাটকটি ৷


💢 টাকার খেলা 💢


Screenshot_2022-08-12-20-42-13-95.jpg

নাটকের গুরুত্বপূর্ণ তথ্য


নাটকের নামটাকার খেলা
পরিচালকমোহন আহমেদ
অভিনয়েমোশাররফ করিম , সালহা খানম নাদিয়া , শামিম আহমেদ , খলিলুর রহমান কাদেরি , এম কে এইচ পামির , মুকুল জামিল , সুমন আহমেদ ইত্যাদি ৷
রিলিজড০৯ জুলাই ২০২২
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
ডুরেশন৪৬ মিনিট

নাটকের লিংক ইউটিউব



কাহিনী সংক্ষেপে


Screenshot_2022-08-12-20-42-42-06.jpg

Screenshot_2022-08-12-20-32-47-20.jpg



নাটকের শুরতেই দেখানো হয় মোশাররফ করিম ভগবানের কাছে এক বস্তা টাকা চাচ্ছে ৷ ঘরে , মাঠে , মন্দিরে সব জায়গায় শুধু ভগবানের কাছে প্রার্থনা করছে এক বস্তা টাকার জন্য ৷ ঘুমাতে গিয়েও মোশাররফ করিমের একটাই চাওয়া ভগবানের কাছে শুধু এক বস্তা টাকা ৷মাঠে-ঘাটে , রাস্তায় , চায়ের দোকানে এমনি কি ভাত খেতে খেতে কান্নার সাথে ভগবানের কাছে প্রার্থনা করছে এক বস্তা টাকার জন্য ৷ মোশাররফ করিমের স্ত্রী চা নিয়ে মোশাররফ করিমের সামনে এসে তাকে চা নেওয়ার জন্য বলে সেই সময়ও মোশাররফ করিম ব্যস্ত ভগবানের কাছে এক বস্তা টাকা চাওয়াতে ৷ প্রথম পর্ব নাটকে শুধু মোশাররফ করিমের এক বস্তা টাকা চাওয়ার প্রার্থনাই দেখা গেছে ৷

Screenshot_2022-08-12-20-58-46-91.jpg

Screenshot_2022-08-12-21-00-54-36.jpg


এরপর দেখানো হয় ভগবানকে ৷ অনেকটা বিরক্ত হয়ে জান তিনি ৷ এক সময় মোশাররফ করিম এর এক বস্তা টাকা চাওয়ার প্রার্থনা তিনি গ্রহণ করেন এবং মোশাররফ করিমকে এক বস্তা টাকা দেওয়ার জন্য রাজি হন ৷ মোশাররফ করিম মাঠে শুয়ে আছে এবং ভগবানের কাছে এক বস্তা টাকার প্রার্থনা করতেছে , হঠাৎ আকাশ থেকে এক বস্তা টাকা মোশাররফ করিমের পাশে পড়ে ৷ এবং মোশাররফ করিম এক বস্তা টাকা পেয়ে যান এবং অনেক খুশি হন ৷

Screenshot_2022-08-12-21-12-07-98.jpg


এরপর দেখানো হয় মোশাররফ করিমের টাকা গনার কিছু দৃশ্যে ৷ মোশাররফ করিম অনেক টাকা পেয়েছে ৷ রাতে দরজা লাগিয়ে টাকা গুনতে থাকেন ৷ মোশাররফ করিমের স্ত্রী খেতে ডাকলে মোশাররফ করিম বলেন সে খাবে না ৷এর স্ত্রী দরজা ফুটো দিয়ে দেখেন মোশাররফ করিম অনেক টাকা গুনতেছে৷ মোশাররফ করিম ৪০ লক্ষ টাকা পেয়েছেন ৷ এরপর তিনি ভাবেন এর অর্ধেক ২০ লক্ষ টাকা গরিব দুখি মানুষের মাঝে বিলিয়ে দিবেন , এভাবে ভাবতে ভাবতে মোশাররফ করিম ঠিক করেন ২৫শ টাকা তিনি অন্ধ মানুষের মাঝে বিলিয়ে দিবেন ৷

Screenshot_2022-08-12-21-17-01-03.jpg

Screenshot_2022-08-12-21-29-06-60.jpg


এরপর দেখানো হয় নতুন একটি দৃশ্যে মোশাররফ করিম অন্ধ এবং আরো চার জন অন্ধ মানুষ ৷ পাচ অন্ধ একসাথে ভিক্ষা করতে শুরু করেন ৷ একসময় ভিক্ষা করতে করতে তারা পাচ জন মোশাররফ করিম এর বাড়িতে চলে আসে ৷ এরপর মোশাররফ করিম পাচ জন অন্ধ মানুষকে পাচ করে মোট পচিশ টাকা দান করেন ৷ এরপর সেই টাকা নিয়ে পাচ জন অন্ধ পুকুর পাড়ে আসে টাকা ভাগাভাগি করতে ৷এরপর টাকা ভাগাভাগি হয় এবং সেই টাকা অন্য আরেক জন নিয়ে যায় এতে অন্ধের লিডার মার খায় বাকি চার জন টাকা না পাওয়া ৷

Screenshot_2022-08-12-21-51-00-62.jpg


এরপর দেখানো হয় মোশাররফ করিমকে , তিনি অনেক টাকা পেয়ে বিভিন্ন ভাবনা ভাবত থাকেন ৷ অনেক টাকা পেয়েছেন তিনি এটাকা দিয়ে কথায় কিভাবে সুখে শান্তিতে থাকবে সেই ই অল্পনা জান্পনা করতে থাকনে ৷ এরপর টাকার বাক্সে খুলে দেখেন টাকা নেই ৷ তার স্ত্রী টাকা নিয়ে চলে গেছেন ৷ তার স্ত্রীকে খুন করে আবার অন্য জন নিয়ে নেয় ৷ তাকে আবার খুন করে অন্যজন নিয়ে নেয় ৷ এভাবেব টাকা জন্য অনেক খুন হতে থাকে ৷

Screenshot_2022-08-12-21-52-52-37.jpg

Screenshot_2022-08-12-21-53-51-51.jpg



সব শেষে বিষয়টি ভগবানের কাছে যায় ৷ ভগবান ভাবেন টাকার জন্য অনেক প্রাণ যাচ্ছে ৷ এতে এক বস্তা টাকা না দেওয়ায় ঠিক কাজ হবে ৷ তখন ভগবান আবার টাকা ফিরিয়ে দেয় ৷ এবং মোশাররফ করিম টাকা পাওয়ার সেই দৃশ্যে নিয়ে যাওয়া হয় ৷ এবং এখানেই নাটকটি সমাপ্ত করার হয় ৷

আমার মতামত

টাকার খেলা মোশাররফ করিম এর নাটকটি আমার ব্যক্তিগত ভাবে অনেক ভালো লেগেছিলো ৷ এখানে আমার মনে হয়েছিলো বাস্তবতা ভিত্তিক একটি নাটর ৷ নাটকের মাধ্যমে প্রকাশ পেয়েছে টাকার গুরুপ্ত ৷ টাকার জন্য মানুষ মানুষকে খুন করতেও পিছু হাটে না ৷ টাকার জন্য মানুষ মানুষের মানুষত্য ভুলে যায় ৷ সব মিলে অনেক ভালো ছিলো নাটকের গল্পটি ৷ এবং অভিনয়ের দিক দিয়েও ছিলো অনেক সুন্দর ৷ মোশাররফ করিম এর অভিনয়ের কমতি ছিলো না ৷ সব শেষে আমার মনে হয়েছিলো টাকার খেলা নাটকটি ছিলো দারুণ ৷


রেটিং


পরিচালনা০৮
কাহিনী০৯
অভিনয়০৮


ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ৷

বন্ধুরা সম্পূর্ণ নাটকটি নিজের ভাষায় লিখেছি ৷ আপনার আশা করে ভালোই লাগবে ৷ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ আবার কথা হবে পরবর্তী ব্লগে ৷ আজ এখানেই বিদায় ৷

আপনার মন্তব্য করতে ভুলবেন না

E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiF4nkVKP1PC25WhWdSqY9SQf2TJzmqgxFMWjuNkHw5XsLARCErjQCJttWSghQwHW7kfJkYrX4c4pCtiTfa...HWK2gGpEFGB8xQqyomTH1nvn7CPz2SMnooXwX61WyzcpU63uoNSxy8gfgvGdwRzK9nB2bEQrLPQvvnQVp6n6xDEV7NQgpdcANjWF3XJwB2tbgXcKKDcWfvHLG6.png

ধন্যবাদ সবাইকে


qPJmwNUkWBAaDEoDjHMPfsMwgtrUZt8qa7V155BbYgaJXAz4pZwywE4FaJ933CY3zyeD41FdsmYEbsfztVMfmL4i2uZXsVY7VoFbuEedar8udNUXCcQCG9XRuhV8Gj...3iwASFwMBbi7BA5S2V89LofjuFTKah5sZ2wf2r3wr83WLEWbFVdg9txP1gCQL4GtJhgetWKoxndqvzgDgD3AiXTSnufFdmQ8mUuxX4nNpkE2UYgchsMeksBUDK.gif

Sort:  
 2 years ago 

মোশারফ করিমের নাটক সব সময় খুবই অস্থির হয় এর নাটক খুবই চমৎকার এবং হাস্যকর হয়ে থাকে। আজ আপনি টাকার খেলা নাটকটি টিভি আমাদের মাঝে শেয়ার করেছেন একসময় সুযোগ করে দেখে নেব।

 2 years ago 

হুমম আপু সত্যিই মোশাররফ করিমের নাটক গুলো চমৎকার এবং হাস্যকর হয়ে থাকে ৷ ধন্যবাদ আপনাকে , আপনার মন্তব্য করার জন্য

 2 years ago 

মোশারফ করিম একজন জাত অভিনেতা।তাকে যে চরিত্রই দেওয়া হউক না কেনো সে চরিত্রের সাথে মানিয়ে নিতে।আর নাটকের কনসেপ্ট টি ভালো লাগছে।সাথে আপনার রিভিউ সুন্দর ছিলো।

 2 years ago 

হুমম ঠিক বলেছেন ৷ ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য

 2 years ago 

মোশারফ করিমের এই নাটকটি যদিও এখন পর্যন্ত দেখা হয়নি তবে ফেসবুকে খন্ড খন্ড আকারে কয়েকটি পর্ব দেখেছি আমার কাছে খুবই ভালো লেগেছে। সংক্ষিপ্ত আকারে আমাদের মাঝে নাটকটি তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

সম্পূর্ণ নাটকটি দেখবেন আশা করি ভালোই লাগলে ৷ ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 69076.52
ETH 2742.00
USDT 1.00
SBD 2.72