বাঁশির ম্যান্ডেলা আর্ট
আজ ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ইং
প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন ৷ আমিও বেশ ভালোই আছি ৷ তো প্রতিদিনের মতো আপনাদের মাঝে আবারও নতুন একটি বাংলা ব্লগ নিয়ে হাজির হয়েছি , আমি নিরব বাংলাদেশ থেকে ৷ আজ আমি আপনাদের সাথে আমার একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করবো ৷ আশা করি আমার আর্ট আপনাদের কাছে ভালো লাগবে ৷ আসলে ম্যান্ডেলা আর্ট গুলো করতে এবং দেখতে আমার খুবই ভালো লাগে ৷ আমার বাংলা ব্লগ কমিউনিটিতে অনেকেই আছে যারা প্রতিনিয়ত দারুণ সব ম্যান্ডেলা আর্ট শেয়ার করে ৷ তো তাঁদের দেখে আমার এই ক্ষুদ্র চেষ্টা ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷
প্রয়োজনীয় উপকরণঃ
পেন্সিল-রাবাট, রঙ্গিন কালো কলম ,
রুল কম্পাস ও চাঁদ ৷
অঙ্কনের বিবরণঃ
প্রয়োজনীয় উপকরণ গুলো নিয়ে অঙ্কনের কাজ শুরু করতে হবে ৷
শুরুতে স্কেলের সাহায্য পাশাপাশি দুইটি দাগ টেনে নিতে হবে ৷ এবং বাঁশি মতো আঁকার দিতে হবে ৷ এরপর ভিতরে ছোট ছোট পাঁচটি বৃত্ত অঙ্কন করতে হবে ৷
ধাপ-তিনঃ এখানে বাশিটি ম্যান্ডেলা আর্ট করতে হবে ৷ আমি বিভিন্ন ভাবে বাঁশিটি সাজিয়ে নিয়েছি ৷
এরপর বাশির সৌন্দর্য বারাতে বাঁশিতে দুইটি ফুল অঙ্কন করে দিয়েছি পেন্সিল দিয়ে ৷
পেন্সিল অঙ্কন পর কালো রঙ্গিন কলম দিয়ে পুনরায় সুন্দর ভাবে দুইটি ফুল অঙ্কন করি ৷
এই ধাপে আমি বাশির আরো নতুন একটি ফুলের ম্যান্ডেলা আর্ট করতে শুরু করি ৷
রুল কম্পাস এর সাহায্য কিছু বৃত্ত অঙ্কন করি ৷ এবং ধাপে ধাপে ফুলের ম্যান্ডেলা আর্ট করি ৷
ধন্যবাদ আপনাকে পোস্টটি সময় নিয়ে পড়ার জন্য ৷ পোস্টটি আপানার কাছে কেমন লেগেছে আশা করি মন্তব্য করে জানাবেন ৷ ভালো থাকবেন সুস্থ থাকবে ৷ কথা হবে পরবর্তী ব্লগে ৷
পোস্ট বিবরণ
বিষয় | বাঁশির ম্যান্ডেলা আর্ট |
---|---|
ক্যামেরা | realme C11 |
আর্ট & ফটোগ্রাফি | @nirob70 |
লোকেশন | বাংলাদেশ |
তারিখ | ০৪ ফেব্রুয়ারী ২০২৩ ইং |
ধন্যবাদ সবাইকে
VOTE @bangla.witness as witness
OR
আমার বাংলা কমিউনিটি তে এতো সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্ট কিংবা রঙ্গিন কাগজ দিয়ে তৈরি যেকোন জিনিস দেখতে অসাধারণ সুন্দর লাগে।আপনি অনেক সুন্দর করে একটি বাঁশির ম্যান্ডেলা আর্ট করেছেন দেখতে অসাধারণ সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি বাঁশির ম্যান্ডেলা আর্ট শেয়ার করার জন্য।
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
ভাইয়া আপনি নাকি আঁকতে পারেন না?? খুব সুন্দর একটি বাঁশির ম্যান্ডেলা তো এঁকে ফেললেন, দারুন হয়েছে দেখতে।আপনার উপস্থাপনা খুব ভাল হয়েছে। ধাপে ধাপে তুলে ধরেছেন এজন্য অনেক ধন্যবাদ আপনাকে। অনেক সময় ও ধৈর্য নিয়ে এসব ম্যান্ডেলা গুলো আঁকতে হয়। অনেক ধন্যবাদ সুন্দর এই বাঁশির ম্যান্ডেলাটি আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য। অনেক অভিনন্দন রইলো আপনার জন্য।
আজকে আপনি খুব চমৎকার বাঁশির ম্যান্ডেলা আর্ট করেছে। দেখে খুব ভালো লাগলো আর্ট বেশ নিখুঁত হইছে। আমিও কদিন আগে বাঁশির ম্যান্ডেলা পোস্ট করেছি। আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতার সহকারে মেন্ডেলা আর্ট সম্পন্ন করেছেন এবং আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। এত চমৎকার আর্ট পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
বাঁশির ম্যান্ডেলা আর্ট দেখে তো মনে হচ্ছে আপনার আর্ট করা বাঁশির সুরে আপনার প্রেয়সী চলে আসবে ভাইয়া। আপনি কিন্তু দারুণ এঁকেছেন। খুব সুন্দর হয়েছে দেখতে। আসলে বাঁশি দেখতে সব সময় ভালো লাগে। আর যদি এত সুন্দর আর্ট হয় তাহলে দেখতে আরো বেশি ভালো লাগে।
দারুন একটি বাশির ম্যান্ডেলা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার আজকের এই এত সুন্দর একটি বাঁশির ম্যান্ডেলা আর্ট দেখার মধ্য দিয়ে জানতে পারলাম আপনার মধ্যে রয়েছে সুপ্ত প্রতিভা এই বিষয়ে। আশা করি আপনার এই সুপ্ত প্রতিভা বিকশিত হবে এবং আপনি তা ভালোভাবেই কাজে লাগাবেন
বাঁশি একটি চমৎকার বাদ্যযন্ত্র, এটির সাথে ম্যান্ডেলা দেয়াতে আরো বেশি ইউনিক এবং চমৎকার লাগছে, মনে হচ্ছে বাঁশিটি মধুর সুরে বাজছে এবং তার পিছন থেকে ম্যান্ডেলাটি ফুটে উঠেছে সুরে সুরে।
আপনি খুব চমৎকার ভাবে বাঁশির ম্যান্ডেলা আর্ট করেছেন ভাইয়া। খুবই আকর্ষণীয় লাগছে ভাইয়া দেখতে। আর ডিজাইন টাও খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ এত সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।