কাগজ দিয়ে নকশা তৈরি / ০১steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগlast year

Picsart_23-04-21_20-23-12-106.jpg

হ্যালো বন্ধুরা আমার..

কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালোই আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , নতুন কিছু শেয়ার করতে ৷ আশা করি ভালো লাগবে আপনাদের সবার ৷

কয়েক দিন ধরে আবারও একটু ব্যস্ত সময় পার করছি ৷ সময়ের এই ছুটে চলা আর একটু ব্যস্ততার জন্য সব এলোমেলো হয়ে আছে , সব কিছু গুয়েছি নিতে একটু সমস্যা হচ্ছে ৷ গতকাল এক জায়গায় গিয়েছিলাম , আজ ফিরতে ফিরতে বিকেল হয়ে গেছে ৷ এসেই ঘুমিয়ে পড়েছিলাম , খুব ক্লান্ত ৷ সন্ধ্যায় উঠে হাত মুখ ধুয়ে বসে পড়লাম টেবিলে ৷ আর বসে বসে আনমনে এই ডিজাইন টা করলাম ৷ কেমন হয়েছে আপনারাই বলবেন ৷ তবে আমার কাছে বেশ ভালোই লেগেছে ৷

এমন নকশা কাটিং করার জন্য পাতলা কাগজ অনেক সুবিধার ৷ পাতলা কাগজ সুন্দর ভাবে ভাঁজ করা যায় ৷ এবং কাঁচি দিয়েও সুন্দর ভাবে কাটিং করা যায় ৷ আমি একটি সাদা পাতলা কাগজ নিয়ে নিয়েছি , সাথে একটি কলম এবং কাঁচি ৷ চলুন তাহলে এবার দেখে আসি বাকি প্রক্রিয়া গুলি ..


প্রয়োজনীয় উপকরণ

  • কাগজ ,
  • কলম এবং
  • কাঁচি ৷

কাটিং প্রক্রিয়া

IMG20230415212801_00.jpg

১৬সে.মি x ১৬সে.মি সাইজের একটি কাগজ নিতে হবে ৷

IMG20230415212832_00.jpg

এরপর কাগজটি সুন্দর ভাবে ভাঁজ করে নিতে হবে ৷ আমি করে নিয়েছি ৷ এবং পর পর চারটি ভাজে ভাঁজ করবো এখন ৷

IMG20230415213031_00.jpg

দ্বিতীয় ভাঁজ..

IMG20230415213058_00.jpg

তৃতীয় ভাঁজ...

IMG20230415213150_00.jpg

চতুর্থ ভাঁজ....

IMG20230415213203_00.jpg

কাগজটি সুন্দর ভাবে ভাঁজ করে নেওয়ার পর ডিজাইন এঁকে নিতে হবে ৷

IMG20230421195123_00.jpg

IMG20230421195153_00.jpg

আমি নকশার ডিজাইন এঁকে নিয়েছি ৷

IMG20230421195624_00.jpg

এরপর ডিজাইন অনুযায়ী কাগজ কাটিং করতে হবে ৷ এবং কাটিং শেষ হলে ধীরে ধীরে কাগজের ভাঁজ খুলে নিতে হবে ৷

IMG20230421195653_00.jpg

প্রথম ভাঁজ খোলার পর.

IMG20230421195727_00.jpg

দ্বিতীয় ভাঁজ খোলার পর..

IMG20230421195759_00.jpg

তৃতীয় ভাঁজ খোলার পর...

IMG20230421195849_00.jpg

চতুর্থ অর্থাৎ শেষ ভাঁজ খোলার পর ....

IMG20230421195929_00.jpg

IMG20230421200052_00.jpg

তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন ৷ এবং আমার তৈরি কাগজের নকশা ডিজাইন আপনার কেমন লেগেছে অবশ্যই মন্তব্য করে জানাবেন ৷ তো ধন্যবাদ সবাইকে সময় নিয়ে পোস্টটি দেখার জন্য ৷ আজ এখানেই বিদায় , ধন্যবাদ ৷ শুভ রাত্রি ৷

বিভাগকাগজের তৈরি নকশা
ডিভাইসরিয়েলমি
কাটিং & ফটোগ্রাফিনি র ব

ধন্যবাদ সবাইকে

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

কাগজ দিয়ে করা নকঁশা কাটিং ডিজাইন ওয়াও অসাধারণ লাগছিল ৷ আসলে এসব ডিজাইন দেখতে ভালো লাগে ৷ অনেক সুন্দর ছিল ৷ অসংখ্য ধন্যবাদ বন্ধু এমন সুন্দর কাগজের তৈরি নকঁশা বানিয়ে শেয়ার করার জন্য

 last year 

তোকেও অনেক অনেক ধন্যবাদ , সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷

 last year 

কাগজের তৈরি নকশা গুলো আমার কাছে দেখতে খুবই ভালো লাগে। কাগজ দিয়ে খুব সুন্দর একটি নকশা তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে। রকম নকশাগুলো ঘরে ঝুলিয়ে রাখলে ঘরের সৌন্দর্য আরো বেড়ে যায়। নকশা তৈরি করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। ধন্যবাদ এত সুন্দর একটি নকশা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 last year 

কাগজ দিয়ে খুব সুন্দর একটি নকশা করে আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া।দারুন হয়েছে।আপনি ধাপে ধাপে খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। দেখে সহজ লাগলো। আপনার উপস্থাপনা বেশ ভাল ছিল।শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ আপনাকে আপু , আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷

 last year 

আশা করি অতি শীঘ্রই আপনার ব্যস্তময় সময় কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। অনেক সুন্দর নকশা তৈরি করেছেন দেখে অনেক ভাল লাগলো। কাজের ব্যস্ততার ফাঁকেও বেশ সুন্দর নকশা তৈরি করেছেন অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷

 last year 

রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর একটি নকশা তৈরি করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। ধাপে ধাপে খুব চমৎকার ভাবে আপনি উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷

 last year 

আপনি রঙিন কাগজ দিয়ে দারুন একটি নকশা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এত সুন্দর কর্মদক্ষতা দেখে আমি মুগ্ধ। আসলে রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করলে অনেক সুন্দর লাগে। আশা করি পরবর্তীতে এমন আরো অনেক কিছু আমাদের মাঝে তৈরি করে দেখাবেন এবং সেই সুযোগ করে দেবেন।

 last year 

চেষ্টা করবো ভাইয়া , আপনাদের মাঝে ভালো কিছু শেয়ার করার ৷ ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 63017.22
ETH 2457.38
USDT 1.00
SBD 2.61