মেলা থেকে তোলা কিছু ফটোগ্রাফি || 15% beneficiaries for @shy-fox & @abb-school

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার বাংলা ব্লগ

মেলা থেকে তোলা কিছু ফটোগ্রাফি

বাংলাদেশ

IMG20220331155058_00.jpg

হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম
আমার বাংলা ব্লগে..

আজ শনিবার ০২ এপ্রিল ২০২২ ইং
বাংলা ১৮ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ


আশা করি সবাই ভালো আছেন , সুস্থ আছেন ৷ আমিও ভালো আছি ৷ আজ আমি আপনাদের সাথে , কিছু ছবি শেয়ার করবো ৷ যে ছবিগুলো আমার নিজের তোলা একটি ছোট গ্রামের মেলা থেকে ৷গত শুক্রবার আমি একটি মেলায় ঘুরতে যাই ৷মেলায় ঘুরতে ঘুরতে কিছু মেলার দোকান ও মেলার অবস্থিত জায়গায় ছবি তুলি ৷সেই ছবিগুলি এখন আপনাদের সাথে শেয়ার করবো ৷

মেলাটি দেবিগঞ্জ করতোয়া ব্রিজের নিচে প্রতি বছর বসে ৷ এই মেলায় বিভিন্ন মানুষ ঘুরতে আসে বিভিন্ন জায়গায় থেকে ৷ মেলাটি তিন দিনব্যপি চলে ৷আমি মেলা শেষে চতুর্থ দিনে ঘুরতে যাই৷ যেদিন প্রায় মেলা শেষ ৷ তবুও কয়েকটি দোকান রয়েছে ৷ মেলার শুরু প্রথম , দ্বিতীয় ও তৃতীয় দিনে অনেক মানুষের ভীর জমে ৷ একটি মেলায় বিভিন্ন ধরনের দোকান সহ বিভিন্ন রকমের জিনিস নিয়ে তৈরি হয় ৷ মেলার বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় ৷তিন দিনের জন্য মেলাটি লাগলেও এখানে বিভিন্ন দোকান এসে বসে ৷ দোকান গুলো সুন্দর করে সাজিয়ে রাখে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিস ৷ আমি মেলায় দেখতে পাই বিভিন্ন ধরনের দোকান সহ বিনোদনের জন্য বিভিন্ন মাধ্যম ৷


একটি মেলায় বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস সহ বিভিন্ন ধরনের সৌখিন জিনিস ও পাওয়া যায় ৷ মেলায় মাটির তৈরি হাড়িপাতিল সহ বাচ্চাদের জন্য বিভিন্ন খেলার জিনিস ৷ কাঠের তৈরি বিভিন্ন জিনিস ৷ বিভিন্ন খাবার দোকান ৷ ফুলের দোকান সহ প্রায় সব কিছুরিই দোকান বসে থাকে একটি মেলায় ৷ বিনোদনের জন্য বিভিন্ন খেলা সহ বিভিন্ন মাধ্যম উপস্থিত থাকে একটি মেলা ৷ আজ আমি আপনাদের সাথে আমার ঘুরতে যাওয়া দেবিগঞ্জ মেলার কিছু ছবি শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে ৷


ছবি-০২

IMG20220331160523_00.jpg

ছবিঃ @nirob70
ক্যামেরাঃ realme C11
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered

মেলায় মাঠির তৈরি জিনিসপত্র একটি দোকানে ছবি ৷ এখানে মাঠি দিয়ে তৈরি বিভিন্ন খেলনা নিয়ে কয়েকটি দোকান বসে ৷ছবিতে মাঠির তৈরি বিভিন্ন ধরনের পুতুল ৷

ছবি - ০৩

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9uEQ3abwDSUhZfCUzzJ81gToZDgeuBRg7wMWmUfKuvDKpGBWhwmPpPoEQyNbFPP6g7dhJiwx8gRDTUiCxLeGNfs2nPyyhPC.jpg

ছবিঃ @nirob70
ক্যামেরাঃ realme C11
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered

মেলায় বিভিন্ন ধরনের মুখরোচক খাবারের দোকান বসে ৷ এই ছবিতে মেলায় আসা একটি চপ দোকানে ছবি ৷ ছবিতে বিভিন্ন ধরনের চপ তৈরি করে রাখা হয়েছে ৷

ছবি - ০৪

IMG20220331160400_00.jpg

ছবিঃ @nirob70
ক্যামেরাঃ realme C11
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered

মেলায় বিভিন্ন ধরনের সৌখিন জিনিসপত্র পাওয়া যায় ৷ এই ছবিতে একটি চশমার দোকান থেকে তোলা হয়েছে ৷ ছবিতে বিভিন্ন ধরনের চশমা বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে ৷

ছবি - ০৫

IMG20220331160633_00.jpg

ছবিঃ @nirob70
ক্যামেরাঃ realme C11
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered

একটি মেলায় বিভিন্ন ধরবের নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় ৷ এই ছবিতে কিছু মানুষ বেলুন বিক্রির জন্য বেলুন নিয়ে দারিয়ে আছে ৷

ছবি - ০৬

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9pcJMBzseBeiircHSRXZejzxnq4hL9Rvifgc5xw15idkpWLtg9ULEKdSonNKZBnuddGoJfsZJGa7TEjxYcELvp7vqFbw5v6.jpg

ছবিঃ @nirob70
ক্যামেরাঃ realme C11
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered

এই ছবিতে বিভিন্ন ধরনের আচার ৷ মেলায় বিভিন্ন ধরনের আচার বিক্রি হচ্ছে ৷

ছবি - ০৭

IMG20220331204318_00.jpg

ছবিঃ @nirob70
ক্যামেরাঃ realme C11
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered

এই দৃশ্য টি রাতের বেলা ৷ সন্ধ্যা নেমে রাত হয়েছে তবুও মেলায় কিছু মানুষ ৷

ছবি - ০৮

IMG20220331155811_00.jpg

ছবিঃ @nirob70
ক্যামেরাঃ realme C11
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered

মেলার একটি দোকানে একটি পুতুল বিক্রি জন্য সাজিয়ে রাখা হয়েছে ৷

ছবি - ০৯

IMG20220331160221_00.jpg
T

ছবিঃ @nirob70
ক্যামেরাঃ realme C11
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered

মেলার দোকান গুলি সারি সারি ভাবে বসেছে ৷ উপরে পলিথিন এবং চারদিকে কাপর দিয়ে ঘিরে তৈরি করা হয়েছে দোকান গুলি ৷

ছবি - ১০

IMG20220331160620_00.jpg

ছবিঃ @nirob70
ক্যামেরাঃ realme C11
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered

এই ছবিতে কাঠের তৈরি বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ৷

ছবি - ১১

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xaoiovAUUpj1cZTSy8HdowT75uE8xNU3sx6cpf4F9M97BV5Au3sNsHVtBdbLVuVNCsPsKW2xow7rS5zat3FrPpXpmJeQv.jpg

ছবিঃ @nirob70
ক্যামেরাঃ realme C11
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered

মেলায় বিভিন্ন ধরনের দোকান বসে ৷যেগুলি আমাদের নিত্যদিনের জন্য কাদে ব্যবহার করি ৷

ছবি - ১২

IMG20220331160544_00.jpg

ছবিঃ @nirob70
ক্যামেরাঃ realme C11
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered

ছোট বড় বিভিন্ন ধরনের বিভিন্ন দোকান মেলায় বসে ৷ এই ছবিতে একটি ছোট দোকান যেখানে কিছু মুখরোচক খাবার তৈরি করে বিক্রি হচ্ছে ৷

ছবি - ১৩

IMG20220331155146_00.jpg

ছবিঃ @nirob70
ক্যামেরাঃ realme C11
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered

মেলায় বিভিন্ন দোকান বসে বিভিন্ন জিনিস নিয়ে ৷ একটি মেলায় নিত্য প্রযোজনীয় সব জিনিস পাওয়া যায় ৷



আজ এ পর্যন্তই ৷ আশা করি সবার ভালো লাগবে আমার তোলা মেলা থেকে ফটোগ্রাফি গুলো ৷ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ ধন্যবাদ আপনাকে আমার পোস্ট টি সময় নিয়ে পড়ার জন্য ৷


বিষয়মেলা থেকে তোলা কিছু ফটোগ্রাফি
মোবাইলrealme C11
ফটোগ্রাফি@nirob70
ছবি লোকেশনW3W
তারিখ০১ এপ্রিল ২০২২

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

মেলায় কাটানো আপনার গল্পটা পড়ে খুবই ভালো লাগলো। আপনি খুবই সুন্দর একটি সময় অতিবাহিত করেছেন। আপনার তোলা প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ ছিল। বিশেষ করে বেলুন বিক্রেতাদের ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লেগেছে।। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য ৷

 2 years ago 

আপনি অনেক সুন্দর ভাবে মেলা থেকে কিছু ছবি সংগ্রহ করে আমাদের মাঝে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেছেন। আপনার ছবিগুলোর মধ্যে আমার কাছে সব থেকে ভালো লেগেছে 4 নম্বর ছবিটা। যাইহোক এত সুন্দর একটি ফটোগ্রাফিক পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে ও অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য ৷

 2 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে আপনি খুব সুন্দর সময় কাটিয়েছেন মেলাতে। এই মেলায় দেখি সব ধরনের দোকান আছে। আমার কাছে আচারের দোকান টা খুব ভালো লেগেছে। এছাড়াও কাঠের তৈরি জিনিস গুলো অনেক সুন্দর লাগছে মেলায় আপনার প্রতি আমাদের মাঝে তুলেছেন এত সুন্দর ভাবে গুছিয়ে আমাদের সাথে বর্ননা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য করার জন্য ৷

 2 years ago 

আমরা মেলা থেকে তোলা রেনডম ফটোগ্রাফির গুলো অসাধারন ছিল ভাই। দেখে বোঝা যাচ্ছে অনেক নিখুঁতভাবে ছবিগুলো তুলেছেন। সবগুলো ছবি আমার কাছে অনেক ভাল ছিল। এছাড়া আপনি খুব সুন্দর করে সবগুলো ফটোগ্রাফির বর্ণনা আমাদের মাঝে শেয়ার করেছেন। 2,10 এবং 13 নম্বর ছবিটি আমার কাছে অসাধারণ লেগেছে। এরকম সুন্দর কিছু রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আমার তোলা ছবিগুলি আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগতেছে ৷ অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য ৷

 2 years ago 

মেলা থেকে আপনি খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফির মধ্যে দ্বিতীয় নাম্বার ফটোগ্রাফি টা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি আপনার ফটোগ্রাফি সম্পর্কে খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

মেলা দেখলেই মনটা কেমন আনচান করে ওঠে। করোনাকালীন সময়ের জন্য অনেক মেলা থেকে আমরা বঞ্চিত হয়েছি। আজ আপনার মেলার ফটোগ্রাফি দেখে খুবই ভাল লাগলো। ইচ্ছে হচ্ছে ওই মেলায় গিয়ে আমিও একটু ঘুরে আসি।ভাইয়া আপনার সুন্দর উপস্থাপনার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

মেলা যেন বাংলার ঐতিহ্য। এটা অনেক যুগ আগে থেকে চলে আসছে। যদিও এটা এখন আগের থেকে অনেক কম আয়োজন করা হয়। মেলার ফটোগ্রাফি গুলো দারুণ করেছেন। খুব ভালো হয়েছে। মুখরোচক খাবার গুলো দেখেই তো আমার খেতে ইচ্ছা করছে। এবং অন‍্য ফটোগ্রাফি গুলো ভালো ছিল।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য ৷

 2 years ago 

আপনার ছবিগুলো দেখে এখন এই মেলায় যেতে ইচ্ছা করছে। মেলা আমাদের সংস্কৃতির সাথে এত ওতপ্রোতভাবে মিশে আছে যে প্রতিটা বাঙালি মেলায় ঘুরতে পছন্দ করে। আপনি ছবিগুলো সুন্দর করে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য ৷

 2 years ago 

ছবি গুলো বেশ দারুণ,তাতে কোনো সন্দেহ ই নেই একেবারে।মেলায় যাওয়ার মজাই আলাদা।

একটি প্রয়োজনীয় সাজেশন,

অবশ্যই ছবিগুলোর ক্যাপশন আরেকটু বড় করে লিখতে হবে।তা না হলে পোস্টটি কোয়ালিটি হারাবে।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য ৷ এবং সুন্দর একটি সাজেশন দেওয়া জন্য ৷আমি পরবর্তীতে ছবির ক্যাপশন গুলো আর একটু বড় করে দিবো পোস্ট এর কোয়ালিটি ঠিক রাখার জন্য ৷ ধন্যবাদ আপনাকে ..

বাহ চমৎকার লাগল আপনার সবগুলো ফটোগ্রাফি। সত্যি অসাধারণ ছিল ভাইয়া। মেলায় খুব ভালো একটা সময় কাটিয়েছেন ভাই। তা আপনার পোস্ট দেখে সত্যি বোঝা যাচ্ছে। ধন্যবাদ ভাই এতো সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল। 💞💞

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 59647.03
ETH 2622.47
USDT 1.00
SBD 2.44