নাটক রিভিউ || দম্পতি || ১০% লাজুক খ্যাঁকের জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

Screenshot_2022-08-04-01-32-07-15.jpg

ছবি স্ক্রিনশর্ট: ইউটিউব



হ্যালো বন্ধুরা.. সবাইকে স্বাগতম,
আমার বাংলা ব্লগে
আজ বৃহস্পতিবার ০৪ আগস্ট ২০২২ ইং
বাংলা ১৮ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ



প্রিয় বন্ধুরা আমার, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন ৷ আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি ৷ আজ বৃহস্পতিবার ১৮ শ্রাবণ ৷ তো চলে আসলাম আপনাদের মাঝে আবারও নতুন একটি নাটক রিভিউ পোষ্ট নিয়ে আমি নিরব বাংলাদেশ থেকে ৷ আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার প্রিয় অভিনেতা আফরান নিশোর একটি নতুন নাটক ৷ আফরান নিশো ভাইয়ের কম বেশি সব নাটক-ই আমি দেখি ৷ কারণ আফরান নিশো ভাইয়ের নাটক গুলো আমার অনেক ভালো লাগে , আমার প্রিয় একজন অভিনেতা তিনি ৷ তার-ই একটি নাকট নিয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করবো ৷ আশা করি সম্পূর্ণ পোস্টটি পড়বেন এবং আপনাদের ভালো লাগবে ৷ যদিও সময়ের ব্যবধানে নাটক কিংবা মুভি দেখা আগের তুলনায় অনেকটাই কমে গেছে ৷ তবুও ব্যস্ততা শেষে একটু এতটু নাটক দেখা আজও চলছে ৷ চলুন আজ আপনাদের সাথে শেয়ার করি আমার দেখা আফরান ভাইয়ের দম্পতি নাটকটি ৷


💢 দম্পতি 💢


Screenshot_2022-08-04-01-37-40-23.jpg

নাটকের গুরুত্বপূর্ণ তথ্য


নাটকের নামদম্পতি
পরিচালকমুরসালিন শুভ
অভিনয়েআফরান নিশো , মেহাজাবিন চৌধুরী , টুনটুনি সোবহান , খায়রুল আলম টিপু , সিদ্দিক মাস্টার , শিখা কর্মকার ৷
রিলিজড২০ জুলাই ২০২২
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
ডুরেশন৪০ মিনিট

নাটকের লিংক ইউটিউব



কাহিনী সংক্ষেপে


Screenshot_2022-08-04-19-40-04-50.jpg

Screenshot_2022-08-04-19-41-30-86.jpg


নাটকের শুরুতেই দেখানো হয় আফরান নিশো ভোর বেলায় স্কুল পাহারা দিচ্ছে ৷ দম্পতি নাটকে আফরান নিশো নাইট-গাটের কাজ করতেন ৷ এবং দম্পতি নাটকে আফরান নিশোর নাম ছিলো মোহরোদ্দিন ৷ মোহরোদ্দিন ভোরে ডিউটি শেষ করে বাড়ি আসেন ৷ এবং তার চাচির সাথে দেখা হয় এবং কিছু কথা হয় ৷ মোহরোদ্দিন শার্ট পড়ে আবার বাড়ি থেকে বের হন ৷ তখন তার চাচি জিঙ্গাসা করেন কথায় যাচ্ছে সে ৷ মোহরোদ্দিন বলেন স্কুলে যাবে এবং বিয়ের জন্য কথা বলবেন স্কুলের ম্যাডামের সাথে ৷

Screenshot_2022-08-04-20-03-57-99.jpg

Screenshot_2022-08-04-20-05-30-88.jpg


এরপর মোহরোদ্দিনকে স্কুলে দেখা যায় ৷ ম্যাডামের হাতে একটি কাগজ দেয় মোহরোদ্দিন ৷ মোহরোদ্দিনের বিয়ের জন্য চারদিন ছুটি নেয় স্কুলের ম্যাডামের কাছে ৷ মোহরোদ্দিন সেই স্কুলের নাইট ডিউটি করতেন ৷ অন্য দিকে মেহাজাবিন চৌধুরীকে কনের সাজে দেখা যায় ৷ একসময় আফরান নিশো ও মেহাজাবিনের বিয়ে সম্পূর্ণ হয় ৷ বিয়ের প্রথম রাতে বর কনের বিভিন্ন কথা হয় ৷ সেখানে মোহর-উদ্দিন অনেক নারভাজ ফিল করেন ৷ এভাবেই সেই চিত্রটি সম্পূর্ণ করেন ৷

Screenshot_2022-08-04-20-13-39-67.jpg

Screenshot_2022-08-04-20-14-55-86.jpg


এরপরেই সকালের চিত্র দেখানো হয় ৷ সকাল বেলা মেহজাবিন ঘুম থেকে উঠে গোসল করে চাচিকে সালাম করেন এবং কিছু কথা বলেন ৷ এরপর ঘরে আসে , তখনও মোহর-উদ্দিন ঘুমিয়ে আছে ৷ মেহজাবিন মোহর-উদ্দিনকে ঘুম থেকে তুলেন এবং গোসল করতে যেতে বলেন ৷এরপর দেখানো হয় চাচি মোহর-উদ্দিনকে ডাকেন ৷ এবং বলেন বিয়ে করে ঘরে থাকিস সব সময় ৷ চাচি মোহর-উদ্দিনকে রহিমের বাড়ি থেকে ছয় মন ধান আনতে বলেন ৷ মোহর-উদ্দিন যেতে না ইচ্ছে প্রকাশ করে ৷ এরপর আবার মোহর-উদ্দিন ঘরে ফিরে যায় ৷ এরপর দেখানো হয় গ্রামিন কিছু সুন্দর দৃশ্যের সাথে মেহাজাবিন ও মোহর-উদ্দিনকে ৷ তাদের ভালোবাসার কিছু পর্ব দেখানো হয় ৷এরপরেই রাত হয় ৷ আবার মোর-উদ্দিনকে তার কাজে যেতে হবে ৷ ছুটির দিনগুলো শেষ ৷ স্কুলের নাইট ডিউটি করতে বের হয় মোহর-উদ্দিন ৷ তখন দেখা যায় মেহাজাবিন মন খারাপ করে আছেন এবং জানতে চায় কখন বাড়ি ফিরবে মোহর-উদ্দিন ৷ তখন মোহর-উদ্দিন জানায় কাল দুপুরে আসবে ৷ তখন মেহাজাবিন বলে এতো সময় একা কিভাবে থাকবে ৷

Screenshot_2022-08-04-20-24-55-32.jpg
Screenshot_2022-08-04-20-25-28-83.jpg
Screenshot_2022-08-04-20-26-24-06.jpg
Screenshot_2022-08-04-20-26-49-65.jpg


এরপর দেখানো হয় মোহর-উদ্দিন ও মেহাজাবিন এর ভালোবাসার চিত্র ৷ মোহর-উদ্দিন রাতে ডিউটিতে গেলে মেহজাবিন মোহর-উদ্দিন এর অপেক্ষা থাকে ৷ এর পরেই বৈশাখির দিন চলে আসে ৷ মেহজাবিনের পরিবার থেকে তাদের যাওয়া জন্য বলা হয় ৷ কিন্তু মোহর-উদ্দিন স্কুল থেকে ছুটি পায় না ৷ তাকে নাইট ডিউটি করতে হবে বলা হয় ৷ এভাবেই দিন যাচ্ছে ৷ মেহাজাবিন ও মোহর-উদ্দিন দুইজনের মন খারপের চিত্র দেখানো হয় ৷ একসময় মোহর-উদ্দিন স্কুল ম্যাডামের কাছে গিয়ে বলেন সে আর চাকরি করবে না ৷ স্কুল ম্যাডাম তাকে ছাড়তে রাজি নন ৷ মোহর-উদ্দিন বলে আগে সংসার বাচাতে হবে ৷ ম্যাডাম কে বুঝিয়ে বলেন এবং সে রিক্সা কিনেছেন বলে জানান ৷ এরপরেই দেখানো হয় মোহর-উদ্দিন চাকরি ছেড়ে দিয়ে রিক্সা চালান এবং মেহাজাবিনের সাথে সুন্দর ভাবে সংসার করতে থাকেন ৷ এখানেই নাকটটি শেষ করা হয় ৷

Screenshot_2022-08-04-20-40-37-55.jpg

Screenshot_2022-08-04-20-47-22-40.jpg


আমার মতামত

দম্পতি নাটকটি আমার ব্যক্তিগত ভাবে অনেক ভালো লেগেছিলো ৷ এখানে আমার মনে হয়েছিলো বাস্তবতা ভিত্তিক একটি নাটর ৷ নাটকের মাধ্যমে প্রকাশ পেয়েছে স্বামী স্ত্রীর ভালোবাসা এবং সংসারে জন্য মোহর-উদ্দিনের নতুন চেষ্টা ৷ সব মিলে অনেক ভালো ছিলো নাটকের গল্পটি ৷ এবং অভিনয়ের দিক দিয়েও ছিলো অনেক সুন্দর ৷ আফরান নিশো এবং মেহাজাবিনের অভিনয়ের কমতি ছিলো না ৷ সব শেষে আমার মনে হয়েছিলো দম্পতি নাটকটি ছিলো দারুণ ৷


রেটিং


পরিচালনা০৮
কাহিনী০৯
অভিনয়০৮


ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ৷

বন্ধুরা সম্পূর্ণ নাটকটি নিজের ভাষায় লিখেছি ৷ আপনার আশা করে ভালোই লাগবে ৷ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ আবার কথা হবে পরবর্তী ব্লগে ৷ আজ এখানেই বিদায় ৷

আপনার মন্তব্য করতে ভুলবেন না

E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiF4nkVKP1PC25WhWdSqY9SQf2TJzmqgxFMWjuNkHw5XsLARCErjQCJttWSghQwHW7kfJkYrX4c4pCtiTfa...HWK2gGpEFGB8xQqyomTH1nvn7CPz2SMnooXwX61WyzcpU63uoNSxy8gfgvGdwRzK9nB2bEQrLPQvvnQVp6n6xDEV7NQgpdcANjWF3XJwB2tbgXcKKDcWfvHLG6.png

ধন্যবাদ সবাইকে


qPJmwNUkWBAaDEoDjHMPfsMwgtrUZt8qa7V155BbYgaJXAz4pZwywE4FaJ933CY3zyeD41FdsmYEbsfztVMfmL4i2uZXsVY7VoFbuEedar8udNUXCcQCG9XRuhV8Gj...3iwASFwMBbi7BA5S2V89LofjuFTKah5sZ2wf2r3wr83WLEWbFVdg9txP1gCQL4GtJhgetWKoxndqvzgDgD3AiXTSnufFdmQ8mUuxX4nNpkE2UYgchsMeksBUDK.gif

Sort:  
 2 years ago 

খুবই চমৎকার একটি নাটক রিভিউ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন যদিও এখন সময়ের অভাবে তেমন একটা নাটক দেখা হয় না। তবে আপনার এই নাটক রিভিউ এর সংক্ষিপ্ত উপস্থাপনার মাধ্যমে বুঝলাম, নাটকটি আসলেই অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমার নাটক রিভিউ পোস্ট টি পড়ার জন্য

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59991.95
ETH 2664.96
USDT 1.00
SBD 2.45