''দৌড়ের উপর বিয়ে" নাটকের রিভিউ ৷

in আমার বাংলা ব্লগ2 years ago

Screenshot_2023-02-07-19-31-10-62.jpg

ছবি স্ক্রিনশর্ট: ইউটিউব



প্রিয় বন্ধুরা আমার, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন ৷ আমিও বেশ ভালোই আছি ৷ তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি নাটক রিভিউ পোষ্ট নিয়ে আমি নিরব বাংলাদেশ থেকে ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷ আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আর ফারহানের নতুন একটি নাটক ৷ নাটকটি নাম দৌড়ের উপর বিয়ে , চলুন তাহলে শুরু করি নাটকের মূল গল্প ৷



নাটকের গুরুত্বপূর্ণ তথ্য


নাটকের নামদৌড়ের উপর বিয়ে
পরিচালকমেহেদী হাসান রিদয়
অভিনয়েমুসফিক আর ফারহান , কেয়া পায়েল ৷
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
ডুরেশন৪৫ মিনিট

নাটকের লিংক ইউটিউব



কাহিনী সংক্ষেপে


Screenshot_2023-02-07-20-40-45-38.jpg

Screenshot_2023-02-07-20-41-23-24.jpg


নাটকের শুরুতে দেখানো হয় মুশফিক আর ফারহান শুয়ে আরামে ঘুমাচ্ছে ৷ হঠাৎ তার ফোন বেজে ওঠে ৷ ফোন হাতে নিয়ে রিসিভ করতেই অন্য পাশে তার বন্ধু বলে ওঠে কি রে কই তুই ? এখনো ঘুমাচ্ছিস ! অন্যদিন না হয় ঠিক আছে ৷ আজ আমার বিয়ে তারাতারি উঠে আয় ৷ এদিকে ফারহান পাঁচ মিনিট দারাতে বলে আবারও ঘুমিয়ে যায় ৷ এরপর আবারও ফোন করে তার বন্ধু ৷ সে আবারও পাঁচ মিনিট অপেক্ষা করতে বলে ঘুমিয়ে যায় ৷ এদিকে বিয়ের সাজে সাজিয়ে আছে ফারহানের বন্ধুর হবু স্ত্রী ও তার বান্ধবী ৷ এদিকে তারাও অপেক্ষা করতে করতে অনেক বিরক্ত হয়ে গেছে ৷ তবুও ফারহানের কোনো খবর নেই ৷ শেষমেশ তার বন্ধু একাই চলে আসে তার হবু স্ত্রী এবং বান্ধবী র এখানে ৷ এখানে এসেও অপেক্ষা করে ফারহানের জন্য ৷ কারণ সেই কাজি অফিস ঠিক করে রেখেছে ৷


Screenshot_2023-02-07-20-42-00-14.jpg

Screenshot_2023-02-07-20-42-37-37.jpg


বেশ কিছুক্ষণ পর ফারহান আসে এবং সবার সাথে পরিচয় হয় ৷ এরপর কাজী অফিসের দিকে হাটা শুরু করে ৷ ফারহানের ঠিক করে রাখা কাজী অফিসে গিয়ে দেখে কাজী নেই ৷ অন্য কথাও বিয়ে পড়াতে চলে গেছে ৷ কি আর করার তখন পায়েল অন্য একটা কাজী অফিসে নিয়ে যায় ৷ সেখানে গিয়ে শুরু হয় অন্য এক ঝামেলা ৷ বিয়ে পড়ার আগ মুহূর্তে ফারহান কাজীকে বলেন কত ? বিয়ে পড়ার জন্য সে কত ফ্রি নিবেন ৷ কাজী এগারো হাজার চেয়ে বসে ৷ এটা শুনে ফারহান ঝামেলা শুরু করে দেয় ৷ এতে পায়েল আর ফারহানের কিছুটা ঝামেলা হয় ৷ অতঃপর এখানেও বিয়ে হয় না তার বন্ধু ৷


Screenshot_2023-02-07-20-42-57-76.jpg

Screenshot_2023-02-07-20-43-29-41.jpg


এরপর সেখান থেকে বের হয়ে চলে আসে সবাই ৷ ফারহান নতুন কাজী খুজতে বের হয় ৷ সে পেয়েও যায় কিন্তু এখানে ফ্রি সেই কাজীর থেকে তিন হাজার বেশি ৷ কিন্তু সে দু-হাজার টাকা বিয়ে পড়াতে চেয়ে ছিলো ৷ যাই হোক , আরো এক হাজার বেশি দিয়ে কাজীকে দু-হাজার বলার শর্ত দেয় ৷ কাজীও রাজি হয় এবং দু হাজার টাকায় সে বিয়ে পড়াবে বলেন সবাই কে ৷


Screenshot_2023-02-07-20-43-58-30.jpg

Screenshot_2023-02-07-20-44-30-03.jpg


এরপর বিয়ে শুরু হয় ৷ ফারহান তার বন্ধুর হয়ে সাক্ষী দেয় এবং পায়েল তার বান্ধবীর হয়ে সাক্ষী দেয় ৷ বিয়ে পড়া প্রায় শেষের দিকে এমন সময় কাজী বলেন এখন উকিল বাপ লাগবে ৷ এখানেই শুয়ে হয় আরেক ঝামেলা ৷ বিশেষ করে ফারহান এবং পায়েলের ৷এখন উকিল বাপ কথা পাওয়া যাবে ? যাই হোক শেষমেশ ফারহান বের হয় উকিল বাপ খুজতে ৷ রাস্তায় রাস্তায় ঘুরে অনেক জনকে বলেন তার বন্ধুর উকিল বাপ হতে কিন্তু কেউ রাজি হয় না ৷ অবশেষে একজনকে পেয়ে যায় ৷ তাকে অনেক কিছু বুঝি রাজি করেন ৷ কিন্তু কাজী অফিসে গিয়ে শুরু হয় আরেক ঝামেলা ৷ এই ব্যক্তির এক্স গার্লফ্রেন্ড তার বন্ধুর হবু স্ত্রী হয়ে সাজিয়ে আছে ৷ এটা দেখে এই ব্যক্তি শুরু করে আরেক ঝামেলা ৷ যাই হোক শেষমেশ নানান সমস্যা কাটিয়ে এই ব্যক্তিকেও ভুলভাল বুঝিয়ে উকিল বাপ হওয়াতে রাজি করে ৷ মূলত পায়েল তার প্রেমে পড়েছে এটা জানায় ৷ এবং পায়েলের কথা শুনে এই ব্যক্তিও রাজি হয়ে যায় ৷ এবং পায়েলের সামনে বড় ভালো মনের মানুষ হওয়ার চেষ্টা করে ৷


Screenshot_2023-02-07-20-44-47-78.jpg

Screenshot_2023-02-07-20-44-58-12.jpg


অবশেষে সব গুছিয়ে বিয়ে পড়াতে যাবে ঠিক তখনি পায়েলের খুব ক্ষুদা লেগেছে পায়েল জানায় ৷ আগে খাওয়া দাওয়া হবে তারপর বিয়ে ৷ এরপর চলে যায় সবাই খেতে ৷ খাওয়া দাওয়া শেষ করে বিয়ে পড়াতে শুরু করে অন্য এক কাজী ৷ ফারহানের বন্ধুর বিয়ে সম্পূর্ণ না হতেই সেই এক্স বয়ফ্রেন্ড পাগল হয়ে যায় পায়েলকে বিয়ে করার জন্য ৷ তখনি আরেক ঝামেলা শুরু হয় ৷ এক সময় একটু হাতাহাতি করতেই পায়েল সেই এক্সবয়ফেন্ড এর মাথায় বারি দেয় ৷ এতেই চলে যায় সবাই থানায় ৷ থানায় জেলে মধ্যে সবাই , এখানেও ফারহান আর পায়েলের ঝামেলা শুরু করে দেয় ৷ শেষমেশ তাদের জামিন হয় ৷ ফারহানের বন্ধু বাবা এবং তার হবু স্ত্রীর মা আসেন জামিন করাতে ৷ তাদের পালিয়ে বিয়ে করার সকল কান্ড কারখানা শুনে তাদের বাবা এবং মা রেগে যায় ৷ দুজনকে দুদিকে পাঠিয়ে দেওয়া সিদ্ধান্ত নেয় তারা ৷ তাদের আর বিয়ে সম্পূর্ণ হলো না ৷ ফারহান চুপটি করে চলে আসে সবার মাঝ থেকে এবং এখানেই নাটকের সমাপ্তি হয় ৷

Screenshot_2023-02-07-20-45-38-44.jpg

Screenshot_2023-02-07-20-45-21-38.jpg



আমার মতামত


মুশফিক আর ফারহানের দৌড়ের উপর বিয়ে নাটকটি আমার কাছে ভালো লেগেছে তবে খুব একটা বেশি নয় ৷ নাটকের মূল গল্পটাই ছিলো তার বন্ধুর পালিয়ে বিয়ে করা নিয়ে ৷ নাটকে তেমন মজার কোনো পর্ব কিংবা শিক্ষনীয় কোনো বিষয় ছিলো না ৷ তবে নাটকটি যে খুব বেশি মন্দ হয়েছে তাও নাহ ৷ মোটামুটি বলা চলে ৷ আপনারা চাইলে নাটকটি দেখতে পারেন ৷ আশা করি ভালো লাগবে ৷



রেটিং


পরিচালনা১০
কাহিনী০৯
অভিনয়১০



ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ৷

বন্ধুরা সম্পূর্ণ নাটকটি নিজের ভাষায় লিখেছি ৷ আশা করি নাটকটি আপনাদের ভালোই লাগবে ৷ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ আবার কথা হবে পরবর্তী ব্লগে ৷ আজ এখানেই বিদায় ৷ সবাইকে অনেক অনেক ধন্যবাদ ..

শুভ রাত্রি.. 🥰🥀
E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiF4nkVKP1PC25WhWdSqY9SQf2TJzmqgxFMWjuNkHw5XsLARCErjQCJttWSghQwHW7kfJkYrX4c4pCtiTfa...HWK2gGpEFGB8xQqyomTH1nvn7CPz2SMnooXwX61WyzcpU63uoNSxy8gfgvGdwRzK9nB2bEQrLPQvvnQVp6n6xDEV7NQgpdcANjWF3XJwB2tbgXcKKDcWfvHLG6.png

ধন্যবাদ সবাইকে


qPJmwNUkWBAaDEoDjHMPfsMwgtrUZt8qa7V155BbYgaJXAz4pZwywE4FaJ933CY3zyeD41FdsmYEbsfztVMfmL4i2uZXsVY7VoFbuEedar8udNUXCcQCG9XRuhV8Gj...3iwASFwMBbi7BA5S2V89LofjuFTKah5sZ2wf2r3wr83WLEWbFVdg9txP1gCQL4GtJhgetWKoxndqvzgDgD3AiXTSnufFdmQ8mUuxX4nNpkE2UYgchsMeksBUDK.gif

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

দৌড়ের উপর বিয়ে" নাটকের রিভিউ বাহ্ চমৎকার একটি নাটক। আমি নাটক দেখতে ভীষণ পছন্দ করি। এধরনের নাটক গুলো আমার ভীষণ ভালো লাগে। ফারহান এর নাটক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 2 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 2 years ago 

বাংলা নাটকগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। এই নাটক কখনো দেখা হয়নি তবে আপনার রিভিউ পড়ে বুঝতে পারছি খুব সুন্দর একটি নাটক। এই নাটকের কাহিনী পড়ে খুব ভালো লেগেছে। আমি অবশ্যই এই নাটক দেখবো।ধন্যবাদ এত সুন্দর একটি নাটক রিভিউ দেওয়ার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 2 years ago 

এ ধরনের নাটক গুলো অনেক মজা হয়ে থাকে। নাটকগুলোর নাম শুনলেই এমনিতে হাসি পেয়ে যায়। আর এর জন্যই বাংলাদেশ কিন্তু নাটকে বিখ্যাত। নাটকের গল্পগুলো অনেক চমৎকার। তবে এই নাটকটি আমি কখনো দেখিনি। তবে নাটকটি পড়ে বেশ মজা পেলাম। কোন একটা সময় সময় পেলে চেষ্টা করব নাটকটি দেখার জন্য। অনেক সুন্দর একটি নাটক আমাদের মাঝে রিভিউ করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷

 2 years ago 

ভাইয়া নাটকের নাম দেখেই তো হাঁসি পাচ্ছে। মুশফিক আর ফারহানের নাটক ভালই লাগে। এবে এখনের নাটক গুলো দেখে তেমন মজা পায় না। যাক তারপরও দৌড়ের উপর বিয়ে নাটকটি দেখবো। ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 63619.61
ETH 2698.75
USDT 1.00
SBD 2.59