শৈশবের বৃষ্টি ভেজা দিনগুলির স্মৃতি || ১০% লাঁজুক খ্যাকের জন্য ..

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা.. সবাইকে স্বাগতম,
আমার বাংলা ব্লগে
আজ মঙ্গলবার ১১ জুলাই ২০২২ ইং
বাংলা ২৮ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ

boy-1822614_640.jpg
ছবি

প্রিয় বন্ধুরা আমার কেমন আছেন সবাই ? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন ৷ আমিও ভালো আছি ৷ তো আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি আমি নিরব বাংলাদেশ থেকে ৷ আজ আপনাদের সাথে কেনো আর্ট বা রেসিপি পোস্ট শেয়ার করবো না ৷ আজ আপনাদের সাথে শেয়ার করবো আমার ছোট বেলার কিছু কথা , শৈশবের কিছু গল্প আর কিছু মজার ঘটনা ৷ আশা করি আপনাদের ভালো লাগবে ৷

আমার ছোট বেলার কেনো স্মৃতি ক্যামেরা বন্দি নেই ৷ তবে কিছু ঘটনা স্মৃতিবন্দি হয়ে আছে রিদয়ে ৷ ছোট বেলার সেই স্মৃতি গুলো আজও বিভিন্ন ভাবে মনে পড়ে ৷ কারণে-অকারণে সেই ফেলে আসা শৈশবে ফিরে যেতে মন চায় ৷ যদিও সেই শৈশবে ফিরে যাও সম্ভব নয় কখনো ৷ কালকেই হঠাৎ মেঘ আর হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেলো , বাজারে গিয়েছিলাম ৷ ফেরার পথে বৃষ্টির সাথে মিলন ৷ পারিনি কথাও লুকাতে বৃষ্টির থেকে নিজেকে ৷ বাড়ির কাছাকাছি চলে এসেছি ফোন ভিজে যাওয়ার জন্য বাড়ির উদ্দেশে দৌর দিয়েছি ৷ বাড়ি আসতে আসেত ভিজে ছাই ৷ ফোন রেখে বৃষ্টিতে ভিজতে বের হয়েছি বাইরে ৷ অনেক ছোট ছেলে মেয়ে বৃষ্টিতে ভিজে ভিজে এদিক সেদিন যাওয়া আশা আর গ্রামের কাঁচা রাস্তায় কাঁদা মাটি নিয়ে খেলতেই ব্যস্ত ৷ তাদের দেখে আমারও মনে পড়ে গেলো আমার শৈশব ৷ ছোট বেলায় আমারও দিন গুলি ছিলো এমন রঙ্গিন ৷

বৃষ্টি শুরু হলেই সবাই বের হতাম বৃষ্টিতে ভিজতে ৷ গ্রামের কাঁচা রাস্তা দৌরে দৌরে পিচ্ছিল করে দিতাম ৷ কখনো কখনো ছেরা জাল নিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে জমিতে কিংবা গ্রামের ছোট নদীতে মাছ ধরতে যেতাম ৷ আবার কোনো দিন ফুটবল বের করে গ্রামের মাঠে সবাই মিলে ভিজে ভিজে ফুটবল খেলতাম ৷ খেলা শেষে গ্রামের ছোট নদীতে স্নান করে বাড়ি ফিরতাম ৷ এমন কত কিছুই না করেছি ছোট বেলায় ৷ আমের দিনে বৃষ্টিতে ভিজে ভিজে অন্যের গাছের আম পাড়িয়ে খাওয়ার দিন গুলোর কথা আজও মনে পড়ে ৷ আম চুরি করাতে পিটুনি খাওয়া , ভেজা আম গাছ থেকে পড়ে যাওয়ার ঘটনা গুলো এখন কেবল স্মৃতি হয়ে আছে ৷

বৃষ্টিতে বেশি ভেজার জন্য মায়ের হাতে মাইর খাওয়া ৷ পুকুরে কিংবা নদীতে বেশিক্ষণ স্নান করাতে বাবার পিটুনির কথা ভোলার মতো না ৷ চোখ লাল হয়ে যেতো তবুও যেনো বৃষ্টিতে ভেজা শেষ হতোনা ৷ সেই সব দিনের কথা আজও মনে পড়ে ৷ শৈশবের সেই স্মৃতি গুলো ভোলার মতো না ৷ ফিরতে মন চায় আবার সেই রঙ্গিন দিন গুলিতে ৷

boy-1807518_640.webp
ছবি

ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ৷

পোস্টটি সময় নিয়ে পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ৷

E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiF4nkVKP1PC25WhWdSqY9SQf2TJzmqgxFMWjuNkHw5XsLARCErjQCJttWSghQwHW7kfJkYrX4c4pCtiTfa...HWK2gGpEFGB8xQqyomTH1nvn7CPz2SMnooXwX61WyzcpU63uoNSxy8gfgvGdwRzK9nB2bEQrLPQvvnQVp6n6xDEV7NQgpdcANjWF3XJwB2tbgXcKKDcWfvHLG6.png

ধন্যবাদ সবাইকে


qPJmwNUkWBAaDEoDjHMPfsMwgtrUZt8qa7V155BbYgaJXAz4pZwywE4FaJ933CY3zyeD41FdsmYEbsfztVMfmL4i2uZXsVY7VoFbuEedar8udNUXCcQCG9XRuhV8Gj...3iwASFwMBbi7BA5S2V89LofjuFTKah5sZ2wf2r3wr83WLEWbFVdg9txP1gCQL4GtJhgetWKoxndqvzgDgD3AiXTSnufFdmQ8mUuxX4nNpkE2UYgchsMeksBUDK.gif

Sort:  
Loading...
 2 years ago 

আহা! ছোটবেলার স্মৃতি কতই না মধুর হয়! আমিও একটা শেয়ার করেছিলাম। বেশ কিছু ছবিও আছে আমার কাছে।প্রথম সন্তান তো। তাই অতিরিক্তই আদরের হলে যা হয় আর কি! আপনার যে মার খাওয়ার স্মৃতি বললেন সেটা মনে হয় কম বেশি সবার আছে। 🤣

 2 years ago 

ধন্যবাদ আপু আপনাকে , আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য

 2 years ago 

সত্যি ভাইয়া ছোটবেলার স্মৃতি রঙিন থাকে, এখন চাইলে ও সেই দিন গুলো আর ফিরে পাওয়া যাবে না।গ্রামের ছোট নদীতে মাছ ধরা, আম চুরি করাতে পিটুনি খাওয়া ইত্যাদি। অনেক ভালো লাগল আপনার ছোটবেলার গল্প পড়ে।

 2 years ago 

শৈশব কেটেছে গ্রামে , গ্রামের সেই শৈশবের স্মৃতি গুলো তুলে ধরার চেষ্টা করেছি ৷ ধন্যবাদ আপনাকে আপু

 2 years ago 

তবে কিছু ঘটনা স্মৃতিবন্দি হয়ে আছে রিদয়ে

ক‍্যামেরাই তোলা ছবিতো একদিন হারিয়ে যেতে পারে কিন্তু ভাই হৃদয়ে তোলা ছবি কোনোদিন কখনোই হারাবে না। আপনার শৈশবের কথাগুলো শুনে আমারও মনে পড়ে গেল। কত দুরন্তপণা করে কাটিয়েছি। ভালো লিখেছেন ভাই।।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্য পড়ে সত্যিই অনেক ভালো লাগলো ৷ ভালো থাকবেন

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59404.52
ETH 2610.92
USDT 1.00
SBD 2.41