আর্ট ডিজাইন ৷

in আমার বাংলা ব্লগ2 years ago

Picsart_22-10-20_15-24-33-419.jpg

হ্যালো বন্ধুরা.. সবাইকে স্বাগতম,
আমার বাংলা ব্লগে
আজ বৃহস্পতিবার ২০ অক্টোবর ২০২২ ইং
বাংলা ০২ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ


প্রিয় বন্ধুরা আমার , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছে ! আমিও বেশ ভালোই আছি ৷ তো আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছে আমি নিরব বাংলাদেশ থেকে ৷ আজও আপনাদের মাঝে নতুন কিছু শেয়ার কররা চেষ্টা করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷

আজ আমি একটি আর্ট পোস্ট শেয়ার করবো ৷ আর্ট করতে আমার বরাবরই ভালো লাগে ৷ তাই মাঝে মাঝে চেষ্টা করি ছোটখাটো যাই হোক একটি আর্ট শেয়ার করতে ৷ আজও তাই ক্ষুদ্র চেষ্টায় একটি আর্ট ডিজাইন করেছি , আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷ আজকের আর্ট টি মূলত একটি ডিজাইন ৷ কোনো কভার পাতায় কিংবা অন্যান্য খামে এই ডিজাইন করলে বেশ ভালোই লাগে দেখতে ৷

যদিও আমার এই আর্ট ডিজাইন দেখে মনে হচ্ছে একটি খুব সহজ ৷ আসলেই এই আর্ট ডিজাইন অনেক সহজ তবে অনেক সময় লাগে এটি সম্পূর্ণ করতে ৷ ধীরে ধীরে নিখুঁত ভাবে এই ডিজাইন সম্পূর্ণ করলে দেখতে বেশ দারুণ লাগে ৷ আমিও বেশ ভালোই সময় নিয়ে এই ডিজাইন আর্ট করেছি ৷ আসলে সময় এবং ধৈর্যের সাথে কোনো কাজ করলে তা এমনিতেই সুন্দর হয় ৷ আমিও চেষ্টা করেছি সময় এবং ধৈর্যের সাথে এই ডিজাইন সম্পূর্ণ করতে ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷ চলুন তাহলে দেখে নেই এই ডিজাইনটির কিছু ধাপ ৷


IMG20221014225101_00.jpg


এই ডিজাইন অঙ্কনের জন্য কালো কলম , সাদা কাগজ ও স্কেল ব্যবহার করা হয়েছে মাত্র ৷ শুরুতে উপরের ছবির মতো এমন একটি ছক অঙ্কন করতে হবে ৷

IMG20221014225427_00.jpg


এরপর সেই ছক আরো কয়েক ভাগে বিভক্ত করা হয়েছে ৷ এতে ছক গুলো ছোট ছোট হয়ে অনেক বেরে গেছে ৷ উপরের ছবিতে দেখতে পাচ্ছেন ৷

IMG20221014225738_00.jpg


ছোট ছক গুলো মাঝামাঝি ভাবে ভাগ করে নেওযা হয়েছে ৷ উপরের ছবিতে যেমন দেখতে পাচ্ছেন ৷

IMG20221014230703_00.jpg


এরপর হালকা কিছু ডিজাইন করে নেওয়া হয়েছে ৷ যা ছবিগুলি দেখলেই বুঝতে পারবেন ৷

IMG20221014231450_00.jpg



IMG20221014232129_00.jpg



IMG20221014232432_00.jpg


যদিও এই ডিজাইন তৈরি করা অনেক সহজ তবে অনেক সময় নিয়ে করতে হয় ৷ সময় এবং ধৈর্যের সাথে নিখুঁত ভাবে এই ডিজাইন টি সম্পূর্ণ করলে দেখতে অনেক ভালো লাগে ৷ আমি ধীরে ধীরে সম্পূর্ণ আর্ট করেছি ৷ এবং নিজের নাম ছবির নিচে লেখি আপনাদের মাঝে শেয়ার করেছি ৷

IMG20221014232451_00.jpg

তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ আশা করি আমার আর্ট আপনাদের সবার ভালো লাগবে ৷ আপনি চাইলে সহজেই এই ডিজাইন অঙ্কন করতে পারবেন ৷ তো আজ এখানেই , পরবর্তীতে আপনাদের মাঝে আবারও ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করবো ৷ সবাইকে অনেক অনেক ধন্যবাদ , সময় নিয়ে আমার পোস্ট দেখার জন্য ৷ ভালো থাকবেন সবাই ৷

ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ৷

অনেক অনেক ধন্যবাদ আপনাকে, পোস্টটি সময় নিয়ে দেখার জন্য ৷

E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiF4nkVKP1PC25WhWdSqY9SQf2TJzmqgxFMWjuNkHw5XsLARCErjQCJttWSghQwHW7kfJkYrX4c4pCtiTfa...HWK2gGpEFGB8xQqyomTH1nvn7CPz2SMnooXwX61WyzcpU63uoNSxy8gfgvGdwRzK9nB2bEQrLPQvvnQVp6n6xDEV7NQgpdcANjWF3XJwB2tbgXcKKDcWfvHLG6.png

বিষয়আর্ট পোস্ট
ক্যামেরারিয়েলমি
আর্ট & ফটোগ্রাফি@nirob70
তারিখ২০ অক্টোবর ২০২২ ইং
লোকেশনবাংলাদেশ 🇧🇩

R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oDzhHVcrAhWug4yWjtiY4H...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png

ধন্যবাদ সবাইকে


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

qPJmwNUkWBAaDEoDjHMPfsMwgtrUZt8qa7V155BbYgaJXAz4pZwywE4FaJ933CY3zyeD41FdsmYEbsfztVMfmL4i2uZXsVY7VoFbuEedar8udNUXCcQCG9XRuhV8Gj...3iwASFwMBbi7BA5S2V89LofjuFTKah5sZ2wf2r3wr83WLEWbFVdg9txP1gCQL4GtJhgetWKoxndqvzgDgD3AiXTSnufFdmQ8mUuxX4nNpkE2UYgchsMeksBUDK.gif

Sort:  
 2 years ago 

আপনার এই অংকন দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেকটা সময় নিয়ে ধৈর্য সহকারে এই অংকন করেছেন। তবে আপনার এই অংকন দেখেই বোঝা যাচ্ছে এটা করাটা খুব বেশি সহজ ছিল না। শুরু থেকে শেষ পর্যন্ত খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে। প্রতিনিয়ত আপনার কাছ থেকে এরকম সুন্দর অংকন আশা করবে।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷ আমি চেষ্টা করবো প্রতিনিয়ত নতুন কিছু শেয়ার করার জন্য ৷

 2 years ago 

আর্ট ডিজাইনটি দেখতে অসাধারণ লাগতেছে। আমিও ঠিক আপনার মতো আর্ট করতে ও শিখতে ভালোবাসি। ইউনিক আইডিয়া ছিলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে ৷

 2 years ago 

এই আর্ট গুলো দেখতে যতটা সহজ মনে হয় করতে গেলে বোঝা যায় কতটা কঠিন। ভাইয়া আপনি একদম ঠিক বলেছেন এগুলো সত্যিই অনেক কঠিন কাজ। আর আর্ট করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। তবে আর্ট যখন সম্পূর্ণরূপে তৈরি হয়ে যায় তখন দেখতে ভালো লাগে। দারুন একটি আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আসলেই অনেক সময় এবং ধৈর্যের সাথে এই আর্ট গুলো করতে হয় ৷ ধন্যবাদ আপনাকে

 2 years ago 

সত্যি বলতে এই ধরনের আর্ট দেখতে অনেক কঠিন মনে হয়। কিন্তু আপনি যেভাবে ধাপে ধাপে সহজ পদ্ধতিতে দেখিয়ে দিলেন, মনে হচ্ছে এখন নিজেও পারব। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷

 2 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আমার মন্তব্যের খুব সুন্দর ফিডব্যাক দেয়ার জন্য।

 2 years ago 

ভাই আপনার আজকের আর্ট টি বেশ চমৎকার হয়েছে। আমার কাছে বেশ ভালো লেগেছে । এ ধরণের আর্ট গুলো দেখতে খুবই ভালো লাগে। আর আপনি ঠিকই বলেছেন এই আর্ট গুলো করতে বেশ সহজ কিন্তু এটি করতে বেশ সময়ও ধৈর্যের প্রয়োজন হয় ।কারণ ছোট ছোট কাজগুলো অনেক সময় নিয়ে নিখুঁতভাবে তৈরি করতে হয়। আপনি খুব ধৈর্য ও সময় নিয়ে দারুন একটি আর্ট শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলেই আপু এমন আর্ট গুলো করতে অনের সময় লাগে ৷আমার আর্ট আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে ৷

আপনার আর্ট এর মানে ঠিকঠাক বুঝতে না পারলেও এটা করতে যে বেশ কষ্ট হয়েছে এটা ঠিকই বুঝতে পেরেছি। তবে দেখতে কিন্তু একবারে খারাপ লাগছে না, বেশ ভালই লাগছে। 🙂

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য

 2 years ago 

কিছুদিন আগে চারুকলা বিভাগ এর মিড টার্ম পরীক্ষায় চতুর্ভুজ ও ত্রিভুজের নকশা অংকন করতে যে বড়ই বিপদে পড়ে গেছিলাম। আপনার আজকের এই আর্ট আমার কাছে ঠিক তেমনি জটিল মনে হল। একটি সাথে আরেকটি লাইন মিলানো বড়ই কঠিন। জানিনা কিভাবে সম্পন্ন করতে পেরেছেন। তবে খুব ভালো লাগলো আপনি এই কাজটা করে দেখাতে পেরেছেন দেখে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64349.87
ETH 2775.11
USDT 1.00
SBD 2.65