''জানরে" - নাটকের রিভিউ

in আমার বাংলা ব্লগ6 months ago

Screenshot_2024-01-05-18-06-49-20.jpg

ছবি স্ক্রিনশর্ট: ইউটিউব


হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালোই আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , একটি নাটকের রিভিউ নিয়ে , আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷

আজ শুক্রবার ৷ তেমন একটা কাজ নেই ৷ তাই ভাবলাম একটা নাটক দেখি আর আপনাদের মাঝে রিভিউ শেয়ার করি ৷ তাই চলে গেলাম সোজা ইউটিউবে ৷ ইউটিউবে যেতেই সামনে পরে গেলো ইয়াশ রোহানের জানরে নাটকটি ৷ ইদানিং ইয়াশ রোহানের নাটক গুলো একটু বেশিই দেখা হচ্ছে ৷ তাই তার নাটক গুলো এমনিতেই সামনে চলে আসতেছে ৷ আসলে ইয়াশ রোহানের নাটক গুলো চমৎকার হয় ৷ তাই আর কিছু না ভেবে জানরে এই নাটকটি দেখা শুরু করে দিলাম ৷ বাকিটা নিচে শেয়ার করছি , চলুন দেখি আসি..


নাটকের গুরুত্বপূর্ণ তথ্য


নাটকের নামজান রে
পরিচালকপ্রীতি দত্ত
অভিনয়েইয়াশ রোহান ও পারসা ইভানা
দেশবাংলাদেশে
ভাষাবাংলা
ডুরেশন৪৫ মিনিট
নাটকের লিংক জানরে


কাহিনী সংক্ষেপে

Screenshot_2024-01-05-18-22-00-96_f2cb81fb7cf38af7978f186f2a61634a.jpg

Screenshot_2024-01-05-18-22-05-91_f2cb81fb7cf38af7978f186f2a61634a.jpg


গল্পের শুরুতে ইয়াশ রোহান ও পারসা ইভানা'কে দেখা যায় ৷ ইভানা ভার্সিটি থেকে একটু দূরে গাছের নিচে একা বসে বই পড়ছে ৷ আর তখনি রোহান ভূতের সাজ সেজে ইভানা'কে পিছন থেকে ভয় দেখায় ৷ ইভানা কিছুটা ভয় পেলেও যখন বুঝতে পারে এটা রোহান তখন তাদের মাঝে শুরু হয় একটা মিষ্টি খুনসুটি ৷ আসলে ইভানা আর রোহান অনেক ভালো ফ্রেন্ডস ৷ তারা বেস্ট ফ্রেন্ড , সব সময় এক সাথে থাকে ভার্সিটিতে ৷ তাদের খুনসুটির মাঝে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায় ৷ এবার ছাতা নিয়ে তাদের মাঝে টানাটানি শুরু হয় ৷ শেষমেশ ইভানা ছাতা না পেয়ে বৃষ্টিতে ভিজতে শুরু করে ৷ রোহান কে বৃষ্টিতে ভেজার কথা বললেও রোহান জ্বর শর্দির ভয়ে বৃষ্টিতে ভিজতে নামেনি ৷ ইভানা একাই কিছুটা সময় বৃষ্টিতে ভিজে বৃষ্টিটা উপভোগ করে ৷


Screenshot_2024-01-05-18-22-22-33_f2cb81fb7cf38af7978f186f2a61634a.jpg

Screenshot_2024-01-05-18-22-31-06_f2cb81fb7cf38af7978f186f2a61634a.jpg


পরের দিন যখন ইভানা ভার্সিটিতে আসে , তখন তার অবস্থা খুবই নাজেহাল ৷ প্রচন্ড শর্দি ধরেছে তাকে ৷ আর তার এই অবস্থা দেখে রোহান তার যত্ন নেওয়ার চেষ্টা করে ৷ এভাবেই যাচ্ছে তাদের দিন গুলো ৷ এর কিছু দিন পর ইভানা বোনের বাসায় ঘুরতে যেতে বের হয় ৷ হঠাৎ রাস্তায় প্রচন্ড বৃষ্টি শুরু হয় ৷ সে সময় কেউ একজন তার মাথার উপর ছাতা ধরে ৷ ইভানা সেই লোকটার দিকে তাকাতেই তার প্রেমে পড়ে যায় ৷ সেই অচেনা অজানা লোকটা তার ভীষণ ভালো লেগে যায় ৷ লোকটা তাকে পৌঁছে দেয় ছাতার নিচে , আর ইভানা মুগ্ধ চোখে কেবল লোকটার দিকে তাকিয়ে থাকে ৷


Screenshot_2024-01-05-18-22-42-16_f2cb81fb7cf38af7978f186f2a61634a.jpg

Screenshot_2024-01-05-18-22-51-19_f2cb81fb7cf38af7978f186f2a61634a.jpg


এদিকে রোহান রাতের খাবার খেতে বসেছে ৷ কিন্তু সে ঠিকঠাক ভাবে খাবার খাচ্ছে না ৷ অনেকটা তাড়াহুড়ো করে খাবার খাচ্ছে ৷ মা তাকে জিগ্গাসা করে সে এমন ভাবে খাবার খাচ্ছে কেনো ৷ রোহান উত্তরে বলে একটু পরে তোমার বড় ছেলে আসবে ৷ এসেই কত গুলো প্রশ্ন জিগ্গাস করবে ৷ সে না হয় পড়তে ভালোবাসে ৷ তাই বলে কি আমাকেও তার মতো হতে হবে ৷ আসলে রোহান তার বড় ভাইকে প্রচন্ড ভয় পায় ৷ তার বড় ভাই বই পড়তে অনেক ভালোবাসে ৷ কিন্তু রোহান হয়েছে তার উল্টো ৷


Screenshot_2024-01-05-18-23-31-28_f2cb81fb7cf38af7978f186f2a61634a.jpg

Screenshot_2024-01-05-18-23-34-50_f2cb81fb7cf38af7978f186f2a61634a.jpg


পরের দিন ইভানা রোহান'কে তাড়াহুড়ো করে ফোন দিয়ে ডেকে নিয়ে আসে ইউনিভার্সিটিতে ৷ রোহান ইভানা'কে জিগ্যাসা করে এভাবে কোনো ডেকে নিয়ে আসলো ৷ ইভারা উত্তরে সেই অচেনা লোকটার প্রেমে পরার গল্প শোনাতে থাকে ৷ রোহান কিছুটা বিরক্ত হয় ৷ কিন্তু ইভানা জেদ ধরে বসে , সেই লোকটাকে খুঁজে দিতে হবে তাকে ৷ রোহান কি করবে বুঝতে পারে না ৷ একটা অচেনা অজানা লোক , যার নাম ঠিকানা কিছুই জানা নেই তার , সে কিভাবে ওই লোকটাকে খুজে দেবে বুঝতে পারে না ৷ এজন্য রোহান কথা ঘুরিয়ে মুভি দেখার কথা বলে ৷ ইভানারও অবশ্য মুভি বেশ পছন্দের তাই সে ও রাজি হয়ে যায় ৷ রোহান ফোন অন করতেই ইভানা সেই অচেনা লোকটাকে দেখতে পায় ৷ আর জিগ্যাসা করে কে এই লোকটা ৷ রোহান উত্তরে বলে এটা তার বড় ভাই ৷ ইভানা তো খুশি হয়ে যায় ৷ এরপর বলে এই সেই লোকটা , যার প্রেমে পড়েছি আমি সেদিন ৷ তার সাথে প্রেম করায় দেওয়ার কথা বলে ইভানা ৷


Screenshot_2024-01-05-18-23-42-21_f2cb81fb7cf38af7978f186f2a61634a.jpg

Screenshot_2024-01-05-18-23-49-17_f2cb81fb7cf38af7978f186f2a61634a.jpg


এদিকে রোহান তো বড় ভাইকে প্রচন্ড ভয় পায় ৷ তাই রাতের বেলা ফ্রেন্ডস এর কথা বলতে গিয়েও বলতে পারে না ৷ ভয়ের জন্য আর কিছু ই বলা হয় না সেদিন রাতে বড় ভাইকে ৷ পরের দিন যখন আবার ইভানা'র সাথে দেখা হয় ৷ তখন ইভানা বারবার তার ভাইয়ের কথা জিগ্যাসা করে ৷ কিন্তু রোহান তো কিছুই বলে নি ৷ এরপর ইভানা তার বড় ভাইয়ের ফোন নাম্বার চায় ৷ রোহান বুঝত পারে নাম্বার দিতেই হবে ৷ এদিকে বড় ভাইয়ের নাম্বার দিলেও বিপদ ৷ এজন্য চালাকি করে নিজের অন্য একটা নাম্বার ইভানাকে দেয় ৷

Screenshot_2024-01-05-18-24-00-89_f2cb81fb7cf38af7978f186f2a61634a.jpg

Screenshot_2024-01-05-18-24-39-88_f2cb81fb7cf38af7978f186f2a61634a.jpg


ইভানা নাম্বার পেয়ে রাতের বেলা ফোন দেয় ৷ আর ফোন রিসিভ হলে কথা বলতে থাকে ৷ ফোনের ওপাশে রোহান সুর পাল্টে কথা বলে ইভানা'র সাথে ৷ বড় ভাইয়ের জায়গা নিয়ে সে সুর বদলে কথা বলে ৷ পরের দিন ইভানা তার বড় ভাইয়ের সাথে দেখা করতে চাইলে রোহান চালাকি করে বড় ভাইয়ের সাথে দেখা করিয়ে দেয় ৷ কিন্তু তাদের মাঝে কোনো কথা হয় না ৷


Screenshot_2024-01-05-18-25-07-88_f2cb81fb7cf38af7978f186f2a61634a.jpg

Screenshot_2024-01-05-18-25-21-59_f2cb81fb7cf38af7978f186f2a61634a.jpg


রোহান ইভানার প্রেমে পড়ে যায় ৷ তাকে শাড়ীতে দেখে ৷ অন্যদিকে ইভারা প্রেমে পড়ে যায় রোহানের বড় ভাইয়ের ৷ দু'জন দুজনাক ভাবতে থাকে কল্পনাতে ৷ রোহান ইভানাকে ৷ আর ইভানা রোহানের বড় ভাইকে ৷ তাদের প্রতি রাতে কথা হয় এখন ফোনের মাধ্যমে ৷ দু'জন কথা বলতে বলতে রাত পেরিয়ে ফেলে ৷


Screenshot_2024-01-05-18-25-32-74_f2cb81fb7cf38af7978f186f2a61634a.jpg

Screenshot_2024-01-05-18-25-50-21_f2cb81fb7cf38af7978f186f2a61634a.jpg


কিছু দিন পর যখন ইভানা তাদের বন্ধুদের সাথে রেস্টুরেন্টে খেতে যায় ৷ তখন দেখতে পায় রোহানের বড় ভাই অন্য একটা মেয়ের সাথে আড্ডা দিচ্ছে ৷ তখন সে কিছটা পাগলী করলেও যখন রোহান চলে আসে তখন ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায় তাদের ৷ ইভারা বুঝতে পারে রোহান এতো দিন সাথে প্রেম করেছে ৷ এজন্য ইভানা মন খারাপ করে আর রোহান কে থাপ্পড় দিয়ে চলে যায় ৷ রোহানের বড় ভাইও ব্যাপারটা বুঝতে পেরে রোহানকে থাপ্পড় মেরে চলে যায় ৷


Screenshot_2024-01-05-18-25-54-23_f2cb81fb7cf38af7978f186f2a61634a.jpg

Screenshot_2024-01-05-18-26-33-14_f2cb81fb7cf38af7978f186f2a61634a.jpg


এরপর থেকে ইভানার সাথে রোহানের সম্পর্কটার দুরত্ব তৈরি হয় ৷ একদিকে রোহানের পরিবারও রোহানকে কিছু ভুল বুঝে ৷ সব মিলিয়ে রোহান অনেকটা একা হয়ে যায় ৷ ইভারা রোহানকে এড়িয়ে চলে ৷ ইভারাও অনেকটা মন খারাপ করে একা একাই থাকতে শুরু করে ৷ কিছু দিন পর রোহান অন্য ফ্রেন্ডস দের সাথে মিশতে শুরু করে ৷ এবং পড়ালেখায় মন দেয় ৷ তখন ইভারা রোহানকে অন্যদের সাথে দেখে কিছুটা জেলাস ফিল করে ৷ কিছুদিন পর রোহানের সাথে ইভারা আবার দেখা করে এবং আগে বিষয় গুলো ভুলে যেতে বলে ৷ রোহানও সব মানিয়ে নেয় ৷ এরপর তাদের সম্পর্কটা অনেক ভুল বুঝাবুঝির পর আবারও ঠিক হয় ৷ তবে এবার বন্ধুত্ব দিয়ে নয় , প্রেম দিয়ে শুরু হয় ৷ আর এখানেই গল্পটা শেষ হয় ৷


Screenshot_2024-01-05-18-26-55-23_f2cb81fb7cf38af7978f186f2a61634a.jpg

Screenshot_2024-01-05-18-27-09-05_f2cb81fb7cf38af7978f186f2a61634a.jpg



রেটিং:-০৭


আমার মতামত:-

জানরে নাটকটা আমার কাছে বেশ ভালোই লেগেছে ৷ তবে নাটকের গল্পটা আহামরি তেমন কিছু ছিলো না ৷ তবে ইয়াশ রোহান ও পারসা ইভানা অভিনয় খুব সুন্দর ছিলো ৷ আসলে ইয়াশ রোহানের নাটক গুলো খুবই সুন্দর এবং চমৎকার হয় ৷ প্রত্যেকটা নাটকে অনেক শিক্ষণীয় বিষয় থাকে ৷ তবে এই নাটকে তেমন কিছু দেখলাম না ৷ তবে এই নাটক থেকে আমরা জানতে পারি , পরিবারের ছোট ছেলে মানেই সবার কথা শুনতে হবে ৷ তাকে বোঝার কেউ থাকে না ৷ আরেকটা বিষয় ফুটে উঠেছে , সেটা হলো একটা ছেলে আর একটা মেয়ে জাস্ট বেস্ট ফ্রেন্ড হয়ে থাকতে পারে না ৷ কখনো না কখনো , মেয়ে নয়তো ছেলের একটু অন্যরকম ফিলিংস কাজ করে ৷ যাই হোক, বেশ ভালোই ছিলো নাটকটা ৷ সময় পেলে দেখে আসতে পারেন...


নাটকের লিংক:-



ধন্যবাদ সবাইকে



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 6 months ago 

খুব ভালো কাজ করেছেন ছুটির দিনে নাটক দেখে তার আবার রিভিউ দিয়ে দিয়েছেন। সবসময় তো আর ছুটি পাওয়া যায় না তাই এই একটা দিন সবাই নিজের মতো করে কাটাতে পারে। যাই হোক আপনি খুব সুন্দর একটি নাটক রিভিউ দিয়েছেন। আপনার রিভিউ পড়ে অনেক ভালো লেগেছে। যদিও এই নাটক এখনো দেখা হয়নি তবে সময় পেলে অবশ্যই দেখবো। আমি সময় পেলে নাটক দেখা শুরু করি। ধন্যবাদ এত সুন্দর নাটক রিভিউ দেওয়ার জন্য।

 6 months ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 6 months ago 

ভাইয়া আপনি আজকে আমাদের মাঝে খুব সুন্দর একটি নাটক রিভিউ শেয়ার করেছেন। এই নাটকটি যদিও এখনো দেখা হয়নি। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 6 months ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য

 6 months ago 

আমি নাটক দেখতে এবং নাটকের রিভিউ পোস্ট পড়তে দুটোই পছন্দ করি প্রতিনিয়ত। আপনি আজকে জানরে নাটকটার রিভিউ করলেন। এই নাটকটা আমার দেখা হয়নি, কিন্তু নাটকটার রিভিউ পড়ে ভালো লেগেছে। এই নাটকের পুরো কাহিনীটা কিন্তু সত্যি অনেক সুন্দর ছিল। এই নাটক গুলো দেখলে খুব ভালোই লাগে। সময় পেলে আমি মাঝে মাঝে নাটক দেখার চেষ্টা করি। আর এজন্য ভাবতেছি আমি সময় পেলে এই নাটকটা ও দেখে নেব।

 6 months ago 

অসংখ্য ধন্যবাদ আপু , সময় পেলে নাটকটি দেখবেন আশা করি ভালো লাগবে ৷

 6 months ago 

আপনি মাঝে মাঝেই আমাদের মাঝে নাটকের রিভিউ শেয়ার করে থাকেন যেগুলো আমি পড়ে থাকি। আর আজকেও একটা নাটকের রিভিউ শেয়ার করলেন আপনি। ইয়াশ এবং ইভানার এই নাটকটা আমি দেখেছিলাম। আর প্রথমবার যখন এই নাটকটা আমি দেখেছিলাম, তখন আমার কাছে খুব ভালো লেগেছিল এটা দেখতে। আসলে একটা ছেলে এবং একটা মেয়ে যদি বেস্ট ফ্রেন্ড হয়, তাহলে একটা সময় কোন না কোন একজনের ফিলিংস কাজ করবে অন্য জনের উপর। এই নাটকের মধ্যে অনেক কিছুই ফুটিয়ে তোলা হয়েছে যেটা দেখে ভালো লেগেছে।

 6 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 6 months ago 

ভাই আপনি দারুণ একটা নাটকের রিভিউ উপস্থাপন করেছেন। নাটকটি আমি দেখছি খুবই ভালো লাগে নাটকটি।আপনি সেই নাটকটির সুন্দর ভাবে রিভিউ শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 6 months ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

 6 months ago 

বর্তমান সময়ে ইয়াস রোহান অসাধারণ অভিনয় করে মানুষের মন জয় করে নিচ্ছে। তার অভিনীত প্রত্যেকটা নাটক আমার কাছে বেশ ভালো লাগে। জানরে নাটকটা আমি দেখেছি অনেক ভালো লেগেছিল আমার কাছে। নাটকের রিভিউ টা আপনি সুন্দর ভাবে দিয়েছেন যা পড়ে দেখার প্রতি আবার আগ্রহ জাগলো।

Posted using SteemPro Mobile

 6 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

 6 months ago 

খুবই চমৎকার একটা নাটকের রিভিউ আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। ইভানা অভিনীত অনেকগুলো নাটকের আগে আমি দেখেছি কিন্তু এই নাটকটা দেখা হয়নি। আপনার শেয়ার করা নাটকের এই রিভিউ পড়ে নাটকটা দেখার ইচ্ছা অনেক বৃদ্ধি পেয়ে গিয়েছে।

 6 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 6 months ago 

খুব সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি। আপনার করা নাটক রিভিউটি আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে নাটকটি এখনো দেখা হয়নি। নাটকের রিভিউ পরে আমার কাছে খুবই ভালো লেগেছে। সময় করে নাটকটি একদিন দেখব। সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য ধন্যবাদ।

 6 months ago 

ভাই যদিও এই 'জানরে" নাটকটা আমি আগে দেখিনি, আপনার এই পোস্টটি পড়ার মাধ্যমে নাটকটি সম্পর্কে জানতে পারলাম। বাংলাদেশের অনেক নাটক আমি দেখেছি, মোটামুটি সব নাটকেই শিক্ষনীয় অনেক ব্যাপার থাকে। যেখান থেকে কিছু না শেখা যায়। তবে এই নাটকটিতে তেমন কিছু শেখার নেই যা আপনার নাটকের রিভিউ এর মাধ্যমে জানতে পারলাম। তবে ওভারঅল বিচারে নাটকটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 6 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57893.29
ETH 3130.56
USDT 1.00
SBD 2.44