গ্রামের বাড়িতে ঈদ উদযাপন।

আসসালামু অলাইকুম।সবাই কে ঈদ মুবারক।

1000011381.jpg

আজ আমি আমার গ্রামের ঈদ উদযাপন সম্পর্কে জানতে চলেছি।
ঈদের দিন খুব সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়তে চলে গিয়েছিলাম। নামাজ শেষ করে এসে কুরবানীর পশু গোসল করিয়ে ঈদগাঁ ময়দানে নিয়ে গিয়েছিলাম। সেখান থেকে বাসায় এসে সব কাজ শেষ করে ঈদের নামাজ পড়ছে চলে গিয়েছিলাম। নামাজ শেষে সকলেই সকলের সাথে ভাব বিনিময় করলাম। যা ছিল আসলেই অনেক আনন্দের। ঈদের দিন এই বিষয়টাই আমাকে আনন্দ দেয় বেশি। সকলের সাথে ভাব বিনিময় শেষে চলে গেলাম পশু কুরবানী দিতে। শুরু হয়ে গেলো সকলের কুরবানীর উৎসব। এর পরে সকলের জন্য কুরবানীর মাংস ভাগাভাগির কাজ চলে আসলো। গরীব দুঃখীদের মাঝে ঈদ আনন্দ ভাগাভাগির একটি অন্যতম সময় এটি। মাংস ভাগাভাগি শেষ করতে করতে বিকেল হয়ে গেলো। এভাবেই আমার ঈদের দিনটি উদযাপন করলাম।
বি.দ্রি. এটি আমার প্রথম লেখা।

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58211.91
ETH 2476.26
USDT 1.00
SBD 2.38