নিজে উপার্জন করা উচিত।

in আমার বাংলা ব্লগ12 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


1761288596693707542929253655366.jpg


সোর্স



এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা কিছু কাজ রয়েছে আর তার সাথে রয়েছে আলাদা আলাদা দায়িত্ব। প্রত্যেকটা মানুষের জীবন যেমন আলাদা তেমন জীবনের কাজ এবং দায়িত্ব অনেক বেশি আলাদা। কিন্তু তার মধ্যেও কমন কিছু জিনিস আছে যা সবার মধ্যে একই রকম লক্ষ্য করা যায়। আর সেগুলোর মধ্যে প্রধান হলো অর্থনৈতিক দায়িত্ব। অর্থনৈতিক দায়িত্ব পালন করা অর্থাৎ অর্থ উপার্জন করে পরিবারের পাশে দাঁড়ানো, পরিবারের আর্থিক সাহায্য করা, পরিবারের বিভিন্ন ধরনের প্রয়োজন মেটানো এটা যেন প্রত্যেকটা পরিবারের কর্তার কমন একটা দায়িত্ব। আমরা প্রায়ই ভাবি আমাদের বড়রা অর্থাৎ পরিবারের কর্তা এবং প্রত্যেকটা পুরুষ মানুষ তো অর্থ উপার্জন করার দায়িত্ব রয়েছে তাহলে ছোটদের বা মেয়েদের বউদের এই আর্থিকভাবে সক্ষম না হলেও চলবে। আর এমনও অনেক মানুষ আছে যাদের নিজের উপার্জন না করলেও হয়। কারণ এমন অনেক পরিবার আছে যারা আর্থিকভাবে অনেক বেশি সচ্ছল, তেমন কোন অর্থের অভাব দেখা যায় না। কিন্তু আমরা যদি একটু অন্যভাবে চিন্তা করি যেমন নিজে উপার্জন করার মধ্যে একটা আলাদাই আনন্দ আছে।


আমরা যদি আমাদের বড়দের কাছ থেকে প্রতিনিয়ত হাত পেতে টাকা নিতে থাকি বিভিন্ন কাজের জন্য আর্থিক সাহায্য নিতে থাকি তবে আমাদের অনেক খারাপ অভ্যাস হয়ে যাবে যে, আমরা অর্থের মূল্য কোন ভাবেই দিতে পারবো না, জীবনে অলসতা চলে আসবে এবং জীবনে কোন লক্ষ্য থাকবে না উন্নতি করার, জীবনে সফল হতে হবে সেই চিন্তাটা যেমন থাকবে না তেমনি নিজে অর্থ উপার্জন করার এবং নিজের একটা পরিচয় তৈরি করার মন মানসিকতা বা ইচ্ছা কোনোভাবেই তৈরি হবে না। আসলে অর্থ উপার্জনের মাধ্যমে আমরা নিজের একটা পরিচয় তৈরি করতে পারি। আর তার সাথে নিজে কিছু করার বা নিজেকে সামলানোর, নিজের প্রত্যেকটা খরচ এবং প্রয়োজন মেটানোর যে একটা আলাদা শান্তি আছে সেটা নিজে অর্থটা উপার্জন করলে কোনভাবেই বুঝতে পারবো না। নিজের দায়িত্ব নিজে নেওয়ার ওপর একটা আলালাই শান্তি আছে। আমরা যদি নিজে অর্থ উপার্জন করি এবং নিজের প্রয়োজন মেটাই তবে আমরা অন্যের ওপর কোনোভাবেই নির্ভরশীল হবো না। আমরা স্বয়ং সম্পূর্ণভাবে নিজের সিদ্ধান্ত নিজেই নেওয়ার ক্ষমতা অর্জন করতে পারব।


এমনকি আমরা যদি পর্যাপ্ত অর্থ উপার্জন করতে পারি এবং নিজের সম্পন্ন হতে পারি তবে আমরা অন্যদেরও দায়িত্ব নেওয়ার ক্ষমতা অর্জন করতে পারব। মানুষ যখন নিজে উপার্জন করে তখন তার সে অর্থ ব্যয় করার জন্য কারোর কাছে পারমিশন নেওয়ার প্রয়োজন হয় না এমনকি কাউকে কোন প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন হয় না। আমরা নিজের উপার্জন করা অর্থ নিজের যেকোনো প্রয়োজনে বা শখ পূরণ করার জন্য ব্যয় করতে জন্য। আমাদের নিজের উপার্জনের ওপর আমাদের একটা অধিকার থাকে যেটা অন্য কারোর উপার্জনের ওপর আমাদের থাকে না। প্রতিনিয়ত অন্যের উপর বোঝা না হয়ে আমরা যদি আর্থিকভাবে নিজেই সাফল্য অর্জন করতে পারি নিজে উপার্জন করতে পারি তবে আমরা আমাদের প্রিয়জনদের অসহায় অবস্থায় বা বিপদে পাশে দাঁড়াতে সক্ষম হব। এছাড়াও বর্তমান সময়ে যেভাবে প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে ধীরে ধীরে যত সময় যাবে দেখা যাবে সংসার চালাতে এবং নিজের প্রয়োজন মেটাতে আমাদের আরো বেশি উপার্জনের প্রয়োজন হবে, সে ক্ষেত্রে পরিবারের সকলে যদি নিজে উপার্জন করে এবং নিজের চাহিদা মেটাতে সক্ষম থাকে তবে সংসার অনেক সুন্দর ভাবে চলতে পারবে এবং কারোর পরে অন্য কারোর বার্ডেন এসে পড়বে না।


বর্তমান সময়ে দেখা যায় বেশিরভাগ মানুষই বিভিন্নভাবে উপার্জন করার চেষ্টা করে চলেছে যেন তারা অনেক সুন্দর ভাবে বাঁচতে পারে এবং নিজের শখ সৌখিনতা, প্রয়োজন সবকিছুই ভালোভাবে মেটাতে পারে। কিন্তু সেখানে এমন ও মানুষ আছে যারা শুধুমাত্র অন্যদের ঘাড়ে বোঝা হয়েই বাঁচতে চায় এবং নিজে অনেক বিলাসবহুল জীবনযাপন করতে চায়, কিন্তু এই বিলাসবহুল জীবনযাপনের জন্য তারা নিজে পরিশ্রম করে অর্থ উপার্জন কোন ভাবেই করতে চায় না। তারা চায় যে অন্য কেউ অত উপার্জন করে তাদেরকে অনেক সুন্দর ভাবে যত্ন করে রাখবে তাদের শখ শৌখিনতা পূরণ করবে যেটা কোনভাবেই ঠিক নয়। আমাদের উচিত আমাদের নিজেদের উপার্জনের চেষ্টা করা এবং নিজেদের শখ সৌখিনতা নিজেদেরই পূরণ করার চেষ্টা করা আর সাথে আমাদের প্রিয় মানুষ এবং পরিবারের মানুষকেও ভালোভাবে রাখার চেষ্টা করা। আমরা যদি প্রত্যেকেই বিভিন্নভাবে উপার্জনের চেষ্টা করতে থাকে তবে আমরা কোনভাবেই অর্থের অভাবে থাকবো না। কারণ চেষ্টা করলে সফলতা অবশ্যই আসে। তাই আমরা যদি নিজে উপার্জন করি তবে আমরা অভাব থেকে দূরে থাকব এবং নিজের প্রত্যেকটা প্রয়োজন নিজে মেটানোর ক্ষমতা অর্জন করতে পারব আর তার সাথে সক্ষম এবং সাফল্য একজন ব্যক্তি হয়ে উঠতে পারব।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Coin Marketplace

STEEM 0.08
TRX 0.29
JST 0.035
BTC 104103.48
ETH 3455.69
USDT 1.00
SBD 0.52