সৎ ভাবে বেঁচে থাকা অনেক কঠিন।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
সৎ ব্যক্তি নাম শুনেই কেমন ভক্তি আসে, কিন্তু বর্তমান যুগে সৎ ব্যক্তির এ পৃথিবীতে কোন জায়গা নেই। আগেকার সময়ে প্রত্যেকটা সৎ ব্যক্তিদের অনেক বেশি সম্মান করা হতো এবং বলতে গেলে প্রায় মানুষই অনেক বেশি সৎ প্রকৃতির ছিল। কিন্তু বর্তমান যুগে সৎ মানুষের সংখ্যা অনেক কমে গেছে। আসলে মানুষ সৎ ভাবে বেঁচে থাকতে একদমই পারছে না খুবই কষ্টকর হয়ে যাচ্ছে সৎ মানুষের জন্য জীবন যাপন করা তাই বাধ্য হয়ে মানুষ অনেক বেশি অসৎ পথ অবলম্বন করে চলেছে। এই পৃথিবীতে সৎ মানুষের থেকে অসৎ মানুষের ক্ষমতা এত বেশি বৃদ্ধি পেয়ে গেছে যে অসৎ মানুষ বিনা দ্বিধাদ্বন্দ্বে সৎ মানুষের যেকোনো রকম ক্ষতি করে দিতে পারে তার ক্ষমতা বলে। আর এইসব ক্ষতি এড়াতে গিয়ে যে কোনো সৎ মানুষেরা অসৎ মানুষদের সঙ্গ দিচ্ছে এবং তারাও অসৎ তৈরি হয়ে যাচ্ছে। আসলে অসৎ ব্যক্তিদের ক্ষমতাবল প্রচুর, অসৎ ব্যক্তিরা যেকোনো সময় যে কোন অসৎ কাজ করতে পারে এবং এই অসৎ মানুষের প্রয়োজনে বা আতে ঘা লাগলে যেকোনো মানুষের যখন তখন ক্ষতি করে দিতে পারে। অর্থাৎ বলা যায় নিজের কার্যসিদ্ধি করার জন্য অসৎ মানুষেরা অনেক বেশি ক্ষতিকর রূপ ধারণ করে থাকে যার জন্য প্রতিনিয়ত সৎ মানুষরা অসৎ মানুষদের অনেক বেশি ভয় করে চলে।
পৃথিবীটা বর্তমানে টাকার খেলায় মেতে উঠেছে টাকার বলে সবকিছু সম্ভব আর একথাই জেনে গেছে অসৎ মানুষেরা আর সেই জন্যই অসৎ মানুষেরা প্রতিনিয়ত টাকার ক্ষমতা বলে সৎ মানুষের কাছ থেকে সততা যখন তখন কিনে নিতে পারে। আর যে সব ব্যক্তি এইসব অসৎ মানুষের কাছে নিজের সততা বিক্রি করতে চায় না তাদের হয়ে যায় অনেক বড় ক্ষতি। সৎভাবে বেঁচে থাকতে গেলে মানুষের এত বড় বড় ক্ষতির সম্মুখীন হতে হয় যে দেয়ালে পিঠ ঠেকে যায় সৎ মানুষদের, যার ফলে বাধ্য হয়ে সততা ত্যাগ করে অসৎ পথের রাস্তা ধরে হাঁটতেই হয়। আর এইসব কারণেই ধীরে ধীরে বেড়ে চলেছে অসৎ মানুষ। সৎ মানুষদের দুর্বলতা হলো তাদের কাছে খারাপ কোন কর্মের জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করার মত অর্থ থাকে না এবং যেকোনো সৎ ব্যক্তি সৎকর্মের মাধ্যমে যেটুকু পারিশ্রমিক পায় সেটুকু নিয়েই সন্তুষ্ট থাকতে পছন্দ করে কিন্তু অসৎ ব্যক্তিরা প্রচুর পরিমাণে আর্থিকভাবে সক্ষম থাকে এবং তাদের কাছে প্রয়োজন অতিরিক্ত অনেক বেশি অর্থ থাকে যা দিয়ে তারা বিভিন্ন অসৎ কাজে সেই অর্থ ব্যবহার করতে পারে। এমনকি যেকোন মানুষকে হেনস্তা করতে বা মানুষের ক্ষতি করতে সেই অর্থ তারা ব্যবহার করে থাকে। আর এইসব ভয়ের কারণেই কোন সৎ ব্যক্তি সেসব অসৎ ব্যক্তির সাথে শত্রুতা করতে চায় না।
অসৎ ব্যক্তির এইসব খারাপ কর্মের এবং ক্ষমতার কাছে হেরে যায় বিভিন্ন সৎ ব্যক্তিরা। আর এই পৃথিবীতে যত এই অসৎ ব্যক্তিদের সংখ্যা বাড়তে থাকবে ততই পৃথিবীর বিভিন্নভাবে ক্ষতি হতে থাকবে। কারণ অসৎ কাজ করে কখনো কারোর ভালো হয় না অসৎ কর্মের মাধ্যমে আমরা দেখতে পাই বিভিন্ন ভাবে বিভিন্ন ক্ষেত্রে শুধু মানুষের ক্ষতি হতে থাকে। কিন্তু সৎ ব্যক্তিরা সবসময় ভালো কর্ম করার চেষ্টা করে, যার ফলে সবসময় মানুষের ভালোই হয়। কিন্তু আমরা অসৎ কর্ম করায় এতটাই নিজের লাভ খুঁজে পাই যে আমরা ভুলেই যাই যে আমাদের পরবর্তী জেনারেশন কতটা ক্ষতির মুখে এগিয়ে চলেছে এই অসৎকর্ম করার মধ্য দিয়ে। আমাদের প্রত্যেকটি কর্মের ফল আমাদের পরবর্তী জেনারেশন অবশ্যই ভোগ করবে। আমরা যদি পৃথিবীটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি তবে সেই সুন্দর পৃথিবীতে আমাদের পরবর্তী জেনারেশন সুন্দরভাবে জীবন যাপন করতে পারবে কিন্তু আমরা যদি আমাদের লোভের কারণে এবং অসৎ কর্মের মধ্য দিয়ে পৃথিবী এবং সমাজটাকে গড়ে তুলি তবে সেই খারাপ সমাজের মধ্য দিয়ে আমাদের পরবর্তী জেনারেশন জীবন যাপন করবে এবং তাদের জীবন সেই খারাপ ভাবেই কাটতে থাকবে।
তাই আমরা যদি নিজেদের পরিবারকে ভালো রাখতে চাই এবং প্রিয় মানুষদের আত্মীয়-স্বজনদের ভালোবেসে থাকি তবে অবশ্যই আমাদের অসৎকর্ম ত্যাগ করে সৎকর্ম করা উচিত। তবে আমরা আমাদের প্রিয় মানুষগুলোকে ভালোভাবে রাখতে পারব এবং আমাদের পরবর্তী প্রজন্মকে সুন্দর একটি পৃথিবী এবং সমাজ উপহার দিতে পারব। অসৎ কর্মের মাধ্যমে কখনো কারোর ভালো না হলেও সৎকর্মের মাধ্যমে অবশ্যই অনেক ভালো কিছু করা যায় যা প্রত্যেকের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করবে। আর এই পৃথিবীকে যদি সুন্দরভাবে গড়ে তুলতে হয় তবে আমাদের কখনোই সৎকর্ম করা থেকে দূরে সরে গেলে চলবে না। আমাদের প্রতিনিয়ত সৎকর্ম করে যেতে হবে এবং প্রত্যেককেই সৎকর্ম করার এবং কারোর ক্ষতি না করার পরামর্শ দিতে হবে এবং সেদিকে খেয়াল রাখতে হবে। অসৎ কর্ম করা মানুষদের থেকে সর্বদাই দূরে থাকার চেষ্টা করতে হবে এবং তাদেরকে সৎ কর্মের পথে আনার চেষ্টা করতে হবে, সঠিক নিয়মকানুন মেনে চলার জন্য উৎসাহ দিতে হবে। তবে আমরা একটা সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারবো এবং সেই সুন্দর পৃথিবীতে আমরা সুন্দরভাবে বসবাস করতে পারবো এবং আমাদের পরবর্তী প্রজন্ম অনেক সুন্দর ভাবে জীবন যাপন করতে পারবে।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।
যথেষ্ট যৌক্তিক একটি টপিক নিয়ে আজকের লেখাটি লিখেছেন। আসলেই বর্তমান সময়টা টাকার খেলায় মেতে উঠেছে। যার ফলে অনেক মানুষের সততা বাজে লোকরা টাকা দিয়ে কিনে নিতে পারে যে কোনো সময়। তবে যারা সততায় অনড় থাকে তাদের জন্য পথ চলা বড়ই কঠিন।
আপনার কথাটা সত্যিই গভীর। সৎভাবে বাঁচতে গেলে অনেক ত্যাগ স্বীকার করতে হয়, কিন্তু সেই জীবনের শান্তিটাই আসল।সত্যের পথে থাকা কঠিন হলেও সেটা সবচেয়ে শক্ত ভিত। সময়ের সাথে এই সততার মূল্য মানুষ বুঝবেই।
https://x.com/PussFi_FNDN/status/1952031811279986850
https://x.com/pussmemecoin/status/1952033115771195624
https://x.com/PussFi_FNDN/status/1952287636858798275
আমরা আমাদের এই ক্ষুদ্র জীবনে অনেক বাঁধার সম্মুখীন হই। কিংবা অনেক খারাপ অভিজ্ঞতা আমাদের জীবনে আসে। সবকিছু মোকাবেলা করে সৎ ভাবে বেঁচে থাকা খুবই কঠিন হয়ে যায় আপু।