শত্রুর সাথে কখনো বন্ধুত্ব করা উচিত না।

in আমার বাংলা ব্লগ8 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17605203136872318157962003415835.jpg


সোর্স



আমরা সমাজে বসবাস করি, আর এই সমাজে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে যাদের মধ্যে বিভিন্ন ধরনের মন মানসিকতা এবং চিন্তাভাবনা রয়েছে। তাই আমরা যে সবার সাথে ভালোভাবে সম্পর্ক বজায় রাখতে পারব তার কোন গ্যারান্টি নেই। আর তার সাথে সবার প্রিয় হতে পারব না এবং সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা ও আমাদের দ্বারা সব সময় সম্ভব হয় না। প্রত্যেকটা মানুষের যেমন বন্ধু আছে প্রিয়জন আছে তেমন শত্রু আছে। শত্রু ছাড়া এই পৃথিবীতে একটি মানুষও নেই। কিন্তু আমরা যদি মনে করি যে আমাদের কোন শত্রু রাখবো না যাদের সাথে আমাদের শত্রুতা রয়েছে মনোমালিন্য রয়েছে সবার সাথে আমরা শত্রুতা নষ্ট করে ভাব ভালবাসার মাধ্যমে সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলবো তবে সেটা কোনোভাবেই সম্ভব নয়। কারণ শত্রু কখনোই বন্ধু হতে পারে না। শত্রু সর্বদাই শত্রু থাকে তারা কখনোই আমাদের ভালো চায়না বা ভালো কামনা করে না। আমরা যদি মনে করি যে আমাদের চারপাশে প্রত্যেকটা মানুষের সাথে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করব এবং যাদের সাথে আমাদের শত্রুতা রয়েছে সেই শত্রুদেরও বন্ধু করে নেব তবে অবশ্যই মনে রাখতে হবে যে তারা শুধুমাত্র বন্ধু নামেই হতে পারে কিন্তু আসলে তাদের দ্বারা কোনোভাবেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা সম্ভব হবে না।


কারন আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে মানুষ বন্ধু হয়েই শত্রুতা করে। অর্থাৎ শত্রুদের যদি আমরা বন্ধু করে তুলি তবে সে আমাদের সাথে মিশে আমাদের বন্ধুত্বের নামে ক্ষতি করার চেষ্টা করবে। আসলে দূর থেকে ক্ষতি করা যতটা কঠিন তার থেকে বন্ধু হয়ে কাছে এসে ক্ষতি করা অনেক বেশি সহজ। তাই অনেক ক্ষেত্রেই দেখা যায় শত্রুরা বন্ধু হয়ে কাছে এসে তারপর বিশ্বাস অর্জন করে ক্ষতি করে থাকে। আমরা যদি শত্রুকে শত্রু রূপে দেখি এবং নিজের কাছ থেকে দূরত্ব বজায় চলি তবেই আমরা ভালো থাকতে পারবো। শত্রুকে সবসময় চিহ্নিত করে রাখা উচিত এবং শত্রু থেকে দূরত্ব বজায় চলা উচিত তবে আমরা শত্রুর হাত থেকে রক্ষা পাবো। কিন্তু আমরা যদি শত্রুকে বন্ধু করতে চাই তবে তারা আমাদের আসল বন্ধু অর্থাৎ যারা বিপদে পাশে এসে দাঁড়ায় তেমন বন্ধু কখনোই হবে না বরং আমাদের কাছে থেকে আমাদের দুর্বলতা এবং আমাদের সম্পর্কে বিস্তারিত ধারণা নিয়ে এবং সব তথ্য অর্জন করে আমাদেরই ক্ষতি করার চেষ্টা করবে। তাই কাউকে বিশ্বাস করে বন্ধুত্ব করার আগে অবশ্যই আমাদের আগে ভালো করে বিচার বিবেচনা করে নেওয়া উচিত যে সেই ব্যক্তিটি আসলেই আমাদের বন্ধু হওয়ার যোগ্য কিনা এবং আমাদের বিশ্বাসের যোগ্য কিনা।


বন্ধু যদি বিপদে পাশে এসে না দাঁড়ায় তবে সেটাকে আসল বন্ধুত্ব কোনভাবেই বলা যায় না। আর শত্রুকে কখনোই বিশ্বাস করা উচিত নয় এবং ভরসার বন্ধু বলে মনে করা উচিত নয়। শত্রু সব সময় শত্রুই থাকে কিন্তু যদি সে বন্ধু হওয়ার চেষ্টা করে তবে অবশ্যই আমাদের বুঝতে হবে যে তার মনের মধ্যে কোন ছক কষা রয়েছে যাতে সে আমাদের ক্ষতি করতে পারে। শত্রু কিন্তু আমাদের জীবনে যেকোনো রূপে যেকোনো ভাবে যেকোনো সময় প্রবেশ করতে পারে, তাই আমাদের সবসময় সচেতন থাকতে হবে। আমরা যদি মনে করি যে শত্রু শুধু বাইরেই থাকে তবে এটা একদম ভুল, কারণ শত্রু যেমন বাইরে থেকে তৈরি হয় তেমন ঘরেও বিভিন্নভাবে শত্রু তৈরি হতে পারে। তাই আমাদের যেমন বাইরের শত্রু থেকে দূরত্ব বজায় চলা উচিত এবং নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করা উচিত তেমনি ঘরের শত্রু থেকেও আমাদের দূরত্ব বজায় চলে নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করা উচিত। আমাদের চারপাশে যেসব শত্রু আমাদের বন্ধু হওয়ার দাবি জানায় সেই সব বন্ধু শুধুমাত্র নামাই বন্ধু হয় এবং খুব ভালো বন্ধুত্বের নাটক করতে পারে। যার ফলে আমরা হঠাৎ করে এই বন্ধুরূপে শত্রুকে বুঝতে পারিনা বা চিনতে পারিনা।


বন্ধুত্বের নাটক খুব ভালো করা গেলেও এক সময় না এক সময় ঠিকই বন্ধুত্বের মুখোশটা খুলে বেরিয়েই যায় কিন্তু ততদিনে হয়তো সেই বন্ধুরূপী শত্রু আমাদের অনেক বড় ক্ষতি করে ফেলতে পারে। তাই আমাদের কখনোই কোন শত্রুর সাথে বন্ধুত্ব করা উচিত নয়। কারণ শত্রু সব সময় আমাদের সাথে নাটক করে যে তারা আমাদের বন্ধু কিন্তু আসলে মনে মনে তারা আমাদের সাথে শত্রুতা করে চলে এবং বিভিন্নভাবে ক্ষতির চেষ্টা করতে থাকে। আমরা যেন জীবনে কোনভাবেই সাফল্য না পাই, ভালোভাবে বাঁচতে না পারি সেই চেষ্টা সবসময় করতে থাকে এই শত্রু গুলি। এবং অনেক সময় এই শত্রুরা আমাদের ক্ষতি করার জন্য আমাদের বন্ধু হওয়ার নাটক করে আমাদের সাথে ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করে থাকে। তবে আমাদের এই সব থেকে সবসময় বিরত থাকতে হবে এবং শত্রুদের থেকে দূরত্ব বজায় চলতে হবে আর কখনোই শত্রুদের সাথে বন্ধুত্ব করা যাবে না। আমরা যদি কোন ভাবে ভুল করে কোন শত্রুর সাথে বন্ধুত্ব করে ফেলি তবে বুঝতে হবে সেদিনই আমাদের জীবনের সবথেকে বড় ভুল কাজটা আমরা করে ফেললাম। তাই আমাদের জীবনে যাই হয়ে যাক না কেন কখনোই শত্রুর সাথে বন্ধুত্ব করা উচিত নয়।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.32
JST 0.034
BTC 110594.08
ETH 3873.57
USDT 1.00
SBD 0.60