সম্মান দিলে সম্মান পাওয়া যাবে।

in আমার বাংলা ব্লগ15 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17558586687824736209911043450374.jpg


সোর্স



"সম্মান" শব্দটি অনেক ছোট হলেও এর গুরুত্ব অনেক বড় আমাদের জীবনে। আমরা প্রত্যেকে এমনটা কখনো না কখনো বা কোন না কোন ব্যক্তির ক্ষেত্রে অবশ্যই খেয়াল করেছি যে আমাদের যারা সম্মান করে না তাদের প্রতি আমাদের কোনোভাবেই সম্মানজনক ভাব আসে না, এমনকি সেই সব ব্যক্তিদের প্রতি আমাদের ভালোবাসা এবং আন্তরিকতাও কোনোভাবেই জন্ম নেয় না। সম্মান আমাদের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস। যে সব ব্যক্তি আমাদেরকে সম্মান করে না সেই সব ব্যক্তির প্রতি আমাদের মনোভাব অনেকটাই তাচ্ছিল্যের মতো গড়ে ওঠে। অথচ এইসব ব্যক্তি বোঝেনা যে সম্মান দিলে তবেই সম্মান পাওয়া যায়। আমরা যদি মানুষকে সম্মান না দিই তবে আমরাও সম্মান পাবো না। কারণ যেকোনো ব্যক্তির কাছ থেকে সম্মান পেতে হলে আগে তাকে সম্মান করতে হবে এবং তার মনের মধ্যে একজন সম্মানীয় ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। আর তার সাথে সাথে তার মনে নিজের জন্য আলাদা একটা ভক্তির জায়গা ভালবাসা এবং আন্তরিকতার স্থান তৈরি করে নিতে হবে। আমরা যদি কোন মানুষের মনে নিজের প্রতি সম্মান তৈরি করতে পারি তবে এই সেই ব্যক্তিটি আমাদের সম্মান দিয়ে কথা বলবে এবং সম্মানীয় ভাবে আচরণ করবে।


কিছু কিছু বয়স্ক ব্যক্তি আছে যারা ছোটদের সঙ্গে তুই তোকারি করে কথা বলে এবং তাচ্ছিল্যের মতো অসম্মানীয় আচরণ করে থাকে কিন্তু তবুও তারা বয়স্ক বলে আশা করে যে ছোটরা তাদের সম্মান করবে কিন্তু এটা কখনোই সম্ভব নয় ছোট হোক বা বড় প্রত্যেকটি ব্যক্তির একটা আত্ম সম্মান থাকে। আর সে আত্মসম্মানে যদি কেউ আঘাত আনে তবে কখনোই সেই ব্যক্তিটি সম্মান পাবে না। আমরা চারপাশে এমন অনেক মানুষ দেখতে পাই যারা বলে থাকে যে বর্তমান জেনারেশনের ছেলেমেয়েরা বড়দের সম্মান করতে জানে না। আসলে তারা এটা কখনোই বুঝতে চেষ্টা করে না যে তারাও ছোটদের সাথে কিভাবে কথা বলতে হয় ব্যবহার করতে হয় এবং কেমন আচরণ দেখাতে হয় সেটা জানে না। তারা যদি ছোটদের সাথে সম্মান দেখিয়ে কথা বলে এবং ভালো আচরণ করে তবেই তারা ভালো আচরণ শিখবে এবং মানুষের সাথে সম্মান দিয়ে কথা বলা শিখবে এবং ভবিষ্যতে তারাও সম্মান পাবে। তাই বড়রা যদি নিজেরাই ছোটদের সম্মান না দেয় তবে ছোটরা সম্মান দিতে শিখবে না। তাই ছোটদের থেকে সম্মান পাওয়ার আশা রাখলে আগে তাদেরকে সম্মান দিয়ে কথা বলা এবং আচরণ করা শুরু করতে হবে তবেই তারা বড়দের কাছ থেকেই সম্মান দেওয়া শিখবে এবং ভবিষ্যতে সম্মান দেবে।


কিছু কিছু মানুষ আবার এমন আছে যারা একটু উচ্চপদস্থ চাকরি করলে বা অনেক বেশি অর্থ সম্পদের মালিক হয়ে গেলে অথবা কোন জ্ঞানী মহাজন পদ অর্জন করতে পারলেই মনে করে সে যেমন আচ্ছা তেমন ব্যবহার মানুষের সাথে করতে পারবে। আর তারা নিজেকে সবসময় মহান বলে মনে করে এবং অন্য সবাইকে তুচ্ছ বলে মনে করে, যার ফলে তারা অন্যদেরকে কখনোই সম্মান করে না অথচ নিজের সম্মান পাওয়ার সর্বদাই আশা রাখে। অনেক মানুষ তো এমন আছে যারা একটু বেশি বয়স হয়ে গেলেই সবাইকে অসম্মান করতে শুরু করে অথচ নিজের বয়স্ক হওয়ার কারণে সম্মান পাওয়ার আশা রাখে। কিন্তু এসব মানুষ প্রতিনিয়ত ভুলে যায় যে বয়স হলেই যে সম্মান দিতে হবে এমন কোন কথা নেই। সম্মান অর্জন করার আগে ক্ষমতা অর্জন করতে হবে তবেই তারা সম্মান পাবে। প্রচুর অর্থ উপার্জন করলেই কেউ সম্মান পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারে না। সম্মান পেতে হলে আগে মানুষের মত মানুষ হতে হবে এবং নিজে আগে একজন সম্মানীয় ব্যক্তি হতে হবে, অন্যদেরকে সবসময় সম্মান দিয়ে কথা বলতে হবে আর তার সাথে সব সময় প্রত্যেকের সাথে সম্মানীয় আচরণ করতে হবে। আসলে মানুষের কাছ থেকে সম্মান পেতে হলে আগে নিজেকে সেই ভাবে তৈরি করতে হবে যেন অন্যরা আমাদের সম্মান করতে পারে।


আমরা যদি মানুষের সাথে খারাপ ব্যবহার করি অশ্লীল ভাষায় কথা বলি এবং অন্যদের সাথে সবসময় খারাপ আচরণ করতে থাকি তবে কখনোই তারা আমাদের সম্মান করবে না এবং আমাদের প্রতি অন্যদের আন্তরিকতা এবং ভালোবাসা জন্ম নেবে না। তাই মানুষের মনের কষ্ট বুঝতে হবে সাথে মানুষকে ভালবাসতে হবে, হিংসা না করে প্রত্যেকটি মানুষের প্রতি আন্তরিকতা বজায় রাখতে হবে। নিজের মধ্যে হিংসা, লোভ-লালসাকে নষ্ট করে যখন নিজেই একজন সঠিক মানুষ হয়ে ওঠা যাবে এবং প্রত্যেকের সাথে আমরা সুন্দরভাবে সম্মান দিয়ে কথা বলতে পারব এবং সম্মানীয় আচরণ করতে পারব তবে মানুষ নিজে থেকেই আমাদের সম্মান করবে। আসলে সম্মান কখনোই মানুষের কাছ থেকে ছিনিয়ে নেওয়া যায় না এটি এমন একটি জিনিস যা একদমই অদৃশ্য দেখা যায় না শুধুমাত্র অনুভব করা যায় তাই সম্মান সব সময় অর্জন করার চেষ্টা করতে হবে নিজেকে সঠিক একটি মানুষ গঠন করার মধ্য দিয়ে। আমরা যদি প্রত্যেকটি মানুষের সাথে সম্মান দিয়ে কথা বলি এবং ভালো আচরণ করি তবে তারাও আমাদের কাছ থেকে সম্মান দেওয়া শিখবে এবং আমাদেরকেও সম্মান করবে। আর এভাবেই আমরা একে অপরকে সম্মান করতে পারব এবং সুন্দরভাবে সম্পর্ক বজায় রাখতে পারবো।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 110846.41
ETH 4300.08
USDT 1.00
SBD 0.82