নিজের ভুল বোঝার ক্ষমতা থাকা উচিত।

in আমার বাংলা ব্লগ23 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17591233429386099694559902744988.jpg


সোর্স



আমরা রক্তে মাংসে গড়া সামান্য মানুষ তাই আমাদের জীবনে প্রতিনিয়ত ভুল হতেই থাকে। আসলে ভুল মানুষ মাত্রই করে, কোন রোবট বা অন্যান্য বস্তু ভুল করে না এমন কি আমাদের স্বয়ং সৃষ্টিকর্তাও কখনো ভুল করে না। তাই এটা খুবই সাধারণ এবং সামান্য একটি ব্যাপার যে মানুষ ভুল করে। কিন্তু মানুষের মধ্যে একটা অদ্ভুত গুণ আছে যে মানুষ কখনোই তার নিজের ভুলগুলো নিজে স্বীকার করে না, প্রত্যেকটি মানুষ জানে শুধুমাত্র অন্যের ভুলগুলিকে ধরিয়ে দিতে এবং অন্যের ভুল গুলোই খুঁজে বের করতে। মানুষের মধ্যে অন্যের ভুল খোঁজার বা দেখার অদ্ভুত একটা দক্ষতা রয়েছে কিন্তু মানুষ কখনোই নিজের ভুলগুলি খোঁজার বা দেখার বিন্দুমাত্র চেষ্টা করে না। আমাদের জীবনে বিভিন্ন ভুলের কারণে বিভিন্ন মানুষের সাথে এমনকি আমাদের প্রিয়জনের সাথে ও অনেক সময় আমাদের সম্পর্ক নষ্ট হয়, ঝগড়া হয় এমনকি বিচ্ছেদ পর্যন্ত হয়ে যায়। আমরা এইসব ঘটনার জন্যেও অপরপক্ষকেই দোষারোপ করে থাকি, কিন্তু কখনোই নিজের দোষটা দেখি না বা আমরা কোথায় ভুল করেছি যার কারণে আমাদের প্রিয়জন আমাদের কাছ থেকে দূরে সরে গেছে সেটা কখনোই ভাবি না।


আসলে এক হাতা যেমন তালি বাজে না তেমন একজনের ভুলের কারণে সম্পর্ক বা ভুল বোঝাবুঝি এছাড়াও বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় না, দুজনেরই কোথাও না কোথাও ভুল থাকে। তাই আমাদের উচিত আমরা যেমন অন্যের ভুলটাকে ধরতে পারি বা খুঁজে বের করতে খুবই দক্ষ তেমনি নিজের ভুলটাও খুঁজতে হবে এবং নিজের ভুল কোথায় সেটা জানতে পারলে সেটা সংশোধন করার চেষ্টা করতে হবে। আসলে আমরা অনেক সময় আমাদের ভুল বুঝতে পারি তবুও আমরা ইচ্ছা করেই সেটা সংশোধন করি না। আমাদের জীবনে এই কাজটা কিন্তু অনেক বড় ভুল কাজ। আমরা যদি অন্যের ভুলটা প্রতিনিয়ত না ধরে নিজের ভুলগুলোই সংশোধন করতে চেষ্টা করা শুরু করি তবে আমাদের জীবনে অর্ধেকের বেশি সমস্যার সমাধান হয়ে যায়। কোন সমস্যা হলে বা কোন ঝগড়া এমনকি প্রিয় মানুষের সাথে ভুল বোঝাবুঝি হলে সবার আগে আমাদের নিজেদের কোথায় ভুল হচ্ছে বা কোন কাজটি আমরা ভুল করছি সেটা খুঁজে বের করে আগে যদি আমরা সংশোধন হয়ে যাই তবে আমাদের জীবন অনেকটা সহজ হয়ে যাবে এবং আমাদের সাথে আমাদের প্রিয়জনের সম্পর্ক অনেক সুন্দর এবং গভীর হতে পারবে।


আসলে ভুল স্বীকার করা কোন খারাপ কাজ নয় এটি খুবই বাহাদুরির কাজ। সব মানুষের নিজের ভুল বোঝার বা নিজের ভুল খুজে বের করার ক্ষমতা থাকে না। কিছু কিছু মানুষ এমন আছে যাদের একটু বিবেক বুদ্ধি অন্যরকম থাকে তারাই একমাত্র নিজের ভুল নিজে ধরা ক্ষমতা রাখে। যেসব ব্যক্তি নিজের ভুল নিজে বুঝতে পারে সেই সব ব্যক্তি খুবই ভাগ্যবান হয়ে থাকে কারণ তাদের নিজের ভুল সংশোধন করে নতুন করে সবকিছু শুরু করার একটা সুযোগ থাকে। আমরা যদি মনে করি কারো সাথে আমরা কোন ভুল কাজ করেছি তবে অবশ্যই তার কাছে আমাদের ক্ষমা চাওয়া উচিত এবং নিজের ভুল সংশোধন করে নেওয়া উচিত। নিজের ভুল স্বীকার করে সংশোধন করলে আমাদের প্রিয়জনের সাথে সম্পর্ক এবং আমাদের জীবন অনেক সুন্দর হওয়ার সুযোগ তৈরি হয়ে যায়। যার জন্য আমরা সুন্দরভাবে বাঁচতে পারি। নিজের ভুল বুঝে ভুল স্বীকার করা ব্যক্তিরা অনেক বেশি মহান হয়ে থাকে কারণ যারা ভুল জেনে ভুল স্বীকার করে না তারা অনেক বেশি অহংকারী হয়ে থাকে এবং তারা কখনোই কারো সাথে সুন্দরভাবে সম্পর্ক গড়ে তুলতে পারে না।


আমরা যদি নিজের ভুলগুলি খুঁজে না বের করি এবং ভুল গুলি সংশোধন করে জীবনটাকে আবার ভালো পথে চালনা না করে তবে ভুল করতে করতে আমাদের জীবনটা একসময় ভুলে ভরে যাবে যার ফলে আমাদের জীবনে কোনভাবেই শান্তি থাকবে না এবং ভুল করতে করতে আমাদের প্রিয় মানুষও দূরে চলে যাবে এবং আমাদের জীবনটা নরকের মতো খারাপ হয়ে যাবে। তাই আমরা যদি ভালোভাবে বাঁচতে চাই এবং প্রিয় মানুষদের নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে চাই তবে অবশ্যই আমাদের নিজেদের ভুলগুলি স্বীকার করার সাহস রাখতে হবে। জীবনে কোন কাজ করার আগে আগেই ভাবতে হবে যে সেই কাজটি ভুল হচ্ছে নাকি ঠিক হচ্ছে। আমরা যদি কোন কাজ ভুল করে ফেলি তবে অবশ্যই সুন্দরভাবে সেই ভুল স্বীকার করতে হবে আর ভুল সংশোধন করে জীবনটাকে আরো সঠিকভাবে চালানোর চেষ্টা করতে হবে এবং সব সময় সঠিক কাজকর্ম করার চেষ্টা আর সঠিক চিন্তাভাবনা করার চেষ্টা করতে হবে। তবে আমরা মানসিক এবং শারীরিক দিক থেকে শুধু শান্তিতে বাঁচতে পারব এবং আমাদের প্রিয় মানুষটিকেও ভালো রাখতে পারব।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.32
JST 0.034
BTC 108632.81
ETH 3880.33
USDT 1.00
SBD 0.63