বাবা-মায়েরাও স্বার্থপর হয়ে থাকে এবং সন্তানের অর্থ দেখে।

in আমার বাংলা ব্লগ26 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


1759037728478113565061101778110.jpg


সোর্স



বাবা-মা সন্তানের জীবনে সবথেকে শ্রেষ্ঠ ব্যক্তি। সন্তানের জন্য বাবা-মা ভগবানের থেকেও উপর স্থানে থাকে। কিন্তু আমরা বর্তমান সমাজে দেখতে পাই সেই বাবা মাকে সন্তানেরা বিভিন্নভাবে অবহেলা করে থাকে, তবে বর্তমান সমাজে যেমন বাবা-মা অবহেলিত হয় তেমন বাবা-মায়েরাও সন্তানকে অবহেলা করে থাকে। বর্তমান সময় মানুষের মনে আন্তরিকতা, মায়া, মমতা, ভালবাসা এতটাই কমে গেছে যে মানুষ শুধু নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝেনা। মানুষের মতো স্বার্থপরতা এতটা মাত্রায় বেড়ে গেছে যে বর্তমান এ নিজের সন্তানের প্রতি ভালোবাসাও খুবই কম দেখা যায়। বর্তমানে দেখা যায় অনেক দম্পতি অর্থ উপার্জনের নেশায় এতই আসক্ত হয়ে পড়ে যে সন্তানের ভালো মন্দ দেখার সময় পায় না। সন্তান ঠিকমতো পড়াশোনা করছে কিনা বা ভালো পরিবেশে রয়েছে কিনা আবার ভালোভাবে বেড়ে উঠছে কিনা সেগুলো দেখার তাদের কাছে সময় হয় না। সন্তান জন্ম দিয়ে বাবা মায়েরা নিজের কর্মে ব্যস্ত থাকে এবং কাজের লোকের ওপর নির্ভর করে সন্তানকে মানুষ করে, অর্থাৎ সন্তান সম্পূর্ণ বেড়ে ওঠে ভিন্ন অজানা একটি ব্যক্তির কাছে। যার ফলে দেখা যায় তার সাথেই সন্তানের সুন্দর একটা মায়া ভালোবাসা সম্পর্ক গড়ে ওঠে যেটা বাবা-মার সাথে কোনভাবেই গড়ে ওঠে না।


সেই পুরনো যুগ থেকে আমরা দেখে আসছি এবং শুনে আসছি মানুষ বলে সন্তান জন্ম দেওয়ার আসল কারণ হলো বৃদ্ধ বয়সে লাঠি, অর্থাৎ বাবা-মা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন তাদের সেবা যত্ন এবং দেখাশোনার জন্য তারা সন্তান জন্ম দিয়ে থাকে যেন তাদের কোন ধরনের সমস্যার সম্মুখীন না হতে হয়। সেই জন্য সে পুরনো যুগ থেকেই আমরা দেখে থাকি যে পুত্র সন্তানের প্রতি প্রত্যেকটা মা-বাবার একটু বেশি ভালোবাসা থাকে এবং পুত্র সন্তানেরই চাহিদা থাকে। কারণ আমাদের সমাজের রীতি অনুযায়ী কন্যা সন্তানকে বিয়ে দিয়ে অন্যের ঘরে অন্যের সংসারে পাঠাতে হয় এবং পুত্র সন্তানই কেবলমাত্র তার নিজের পরিবারের সাথে সারা জীবন কাটাতে পারে। আর তার সাথে পুত্র সন্তানের দাঁড়ায় পরিবার এবং বংশ এগোতে থাকে। সেই জন্য আগেকার যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত দেখা যায় পুত্র সন্তান প্রাপ্তির চাহিদা একটুও কমেনি। আর এই সব কারণে অনেক বাবা-মা কন্যা সন্তানকে অবহেলা করে থাকে। আর শুধু বাবা মা নয় পরিবারের অন্যান্য বিভিন্ন সদস্য কন্যা সন্তান হলে তারপরে বিভিন্ন মানসিক এবং শারীরিক অত্যাচার করে থাকে।


বাবা-মা তার কন্যা সন্তানের ওপর অবহেলা করলেও কখনোই পুত্র সন্তানকে অবহেলা করে না। তবে পুত্র সন্তানকে অবহেলা না করলেও পুত্র সন্তানের অর্থ সম্পদের প্রতি প্রত্যেকটা মা-বাবার অবশ্যই নজর থাকে। যে পরিবারে দুটির অধিক পুত্র সন্তান রয়েছে সেই সংসারে তো সন্তানদের প্রতি বাবা-মার ভালোবাসার তারতম্য লক্ষ্য করা যায়। যে পুত্র সন্তান বেশি উপার্জন করে বাবা মার কাছে সেই পুত্র সন্তান অধিক প্রিয় হয়ে থাকে আর সে পুত্র সন্তানই বাবা-মার আদর ভালোবাসা বেশি পেয়ে থাকে। কম অর্থ-সম্পদ উপার্জন করলে বাবা-মা সেই সন্তানকে একটু অবহেলা চোখে দেখে থাকে। এই পৃথিবীতে যেমন ভালো মানুষ আছে তেমন খারাপ মানুষও রয়েছে। তাই প্রত্যেকটা বাবা-মা সমান মানসিকতার হয় না। খারাপ মানসিকতার যেমন মানুষ রয়েছে তেমন ভালো মানসিকতার মানুষ ও অনেক দেখা যায়। অনেকে বাবা-মা এমনও আছে যার একটি সন্তান কম উপার্জন করলে যে সন্তান ভালো উপার্জন করে তার থেকে একটু একটু করে গুছিয়ে এনে কম উপার্জন করা ছেলেকে সাহায্য করে থাকে। তবে বর্তমানে বেশিরভাগ স্বার্থপরতাটাই দেখা যায়।


সংসারে কোন সন্তান যদি অর্থ উপার্জন না করে থাকে তবে সেই সন্তান বাবা-মায়ের কাছে অবশ্যই খারাপ হবে, এমনকি কিছু কিছু সংসারে তো মেয়েদেরকেও অর্থ উপার্জন না করার জন্য এবং ঘরে বসে থাকার জন্য অনেক কটু কথা শুনতে হয়। আসলে বর্তমানে বাবা-মায়েরাও সন্তানের অর্থ দেখে। এমন অনেক পরিবার আছে যেখানে বাবা-মা তার একমাত্র অথবা বড় কন্যা সন্তানকে বিয়ে দিতে চায় না শুধুমাত্র তার উপার্জনে সংসার চলে তাই। উপার্জন করে সংসার চালানো মেয়েকে যদি বাবা মা বিয়ে দিয়ে দেয় তবে সে সংসার অচল হয়ে পড়বে সেই জন্য স্বার্থপর হয়ে অনেক বাবা মা মেয়েদের বিয়ে না দিয়ে সারা জীবন নিজের সংসারে রেখে দেয়। আসলে আগের থেকে বাবা-মায়ের সংজ্ঞা অনেকটাই পরিবর্তন হয়েছে, আগেকার সময়ে বাবা-মা যতটা ত্যাগ স্বীকার করত বর্তমানে অতটাও ত্যাগ স্বীকার করে না। বর্তমানে বাবা-মায়েরাও সন্তানদের অর্থ দেখে এবং সন্তানদের দ্বারা কি করে নিজের জীবনটা সুন্দরভাবে কাটানো যায় সেই পরিকল্পনা করতে থাকে। অনেক বাবা-মা এমনও আছে যারা নিজের স্বার্থের জন্য সন্তানের সুন্দর ভবিষ্যৎ নষ্ট করে থাকে।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.31
JST 0.034
BTC 110071.64
ETH 3856.59
USDT 1.00
SBD 0.60