কর্তব্য পালন করতে হবে।

in আমার বাংলা ব্লগ13 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17617160162116990547026235776356.jpg


সোর্স


আমাদের প্রত্যেকটা মানুষের জীবন ছোটবেলা থেকে অনেক সুন্দর ভাবে কাটলেও নির্দিষ্ট একটা বয়সের পর দায়িত্ব-কর্তব্য চারিদিক থেকে আমাদের ঘিরে ধরে। কিছু মানুষ আছে যারা এই দায়িত্ব-কর্তব্য খুব ভালোভাবে পালন করে থাকে আবার কিছু মানুষ আছে যারা একটু অবহেলা করে থাকে। কিন্তু প্রত্যেকটা মানুষের কোন না কোন ভাবে কারো না কারো প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করতেই হয়, সেটা বাধ্য হয়ে হোক বা ইচ্ছা করে মন থেকে। আসলে আমরা চাইলেও আমাদের দায়িত্ব-কর্তব্য থেকে কোনভাবেই মুখ ঘুরিয়ে এড়িয়ে যেতে পারব না। আমাদের জীবনের কিছু কিছু দায়িত্ব কর্তব্য এমনভাবে আমাদের ওপর এসে পড়ে যে আমরা চাইলেও সে দায়িত্ব কর্তব্য পালন করা থেকে পিছিয়ে যেতে পারি না। আসলে প্রতিটা বাড়ির যে কর্তা থাকে তাদের ওপর কিন্তু আনুষ্ঠানিকভাবে কোন দায়িত্ব-কর্তব্য দেওয়া লাগে না। এমনিতেই প্রত্যেকটা মানুষ তার ওপর নির্ভরশীল হয়েই পড়ে। যে বাড়িতে বা যে সংসারে পুরুষ মানুষ থাকে না সেই সংসারে কিন্তু মেয়ে মানুষদেরই পুরো সংসারের দায়িত্ব-কর্তব্য পালন করতে হয়।


সেই পুরনো যুগ থেকেই বংশপরম্পরায় পরিবারের বড়রা পরিবারের প্রত্যেক সদস্যদের দায়িত্ব কর্তব্যও পালন করে আসছে। তবে বর্তমানে ছোটরাও কম বয়সেই নিজের কর্তব্য বুঝে নিতে চেষ্টা করছে। বর্তমানে দেখা যায় বয়স কম থাকা সত্ত্বেও তাড়াতাড়ি ছেলে এবং মেয়ে উভয়ে বিভিন্ন রকম কর্ম করে নিজের পরিবারের মানুষদের ইচ্ছা আশা-আকাঙ্ক্ষা পূরণ করার চেষ্টা করছে এবং পরিবারের পাশে আর্থিকভাবে সক্ষম হয়ে থাকার চেষ্টা করছে। অনেকে তো পড়াশোনার পাশাপাশি আর্থিকভাবে সক্ষম হয়ে পরিবারের দায়িত্ব কর্তব্য পালন করার চেষ্টা করে থাকে। তবে অনেক সময় এমন দেখা যায় যে, সন্তান অনেক ছোট থাকা সত্ত্বেও বাবার মৃত্যুর পর পরিবারের বোঝা অর্থাৎ দায়িত্ব কাঁধে এসে পড়ে ছোট বয়সেই সেই সন্তানের। ছোট বয়সেই সংসার এবং পরিবারের বিভিন্ন মানুষের দায়িত্ব ও কর্তব্য পালন করতে দেখা যায় অনেক পরিবারেই। তবে এমনও দেখা যায় যে অনেক সংসারে সন্তানের অনেক বড় হয়ে গেছে এবং বাবা মায়েরা অনেক বৃদ্ধ হয়ে গেছে তবুও সন্তান নিজের দায়িত্ব-কর্তব্য বোঝেনা এবং বয়স্ক বাবা মায়ের দেখাশোনার এবং প্রয়োজন মেটানোর দায়িত্ব-কর্তব্য পালন করে না।


আসলে আমাদের প্রত্যেকেরই আমাদের নিজস্ব কর্তব্য পালন করা উচিত।। আমরা যদি আমাদের দায়িত্ব কর্তব্য ভালোভাবে বুঝতে পারি এবং নিজের কর্তব্য সঠিকভাবে পালন করি তবেই আমরা একজন সঠিক মানুষ হয়ে উঠতে পারবো এবং আমাদের বাবা-মায়ের আমাদের মানুষ করার পরিশ্রম সার্থক হবে আর তার সাথে আমাদের নিয়ে গর্ববোধ করতে পারবে। আমরা যখন আমাদের দায়িত্ব-কর্তব্য মন থেকে পালন করব এবং সবাইকে সুখী রাখতে পারব তখন আমরা নিজেও মন থেকে অনেক বেশি সুখী অনুভব করব এবং রাতে অনেক শান্তিতে ঘুমাতে পারবো। আসলে মন থেকে শান্তি হলেই আমাদের জীবনে শান্তি আসে। আমরা যদি আমাদের দায়িত্ব-কর্তব্য সঠিকভাবে পালন না করি তবে আমাদের দেখাদেখি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম দায়িত্ব কর্তব্য পালন করা শিখতে পারবে না। আসলে বড়দের দেখেই ছোটরা শিখে থাকে শুধুমাত্র মুখ থেকে বললে ছোটরা কোনভাবেই ভালোভাবে শিখতে পারবে না। মুখে যেমন আমাদের বলে বোঝাতে হবে তেমন কর্মের মাধ্যমেও প্র্যাকটিক্যাল বোঝাতে হবে তবেই তারা সম্পূর্ণভাবে শিক্ষা লাভ করবে।


আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে শুধুমাত্র এই মুখে বলি যে নিজের দায়িত্ব কর্তব্য পালন করতে হবে অথচ আমরা নিজেরাই যদি আমাদের দায়িত্ব-কর্তব্য সঠিকভাবে পালন না করি তবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোনভাবেই দায়িত্ব-কর্তব্য পালন করা শিখতে পারবে না। তাই আমাদের সঠিকভাবে নিজেদের দায়িত্ব-কর্তব্য পালন করতে হবে এবং পরিবারের মানুষদের সুখে রাখার চেষ্টা করতে হবে। আমরা যখন আমাদের দায়িত্ব কর্তব্য পালন করব বা আমাদের ঘাড়ে দায়িত্ব ও কর্তব্যের বোঝা এসে পড়বে তখন বিভিন্ন মানুষ বিভিন্ন রকম মতামত প্রকাশ করবে। এমনকি আমাদের অনেক খারাপ কথা নেগেটিভ কথা ও শুনতে হতে পারে কিন্তু আমাদের সেদিকে কান দিলে চলবে না। আমাদের যতটা সাধ্য সেই সাধ্যমত আমাদের প্রত্যেকের চাহিদা পূরণ করার চেষ্টা করতে হবে এবং নিজের দায়িত্ব কর্তব্য পালন করতে থাকতে হবে। ছোট নবজাতক শিশুর প্রতি যেমন আমাদের কর্তব্য থাকে এবং আমরা সুন্দর হাসিখুশি মনে তাকে যত্ন করে রাখি এবং নিজের দায়িত্ব কর্তব্য পালন করি তেমনি বয়স্ক পিতা-মাতার প্রতিও আমাদের মন থেকে এবং হাসিখুশি মনেই দায়িত্ব-কর্তব্য পালন করতে হবে।।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Coin Marketplace

STEEM 0.08
TRX 0.30
JST 0.037
BTC 102761.90
ETH 3423.04
USDT 1.00
SBD 0.55