ঘরের জন্য কর্পূর দানি।

in আমার বাংলা ব্লগ4 months ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


1000038400.jpg



কর্পূর আমাদের জন্য অনেক ভালো এবং উপকারী একটি জিনিস। কর্পূরের অনেক গুনাগুন রয়েছে যা সম্পর্কে আমরা অনেকেই জেনে থাকি আবার অনেকেই জানিনা। কর্পূর মাথায় মাখলে খুশকির সমস্যা দূর হয় তবে চুলের অনেক ক্ষতি হয়। আগের দিনে দেখা যেত অনেকে কর্পূরের তেল ব্যবহার করত তাতে নাকি শরীরে অনেক উপকার হত। তবে এ ব্যাপারে আমি শুধু শুনেছি কখনো ব্যবহার করে দেখিনি। তবে এটা সত্য কথা যে কর্পূর পোকামাকড় তাড়াতে অনেক উপকার করে। আমাদের বাড়ির বাগানে ছাদ বাগানে বা বাড়িতে যেসব জায়গায় পোকামাকড়ের উপদ্রব হয় সেসব জায়গায় যদি আমরা এই কপূর দিয়ে রাখি তাহলে পোকামাকড়ের উপদ্রব নিমেষে বন্ধ হয়ে যেতে পারে। আমাদের পুজোর সময় যখন কর্পূরএর ব্যবহার করা হয় তখন পরিবেশটা কত সুন্দর মনমুগ্ধকর এবং পজেটিভ হয়ে ওঠে। মনটা খুবই ভালো লাগে এই কর্পূরের গন্ধে। কর্পূর ব্যবহারে নেগেটিভ চিন্তাভাবনা এবং নেগেটিভ পরিবেশ পুরোপুরি বদলে পজেটিভ একটা আমেজ চলে আসে। আসলে কর্পূর নেগেটিভ এনার্জি দূর করতে অনেক বেশি সক্ষম। তাই কর্পূরের যেহেতু অনেক গুনাগুন রয়েছে তাই ঘরে ব্যবহারের জন্য আমার বর মশাই আমাকে একটি কর্পূর দানি কিনে দিয়েছেন।

1000043931.jpg


1000043916.jpg



আসলে একটি নয় দুটি কর্পূর দানি কিনে এনেছে একটি বাবার ঘরে দেওয়ার জন্য আরেকটি আমাদের ঘরে দেওয়ার জন্য। এই কর্পূরদানি দুটো দেখতে অনেক বেশি সুন্দর। এটি মূলত ড্রিম লাইটের মতও কাজ করে থাকে। অন্ধকারে সুন্দর ডিজাইনের আলো বের হয় এই কর্পূর দানি থেকে। এই কর্পূর দানি ব্যবহার করার জন্য প্রথমে ইলেকট্রিক প্লাগ এর মধ্যে দিয়ে নিতে হবে। তারপর কারেন্টের সুইচ অন করে দিলেই সুন্দর করে ডিজাইনের মধ্য দিয়ে আলো ফুটে উঠবে। এভাবে দেখতে অনেক সুন্দর লাগে কর্পূর দানিটি। এইভাবে জ্বালিয়ে রাখলে সারারাত ড্রিম লাইটের কাজও করতে পারবে। তবে এতে কর্পূর জ্বালাতে গেলে পাশে আরেকটি ছোট সুইচ আছে এই কর্পূর দানিতে সেটি অন করে নিতে হবে। এবার ওপরের খালি জায়গাটিতে দিয়ে দিতে হবে এক টুকরো বা দু টুকরো কর্পূর। কয়েক সেকেন্ডের মধ্যেই কর্পূরের গন্ধ পুরো ঘরের মধ্যে ছড়িয়ে যাওয়ার ব্যাপারটা লক্ষ্য করলেই বোঝা যাবে। এবং কর্পূর দানিতে সুন্দর করে ধোঁয়া উড়ছে সেটা দেখা যাবে। এই কপূর যখন জ্বলতে শুরু করে খুব আস্তে হালকা চিটচিট করে আওয়াজ করতে থাকে। কয়েক সেকেন্ডের মধ্যেই কর্পূর গলে চারিদিকে ছড়িয়ে পড়ে।

1000043911.jpg


1000043918.jpg


1000043922.jpg



কিছুক্ষণ বাদে আবার লক্ষ্য করলে দেখা যাবে বাষ্পীভূত হয়ে আরও কিছুটা কপূর কমে আসছে। এইভাবে কর্পূর গুলো জ্বলতে জ্বলতে বাষ্পীভূত হয়ে কর্পূরের গন্ধ পুরো ঘরে ছড়িয়ে পড়েছে। প্রায় এক থেকে দেড় মিনিট সময় লাগে এর মধ্যেই পুরো কর্পূর জ্বলে বাষ্পীভূত হয়ে পুরো ঘরে ছড়িয়ে পড়েছে এবং ঘরময় সুন্দর একটি পজিটিভ এনার্জি ফিল করা যাচ্ছে। আসলে কর্পূরের গন্ধে পরিবেশটা অনেক বেশি পজিটিভ হয়ে ওঠে এবং ঘরে বিভিন্ন পোকা মাকড় থাকলে সেগুলো চলে যায়। কর্পূর ব্যবহারের অনেক উপকারিতা আছে। কর্পূর আমাদের শরীরের জন্য অনেক উপকার করে থাকে। সর্দি কাশি হলে, ঠান্ডা লাগলে, নাক বন্ধ হয়ে গেলে কর্পূর নাক খুলতে সাহায্য করে। আমার বর মশাই ঘর সাজাতে অনেক পছন্দ করে আর ঘরের এইসব জিনিস আরো বেশি পছন্দ করে। তাই প্রতিনিয়ত অনলাইন শপিং অ্যাপে এইসব টুকটাক জিনিস দেখতেই থাকে। এবং কোন কিছু পছন্দ হলে সেগুলো কিনে নেয়। ছুটির দিনে অথবা বাড়িতে এসে যদি দেখে কোনদিন আমি কর্পূর জালাইনি তাহলে সে নিজেই কর্পূর জ্বালিয়ে দেয়। ঘরের মধ্যে কর্পূরের গন্ধ মনের মধ্যে অনেক বেশি শান্তি নিয়ে আসে।

1000043924.jpg


1000043926.jpg


1000043928.jpg



এই কর্পূর দানির যে আলো সেটা তুলনামূলক ড্রিমলাইট অপেক্ষা অনেকটাই বেশি হয়ে থাকে। তবে ঘরের মধ্যে এমন সুন্দর একটি ডিজাইনের এবং কালারফুল আলো জ্বললে দেখতে ভীষণ সুন্দর লাগে। এই কর্পূরদানি নরমাল দোকানে হয়তো পাওয়া যায় না অথবা পাওয়া গেলেও এমন সুন্দর পাওয়া যাবে না। বিভিন্ন ভালো শপিং মলে এবং অনলাইন শপিং অ্যাপে বিভিন্ন রকমের সুন্দর ডিজাইনের এই কর্পূর দানি পাওয়া যায়। প্রতিদিন সন্ধ্যা বেলা এই কর্পূর দানিতে ঘরের মধ্যে কর্পূর জানালে চারিদিকটা পজিটিভ এনার্জিতে ভরে যায়। আমি প্রতিদিন সন্ধ্যা বেলা ঠাকুর ঘরে সন্ধ্যা দিয়ে এসে বাবার ঘরে এবং নিজের ঘরেও এই কর্পূর জ্বালিয়ে দিই এতে চারিদিকের পরিবেশটা খারাপ এনার্জি থেকে দূরে থাকে এবং ভালো পজেটিভ এনার্জিতে ভরে যায়। যার ফলে আমাদের মন ও মেজাজ ভালো থাকে এবং সব কাজ ঠিকমতো এবং সুন্দরভাবে করা যায়। আর সব থেকে ভালো ব্যাপার টি হল এই কর্পূরের জন্য পোকামাকড় অনেক কমে যায়। যার ফলে বর্তমানে বাড়িতে ঝুল হওয়া অনেক কমে গেছে এবং পোকা দেখতেও পাওয়া যায় না।

1000043932.jpg


1000043087.jpg


ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm



আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.033
BTC 118690.75
ETH 4401.17
SBD 0.80