অর্ধেক কথা শোনা বিপদ।

in আমার বাংলা ব্লগ10 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17577495907235078964264633630375.jpg


সোর্স



আমাদের এই পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে বা এমন অনেক কথা আমরা শুনে থাকি যা সম্পূর্ণ শোনা হয়ে ওঠেনা কিন্তু সেই সব কথা শুনে আমরা কখনোই সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। কারণ অর্ধেক কথা শুনলে বা অর্ধেক ঘটনা দেখলে আমরা সবসময় সামান্য কিছু জিনিস বুঝতে পারলেও পুরো ঘটনাটা বা পুরো কথাটা কিন্তু আমরা কোনভাবেই বুঝতে পারি না বা জানতে পারি না, সুতরাং অর্ধেক শোনা যে কোন কাহিনী বা কথা আমাদের ভুল সিদ্ধান্ত নেওয়ার একটি কারণ হয়ে দাঁড়ায়। আমরা সব সময় অর্ধেক কথা শুনে ভুল বুঝে থাকি এবং যে কোন জিনিস সম্পর্কে ভুল জ্ঞান অর্জন করে থাকি। আমরা যদি কোন ব্যক্তি সম্পর্কে অর্ধেক কথা শুনে তাহলে আমরা সেই ব্যক্তি সম্পর্কে সঠিক ধারণা কোনোভাবেই পাব না, আমরা হয়তো সে ব্যক্তি সম্পর্কে অর্ধেক কথা শুনে তাকে ভুল বুঝতে পারি, খারাপ ভাবতে পারি এমনকি তার সাথে আমাদের খারাপ সম্পর্ক গড়ে উঠতে পারে আবার অন্যদিকে অর্ধেক কথা শোনার কারণে আমরা কোন ব্যক্তি সম্পর্কে ভালো ধারণা করে নিতে পারি যা হয়তো একদমই সঠিক নয়। অর্থাৎ যে কোন দিক থেকেই অর্ধেক ধারণা বা কথা ভুল প্রমাণ হয়ে থাকে।


আমরা যদি কোন ঘটনা সম্পর্কে বিস্তারিত না শুনে বা না জেনে সে ঘটনা বিচার করতে যাই সেটাও আমাদের ভুল বিচার হয়ে থাকে, কারণ ঘটনা অর্ধেক শুনে কখনোই বিচার করা উচিত নয়, পুরো ঘটনা শুনলেই আসল সত্যটা বোঝা সম্ভব অর্ধেক ঘটনা কখনোই আমাদের সেই ঘটনা সম্পর্কে পূর্ণ জ্ঞান দিতে পারে না। তাই আমাদের সঠিক বিচার করতে হলে সব সময় দুই পক্ষের কথা শুনতে হবে এবং পূর্ণ ঘটনাটি বিস্তারিতভাবে জানতে হবে তবেই আমরা সঠিক বিচার করতে পারব এবং সেই ঘটনা সম্পর্কে সঠিক তথ্য এবং জ্ঞান অর্জন করতে পারব। অনেক মানুষ আছে যারা আড়ালে কথা শোনে এই সব ব্যক্তি অনেক বেশি ক্ষতিকর হয়ে যায় আমাদের জন্য। কারণ এইসব ব্যক্তি আড়ালে থেকে কখনোই পুরো কথা শুনতে পারেনা, অর্ধেক এবং অস্পষ্ট কথা শুনে তার ওপরে একটি ধারণা করে নেয় এবং সে অর্ধেক অস্পষ্ট কথার উপরে যেটুকু সে বুঝতে পারে বা জ্ঞান অর্জন করতে পারে সেটুকু উপরেই তারা অন্যকে সেই ঘটনা সম্পর্কে বোঝাতে থাকে। এই সকল ব্যক্তি কোন ভাবেই পূর্ণ ঘটনা বা পুরো কথা না শোনার কারণে তারা নিজেরাও সঠিক জ্ঞান পায় না এবং আড়ালে থেকে অর্ধেক অস্পষ্ট কথা শোনার কারণে তাদের নিজেরও ভুল ধারণা হয়।


তারা ভুল ধারণা ছড়াতে থাকে, তাই এইসব ব্যক্তি আমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর। আড়ালে থেকে আমরা যদি অর্ধেক কথা এবং অস্পষ্ট কথা শুনেই তবে আমরা কখনোই আসল সত্য জানতে পারবো না এবং আমরা মনের মধ্যে তিলকে তাল বানিয়ে অনেক কিছু ভাবতে থাকবো যা আমাদের মন এবং শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর এবং ওই অর্ধেক কথার ওপরে আমরা যে মানুষটার উপর একটা ধারণা তৈরি করছি সেটা ভালো হোক বা খারাপ দুটোর কারণেই আমাদের তাদের সাথে সম্পর্ক অনেক বেশি খারাপ হয়ে যেতে পারে এবং আমাদের আড়াল থেকে সোনার কারণে মন অনেক বেশি ছোট হয়ে যায়। যেসব মানুষ এমন আড়ি পেতে কথা শুনে অর্থাৎ আড়ালে দরজার পেছনে দাঁড়িয়ে কান পেতে কথা শুনে তাদের মানসিকতা অনেক বেশি খারাপ হয়ে যায় এবং মনোরোগ সৃষ্টি হয়। এসব মানুষ যেকোন মানুষকে অনেক বেশি সন্দেহ করে এবং সঠিক তথ্য না জানার কারণে মানুষের সম্পর্কে খারাপ কথা এবং ভুল কথা ছড়াতে থাকে। পুরো ঘটনাটা না জেনে আড়ি পেতে অর্থাৎ আড়ালে অস্পষ্ট অর্ধেক কথা শুনে আর অর্ধেক কথায় মানুষ মনে মনে তৈরি করতে থাকে যা খুবই খারাপ একটি বিষয়।


কারন আমরা সঠিক বিষয় না জেনে কাউকে কোন কিছু বললে সেই ছোট ছোট জিনিস থেকে এত বড় মানুষের ক্ষতি হয়ে বসে অনেক সময় আমরা সে বিষয়ে ধারণাও করতে পারি না। ক্ষতির পরবর্তীতে তখন আমরা মনে করি যে আমাদের দ্বারা অনেক বড় ভুল হয়ে গেছে। কিন্তু আমরা ভুল হওয়ার আগে কোনোভাবেই সেটা চিন্তা করি না। তাই আমাদের প্রতিনিয়ত অর্ধেক কথা শোনা থেকে বিরত থাকতে হবে এবং আড়াল থেকে অস্পষ্ট এবং অর্ধেক কথা শুনে বাদবাকি নিজের চিন্তাধারায় গল্প গড়ে তোলা যাবে না। আমাদের সব সময় পুরো কথা শুনে এবং পুরো ঘটনা জেনে তবেই সেই জিনিসটার ওপর ধারণা তৈরি করতে হবে আর সে বিষয় সম্পর্কে বিচার বিবেচনা করতে হবে। এছাড়াও নিজের মানসিক শান্তি এবং সুস্থ সুন্দর চিন্তাভাবনা বজায় রাখার জন্য আমাদের সব সময় যে কোন ঘটনা পর্যবেক্ষণ করে এবং বিচার বিবেচনা করে সত্যতা যাচাই করে তবেই বিশ্বাস করতে হবে। অন্য কারোর কথা বা মুখের কথায় অযথা কারোর উপরে সন্দেহ করা একদমই উচিত হবে না। সঠিক প্রমাণ নিয়ে এবং আলাপ আলোচনার মাধ্যমে কোন সিদ্ধান্তে আসতে হবে এবং আসল তথ্য আর জ্ঞান অর্জন করতে হবে। অর্ধেক কথা বা ঘটনা শোনা সব সময় বিপদজনক তাই এর থেকে সবসময় বিরত থাকতে হবে।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Sort:  
 10 days ago 

কথায় বলে,অল্পবিদ্যা ভয়ংকরী।তেমনই এই অর্ধেক কথা শুনে সিদ্ধান্ত নেওয়াও ঠিক নয়।তাতে অনেক দুর্ঘটনা ঘটে যেতে পারে, সুন্দর বিষয় নিয়ে আলোচনা করেছেন।ধন্যবাদ আপনাকে।

 9 days ago 

মাঝে মাঝে আমরা কিছু কিছু বিষয়ে অর্ধেক কথা শুনে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। আর বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে যাই। তাই এই বিষয়গুলোতে অবশ্যই সতর্ক দৃষ্টি রাখা উচিত।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.34
JST 0.032
BTC 113074.91
ETH 4209.26
USDT 1.00
SBD 0.85