নিজের ওপর বিশ্বাস রাখা প্রয়োজন।

in আমার বাংলা ব্লগ9 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17607759314146521200038895715912.jpg


সোর্স



আমরা মানুষ সমাজবদ্ধ জীব, তাই আমাদের সমাজের কথা মাথায় রেখে এবং আমাদের সমাজের প্রত্যেকের কথা চিন্তাভাবনা করেই চলাফেরা করতে হয়। আমাদের এই সমাজে বসবাস করা প্রচুর মানুষ রয়েছে যাদের চিন্তা বিভিন্ন রকম হয়ে থাকে। কিছু কিছু মানুষের চিন্তাভাবনা থাকে খুবই পজেটিভ অর্থাৎ ভালো চিন্তাভাবনা করতে থাকে আবার কিছু কিছু মানুষ আছে যারা সবসময় নেগেটিভ চিন্তাভাবনা করতে থাকে অর্থাৎ সবকিছুর মধ্যেই খারাপ খুঁজে বেড়ায় আর খারাপ দেখে। এই সব খারাপ চিন্তা ভাবনার মানুষদের থেকে আমাদের সব সময় দূরত্ব বজায় চলা উচিত কারণ এইসব মানুষ প্রতিনিয়ত আমাদের মানসিক ভারসাম্য নষ্ট করতে খুবই এক্সপার্ট হয়ে থাকে। সব সময় যারা পজেটিভ অর্থাৎ ভালো চিন্তাভাবনা করে এবং মানুষের জন্য ভালো ভাবে আর মানুষকে প্রতিনিয়ত সাহায্য করে চলে তাই একমাত্র সমাজকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে এবং সমাজের প্রত্যেকটা মানুষকে উন্নতির পথে এগোতে সাহায্য করতে পারে। তবে আমরা অনেক সময় এই ভালো মানুষদের কথা না শুনে বা ভালো পজেটিভ চিন্তাভাবনার মানুষের সাথে মেলামেশা না করে খারাপ মানুষের সঙ্গে বন্ধুত্বের সম্পর্কে বা বিভিন্ন সম্পর্কে জড়িয়ে পড়ি। আর এইসব মানুষেরা আমাদের সব সময় ভুল পথ দেখায় যাতে আমরা আমাদের জীবনে সাফল্য অর্জন করতে না পারি।


কোনটা ভালো মানুষ আর কোনটা খারাপ মানুষ এত বড় পৃথিবীতে এবং আমাদের চারিপাশে এত মানুষের মধ্যে খুঁজে বের করা আর বোঝা দুটোই অনেক বেশি কষ্টকর এবং কঠিন কাজ। আমরা অনেক সময় যাকে বিশ্বাস করি এবং মনে করি যে এই ব্যক্তিটি আমাদের ভালো চায় সেই ব্যক্তিটি আমাদের ক্ষতি করে বসে আবার যে ব্যক্তিটিকে আমরা অবহেলা করি সেই ব্যক্তি আমাদের ভালো চেয়ে বসে। তাই কাকে বিশ্বাস করবো এবং কার কথা শুনবো সেটা বোঝা আমাদের জন্য অনেক বেশি কষ্টকর হয়ে পড়ে। অনেকে আবার এমন আছে যে আমাদেরকে পরামর্শ দিতে আসে যে অমুক ব্যক্তি অনেক ভালো এবং তোমার ভালো চায় আবার অনেকে বলে যে ওই ব্যক্তিটি তোমার মোটেও ভালো চায়না বা তোমার ক্ষতি করার চেষ্টা করছে। অন্যের কথা শুনে যদি আমরা মানুষকে বিশ্বাস করি তবে আমাদের অনেক বড় ভুল করা হবে। আবার যদি আমরা অন্যের কথামতো জীবনের বিভিন্ন পরিকল্পনা করতে থাকে সেটাও আমাদের ভবিষ্যতের জন্য অনেক বেশি ভুল সিদ্ধান্ত হবে। তাই আমরা যেহেতু আমাদের আশেপাশের মানুষকে সঠিক ভাবে চিনতে পারিনা তাই আমাদের অবশ্যই নিজের ওপর বিশ্বাস রাখতে হবে আর নিজের জীবনের সিদ্ধান্ত নিজেরই নিতে হবে।


আমাদের প্রতিনিয়ত চেষ্টা করতে হবে আমাদের পারিপার্শিক সকলের কথা শুনে, সকলের মতামত জানার পর নিজে ভালো করে চিন্তা-ভাবনা করে সকলের কথার ওপর পর্যবেক্ষণ করে নিতে হবে কোনটা সঠিক এবং কোনটা ভুল আর কোন কাজটা করলে আমাদের ক্ষতি হতে পারে এবং কোন কাজটা করলে আমাদের সাফল্য আসতে পারে। কারোর কথা শুনে বা কারো সিদ্ধান্তে রাজি হয়ে অন্যের কথা অনুযায়ী জীবনের সিদ্ধান্ত নেওয়া মোটেও উচিত নয়। সব সময় নিজের সিদ্ধান্তে নিজে চলা উচিত। কারন আমরা যদি অন্য কারোর কথা মত চলতে থাকি তবে সে আমাদের জীবনটা সম্পূর্ণ নিজের কন্ট্রোলে করে নিতে পারে। আর তার সাথে আমাদের নিজের সিদ্ধান্তকে প্রতিনিয়ত ভুল প্রমাণ করতে শুরু করে দেবে। আমাদের প্রত্যেকটা কাজ ভুল এবং আমরা যে চিন্তাভাবনা করছি সেগুলোও ভুল বলে আমাদের বিশ্বাস করাতে শুরু করবে। ফলে আমরা নিজের উপর আত্মবিশ্বাস হারাতে শুরু করব। আর আমরা নিজের সিদ্ধান্ত মতে চলতে ভয় পাব যার ফলে আমরা আমাদের সাফল্যের জন্য কখনোই কোন কাজ করতে পারবো না এবং জীবনে উন্নতি করতে পারব না। অন্যের কথায় নিজের জীবন চালানো এবং নিজের সিদ্ধান্ত নেওয়া কোনভাবেই উচিত নয়।


আমরা যদি নিজেরাই সক্ষম ভাবে নিজের ভালো-মন্দ জীবনের সিদ্ধান্ত ও নিজে নিতে পারি আর সে সিদ্ধান্তে আমরা যদি ভুলও করি তবুও আমরা সেই ভুল থেকেও অনেক কিছু শিক্ষা পাব এবং ভবিষ্যৎ জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্জন করতে পারব। আমাদের জীবনে সফল হতে গেলে এবং সুন্দরভাবে জীবন যাপন করতে গেলে অবশ্যই নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতা অর্জন করতে হবে আর নিজের ওপরে অনেক বেশি বিশ্বাস রাখতে হবে। আমরা যদি নিজের ওপরে বিশ্বাস করি এবং সেই বিশ্বাসের উপর ভিত্তি করে কোন কাজ করি তবে অবশ্যই আমরা সেই কাজে সফলতা পাবো এবং নিজের ওপর নিজেই গর্ববোধ করব। আমাদের জীবনে অন্য কেউ খারাপ চাইলেও বা অন্য কেউ খারাপ বুদ্ধি দিলেও আমরা নিজেরা নিজেদের যেহেতু কোনো ভাবেই খারাপ চাইবো না সেই জন্য সব সময় অনেক ভাবনা চিন্তা করে নিজের সিদ্ধান্ত নিজেদেরই নিতে হবে। কারণ সব সময় এটা মনে রাখতে হবে আমাদের থেকে আমাদেরকে ভালো আর কেউ বাসতে পারবেনা। অন্য কেউ যতই আমাদের বোঝানোর চেষ্টা করুক না কেন যে সে আমাদের ভালো চায় এবং আমাদের সবসময় ভালো থাকাই কামনা করে কিন্তু তারাও একসময় স্বার্থের কারণে আমাদের খারাপ চাইতে পারে। কিন্তু আমরা আমাদের কখনোই খারাপ চাইতে পারি না। প্রত্যেকটা মানুষ সব থেকে বেশি নিজেকেই ভালোবাসো তাই অন্য কারোর কথা না শুনে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে হবে এবং নিজেকেই ভালবাসতে হবে আর নিজের উপরই বিশ্বাস রাখতে হবে।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.30
JST 0.034
BTC 115249.08
ETH 4215.18
USDT 1.00
SBD 0.62