বর্তমানে শিক্ষার মূল্য নেই।

in আমার বাংলা ব্লগ13 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17615442381187866813900393144451.jpg


সোর্স



শিক্ষা আমাদের জীবনের অনেক মূল্যবান একটি জিনিস। বহু বছর আগে থেকেই এই শিক্ষা আমাদের জীবনের একটি অংশ হয়ে রয়েছে। ছোটবেলা থেকেই আমরা বিভিন্নভাবে শিক্ষা গ্রহণ করে থাকি আর যখন আমাদের কথা বলা শুরু হয় এবং একটু বুঝতে শিখে যায় তখনই আমাদের শুরু হয়ে যায় পুঁথিগত শিক্ষা। অর্থাৎ আমাদের বাবা-মা আমাদের বিদ্যালয় ভর্তি করে দেয় যেন আমরা আরো অনেক কিছু শিখতে পারি বিভিন্ন শিক্ষকের কাছ থেকে। আগেকার সময় শিক্ষার অনেক মূল্য ছিল এবং মানুষ অনেক দূর অব্দি পড়াশুনা করে অনেক উচ্চপদস্থ চাকরি করতো বা উচ্চপদস্থ কোন পর্যায়ে পৌঁছে যেত। বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের চাহিদা অনুযায়ী তারা শিক্ষা গ্রহণ করে নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যেত। কিন্তু বর্তমানে আমরা যেদিকেই দেখতে পাই সেদিকেই যেন অশিক্ষাই দেখতে পাই। মানুষের মধ্যে যেন বর্তমানে শিক্ষার হার কমে যাচ্ছে। বর্তমানে মানুষ শিক্ষা গ্রহণের দিকে মন না দিয়ে অর্থ উপার্জনের দিকেই বেশি মনোযোগ দিয়ে ফেলছে। অর্থ উপার্জনে মনোযোগ দেওয়ার পেছনে অবশ্য অনেক বড় এবং গুরুত্বপূর্ণ কারণ আছে। আর এই কারণগুলো আমাদের জীবনে অনেক বড় এফেক্ট ফেলে তাই বাধ্য হয়ে মানুষ এখন পড়াশোনা বা বিভিন্নভাবে শিক্ষা গ্রহণ থেকে বেশি অর্থ উপার্জনেই মনোযোগ দিয়ে চলেছে।


বর্তমানে মানুষ মানুষের শিক্ষাগত যোগ্যতা খুব একটা বেশি দেখেনা, কে কত দূর পড়াশোনা করল, কে কত উচ্চ শিক্ষিত এসব দিকে মানুষের কোন রকম খেয়াল নেই। বর্তমানে মানুষ দেখে কে কত বেশি অর্থ উপার্জন করতে পেরেছে কে কত কোটিপতি এবং কে কতটা বিলাসবহুল জীবনযাপন করতে পারছে। আসলে বর্তমানে মানুষের স্ট্যাটাস, সম্মান এবং পদ মর্যাদা এমনকি ভালো ব্যবহার সবকিছুই আসে মানুষের অর্থের ওপর ভিত্তি করে। যার যত অর্থ রয়েছে সে তত যেন সম্মানের যোগ্য বর্তমান পরিস্থিতিতে। আর তার সাথে রয়েছে অর্থের অনেক ক্ষমতা, বর্তমানে যার যত অর্থ তার তত ক্ষমতা বল রয়েছে। অর্থের দ্বারা মানুষ বর্তমানে সবকিছুই করতে পারে সেই জন্য বর্তমান পরিস্থিতিতে মানুষ অর্থ উপার্জনেই বেশি মনোযোগ দিয়ে চলেছে। বর্তমান সময়ে অর্থ আমাদের জীবনের সব সুখ শান্তি এনে দিতে পারে। আগেকার সময় মানুষের এতটা অর্থ সম্পদ এবং ক্ষমতার লোভ না থাকলেও বর্তমানে মানুষের মধ্যে অর্থ সম্পদ এবং ক্ষমতার অনেক বেশি লোভ দেখা দেওয়ায় মানুষ জ্ঞানী থেকে বেশি অর্থশালী বা ধনী হওয়ার প্রয়োজন মনে করে। আর এর জন্যই মানুষ জীবনের লক্ষ্য অর্থ উপার্জনকেই করে নিয়েছে। অর্থ উপার্জনের লক্ষ্যে ছুটতে ছুটতে মানুষ ভুলেই গেছে যে শিক্ষা আমাদের জীবনের কতটা প্রয়োজন।


আসলে বর্তমানে শিক্ষিত ব্যক্তিদের তেমন মূল্যায়ন করা হয় না যে কারণে মানুষ মনে করে যেহেতু অর্থই উপার্জন করা জীবনের মূল লক্ষ্য তাহলে তা গ্রহণ করে অযথা সময়ে নষ্ট করার কোন মানেই হয় না। বর্তমানে আমাদের চারপাশে প্রচুর মানুষ এমন দেখা যায় যারা অনেক উচ্চ শিক্ষিত কিন্তু বেকার জীবন যাপন করছে। অর্থাৎ উচ্চ শিক্ষিত হওয়া সত্ত্বেও এইসব শিক্ষিত মানুষের কাছে নেই কোন চাকরি বা নেই কোন তেমন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কাজ যার ফলে কিছু সময় পর তাদেরও মনে হতে থাকে যে, এই সব শিক্ষা গ্রহণ করে সময় নষ্ট না করে যদি প্রথম থেকে অর্থ উপার্জনে সময় দেওয়া যেত তবে এখন এসে এই অভাব অনটনের জীবন কাটানো লাগত না। মানুষের এই চিন্তাভাবনার কারণেও শিক্ষা থেকে মানুষের মন ধীরে ধীরে উঠে যাচ্ছে। শিক্ষিত ব্যক্তিরা যদি তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন কাজ পেয়ে যেত এবং সংসার চালানোর ক্ষমতা অর্জন করতে পারতো তবে শিক্ষার উপর থেকে কারোরই ভরসা উঠে যেত না। আসলে শিক্ষা আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস হলেও বর্তমানে শিক্ষা আমাদের জীবন যাপনে সহায়তা করতে কোনভাবেই সক্ষম হতে পারছে না। যেখানে অশিক্ষিত ব্যক্তি মান-সম্মানের পরোয়া না করে যেকোনো কিছু করে অর্থ উপার্জন করে তাদের প্রয়োজন মেটাতে পারছে এবং পরিশ্রমের মাধ্যমে অনেক টাকা উপার্জন করে নিজের শখ, সৌখিনতা, ইচ্ছা, আশা-আকাঙ্ক্ষা সবকিছু পূরণ করতে পারছে সেখানে একটি শিক্ষিত ব্যক্তি অনাহারে জীবন কাটাচ্ছে।


আমাদের সমাজে যেভাবে শিক্ষিত ব্যক্তিদের অবহেলা করা হচ্ছে এর ফলস্বরূপ দেখা যাচ্ছে ঠিকঠাক দিক থেকে মানুষের মন উঠে যাচ্ছে এবং শিক্ষার থেকেও বেশি মানুষের কাছে প্রয়োজনীয় হয়ে যাচ্ছে অর্থ। তাই দেখা যাচ্ছে ধীরে ধীরে শিক্ষার হার মানুষের মধ্যে কমে যাচ্ছে এবং মানুষ খুব একটা উচ্চ শিক্ষা গ্রহণ করার মন মানসিকতা থেকে বিরতই থাকছে। পড়াশোনা করে উচ্চশিক্ষা নেওয়ার থেকে বর্তমানে মানুষ মনে করছে কোন রকমে যেটুকু শিক্ষা না নিলেই নয় সেটুকু শিক্ষা নিয়ে কিভাবে অর্থ উপার্জনের চেষ্টা শুরু করা যায়। এখন পড়াশোনা থেকে বিরত থেকে মানুষ বিভিন্ন রকমের উপায় অর্থ উপার্জন করতে চেষ্টা শুরু করে দিচ্ছে, কিন্তু এতে তাদের জীবনে কোন আফসোস নেই কারণ তারা অনেক বেশি অর্থ উপার্জন করে সমাজে ভালোভাবে বাঁচতে পারছে। আর এইসব কম শিক্ষিত মানুষদের দেখাদেখি অন্য মানুষেরাও শিক্ষাটাকে ঠিক গুরুত্বপূর্ণ হিসেবে মনে করছে না যার ফলে ধীরে ধীরে মানুষ শিক্ষা গ্রহণ থেকে বিরত থাকার চেষ্টা করছে। এছাড়াও বর্তমানে শিক্ষার মধ্যেও রয়েছে অসম্ভব রকমের ভয়ংকর পলিটিক্স। শিক্ষা এখন আগেকার মতন সুশিক্ষা নেই। শিক্ষার মধ্যেও রয়েছে অনেক বেশি ভেজাল এবং স্বার্থ, যার ফলে মানুষ শিক্ষা গ্রহণে শুধুমাত্র অর্থ দিয়ে গেলেও শিক্ষা কিছুই সন্তানেরা পায় না যার ফলে অর্থ দিয়েও বর্তমানে শিক্ষা গ্রহণ ভালো করে করা যায় না।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Coin Marketplace

STEEM 0.08
TRX 0.29
JST 0.036
BTC 101879.02
ETH 3418.19
USDT 1.00
SBD 0.56