ভবিষ্যৎ প্রজন্মকে আধুনিক সমাজ গড়ে তুলতে সহায়তা করতে হবে।

in আমার বাংলা ব্লগ6 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17606901140473589068215767483374.jpg


সোর্স



নদী ও সমুদ্রের যেমন স্রোত থাকে তেমনি জীবনের একটি সুন্দর স্রোত রয়েছে। তেমনি আমাদের চারিপাশের মানুষের মধ্যেও বিভিন্ন ধরনের স্রোত লক্ষ্য করা যায়। সমাজে উন্নতি হতে থাকে এবং এই উন্নতির উথাল পাথাল এক স্রোত লক্ষ্য করা যায়। আমাদের পরবর্তী প্রজন্মের জন্মগ্রহণ এর দ্বারা আমরা একটা জেনারেশনের স্রোত ও দেখতে পাই। আর এই জেনারেশনের স্রোত বড়ই ভয়ংকর কারণ এক জেনারেশনের সাথে আর এক জেনারেশনের চিন্তাভাবনা কোনভাবেই মিল হতে চায়না। প্রত্যেকটা জেনারেশনের আলাদা আলাদা চিন্তাভাবনা আলাদা আলাদা চাহিদা এবং আলাদা আলাদা জীবনের লক্ষ্য। যার ফলে এই জেনারেশনাল গ্যাপের সাথে সাথে চিন্তাভাবনারও অনেক বেশি গ্যাপ এবং পার্থক্য লক্ষ্য করা যায়। আমাদের এই পৃথিবী সমাজ যত উন্নত হচ্ছে তত আমরা নতুন নতুন অনেক কিছু জানতে পারছি এবং শিখতে পারছি যা পুরনো জেনারেশনের মানুষ জানতো না। নতুন প্রজন্মের নতুন আবিষ্কার এবং নতুন চিন্তাভাবনা যখনই পুরনো জেনারেশনের মানুষ মেনে নিতে পারে না তখনই সমস্যা হয়ে যায় দুই জেনারেশন এর মধ্যে। আমাদের পৃথিবী এবং সমাজ প্রতিনিয়ত উন্নত হচ্ছে এবং প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনের স্রোত আমাদের মেনে নিতেই হবে।


আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের এই পরিবর্তন গুলি মেনে না নিতে পারি তবে আমাদের সাথে এই ভবিষ্যৎ প্রজন্মের মানুষদের সাথে কোনভাবেই মিল তাল ফলে ভবিষ্যতে এমন একটা দিন চলে আসবে যখন ভবিষ্যৎ প্রজন্মের মানুষেরা পুরনো জেনারেশনের মানুষদের থেকে আলাদা থাকা শুরু করবে এবং একটা নির্দিষ্ট বয়সের পর থেকে সম্পর্কই বিচ্ছিন্ন করে নেবে। নতুন প্রজন্মের মানুষদের প্রতিনিয়ত নতুন টেকনোলজি এবং নতুন নতুন চিন্তাভাবনার সাথেই জীবনে এগোতে থাকতে হয়। কারণ নতুন পদ্ধতি নতুন টেকনোলজি এবং নতুন চিন্তাভাবনা অবলম্বন না করলে তারা কোনভাবেই উন্নতি করতে পারবে না এবং জীবনে সাফল্য পাবে না। তাই জীবনে পিছিয়ে পড়ার ভয়ে এই নতুন জেনারেশনের মানুষগুলি সব সময় নতুন পরিবর্তনকে এক্সেপ্ট করে নেয়। কিন্তু সেখানেই দেখা যায় পুরনো জেনারেশনের মানুষেরা কোনভাবে এই নতুন পরিবর্তনকে মেনে নিতে পারে না যার ফলে তারা পিছিয়ে পড়ে থাকে এবং যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলতে পারে না। যার ফলে তাদের উন্নতি করার সম্ভাবনাও অনেক গুণে কমে যায়। আমাদের প্রতিনিয়ত বিভিন্ন টেকনোলজি আবিষ্কার হচ্ছে এবং আমাদের সমাজ উন্নত হচ্ছে আমাদের ভালো করার জন্য এবং জীবন যাপন অনেক বেশি সহজ এবং সুন্দর করার জন্য।


তাই আমরাই যদি এই ভবিষ্যৎ প্রজন্মের এই দক্ষতা এবং উন্নত জীবন যাপন সহ এই টেকনোলজি গুলি মেনে নিতে না পারি, তবে আমরা জীবনে কখনোই ভালোভাবে এবং সুন্দরভাবে থাকতে পারবো না আর তার ফলে পুরনো দিনের মতো আমাদের সারা জীবনটাই কষ্ট করে পার করে দিতে হবে। বর্তমানেও দেখা যায় বিভিন্ন দেশে অনেক বেশি আধুনিকতার ছোঁয়া বেড়ে গেছে এবং অনেক কিছু এমন আবিষ্কার হয়েছে যার ফলে আমাদের জীবনযাত্রা অনেক বেশি সুন্দর হয়েছে এবং কম কষ্ট করে আমরা অনেক বেশি সফল হতে পারি। তেমনি আমরাও যদি স্রোতের বিপরীতে না গিয়ে এই সমাজকে এগিয়ে নেওয়ার চেষ্টা করি এবং সমাজের উন্নতি করার চেষ্টা করি, প্রতিনিয়ত বিভিন্ন জিনিস আবিষ্কার এবং সুন্দর চিন্তা ভাবনার মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আরো উৎসাহ দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারি তবে আমাদের দেশ অনেক সুন্দর ভাবে গড়ে উঠবে। প্রতিনিয়ত উৎসাহ দিতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন আরো অনেক কিছু আবিষ্কার করতে থাকতে পারে এবং বিভিন্ন টেকনোলজি এবং সুন্দর সুযোগ সুবিধার মাধ্যমে আমাদের দেশকে অনেক বেশি উন্নত গড়ে তুলতে পারে।


আমাদের দেশ যদি অনেক বেশি উন্নত হয় এবং প্রচুর পরিমাণে সুযোগ-সুবিধা থাকে তবে আমাদের জীবনযাত্রা অনেক বেশি সহজ হবে এবং আমরা সুন্দরভাবে বাঁচতে পারব। কিন্তু আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে প্রতিনিয়ত খারাপ বলতে থাকি নিকৃষ্ট মনে করি এবং পরিবর্তনে বাধা দিতে থাকি তবে আমাদের দেশ কোনভাবেই পরিবর্তন হবে না এবং উন্নত হতে পারবে না ফলে আমরা এবং আমাদের দেশ পিছিয়ে থাকবো এবং চারিপাশে প্রত্যেক দেশ এবং দেশের মানুষ অনেক বেশি উন্নত জীবনযাপন করতে থাকবে এবং অনেক সুন্দর ভালো লাগতে পারবে আর তাই দেখে আমাদের শুধু আফসোস করা ছাড়া কোন কাজ থাকবে না। আর আমরা যদি আমাদের দেশকে এবং আমাদেরকে উন্নত করতে না পারি তবে একসময় আমরা অন্যদের চোখে অনেক বেশি নিকৃষ্ট বলে গণ্য হব এবং ধীরে ধীরে ধ্বংসের মুখে ঢলে পড়বো। তাই স্রোতের বিপরীতে না যেয়ে উন্নতির স্রোতে গা ভাসিয়ে ভবিষ্যৎ প্রজন্মের সাথে সাথে নিজেকে ও উন্নত করার চেষ্টা করা উচিত। এবং সবসময় ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যেকটা ভালো কাজে উৎসাহ দেওয়া উচিত। সবার আগে প্রয়োজন নিজেকে উন্নত করা এবং ভবিষ্যৎ প্রজন্মের টেকনোলজি, আবিষ্কার ও আধুনিকতার স্রোতের গতিতে চলা এবং গা ভাসিয়ে দেওয়া। তবে আমরা উন্নত দেশ এবং আধুনিক ভবিষ্যৎ প্রজন্ম এবং সমাজ গঠন করতে পারব।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.32
JST 0.033
BTC 108187.90
ETH 3823.28
USDT 1.00
SBD 0.61