ভালোবাসার অপর নাম জ্বালা

আসসালামু আলাইকুম আশাকরি "আমার বাংলা ব্লগ" পরিবারের সবাই ভালো আছেন । আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি । আজ আমি আপনাদের মাঝে ভালোবাসার অপর নাম জ্বালা এ বিষয়ে একটি জেনারেল পোষ্ট করলাম ।

20240629_101506.jpg

ভালোবাসার অপর নাম জ্বালা :

ভালোবাসা শব্দটি যেন মন ভরে দেয় । আমরা কোন এক মানুষকে গভীরভাবে ভালোবেসে ফেলি, সামনে পিছনে না ভেবেই, আর সেটাই হয় জ্বালার কারন । আমরা কেউ চাইনা যে আমাদের ভালোবাসার মানুষ কষ্ট পাক । তাই আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাই তাকে খুশি করার কিন্তুু একবারও ভাবিনা সেই অপরপক্ষের মানুষটাও তাকে ঠিক ততটাই ভালোবাসে কিনা । আমরা যেন এটা বোঝারই চেষ্টা করিনা শুধু সেই মানুষটাকে ভালো রাখার নেশা আমাদের মনে চাপিয়ে যায় । তাই আমরা নিজের কথা না ভেবে সেই মানুষটার ভাবনায় বিভর হয়ে থাকি ।

ভালোবাসা শব্দটি অনেক সুন্দর , কিন্তুু সেটা সবার জন্য নয় । আমাদের মধ্যে অনেকেই আছে যারা ভালোবাসার মানুষকে না পেয়ে দুংখ, কষ্ট ও যন্ত্রনার সাথে লড়াই করে সারাজীবন একা পার করে দিচ্ছে আর মনে মনে ভাবছে যদি সে তার ভালোবাসার মানুষকে পেয়ে যেত তাহলে তার জীবনে আর কোন কষ্ট থাকত না , তার সব পাওয়া হয়ে যেত ।আসলে বাস্তবতা সেটা নয় , ভালোবাসা দুর থেকেই সুন্দর । এই পৃথিবীতে মানুষ ভালোবাসলেই আঘাত পাবে । আর ভালোবাসার মানুষের দেওয়া আঘাত মৃত্যুর চেয়ে ভয়াবহ । ভালোবেসে মানুষ হয়ে যায় জীবন্ত লাশ ।

আবার অনেকেই আছে ভালোবাসার মানুষকে কাছে পেয়েও ব্যর্থ । বিয়ের আগের ভালোবাসা আর বিয়ের পরের ভালোবাসা পুরোটাই হয়ে যায় আলাদা । ঠিক তখন মনে হবে ভালোবেসে বিয়ে না করলেই মনে হয় বেশী ভালো হতো ।এই সখের মানুষটাই আমাদের জীবন উলটপালট করে দেবে, তখন না পারবো আমরা ছেড়ে যেতে, না পারবো থেকে যেতে । এখানেও জীবনটা হয়ে যাবে জীবন্ত লাশের মতো । তাই আমার মনে হয় ভালোবাসা দূর থেকেই সুন্দর । এতে হয়তবা মানুষের মনের মরন হয়, কিন্তুু ভালোবাসা বেঁচে যায় । ভালোবাসা একটা আবেগ, আর এ আবেগ কেটে গেলে ভালোবাসা হয় অসম্মানিত, অপমানিত ,অবহেলিত। তাই ভালোবাসা অসম্মানিত, অপমানিত ও অবহেলিত হবার আগেই দূরে চলে যাও এতে অনেকটা কষ্ট হবে কিন্তুু ভালোবাসা বেঁচে যাবে ।

আশা করি আজকের এই পোষ্টটি আপনাদের সবার ভালো লেগেছে । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ।

আজ এ পর্যন্তই । সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন । দেখা হবে পরবর্তী কোন পোষ্টে সাথেই থাকুন…….

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.026
BTC 56443.25
ETH 2493.88
USDT 1.00
SBD 2.23