লেভেল-২ হতে আমার অর্জন By-@nilooy

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)


আসসালামু আলাইকুম


কেমন আছেন সবাই? আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সকলে সুস্থ আছেন। আমিও সুস্থ আছি। ইতোমধ্যে আমি লেভেল টু এর ভাইভা পরীক্ষা সম্পন্ন করেছি। তাই আজ আপনাদের মাঝে হাজির হয়েছি, লেভেল টু এর অর্জিত জ্ঞান শেয়ার করতে। চলুন শুরু করা যাক।

20240407_150418.png

Source:(https://pixabay.com/photos/blank-frame-desk-simple-mockup-1868502/)

লেভেল টু এর ক্লাস থেকে আমি যতদূর জেনেছি এটি মূলত, একজন স্টিমিট ব্যবহারকারীর আইডির নিরাপত্তা বিষয়ক ক্লাস। এখানে, একজন ব্যবহারকারী কিভাবে তার আইডির নিরাপত্তা রক্ষা করবেন এবং এই কাজের জন্য ব্যবহৃত সকল কী এর বিস্তারিত এখানে জানানো হয়েছে। এছাড়াও এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়- ডেলিগেশন, স্টিম পাওয়ার এসব সম্পর্কে যথেষ্ট জানানো হয়েছে।

এই সকল বিষয়ে স্বচ্ছ জ্ঞানার্জনের পর আমি ভাইভা পরীক্ষা দিয়ে এখন লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছি। নিচে আমার অর্জিত জ্ঞানের উপর ভিত্তি করে লিখিত পরীক্ষার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করলাম-

● প্রশ্ন: Posting Key এর কাজ কী?

উত্তর: সোশ্যাল এক্টিভিটির জন্য ব্যবহার করা পোস্টিং কী এর কাজ গুলো হচ্ছে-
▪পোস্ট করা ও কমেন্ট করা।
▪পোস্ট ও কমেন্ট ইডিট করা।
▪কোন পোস্ট রিস্টিম করা।
▪আপভোট ও ডাউনভোট দেওয়া।
▪কাউকে ফলো ও আনফলো করা।
▪কোনো অনাকাঙ্ক্ষিত একাউন্ট মিউট করা।

● প্রশ্ন: Active Key এর কাজ কী?

উত্তর: আর্থিক লেনদেন সংক্রান্ত কাজের জন্য ব্যবহার হওয়া এক্টিভ কী এর কাজ গুলো নিম্নোক্ত বর্ণিত হলো-

▪ট্রান্সফারের কাজ।

▪পাওয়ার আপ ও পাওয়ার ডাউন।

▪SBD Steem কনভার্সন।

▪উইটনেস ভোট দেয়া।

▪কোন এক্সচেঞ্জে ক্রয় বিক্রয় অর্ডার দেয়া।

▪প্রোফাইলের কিছু তথ্য পরিবর্তন করা।

▪নতুন ব্যবহারকারী তৈরি করা।

● প্রশ্ন: Owner Key এর কাজ কী?

উত্তর: উনার কী হচ্ছে মালিকানা প্রমাণের দলিল। ব্লকচেইনে আমাদের মালিকানা প্রমাণ করতে ব্যবহৃত হওয়া এই কী এর কাজ গুলো হলো -

▪উনার, এক্টিভ ও পোস্টিং কী রিসেট করা।

▪একাউন্ট রিকভার করা।

▪ভোটিং অধিকার প্রত্যাখ্যান করা।

● প্রশ্ন: Memo Key এর কাজ কী?

উত্তর: মেমো কী এর কাজ গুলো হলো:
▪এনক্রিপ্ট করা মেসেজ পাঠানো।

▪কোন এনক্রিপ্ট করা মেসেজ দেখা।

● প্রশ্ন: Master Password এর কাজ কী?

উত্তর: মাস্টার পাসওয়ার্ড দিয়ে করা কাজ হলো:

▪ সকল প্রাইভেট ও পাবলিক কী এর কার্যক্রম সম্পন্ন করা।

● প্রশ্ন: Master Password নিরাপদে সংরক্ষণ করার জন্য আপনার প্ল্যান কি?

উত্তর: মাস্টার পাসওয়ার্ড নিরাপদে সংরক্ষণ করার জন্য আমার পরিকল্পনা হলো:

▪ আমার ব্যক্তিগত ডায়েরিতে লিখে রাখা।

▪ পিডিএফ করে গুরুত্বপূর্ণ কাজগুলোর সাথে যত্নে রাখা।

▪ টু স্টেপ ভেরিফিকেশন চালু করা গুগল ড্রাইভে রেখে দেওয়া।

● প্রশ্ন: পাওয়ার আপ কেন জরুরি?

উত্তর: মূলত পাওয়ার আপ হচ্ছে স্টিম কে পাওয়ার আপ করে স্টিম পাওয়ারে রূপান্তর করা। দীর্ঘমেয়াদি কাজ করার ক্ষেত্রে পাওয়ার আপ খুবই জরুরি একটি বিষয়। এটির মাধ্যমে অ্যাকাউন্টের সক্ষমতা বৃদ্ধি পায় এবং ভোটিং পাওয়ার ও বেশি হয়। বেশি পওয়ার সম্বলিত ভোট দিলে সেখান থেকে বেশি পরিমাণে কিউরেশন রিওয়ার্ড ও পাওয়া যায়। তাছাড়া আমাদের উপার্জিত স্টিমগুলো নিরাপদে রাখতেও এটি বেশ জরুরি। কারণ, দূর্ঘটনাবশত কিংবা নিজের অজান্তে আমাদের আইডি হ্যাক হয়ে গেলে আমাদের স্টিম গুলো ততক্ষণ পর্যন্ত কেউ নিয়ে নিতে পারবে না যতক্ষণ না পাওয়ার ডাউন দেওয়া হচ্ছে। আর পাওয়ার ডাউন দেওয়া হলে তা অ্যাকাউন্টে আসতে কিছুদিন সময় লাগবে ফলে আমরা ওয়ালেটের অবস্থা দেখে বুঝতে পারবো আমাদের অ্যাকাউন্টটি হ্যাকিং সমস্যায় পড়েছে এবং তাৎক্ষণিক পদক্ষেপ নিতে পারবো।

● প্রশ্ন: পাওয়ার আপ করার প্রসেস সম্পর্কে আপনি কি জানেন?

উত্তর: পাওয়ার আপ করার প্রসেসটি হচ্ছে-

▪ প্রথমে ওয়ালেটে এক্টিভ কী দিয়ে লগইন করতে হবে।

▪ এরপর স্টিম ব্যালেন্স এর পাশে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করতে হবে। তারপর সেখানে বেশ কিছু অপশন দেখাবে সেখান থেকে পাওয়ার আপ অপশনটি বেছে নিতে হবে।
▪পাওয়ার আপ অপশনে ক্লিক করলে একটি নতুন ট্যাব আসবে যেখানে ইউজার নেমের ঘরে আমার ইউজার নেমটি দেখাবে এবং নিচে এমাইন্টের ঘর খালি দেখাবে। এবার এমাউন্টের ঘরে আমি যত এস.পি পাওয়ার আপ করতে চাই সেই সংখ্যা লিখতে হবে ৫০০ এস.পি চাইলে ৫০০ কিংবা ২০০ এস.পি চাইলে ২০০।তারপর পাওয়ার আপ বাটনে ক্লিক করতে হবে এবং কনাফর্ম হওয়ার জন্য আরেকটি ট্যাব আসলে সেখানে ওকে তে ক্লিক করতে হবে।

● প্রশ্ন: সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার কতদিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয়?

উত্তর: উইথড্র দেওয়ার ৩ দিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয়।

● প্রশ্ন: মেমো ফিল্ডের কাজ কি?

উত্তর: কাউকে কোন লিকুইড স্টিম পাঠাতে যে সংকেত ব্যবহার করা হয় তাকে মেমো ফিল্ড বলে। মেমো ফিল্ড এর কাজ হচ্ছে কোন মেসেজের মাধ্যমে কাউকে কোন গিফট পাঠানো বা ট্রান্সফার করা। লিকুইড স্টিম বা এসবিডি ট্রান্সফারের কাজে আমরা মেমো ফিল্ডে মেমো লিখে এই সকল লিকুইড স্টিম বা এসবিডি পাঠাতে পারি। এছাড়া এক্সেঞ্জারে ট্রান্সফারের কাজে মেমো ফিল্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

● প্রশ্ন: ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর উক্ত এস.পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে?

উত্তর: ৫দিন পর উক্ত এস.পি ফেরত আসে।

● প্রশ্ন: ধরুন আপনি প্রজেক্ট @Heroism কে ২০০ এস.পি ডেলিগেশন করেছেন। কিছুদিন পর আরো একশত এস.পি ডেলিগেশন করতে চান। এখন ডেলিশেনের পরিমাণ লেখার সময় আপনাকে কত এস.পি লিখতে হবে?

উত্তর: @Heroism কে ২০০ এসপি ডেলিগেশন করার কিছুদিন পর আরো একশত এস.পি ডেলিগেশন করতে চাইলে ডেলিগেশনের পরিমাণের জায়গায় গিয়ে ২০০ এস.পি এর বদলে ৩০০ এস.পি লিখতে হবে।

এই ছিলো, লেভেল টু হতে আমার অর্জন। আমার লিখিত পরীক্ষাটিতে কোনো প্রকার ভুল থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো।আজ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন।

আল্লাহ হাফেজ

Sort:  
 2 months ago 

লেভেল টু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পোস্ট করার ক্ষেত্রে এবং সর্ব নিরাপত্তার জন্য। আপনি বেশ দারুণভাবে খুঁটিনাটি তুলে ধরেছেন। আমাদের মাঝে পাওয়ার আপ কি বিস্তারিত আলোচনা করেছেন। আপনি অনেক সুন্দর ভাবে জ্ঞান অর্জন করেছেন। আপনার ভাইবা আমি শুনেছিলাম, ভীষণ সুন্দর উত্তর দিয়েছিলেন । দোয়া করি খুব তাড়াতাড়ি যেন মেম্বার হতে পারেন। বাকি পর্বগুলো পার হয়ে। শুভেচ্ছা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 months ago 

ধন্যবাদ আপনাকে। আমি সর্বোচ্চ চেষ্টা করবো বাকি পর্বগুলোও সুন্দর ভাবে পার করতে।

Posted using SteemPro Mobile

 2 months ago 

লেভেল ২ এ বেশ অনেক কিছু ভালোভাবে শিখেছেন দেখছি। খুবই ভালো লাগলো আপনার আজকের এই পরীক্ষা পত্র দেখে। মোটামুটি প্রত্যেকটা প্রশ্নের ভালো অ্যানসার দেয়ার চেষ্টা করেছেন। অনেক ভালো লাগলো আপনার উত্তর দেখে।

 2 months ago 

ধন্যবাদ আপনাকে মতামতের জন্য।

Posted using SteemPro Mobile

 2 months ago 

ভাই, সবকিছুই ঠিক লিখেছেন। একমাত্র মেমো ফিল্ড বাদ দিয়ে। সেটা ঠিক করে দিন

 2 months ago 

জ্বি, ভাই দিয়েছি৷ ধন্যবাদ ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। খুবই উপকার হলো।

Posted using SteemPro Mobile

 2 months ago 

বেশ ভালো পরীক্ষা দিয়েছেন ভাই ♥️

 2 months ago 

ধন্যবাদ ভাই। ভাইভাতে প্রথম প্রথম নার্ভাস লাগছিলো। তারপর আপনার বাকভঙ্গি আর রেসপন্স করার ধরণগুলো অনেকটা আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ❤️

Posted using SteemPro Mobile

 2 months ago 

আপনি লেভেল ২ এর লিখিত পরীক্ষা দিয়েছেন দেখে খুবই ভালো লাগছে৷ এই লেভেল ২ এর মধ্যে আপনাকে যা কিছু শেখানো হয়েছিল তা আপনি খুব ভালোভাবে শিখেছেন৷ আজকের লিখিত প্রশ্ন গুলোর মাধ্যমে খুব ভালোভাবে সবকিছু আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন যা দেখে খুবই ভালো লাগছে৷ আশা করি পরবর্তীতে যে সকল লেভেলগুলো রয়েছে তা আপনি তাড়াতাড়ি শেষ করে আমাদের সাথে কাজ করে যেতে পারবেন৷ আপনার জন্য শুভকামনা রইল৷

 2 months ago 

ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.027
BTC 64928.52
ETH 3525.30
USDT 1.00
SBD 2.36