অনু-কবিতা :- ১০৪

in আমার বাংলা ব্লগ5 months ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আমি আমার লেখা আর একটি অনু-কবিতা আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png



সোর্স


আসলে এই পৃথিবীতে চরিত্র সব থেকে মূল্যবান একটা জিনিস। একটা মানুষের চরিত্র ভালো করতে তা সারা জীবন কেটে যায়। কিন্তু একটা মানুষের চরিত্র খারাপ হতে কয়েক সেকেন্ডও সময় লাগে না। জীবনে যদি আমরা আমাদের চরিত্রকে ভালো না রেখে চলাচল করি তাহলে কেউ আমাদেরকে কখনো ভালোবাসবে না এবং আমাদের থেকে সবাই দূরে থাকার চেষ্টা করবে। এই পৃথিবীতে টাকা দিয়ে যে কোন কিছু কিনতে পারবেন। কিন্তু চরিত্র আপনি কখনো টাকার বিনিময় কিনতে পারবেন না। আমাদের পৃথিবীতে যত কিছুই আসুক এবং যাক না কেন সব কিছুর বিনিয়ে আমরা আমাদের চরিত্রকে কখনো নষ্ট হতে দেবো না। বিশেষ করে বর্তমান সময়ে বাইরে বিভিন্ন ধরনের লোভনীয় জিনিস আমরা দেখতে পাই। আর এসব লোভনীয় জিনিস দেখলে মানুষ তার নিজের লোভকে ধরে রাখতে পারেনা।


আসলে যারা নিজেদের জীবনের লোভ সংবরণ করে রাখতে পারে তারা জীবনে তাদের চরিত্রকে নষ্ট হতে দেয় না। কেননা এই পৃথিবীতে আপনি এই চরিত্রবান লোকের সংখ্যা খুব কম খুঁজে পাবেন। কেননা আপনি যেদিকেই তাকাবেন সেখানেই চরিত্রহীন লোক দেখতে পাবেন এবং তারা সবসময় মানুষের ক্ষতি করার জন্য চেষ্টা করে। আসলে এসব দিক থেকে বিবেচনা করে আমাদের নিজেদের অবশ্যই পরিবর্তন করতে হবে কিন্তু চরিত্র আগে ঠিক রেখে। কেননা আমরা যদি আমাদের পরিবর্তন সাথে সাথে আমাদের চরিত্রকে পরিবর্তন করে ফেলি তাহলে আমরা আর মানুষের কাছ থেকে ভালোবাসা পাবো না এবং লোকজন আমাদের থেকে দূরে থাকার চেষ্টা করবে। আর একজন চরিত্রবান মানুষকে সবাই অনেক বেশি পছন্দ করে এবং তার বিপদে-আপদে সবাই তার কাছে এসে তাকে সাহায্য করে।


আর এই জন্য আমাদের অবশ্যই পরিবর্তন হতে হবে আমাদের চরিত্রকে ভালো রেখে। আর আমরা যদি কোন একবার লোভের খপ্পরে পড়ে যাই তাহলে কিন্তু আমাদের চরিত্রকে আমরা আর ভালো জায়গা ধরে রাখতে পারব না। কেননা মানুষ যত কিছুই করতে পারে না কেন লোভে পড়লে সে তার নিজের চরিত্রকে কখনো ভালো রাখতে পারে না। আমাদের এই পৃথিবীতে একজন ভালো মানুষ হিসেবে যদি আমরা বেঁচে থাকতে পারি তাহলে পরবর্তী জেনারেশন আমাদেরকে অবশ্যই সম্মান করবে এবং আমাদের দেখানো পথে তারা সবসময় এগিয়ে চলার চেষ্টা করবে। এছাড়াও আমরা পরবর্তী প্রজন্মকে সবসময় ভালো চরিত্রের অধিকারী হতে শেখাবো এবং তারা যাতে কোন ধরনের ভুল না করে এবং লোভ লালসা থেকে দূরে থাকে সেজন্য তাদেরকে অবশ্যই বোঝাতে হবে। আর এর ফলে আমরা সুন্দর একটা পৃথিবী তৈরি করতে পারব।

✠ ০১ ✠


পরিবর্তন নাকি মানুষের ধর্ম,
তা আমরা এই সমাজে জানি।
কিন্তু এতটা পরিবর্তন আগে কখনো,
কোথাও দেখিনি তো আমি।


কারণে-অকারণে মানুষ বদলায়,
কিন্তু মানুষের চরিত্র বদলানো যাবে না।
চরিত্র মানুষের আসল গুন,
সেই চরিত্র হারালে আর পাবে না।


চরিত্র ঠিক থেকে উন্নতির দিকে,
সবাইকে এগিয়ে যাওয়া উচিত।
চরিত্র এমনই মূল্যবান জিনিস,
চলে গেলে আর কখনো পাবে নাকো।


✠ ০২ ✠


অন্যান্য সব হিংসা বিবাদ ভুলে,
সবাই আমরা মিলেমিশে চলি।
সামনে কখনো কোন বিপদ এলে,
সবাই মিলে সমাধান করব এখনই।


মানুষের চরিত্র যদি ঠিক থাকে,
তাহলে সবাই তাকে ভালোবাসে।
এছাড়াও সমাজের লোক সম্মান করে,
পদমর্যাদা থাকে সবার উপরে।


জীবনে আমরা কোন কিছুর বিনিময়,
চরিত্রকে নষ্ট হতে দেব না।
যতই ঝড় আসুক না জীবনে,
সৎ পথে ছাড়া অন্য পথে চলবো না।


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

11-20-04-359_512.gif

সবাইকে ধন্যবাদ।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 5 months ago 

অনু কবিতাগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। আজ আপনি ভীষণ সুন্দরভাবে দুইটি অনু কবিতা তুলে ধরেছেন ভাইয়া। আপনার লেখা অনু কবিতা গুলো পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 5 months ago 

আপনি প্রত্যেক সপ্তাহে ছোট ছোট অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করে থাকেন। আপনার লেখা কবিতাগুলো আবৃত্তি করতে খুব ভাল লাগে। যেখানে মনের মাধুরী মিশিয়ে আপনি কবিতার প্রত্যেকটা লাইন ব্যক্ত করে থাকেন। ঠিক তেমনি সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। খুবই ভালো লেগেছে আপনার লেখা কবিতা গুলো আবৃত্তি করে।

 5 months ago 

অসাধারণ কিছু অনুকবিতা লিখেছেন দাদা। আপনার অনু কবিতা গুলো পড়ে অনেক ভালো লাগলো। আমাদের সকলের উচিত হিংসা বিদ্বেষ ভুলে সবাই মিলেমিশে থাকা।অনেক ধন্যবাদ দাদা দারুন কিছু অনু কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 5 months ago 

চরিত্র মানুষের শ্রেষ্ট সম্পদ বললে ভুল হবে না। চরিত্রের চেয়ে আর মূল‍্যবান কিছু হতে পারে না। কিন্তু এটা মূহূর্তের মধ্যে নষ্ট হয়ে যাওয়া টা অসম্ভব না। মানুষের পরিবর্তন হবে এটা স্বাভাবিক কিন্তু আমাদের চরিত্রের পরিবর্তন না হোক। চমৎকার লিখেছেন অনু কবিতা গুলো ভাই। ধন্যবাদ আপনাকে।।

New to Steemit?

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.26
JST 0.039
BTC 104912.25
ETH 3387.24
SBD 4.62