অনু-কবিতা :- ৭৬

in আমার বাংলা ব্লগ4 months ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আমি আমার লেখা আর একটি অনু-কবিতা আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png



সোর্স



আমাদের এই সমাজের বর্তমানে নেশা খুব সহজলভ্য একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে। কারণ আমরা যেখানেই দেখতে পাচ্ছি সেখানেই নেশাদার দ্রব্য বিক্রয় হচ্ছে। আর এই নেশা জাত দ্রব্য বিক্রয়ের ফলে দেশের যুবক সমাজ দিন দিন ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এছাড়াও তারা বিভিন্ন ধরনের অন্যায় কর্মকান্ডে লিপ্ত হচ্ছে। আসলে নেশার ক্ষতিকর দিক যে কতটা বড় তা এসব যুবকসমাজ মোটেও টের পাচ্ছে না। আসলে যারা নেশা করে তাদের কাছে নেশা না হলে তারা বেঁচে থাকতে পারবে না এরকম মনে হয়। এই সমাজের নেশার ফলে যেসব বিভিন্ন ধরনের মারাত্মক রোগের সৃষ্টি হচ্ছে তার ফলে বহু লোক প্রতিবছর মারা যায়। এছাড়াও বর্তমান কার যেসব সমাজ ব্যবস্থা রয়েছে সেসব সমাজ ব্যবস্থার রীতিনীতি এইসব ব্যক্তিরা কখনোই মেনে চলেনা। আর সমাজ থেকে তাদের যতই বারণ করা হোক না কেন তারা নেশায় আসক্ত থাকে সবসময়।


আসলে সমাজের এই ধ্বংসের দিকে এগিয়ে যাবে যতদিন না এসব নেশা জাত পণ্য বাজার থেকে বন্ধ না হবে। আসলে সমাজের প্রতিটা লোককে অবশ্যই এই নেশার সম্পর্কে সচেতন হতে হবে। এছাড়াও যেসব ব্যক্তিরা এসব নেশাজাত দ্রব্য গ্রহণ করে তাদেরকে এই নেশার অপকারিতা সম্পর্কে সবাইকে জানাতে হবে। কারণ এই নেশা গ্রহণ করার ফলে যে তাদের শরীরে কিরকম জটিল রোগের সৃষ্টি হচ্ছে তা তারা কখনোই বুঝতে পারছে না। আসলে প্রতিটি স্কুল প্রতিষ্ঠানকেও অবশ্যই এই নেশার অপকারিতা সম্পর্কে তাদের ছাত্রদেরকে সঠিক জ্ঞান প্রদান করতে হবে। এছাড়াও স্কুল কলেজের আসে পাশে কোন নেশাদার দ্রব্য বিক্রয় বন্ধ করতে হবে। আসলে নেশার অপকারিতা যদি সবাই জানতে পারে তাহলে দেশ থেকে নেশাজাত দ্রব্য বন্ধ হয়ে যাবে।

তাইতো প্রতিটা মানুষের পাশাপাশি সমাজে সকল স্তরের লোককে এই নেশার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং সরকারকেও এই জনগণের পাশে দাঁড়াতে হবে। কারণ এই নেশা কখনো দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারে না। কারণ যেসব ব্যক্তিরা এসব নেশাজাত দ্রব্য গ্রহণ করে তাদের দ্বারা সমাজের তেমন কোনো ভালো কাজ কখনোই হয় না। এছাড়াও তারা জীবনে আর তেমন বেশি উন্নতি লাভ করতে পারে না। আর এই নেশা জাত দ্রব্য প্রয়োজনের জন্য তাদের একদিকে তেমন প্রচুর অর্থের প্রয়োজন হয়। তেমনি অন্যদিকে তারা এই নেশা জাত দ্রব্য ক্রয় করার জন্য বিভিন্ন ধরনের অন্যায় পথ অবলম্বন করে অর্থ উপার্জন করে। তাইতো বর্তমান সময়ে বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচার দিন দিন বেড়েই যাচ্ছে। আর সমাজকে সুন্দর এবং সুশৃংখল করতে হলে নেশাকে না বলতে হবে।


✠ ০১ ✠


নেশার জগতে নেশা নিয়ে,
মানুষের মধ্যে চলছে লড়াই।
নেশা সমাজকে ধ্বংস করছে,
নেশায় আচ্ছন্ন হচ্ছে সবাই।


বর্তমানে সমাজের সব জায়গাতে,
নেশা জাত দ্রব্য ভরে গেছে।
অতিরিক্ত নেশা গ্রহণের ফলে,
বহু লোক দিন দিন মারা যাচ্ছে।


নেশার ক্ষতি সম্পর্কে সবাইকে,
জানাতে হবে সকল মানুষকে।
নেশা করলে বিভিন্ন রোগ হয়,
মারা যায় অনেকে দুনিয়া থেকে।


✠ ০২ ✠


নেশার কারণে কত যুবক,
দিন দিন ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে।
কেউ তাদের থামাতে পারছে না,
ফলে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে।


তারা কাউকে ভয় পায় না,
নেশার জন্য যা কিছু করতে পারে।
নেশা মন-মানসিকতাকে নষ্ট করছে,
অন্যায় করছে তারা সর্বক্ষনে।


নেশার বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়িয়ে,
নেশাকে সমাজ থেকে দূর করতে হবে।
নেশা যাতে সমাজে না থাকে,
সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

11-20-04-359_512.gif

সবাইকে ধন্যবাদ।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দী। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 4 months ago 

খুবই সুন্দর দুটি অনু কবিতা লিখেছেন। আপনার এই অনু কবিতা পড়ে অনেক ভালো লাগলো। আসলে অনু কবিতার মাধ্যমে আমরা কবিতা লেখার অনুপ্রেরণা পেয়েছি। যার কারণে অনু কবিতা পড়তে এবং লিখতে খুবই ভালো লাগে। আপনার কবিতা গুলো খুবই ভালো হয়েছে।

 4 months ago 

বর্তমান মানুষ বিভিন্ন ধরনের নেশায় সমাজে অনেক খারাপ পরিবেশ চলে এসেছে। আপনি একদম ঠিক বলেছেন ভাইয়া যারা নেশা করে তাদেরকে এর ক্ষতিকর দিকটা জানাতে পারলে হয়তোবা একটু নেশা করত না বা বন্ধ করে দিত। যাইহোক আপনি অনেক সুন্দর ভাবে কবিতার মাধ্যমে পুরো বিষয়টা বুঝিয়েছেন। আপনি অনেক সুন্দর সুন্দর কবিতা লেখেন আপনার এই কবিতাটা আমার কাছে খুব ভালো লেগেছে ধন্যবাদ।

 4 months ago 

আসলেই দাদা , বর্তমান যুবকসমাজ দিন দিন ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে ৷ আর এই ধ্বংসের মূল কারণ নেশা ৷ নেশা জাত দ্রব্য বিক্রয় বন্ধ এবং এই বিষয়ে কোনো পদক্ষেপ না নিলে যুবকসমাজ আরো মারাত্মক রূপ ধারণ করবে ৷ যাই হোক , খুবই সুন্দর একটি টপিক নিয়ে লিখেছেন ৷ আপনার লেখা এবং কবিতা পড়ে ভীষণ ভালো লাগলো ৷ খুবই সুন্দর হয়েছে কবিতাটি ৷ ধন্যবাদ দাদা

Posted using SteemPro Mobile

 4 months ago 

সময়ের প্রেক্ষিতে খুবই সুন্দর কবিতা লিখেছেন। বর্তমানে নেশা এমন একটি মাত্রায় পৌঁছে গেছে। তরুণ সমাজ নেশার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। এই নেশার কারণে চুরি ছিনতাই মাডার বিভিন্ন ধরনের অশুভ কাজে মানুষ লিপ্ত হচ্ছে। আপনার অনু কবিতাটি পরিবেশ ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

 4 months ago 

কোন দেশকে ধ্বংস করতে হলে যুব সমাজের মধ্যে অশ্লীলতা নেশা এগুলো ঢুকিয়ে দিতে হবে। আমাদের সমাজের ক্ষেএে এখন ঠিক এটাই হচ্ছে। নেশার প্রভাব এখন চরমে যেটা বলে বোঝানো যাবে না। কিন্তু একটা বিষয় আমাদের দেশের প্রশাসন এইদিকে ঠিকভাবে নজর দেয় না। নেশা নিয়ে আপনার ভাবনা টা আমার কাছে বেশ ভালো লেগেছে। কবিতা টাও সুন্দর ছিল দাদা। ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.029
BTC 58809.44
ETH 3151.28
USDT 1.00
SBD 2.43